User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Its really a awesome book to read. Recommended for everyone
Was this review helpful to you?
or
চমৎকার
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
আশীফ এন্তাজ রবির লেখার মান যেমন ভালো তেমনই অসাধারণ তার লেখার ঢঙ। খুবই চমৎকারভাবে দুইজন বিবাহিত মানুষের প্রেমে পড়ার গল্প তুলো ধরেছেন লেখক।
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_মার্চ কাগজের নৌকা লেখকঃ আশীফ এন্তাজ রবি সাংবাদিক ও ফেসবুক সেলিব্রিটি বিবাহিত রাজিব জড়িয়ে পড়েন বিবাহিতা নীল অপরাজিতার সাথে। ফেসবুকেই তাদের পরিচয়, সেখানেই কথা এবং সেখানেই প্রণয়৷ তবে দুইজনই বিবাহিত! এখানেই যত সমস্যা এসে বাধ সাজলো। দুজনেই একসময় তাদের বউ এবং স্বামীকে ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করলো। তবে তারা কি পারবে শেষ পর্যন্ত দায়িত্বের বন্ধন থেকে মুক্তি নিয়ে নতুন জীবনে পা বাড়াতে? অত্যন্ত স্থুলভাবে দেখলে মনে হতে পারে গল্পে বিবাহ-বহির্ভুত প্রেমকে গ্ল্যামারাইজ করা হয়েছে। তবে গল্পে লেখক শুধু বর্তমান সময়ের কিছু প্রেক্ষাপট তুলে ধরেছেন। তবে সত্যি কথা বলতে ব্যক্তিগতভাবে বইটি আমার ভালো লাগে নি। অনেকটা হিন্দি ছবির মত গল্পের কাহিনী। লেখা সাবলীল হলেও পুরো বইয়ের জায়গায় জায়গায় সুরের ছেদ ছিল। একমাত্র ভালো দিক হচ্ছে নায়ক-নায়িকা দুইজনের দৃস্টিকোণ থেকেই গল্প এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাকি সবটাই গতানুগতিক, ক্লিশে। বড্ড বেশি আবেগ দিতে গিয়ে লেখাটাকে নস্ট করে ফেলেছেন৷ বইটি প্রকাশিত হয় ২০১৭ সালে। প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী। ৯৪ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ২০০টাকা। আগ্রহীরা সংগ্রহ করতে পারেন।
Was this review helpful to you?
or
Khub valo ekti boi
Was this review helpful to you?
or
একদমি ভালো লাগেনি। বইটি পড়তে গিয়ে বেশ বিরক্ত হয়েছি। দুইজন বিবাহিত মানুষের প্রেমের গল্প। গল্পের শুরু হয়েছে ফেইসবুকে একজন আরেকজনকে কমেন্টে কিংবা মেসেজে কাবু করার মধ্য দিয়ে। তাদের এই খোঁচা আকৃতির মেসেজ আদান প্রদান করতে করতেই একজন আরেকজনের মায়ায় পরে যায়। তারা দুইজনই বিবাহিত তাদের এই প্রেমের শেষ পরিণতি কী হয়েছিল? এই কৌতূহল থেকে পড়তে পারেন। বইটি একদমি ভালো লাগেনি। ভালো লাগা না লাগা একান্তই ব্যক্তিগত। পড়ে দেখতে পারেন। হয়তো আপনার ভালো লাগলেও লাগতে পারে জী ধন্যবাদ
Was this review helpful to you?
or
প্রথমেই বলতে চাই বইটি সব বয়সী অথবা যারা একটু অন্যভাবে ভাবেন তাদের জন্য নয়। যদিও এই বইয়ে নীল আর শুভ দুইটি চরিত্রের মধ্যে বিয়ে না করা প্রেমের কাহিনী স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু মূলত এখানে তাদের মধ্যে প্রেম,জীবনের কিছু সুন্দর কাহিনী এমনকি তাদের মধ্যকার ছোট ছোট সংকট উঠে এসেছে।শুভ চরিত্রে নীল অপরাজিতা কে বুঝতে না পারার বিষয়টি ও উঠে এসেছে বইয়ের শেষে মুলভাব দাড়ায় এই ছোট জীবনে জীবনস্রোতে ভাসতে না পারা সত্যিই এক কাগজের নৌকা আমি বলব বইটি পড়ে হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু এই মূলভাবই বইটির মুল কথা
Was this review helpful to you?
or
অতটা ভাল লাগে নি , একটু বেশি ই এদিক ওদিক মনে হয়েছে ... সেক্ষেত্রে লেখকের চন্দ্রমুখী বইটি অনেক ভাল লেগেছে ...
Was this review helpful to you?
or
রবি সবসময়ই প্রেম নিয়ে গল্প লিখেন রোমান্টিকদের জন্য বইটি বেশ ভালো
Was this review helpful to you?
or
আশীফ এন্তাজ রবির নাম আগে শুনেছি। এই বইয়ের আগে উনার দুটো বই পড়া হয়েছে। তবে এই বইটাই আমার ভালো লেগেছে বেশী। দুই বিবাহিত মানুষের প্রেমের গল্প এটি। প্রেমের গল্প বলে প্রথমে পড়তে ইচ্ছে হয়নি। কিন্তু একটু পড়ার পর ভুল ভাঙল। এটি একদিকে সংসার ভাঙার গল্প, আরেকদিকে সংসার গড়ার গল্প।। বিবাহিত মানুষের জীবন, চিন্তাধারা, দায়িত্ব, বন্ধন, ইত্যাদির দেখা পাবেন এই বইতে, যা আমাদের সাধারণ জীবনের অপ্রকাশিত গল্পের অংশই, , বিয়ে এক পবিত্র আর শক্তিশালী বন্ধন। এই বন্ধন ছিন্ন হতে গিয়েও শেষমুহুর্তে একটানে আবার জোড়া লাগে। পবিত্র ভালোবাসার জয় হোক ✌ , এতটুকু আশা দিতে পারি যে,,, কেউ সময় নষ্ট করে পড়ে ঠকবেন না। হয়ত বড় যত্নে আগলে রাখবেন এই বইটিকে।