User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অনুবাদ অসাধারণ। লেখকের মূলভাব তুলে ধরার পর্যাপ্ত চেষ্টা করেছেন অনুবাদক।
Was this review helpful to you?
or
বই এর ফ্রন্ট পেজ খুবই পাতলা ।হতে নিয়ে ভালো লাগে নাই একদমই?
Was this review helpful to you?
or
khob valo
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
GOOD
Was this review helpful to you?
or
খুবই দরকারি একটা বই
Was this review helpful to you?
or
অনেক অনেক সুন্দর বই।
Was this review helpful to you?
or
ভালো লেগেছে বই টা।
Was this review helpful to you?
or
Well written
Was this review helpful to you?
or
alhamdulillah khubb Valo boi
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ।বইটা পড়ে অনেক ভাল লাগল।
Was this review helpful to you?
or
sajjad
Was this review helpful to you?
or
every adult person read this book
Was this review helpful to you?
or
লেখার মান অনেক ভালো, ভালো লাগল বই কয়টা পড়প
Was this review helpful to you?
or
Nice book. Thanks.
Was this review helpful to you?
or
অসাধারণ ❤❤❤
Was this review helpful to you?
or
খুবই ভালো একটি পারিবারিক দাম্পত্য জীবনের ইসলামীক বই
Was this review helpful to you?
or
Really Good.................
Was this review helpful to you?
or
nice one
Was this review helpful to you?
or
Excellent book...
Was this review helpful to you?
or
অসাধারণ আমার পছন্দের তালিকায় প্রথম❤️??
Was this review helpful to you?
or
এটি মূলত বিয়ে সম্পর্কিত একটি বই। এখানে ইসলামের দৃষ্টিতে মুসলিমদের বিয়ে কেমন হওয়া উচিত, দাম্পত্য সম্পর্ক কেমন হওয়া উচিত, স্বামী-স্ত্রীর একে অপরের প্রতি অধিকার ও কর্তব্যগুলো কী কী তা সুন্দরভাবে কুরআন এবং হাদিসের আলোকে বর্ণিত হয়েছে। এই বইয়ে বিয়ে ও দাম্পত্য সংক্রান্ত মোট ১৪টি অধ্যায় অলংকৃত হয়েছে। কল্যাণময় বন্ধন, স্বামী-স্ত্রী নির্বাচন পর্ব, বিয়ের প্রস্তাব, আকদ অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, এক সাথে চলা, বাসর রাত, দৈহিক মিলন, স্ত্রী যখন একাধিক, ওয়ালিমা বা বৌ ভাত, নিষিদ্ধ বিয়ে, স্ত্রীর অর্থনৈতিক নিরাপত্তা, স্ত্রীর অধিকার স্বামীর কর্তব্য, স্বামীর অধিকার স্ত্রীর কর্তব্য
Was this review helpful to you?
or
# ভালোবাসার চাদর ইতিমধ্যে অনেকেই ডিসিশন নিয়ে ফেলেছেন যে কি অবস্থায় বিয়ে করবেন....বেকার না আনবেকার। যেটা করেছি আমরা এক ভাইয়ার পোস্ট দেখে। আরে ভাই দাড়ান....... ডিসিশন পরে নেন, আগে "ভালোবাসার চাদর" বইটা পড়ে নিন।বইটা পড়ার মাধ্যমে জানতে পারবেন আপনাদের উভয়ের মধ্যোকার সম্পর্কটা কেমন হওয়া উচিৎ।পরেই ডিসিশন নিতে পারবেন কোন অবস্থায় বিয়ে করা বেটার। বিঃদ্রঃ যদিও আমি নিজে বইটা এখনো শেষ করিনি,সংগ্রহ করেছি আরো দুই বসর আগে, পড়া শুরু করার পর আম্মু বলে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে। এখনো অন্যের পায়ে দাঁড়িয়ে আছি যখন নিজের পায়ে দাড়াবো তখন বইটা পড়ে বিয়া করব ইনশা আল্লাহ ।
Was this review helpful to you?
or
Fabulous!
