User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
নামটা একটু ভুল হয়ে গিয়েছে, বাকি সবটুকু তো ঠিকই আছে।
আশীফ এন্তাজ রবির নাম আগে শুনেছি। এই বইয়ের আগে উনার দুটো বই পড়া হয়েছে। তবে এই বইটাই আমার ভালো লেগেছে বেশী। দুই বিবাহিত মানুষের প্রেমের গল্প এটি। প্রেমের গল্প বলে প্রথমে পড়তে ইচ্ছে হয়নি। কিন্তু একটু পড়ার পর ভুল ভাঙল। এটি একদিকে সংসার ভাঙার গল্প, আরেকদিকে সংসার গড়ার গল্প।। বিবাহিত মানুষের জীবন, চিন্তাধারা, দায়িত্ব, বন্ধন, ইত্যাদির দেখা পাবেন এই বইতে, যা আমাদের সাধারণ জীবনের অপ্রকাশিত গল্পের অংশই, , বিয়ে এক পবিত্র আর শক্তিশালী বন্ধন। এই বন্ধন ছিন্ন হতে গিয়েও শেষমুহুর্তে একটানে আবার জোড়া ল...See More
শতাব্দী পেরিয়ে (বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১)
হায়দার আকবর খান রনো
ইতিহাস এর সব চেয়ে সেরা বই এইটা :)
ভালো খুব
জগত বিখ্যাত বই, অসাধারন। এক্সপেক্টেশনকেও ছাড়িয়ে গেছে। বইয়ের প্রিন্ট ছিলো খুবই ভালো, ঝকঝকে। রকমারিকে ধন্যবাদ দ্রুত ডেলিভারির জন্য।
"আরশিনগর" বইটা পড়ার পর লাগছে যে, মনের মধ্যে কি জানো নেই, কিসের জানো অভাব। জানিনা কি সেটা। যাক সে কথা বাদ দেই।আজকেই বইটা পড়ে শেষ করলাম। আজকেই হঠাৎ সাদাত ভাইয়ের "নিঃসঙ্গ নক্ষত্র" বইটার দাম জানার জন্য যখন রকমারির ওয়েবসাইটে ঢুকলাম তখন আরশিনগর বইটার কথা মনে পড়ায় সেটা আগে বের করলাম কেন জানি না, হয়তো বইটা পড়ে অনেক ভালো লাগার কারণ। তারপর কমেন্টের মাধ্যমে রিভিউ দেওয়ার অপশনটা দেখার পর ইচ্ছে হলো যে কমেন্টের মাধ্যমেই নিজের মনের ভাবটা প্রকাশ করেই দেই। আসল কি লিখে প্রকাশ করবো তাও ভাবছি কারণ দুই এক ক...See More
দারুণ একটা বই, সে--ই ২০০৯ এর একুশে বইমেলা থেকে কিনেছিলাম। এই লেখকের বই আগে পড়া হয়নি বিধায় কিনতে গিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগেও শেষমেশ কিনেই ফেলি, বলাই বাহুল্য যে লেখক হতাশ করেননি আমাকে... বইটার ছবি দেখলেই সেইসব দিনের স্মৃতি মনে করে নস্টালজিক হয়ে যাই।
very nice book
ফালতু একটা বই।
চমৎকার একটি বই। লেখক নিজের শিক্ষক জীবনের নানা ঘটনা গল্পের ছলে তুলে ধরেছেন, যা পাঠকের কাছে উপভোগ্য হবে। নবীন শিক্ষক ও শিক্ষা বিষয়ে উৎসাহী সকলেরই বইটা পড়া উচিত।