User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
বাংলা সাহিত্যে একজন জিনিয়াস ঔপন্যাসিকের আবির্ভাব হাসান আজিজুল হক কাজী রাফির লেখার মাঝে আমি প্রতিভার স্বাক্ষর পাই। কালি ও কলম পুরস্কারের চূড়ান্ত পবের্র একজন বিচারক হিসেবে, আমি তার প্রথম উপন্যাস ধূসর স্বপ্নের সাসান্দ্রা পড়ে খুব মুগ্ধ হয়েছিলাম। সেই উপন্যাসটা পড়ার দেড় বছর পর গ্রন্থটার (ধূসর স্বপ্নের সাসান্দ্রা উপন্যাসের) জন্য আমি কিছু প্রশস্তি বাক্য রচনা করেছিলাম। এটা আমি বুঝতে পারছি যে, লেখককে অনুপ্রাণিত করেছে পুরস্কার, তাকে এটা বুঝিয়েছে যে, তুমি তোমার কাজ নিয়ে এগিয়ে যাও, আমরা তোমার পেছনে আছ...See More
মহাকাশ বিষয়ক বিভিন্ন কৌতূহলের বিপরীতে এই বইটি একটি প্রাথমিক উত্তর।
সকল দ্বিধা ঝেড়ে ফেলে শিশুর মা-বাবা যদি এ বিষয়ে এগিয়ে না আসেন, জন্ম ও জীবন রহস্য সম্পর্কে মৌলিক কথাগুলাে সততার সঙ্গে সহজে শিশু সন্তানকে বলার জন্যে তৈরি না হন, শিশুরা ভুলভাবে সেসব সম্পর্কে অবহিত হবে। ফলে কখনাে কখনাে অনর্থক তারা সারাজীবন এক মঞ্ছবড় অপরাধের বােঝা বয়ে বেড়াবে কোন অন্যায় না- সত্ত্বেও। ক্রণের সৃষ্টি, দ্রণ থেকে একটি পূর্ণাঙ্গ শিশুর মায়ের পেটের ভেতর বেড়ে ওঠা, তার জন্ম, বড় হওয়া, বয়ঃসন্ধিগত পরিবর্তন যেমন, দাড়ি গোঁফ ওঠা, স্কুনের উন্মেষ, ঋতুস্ৰাব, ভিন্ন লিঙ্গের প্রতি আকর্ষণ জন্মান...See More
আশীফ এন্তাজ রবির "চন্দ্রমুখী"!! . উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ফরিদ! শশব্যস্ত নাগরিক কোলাহলে নিজের অস্তিত্বের জানান দিতে ছুটে চলেন অফিস পানে। কিন্তু, ফরিদপুরের ফরিদ স্বভাবগতভাবে কিছুটা আলসে এবং রহস্যময় চরিত্রের। প্রায়শই তার অফিসে যেতে লেট হয়ে যায়! তিনি সেখানটায় বসকে গল্প বানিয়ে বলেন, তাই তো রবি ভাইয়ের উক্তি "বাঙালি যুক্তিতে বশ মানে না, তবে গল্পে ঘায়েল হয়। সেই গল্পে অল্প একটু সত্যের সাথে অনেকখানি মিথ্যা মিশিয়ে দিতে হয়, তাতেই কাজ হয়। পুরো মিথ্যায় গল্প যেমন জমে না, তেমনি পুরোপুরি সত্য গল্পেও মানুষে...See More
গতানুগতিক ধারার বাইরে যেয়ে পাঠক আটকিয়ে রাখার ক্ষমতা আছে লেখিকার, তার অনেকগুলো বই পড়ার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু এবারের ত্রিভুজের চতুষ্কোণ তুলনাহীন, পাঠকের কল্পনাকেও হারিয়ে দেয়। তার ভবিষ্যৎ সফলতা কামনা করি।
Lovely Birthday Wishes
Really nice to read
5 স্টার কি আবুল আসাদ স্যার এর সাইমুম সিরিজ মুল্যায়ন এর জন্য অপর্যাপ্ত নয় কি ?? ধন্যবাদ স্যার আমাদের এরকম একটা সিরিজ উপহার দেওয়ার জন্য ।
লেখকের ছোটগল্প লিখার ক্ষমতা বরাবরই মুগধ করে আমাকে। এবারের গল্পগুলোও তার ব্যতিক্রম নয়। ত্রিভুজের চতুষ্কোণ পরে যেমন চমকে উঠেছিলাম... শুভকামনা সবসময়ের...
অসাধারন কিছু গল্পের সম্মুখীন হয়ে মুগ্ধ......