Was this review helpful to you?
or
এটি আমাকে এই উপলদ্ধি দিয়েছে যে, আপনি মুসলিম ও মানুষ হলেই এই বইটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ন , আপনাকে বিয়ে করার পুর্বে এবং পরে দুই সময়েই এই জ্ঞান কল্যান দানে অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ্
Was this review helpful to you?
or
খুবই উপকারী বই। বিবাহ জীবনের জন্য ফরয জ্ঞান অর্জনে অবশ্যপাঠ্য। সংসার জীবনে সুন্নাহের অবহেলার কারণে এত কলহ, অশান্তি। সুন্নাহ যে মানে না সে তো মুসলিম থাকে শুধু নাম-কা-ওয়াস্তে, কামে হয় লিবারেল, হিন্দু, খ্রিস্টান ইত্যাদি। বিবাহ যারা করবেন, করেছেন সবার জন্য অবশ্যই পড়তে অনুরোধ৷
Was this review helpful to you?
or
কর্মজীবনে নিজেকে উপযুক্ত করার জন্য মানুষ কত লেখা-পড়া করে, দেশ-বিদেশে কত কোর্স আর প্রশিক্ষণ গ্রহণ করে; কিন্তু সে তুলনায় দাম্পত্য জীবনকে মূল্যায়ন করে না বললেই চলে। অথচ কর্মজীবনের চেয়ে দাম্পত্য জীবন মানুষের সামগ্রিক জীবনে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি চান কিংবা না চান এটা আপনার প্রতিটি সকাল, সন্ধ্যা, রাতকে প্রভাবিত করবে; প্রত্যক্ষ ভূমিকা রাখবে আপনার জীবনে সফলতা-ব্যর্থতার গতিপথ নির্ধারণে। আর এই দাম্পত্য জীবনের শুরুর আগ থেকে চলমান থাকা এবং এর শেষ অব্দি একটি পূর্ণাঙ্গ গাইডলাইন এই "ভালোবাসার চাদর" বইটি। বই - ভালোবাসার চাদর লেখক - ড. আবু আমীনাহ বিলাল ফিলিপস এবং মুস্তাফা আল-জিবালী অনুবাদক - আবদ আল-আহাদ প্রকাশনী - সিয়ান পাবলিকেশন লিমিটেড পৃষ্ঠা সংখ্যা - ১৯২ প্রচ্ছদ মূল্য - ২৮৮৳ বইয়ের প্রচ্ছদের সৌন্দর্য, পৃষ্ঠা-প্রিন্টের মান - এসব দিক থেকে 'সিয়ান পাবলিকেশন' বরাবরই অতুলনীয়। কিন্তু এই বইয়ের প্রচ্ছদটা আমার একটু বেশিই প্রিয়। বইয়ের শুরু হয়েছে চৌধুরী সাহেব ছদ্মনামে এক বাস্তব দুনিয়ার রক্তমাংসে গড়া অন্ধকার জগতের বিচিত্র অভিজ্ঞতায় সমৃদ্ধ এক ব্যক্তির জীবণের এক রাতের ঘটনা দিয়ে, যে রাতের জন্য তিনি হোটেলে একজন শয্যাসঙ্গিনীসহ রুম বুকিং দেন। এই ঘটনা এবং চৌধুরী সাহেবের জীবনের একই ধরনের আরও একাধিক ঘটনার আলোকে দেখা যায় পতিতাবৃত্তি ব্যবসায় মূল প্রতিদ্বন্দ্বী হলো সুখী পরিবার-ব্যবস্থা ও সুখী দাম্পত্য-জীবণ, কারণ এদেরকে খদ্দের বানানো যায় না সহজে। তাই পতিতাদেরকে অনুগত ও মনোহরা স্ত্রীসুলভ আচরণের শিক্ষা দেয়া হয় নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে, যেন স্ত্রীদের বিপরীতে একজন পুরুষ এদের কাছে এসেই অধিক প্রশান্তি লাভ করে। আজকের দুনিয়ায় অমুসলিম এবং নামকাওয়াস্তে মুসলিম দম্পতিদের জন্য পরিবারকে ধরে রাখা হয়ে দাঁড়িয়েছে এক বড় রকম চ্যালেঞ্জ। মানুষ যে সমাজে বাস করে তার প্রভাব থেকে সে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখতে কখনোই পারে না, তাই নির্দেশনা প্রয়োজন প্র্যাক্টিসিং মুসলিমদের জন্যও। তাদের জন্যই এই বইটি। পাত্র-পাত্রী দেখা থেকে শুরু করে বিয়ের আনুষ্ঠানিকতা, দাম্পত্য জীবনের সমস্যাবলি, স্বামী-স্ত্রীর একে-অপরের প্রতি দায়িত্ব-কর্তব্য এবং তালাকের বিধান পর্যন্ত প্রতিটি স্তর আলোচনা করা হয়েছে এই বইটিতে। এখানে কোনো অতিরঞ্জন বা অতিকথন নেই, আছে প্রত্যেকটি ক্ষেত্রে কুরআন-হাদীসের রেফারেন্স। কল্যাণময় বন্ধন, স্বামী-স্ত্রী নির্বাচন পর্ব, বিয়ের প্রস্তাব, আকদ অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, একসাথে পথচলা, বাসর রাত, দৈহিক মিলন, স্ত্রী যখন একাধিক, ওয়ালীমা বা বৌভাত, নিষিদ্ধ বিয়ে, স্ত্রীর অর্থনৈতিক নিরাপত্তা, স্ত্রীর অধিকার স্বামীর কর্তব্য, স্বামীর অধিকার স্ত্রীর কর্তব্য, শেষ কথা - এভাবে করা হয়েছে বইটির অধ্যায় বিন্যাস। যার প্রতিটিতে আমাদের সমাজের প্রচলিত কুপ্রথাগুলো চিহ্নিত করার পাশাপাশি ইসলামিক চর্চা কি হওয়া উচিত, তা তুলে ধরা হয়েছে। বিয়ের মধ্য দিয়ে দুজন মানুষের একটি নতুন জীবনের সূচনা হয়।অতএব এই জীবনে পদার্পণটা যেন সর্বোত্তম পন্থায় হয়, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত। তাই এই জীবনে যারা যাত্রা শুরু করেননি তাদের যেমন এ বিষয়ে জ্ঞান প্রয়োজন, যারা পথ চলতে চলতে ক্লান্ত; কিংবা যারা ক্লান্ত হতে চান না, তাদের সকলের জন্যই 'ভালোবাসার চাদর'। নিজেকে জড়িয়ে রাখুন, সঙ্গীকেও!♥
Was this review helpful to you?
