User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
ছোটবেলা থেকেই ঘুরে বেড়ানোর সখ আমার মারাত্মক। ছোটবেলায় বাবা-মার কাছে ঘ্যান ঘ্যান করতাম। আর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কোন ছুটি কিংবা সুযোগ পেলেই ব্যাগ কাধে নিয়ে বেরিয়ে যেতাম। পরবর্তীতে কাজের সুবাদেও ঘুরে বেড়ানো হয়েছে অনেক। এমনি করে বাংলাদেশের ৫৭ জেলা আর বাংলাদেশ ছাড়াও এশিয়ার বেশ কয়েকটি দেশ ঘুরা হয়ে গেছে। এদের মাঝে প্রতিযোগীতা কিংবা অফিসিয়াল কাজ ছাড়া ভারত দেশটিতে তেমন ঘুরে বেড়ানো হয়নি। প্রাকৃতিক ঐশ্বর্যের দিক দিয়ে সৃষ্টিকর্তা ভারতকে মোটামুটি সব উপকরণ দিয়েই পরিপূর্ণ করে দিয়েছে। ...See More
baje ekta boi
onek sundor ekta boi
খুবই দরকারি বই যারা নিজের লাইফের উপর হতাশ।। এই বইটিতে সুন্দর করে কাহিনী দিয়ে কি করে নিজের ব্যর্থতা থেকে উঠে আসা যায় তা সুন্দর করে লিখা আছে।। অনেক্ অনেক ধন্যবাদ ঝংকার ভাইয়াকে বইটির জন্য
বেস্ট সেলার হবেই ইনশা আল্লাহ :D
অত্যন্ত ভালো মানের একটি বই _ _ সিভিল ইঞ্জিনিয়ার দের সহায়ক বই _ অসাধারন একটি বই __
বইটি পড়ে কি যে ভাল লেগেছে তা লিখে প্রকাশ করতে পারব না। জহির রায়হান স্যার আপনি সত্যি বাংলার অনেক বড় মাপের একজন সাহিত্যিক ছিলেন। আজ বেচেঁ থাকলে আপনার আরো অনেক কৃতি দেশ পেত।
বইমেলায় প্রকাশের প্রথম সপ্তাহেই বইটির সব কপি শেষ! কোনো লেখকের প্রথম বইয়ের ক্ষেত্রে এমন তথ্য নিতান্তই ‘চাপাবাজি’ মনে হওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু বণিক বার্তার নিয়মিত পাঠকরা যখন জানবেন— বইটি লিখেছেন রঙ্গভরা বঙ্গদেশ, ঘরের কথা পরে জানল ক্যামনে, নামের দাপট বনাম কর্মের প্রভাব, প্যাশন বনাম প্রফেশন, তবুও সে ভালো থাকুক..., বইয়ের মেলা নাকি মেলার বই, হুমায়ূন আহমেদ: বাংলার মার্কেটিং গুরুর মতো অসংখ্য পাঠকপ্রিয় নিবন্ধের লেখক মো. আব্দুল হামিদ— তখন নিশ্চয়ই বলবেন, তাহলে হতেও পারে! বণিক বার্তার সূচনালগ্ন থেকে নিব...See More
আরেকটা বেস্ট সেলারের অপেক্ষায়
"ভারত ভ্রমণের দিনলিপি",কাব্যিক ভাষায় লিখিত একটি হাস্যরসাত্মক মজার ভ্রমণ দিনলিপি। "অন্ধকারের জমিনে আলোর খেলা দেখছি।অন্ধকারের মাঝে যেন আলোর গান শুনতে পাচ্ছি।ধ্বংসের গান,সৃষ্টির গান।বাতাস যেন আলোদের গায়ে-অন্ধকারের গায়ে বাড়ি খেতে খেতে মূর্ছনা তুলছে।আমি জানালের পাশে বসে অন্ধকারের গান শুনি।" উপরের অনুচ্ছেদটিতে কাব্যিক পরিচয় যেমন পাওয়া যায় তেমনি নিচের অনুচ্ছেদটিতে পাওয়া যায় হাস্যরস। " গাইডেড ট্যুর নিয়ে আমার অসুবিধা কি,সেটা আমি আগেই বলেছি।এই গাইড ভদ্রলোক সেটা আরো বাড়িয়ে তুললেন।তার পেছনে পেছনে হাট...See More