User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
শ্যামাঙ্গর মৃত্যু কি অনিবার্য ছিল? লেখক বলেছেন হ্যাঁ ছিল। শ্যামাঙ্গর মৃত্যু আমি মেনে নিতে পারিনি, বারবার লীলাবতীর কথা ভেবেছি, সে তো একটা পরিপূর্ণ জীবন চেয়েছিল।কিন্তু শ্যামাঙ্গকে ছাড়া লীলার জীবন কি পরিপূর্ণ হতে পারে? আমার কল্পনায় লীলাবতীকে খুব যত্নে রেখেছি। অভিমন্যুকে মেরে ফেলেছি। বসন্তদাস আর মায়াবতীকে গৃহকোনে বেঁধেছি।যদিওবা কেবল আমার কল্পনায়। উপন্যাসটি পড়ে শেষ করলে আপনিও আমার মত চরিত্রগুলো নিয়ে ভাববেন, আনমনা হবেন হয়তোবা আবেগাপ্লুত হবেন।
আর কতকাল পথ ভুল করে রাস্তায় হেঁটে বেড়াবে উদ্ভ্রান্তের মতো? আর কতকাল? তারচেয়ে বরং এসো খোলা জানালায়। এক ঝলক ঠান্ডা বাতাস এসে শীতল পরশ বুলিয়ে দেবে তোমার স্নিগ্ধ মুখটাতে। বাইরে চেয়ে দেখো ঝকঝকে রোদে ভেসে যাচ্ছে চারদিক, উঠোনকোণের পেয়ারা গাছটার পাতার আড়ালে মিষ্টি সুরে গান গেয়ে যাচ্ছে বুলবুলি, দূরের ঐ নীল আকাশে ডানা মেলেছে সোনালি ডানার চিল,হাতছানি দিয়ে ডাকছে তোমায়, যেন তুমি বেরিয়ে পড়ো মুক্ত বাতাসের খোঁজে.....
ভালো বই।কিন্তু বেশ কিছু প্রিন্টিং মিস্টেক দেখলাম।আর বর্ণানুক্রমিক একটা সূচি রাখলে ভালো হতো ।
A very good book. Well crafted for beginners and advanced readers on growth marketing. Also very useful for readers who are looking for overall idea on digital marketing. It's a "how to book" rather than just theories.
পুরো কনসেপ্টটাই কপি মনে হয়েছে। ভাই কপি করবেন তা ফেসবুকে লিখেন! কনসেপ্ট চুরি করে ইদানিং তাহলে বইও লেখা হচ্ছে! হায়রে বাঙাল...
গতমাসে আমার কাজিনের বিবাহ হল। সেই বিবাহ উপলক্ষ্যে অনেক দিন পর, পরিবারের মোটামুটি প্রায় সবাই একত্রিত হবার সুযোগ হয়েছিল। সেই সুযোগে জমে উঠল পারিবারিক আড্ডা। আড্ডার এক ফাঁকে আমরা যারা অবিবাহিত আছি, প্রসঙ্গ তাদের দিকে মোড় নিল। কে কবে বিয়ে করছি! যে যার মত উত্তর দিলেও আমি নীরব হাসির মধ্যেই উত্তরটাকে সীমাবদ্ধ রাখবার চেষ্টা করেছি। এই নীরব হাসির অর্থ হয়তো যে যার মত করে ধরে নিয়েছে। কিন্তু আমি ভাবছিলাম ভিন্ন কথা। বিবাহ নিয়ে আমার জ্ঞান ‘ক’ ও না। যা নিয়ে আমি ‘কলিকাতা’ কল্পনা করে নিবো। তখন ভাবছিলাম, আচ্...See More
ইস্তাম্বুলের রাস্তায় রুটি আর শরবত ফেরী করে বিক্রি করছে এক সুদর্শন যুবক। বিক্রির এই টাকা দিয়ে নিজের পড়াশুনার খরচ সাথে ছোট ভাইদের পড়ার খরচ চলবে। তারপরও যদি সেখানে কিছু টাকা বেঁচেই যায়, তবে সেই টাকা দিয়ে বই কেনা হবে। নিজের ব্যক্তিগত লাইব্রেরীর জন্য বই। একসময় এই ফেরীর টাকা দিয়েই, সেই যুবক সমৃদ্ধ এক পাঠাগার তৈরী করে ফেলেন। সেই ফেরী করে শরবত বিক্রি করা ছেলেটি কে জানেন? সেই ছেলেটিই আজকের তুরষ্কের প্রেসিডেন্ট রিজেব তাইয়্যেপ এরদোয়ান। ছাত্র জীবনে তিনি তুখোড় মেধাবী ছাত্র ছিলেন, এমন গতবাধা কথা আমি বলব...See More
very nice book...thanks rokomari.com
ভাই আপনাকে কি বলব জানি না। এই বইটা অনেক ভাল লাগছে। মনে মনে এই রকম একটা বই চাই ছিলাম । ভাই আপনি তুরস্কের অটোমান সাম্রাজ্য নিয়া আরেকটা বই লেখেন আমরা তাদের নিয়া আরো বেশি জানতে চাই
শুরুতেই হিমু হিমু গন্ধ পেয়ছি। বইটা পড়ছিলাম আর মাথায় হিমু ঘুরছিলো কোথাও যেনো কোনো অমিল পাচ্ছিলাম না , সব কিছুই হিমুর সাথে মিলে যায় । হিমালয় থেকে হিমু আর সুব্রত রায়হান থেকে সুবোধ(আব্দুল্লাহ)। কাছাকাছি গল্প আর চরিত্র হলেও উদ্দেশ্য ২ জনের ভিন্ন ছিলো ।শেষের দিকে কিছুটা ভিন্ন রকম ছিলো। একে বারে শেষটা কষ্ট পেয়েছি তবে ইরাম ইসলাম এর পথে আসবে সেটা ভাবি নাই। এক কথায় ইসলামের পথে আনার জন্য ভালো একটা গল্প হতে পারে এটা ।