or
বিয়ে সম্পকিত বই, বিয়ের আগে পরে বিভিন্ন সমস্যা ও আলোচনা এই বইটিতে আলোচিত হয়েছে। কিছু বই আপনাকে দিবে সাময়িক আনন্দ আবার কিছু বই দিবে সারাজীবন আনন্দ। সারাজীবন আনন্দ দেওয়ার মতো একটি বই হচ্ছে ভালবাসার চাদর বইটি। বইটিতে আলোচনা করা হয়েছে বিবাহ পূর্ববর্তী বিষয় এবং পরবর্তী বিষয় নিয়ে। যা একজন মুসলিমের জানান অতীব জরুরী। বিশেষ করে যারা অবিবাহিতদের জন্য। পাত্র পাত্রী দেখা থেকে শুরু করে বাসর রাত পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছে। বিপরীতে বিবাহিত জীবনের সমস্যা থেকে শুরু করে তালাক পর্যন্ত আলোচনা করেছে। আরো আলোচনা করেছেন মধুময় দাম্পত্য জীবন কিভাবে পাওয়া যাবে। বিয়ে সংক্রান্ত প্রায় সব কিছুর উপর আলোচনা করেছেন দুজন সম্মানিত লেখক। এই সুন্দর বইটি লেখার জন্য দুজন লেখকে জাজাকাল্লাহু খাইরান। যারা পারবেন বইটি নিজে পড়ুন এবং আপনার বন্ধুবান্ধবদের পড়ার জন্য বলুন। বইটি এক কথায় অসাধারণ একটি বই। পৃষ্ঠা ও কাগজের মানও মানসম্মত।
Was this review helpful to you?
or
গতমাসে আমার কাজিনের বিবাহ হল। সেই বিবাহ উপলক্ষ্যে অনেক দিন পর, পরিবারের মোটামুটি প্রায় সবাই একত্রিত হবার সুযোগ হয়েছিল। সেই সুযোগে জমে উঠল পারিবারিক আড্ডা। আড্ডার এক ফাঁকে আমরা যারা অবিবাহিত আছি, প্রসঙ্গ তাদের দিকে মোড় নিল। কে কবে বিয়ে করছি! যে যার মত উত্তর দিলেও আমি নীরব হাসির মধ্যেই উত্তরটাকে সীমাবদ্ধ রাখবার চেষ্টা করেছি। এই নীরব হাসির অর্থ হয়তো যে যার মত করে ধরে নিয়েছে। কিন্তু আমি ভাবছিলাম ভিন্ন কথা। বিবাহ নিয়ে আমার জ্ঞান ‘ক’ ও না। যা নিয়ে আমি ‘কলিকাতা’ কল্পনা করে নিবো। তখন ভাবছিলাম, আচ্ছা, বিবাহের গাইড মূলক কোন বই কি বাজারে নেই? গতকাল রাতে একটি বই হাতে পেলাম। সিয়ান পাবলিকেশন এর ‘ভালোবাসার চাদর’। রাতেই বইটির দুই তৃতীয়াংশ শেষ করলাম। আজ সবটুকু শেষ করে, এই লেখাটি লিখতে বসলাম। ‘ভালোসার চাদর’ বইটির সূচনা হয়েছে ‘কল্যাণময় বন্ধন’ নামক অধ্যায় দিয়ে। এই অধ্যায়ে তুলে ধরা হয়েছে, বিবাহের প্রয়োজনীয়তা। এমনকি এই অধ্যায়ে সেই সকল মানুষদেরও কথা বলা হয়েছে, যারা কথায় কথায় বলেন, ‘বিবাহই করব না’। এইতো দিন কয়েক আগে আমিও এই গ্রুপের লোক ছিলাম। এই গ্রুপের মানুষগুলোর জন্য রয়েছে দারুণ কিছু নাসীহাহ। এরপরের অধ্যায়, ‘স্বামী-স্ত্রী’ নির্বাচন পর্ব। আজকাল পাত্রী দেখতে গেলে, শুধু ময়দাই দেখা যায়। পার্লার থেকে হাফ ইঞ্জি ডিসটেম্পার মেরে নিজের আজন্ম কালারটাকেই পরিবর্তন করে দেয়। আর সেই কালার দেখে আমাদের মতিভ্রম অবস্থা। আবার পাত্রীরা বিয়ে করার আগেই খোঁজ করেন, ‘স্যালারি কত? ঢাকায় ফ্ল্যাট আছে তো?’ এই সকল শ্রেণীর মানুষগুলোর কথা নিয়ে সাজানো হয়েছে এই অধ্যায়টি। তৃতীয় অধ্যায়, ‘বিয়ের প্রস্তাব’। রাসূল সা. এর সুন্নাহনুসারে কীভাবে বিয়ের প্রস্তাব দিবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই সাথে সেই সকল বোনদের কথাও আলোচনা করা হয়েছে, যারা দ্বীনদারীর কথা বলে বিয়ের আগে পাত্রকে মুখ দেখাতে নারাজ। অথচ রাসূল সা. তাঁর এক সাহাবীর বিয়ে ঠিক হবার সংবাদ পেয়ে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি তাকে দেখেছো?’ সাহাবী জবাবে বললেন, ‘না, ইয়া রাসূলুল্লাহ।’ তখন রাসূল সা. বললেন, ‘যাও আগে তাকে দেখ এবং তারপরই তাকে বিবাহ কর। চতুর্থ অধ্যায় ‘আকদ’। এই অধ্যায়ে পাত্রীর অনুমতি এবং মোহরানা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মেয়ের অনুমতি নিয়ে বিয়ে দেওয়ার অধিকার ইসলামই দান করেছে। অথচ আজকাল অনেকে ইসলামের দোহাই দিয়ে মেয়ের সম্মতির তোয়াক্কা না করেই, প্রায় জোর করে বিয়ে দিয়ে দেন। এই কাজটি স্পষ্টই ইসলাম বিরোধী। পঞ্চম অধ্যায় ‘বিয়ের অনুষ্ঠান’। ই্দনিংকালে বিয়ের অনুষ্ঠান মানেই আমার কাছে ফটোসেশন মনে হয়। একটা বিয়ের পিছনেই প্রায় ১৫-২০ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে। অথচ রাসূল সা. বলেছেন, বরকতময় বিবাহ সেই বিবাহ যেখানে খরচ কম হয়। কিন্তু এখন যেন মনে হয়, বিয়ে করা মানেই খরচ করা। এই বাড়াবাড়ি রকমের খরচের ভয়েই আমাদের ন্যায় গরীব ছেলেরা বিবাহের দিকে পা বাড়াতে হয়তো ভয় পাচ্ছে। অথচ ইসলাম আমাদের কতসুন্দরই না সমাধান দিয়েছেন। এরপরে আরো কয়েকটি অধ্যায় রয়েছে। সেগুলো বিবাহ পরবর্তি জীবনের জন্য গাইডলাইন বলে মনে করি। যেহেতু আমি নিজেই এখনো অবিবাহিত তাই সেদিকে খুব একটা আলোকপাত করলাম না। পরিশেষে একটা ছোট্ট ঘটনা দিয়ে শেষ করি। সেদিন একজন বললেন, ‘চাইনিজ খাইতে চামুচের ব্যবহার ক্যামনে করতে হয়,এটা নিয়ে কোন বই আছে নাকি?’ আমরা চামুচ দিয়ে চাইনিজ খাওয়া শিখতে বই পাঠ করতে চাইলেও বিয়ে নিয়ে বই পাঠ করতে চাই না। অথচ বিয়ে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিয়ের উপরই নির্ভর করছে আপনার জীবনের অনেক কিছুই। তাই বিয়ের আগে একবার হলেও সিয়ান পাবলিকেশন এর এই গাইডমূলক বই ‘ভালোবাসার চাদর’ পড়ে ফেলুন। ভালোবাসাগুলো ভালো থাকুক।