User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারণ।
Was this review helpful to you?
or
মিথ্যে আর ক্ষণিক তুষ্টির মোটিভেশনের যুগে এক অনবদ্য আত্নউন্নয়নমূলক বই। আমার পড়া সেরা মোটিভেশনাল বই তো অবশ্যই।
Was this review helpful to you?
or
বইটি ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
ব্যক্তিগত পর্যায়ে শিক্ষার্থী , অভিভাবক আর সামগ্রিকভাবে বলতে গেলে পলিসি মেকারদের অবশ্য পাঠ্য একটা বই । আমার পড়া লেখকের দ্বিতীয় বই এটি , যদিও প্রকাশ কাল হিসেবে সম্ভবত এটি লেখকের প্রথম বই । লেখকের ভার্সেটালিটির ভক্ত হয়ে গেলাম । বাণিজ্যের শিক্ষার্থী এবং শিক্ষক হয়ে ও শিক্ষার সংগে সামগ্রিক আর্থ সামাজিক ইস্যু গুলোকে খু্বই ভালো ভাবে সম্পৃক্ত করতে পেরেছেন তিনি ।
Was this review helpful to you?
or
সুন্দর ও সাবলীল বাক্যচয়নে কি অসাধারণ বর্ণনা। পুরো বই শেষ করে এক অন্যরকম ভালোলাগার মধ্যে থাকবেন পাঠক।
Was this review helpful to you?
or
বইটি হাতে নেয়ার পর না শেষ করে বইটি রাখতে পারি নি।সুন্দর ও সাবলীল ভাষায় লেখা।মনে হচ্ছিল কেউ একজন সামনে বসে কথা বলছেন, দিকনির্দেশনা দিচ্ছেন।
Was this review helpful to you?
or
আমি বইটি পড়েছি কয়েক বার৷ পড়ে মনে হয়েছে, বাংলাদেশের প্রত্যেটি বাবা-মা' র এবং শিক্ষার্থীর এই বইটি অন্তত একবার পড়া উচিৎ৷
Was this review helpful to you?
or
বইমেলায় প্রকাশের প্রথম সপ্তাহেই বইটির সব কপি শেষ! কোনো লেখকের প্রথম বইয়ের ক্ষেত্রে এমন তথ্য নিতান্তই ‘চাপাবাজি’ মনে হওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু বণিক বার্তার নিয়মিত পাঠকরা যখন জানবেন— বইটি লিখেছেন রঙ্গভরা বঙ্গদেশ, ঘরের কথা পরে জানল ক্যামনে, নামের দাপট বনাম কর্মের প্রভাব, প্যাশন বনাম প্রফেশন, তবুও সে ভালো থাকুক..., বইয়ের মেলা নাকি মেলার বই, হুমায়ূন আহমেদ: বাংলার মার্কেটিং গুরুর মতো অসংখ্য পাঠকপ্রিয় নিবন্ধের লেখক মো. আব্দুল হামিদ— তখন নিশ্চয়ই বলবেন, তাহলে হতেও পারে! বণিক বার্তার সূচনালগ্ন থেকে নিবন্ধ লিখলেও এবারের বইমেলায় দিব্যপ্রকাশ বের করেছে তাঁর প্রথম বই— শিক্ষা স্বপ্ন ক্যারিয়ার। পাঠকের বিপুল সাড়া দেখে মুগ্ধ হয়েছি সত্যি; তবে খুব একটা অবাক হইনি। কারণ মাসখানেক আগে পাণ্ডুলিপিটি আমার পড়ার সুযোগ হয়েছিল। তখনই বিশ্বাস জন্মেছিল— বইটির যেকোনো পৃষ্ঠা পড়া শুরু করলে পুরোটা শেষ না করা পর্যন্ত পাঠকের ভেতরে এক ধরনের অতৃপ্তি কাজ করবে। এখন পাঠকদের তেমনই প্রতিক্রিয়া দেখে বেশ ভালো লাগছে! বইটির দ্বিতীয় মুদ্রণ ফেব্রুয়ারির ১০ তারিখে মেলায় এসেছে...এবিষয়ক পুরো রিভিউটি পড়তে নিচের লিংকে ক্লিক করুন: http://bonikbarta.net/bangla/news/2018-02-12/147747/শিক্ষা-স্বপ্ন-ক্যারিয়ার/