User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
by far the best Python based Bangla book ever! So many important and useful chapters in one book! Would love to see more python books from you Sir!
যারা উচ্চারণ শিখতে চান তাদের জন্য খুব ভালো বই এটা।
কর্ম ও জ্ঞান একটা আরেকটার পরিপূরক। সবসময় কিছু মানুষ থাকেন, যারা কর্মকে ধ্যান-জ্ঞান মনে করেন। এধরনের লােকেরা জাগতিক বিষয়-আশয়কে এবং কোনাে কোনাে ক্ষেত্রে অর্থলাভকে বড় করে দেখেন। জ্ঞানচর্চাকারীদের চোখে তারা কিছুটা পার্থিব হয়ে থাকেন। তারা হতাশার চোখে ওদেরকে দেখেন। আবার কিছু মানুষ কর্মহীন জ্ঞানচর্চায় মত্ত থাকে। এরা মানুষের জাগিক কাজকে গৌণ করে দেখেন। এতে করে নিজেরা অর্থকষ্টে ভুগেও মানসিক প্রশান্তি লাভ করেন এবং যারা দুনিয়ার পেছনে ছুটছে তাদের দিকে কিছুটা করুণার চোখে তাকান। এই দুই ধরনের মানুষের জন্...See More
বই : পলাতক লেখক : সজল চৌধুরী ঘরানা : থ্রিলার, কল্পবিজ্ঞান ব্যক্তিগত রেটিং : ১০/১০ (প্রচ্ছদ রেটিং থাকলে বলব ১০/১০) পাঠ প্রতিক্রিয়া : #পলাতক একটি থ্রিলার কল্পবিজ্ঞান মৌলিক উপন্যাস। যেখানে কয়েক পাতা পরপরই পাঠক পাবেন অপ্রত্যাশিত থ্রিলের সাথে সাথে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য, আর এটা সহজে বুঝতে তার সাথে থাকা বিভিন্ন ছবি। যার ফলে পাঠকের কাছে এগুলো মনে হবে না দূর ভবিষ্যতের দূর্বোধ্য কিছু বৈজ্ঞানিক নাম-তথ্য যা শুধু কল্পপনাই করা যায়, কিন্তু বোধগম্য নয়। বরং মনে হবে অগ্রগামী বিজ্ঞানের এই যুগে এই দিন আস...See More
'আজটেক' নামটি অনেকের কাছেই পরিচি্ত, তবে স্বভাবতই কেউ কেউ নাম দেখে চিন্তা করছেন, আজটেক কে বা কারা? কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগে আমেরিকা মহাদেশে সমৃদ্ধ তিনটি সভ্যতা গড়ে উঠেছিল। ইনকা, মায়া এবং আরেকটি হলো আজটেক। তবে এই তিনটি সভ্যতাই এখন ধ্বংসপ্রাপ্ত। বইটি থেকে জানা যায় বর্তমান মেহিকো (মেক্সিকো) ছিলো আজটেক দের সূতিকাগার। আর বর্তমান মেহিকো সিটি (মেক্সিকো সিটি) ছিলো আজটেকদের প্রাণকেন্দ্র। আজটেক প্রার্থনা একক কোনো গ্রন্থ নয়, আজটেকদের আলাদা কোনো ধর্মগ্রন্থও ছিলো না। তবে প্রত্যেক দেবতার জন্য আলাদা কর...See More
মৃত্যুর কথা প্রতিদিন অন্তত বিশবার ভাবা উচিৎ- আমরা বেশিরভাগ মানুষই তা ভাবি না। ভুলে যাই মৃত্যুকে। ডুবে থাকি রঙ্গিন পৃথিবীর মায়াজালে। এই বইটা পড়ার পর আমি একদম অন্যরকম হয়ে গেছি। সারাক্ষণ মৃত্যু নিয়ে ভাবছি। বইটা পড়ার পর থেকেই কেমন যেন আশেপাশ থেকে মৃত্যুর খবর পাচ্ছি হাজারো। জানিনা এই বই লিখে লেখিকার কি অবস্থা হয়েছে। তবে এটা বলতে পারি এই বই কেউ যতক্ষণ পড়বে লেখিকা সওয়াব পাবে। ওনার আগের বইটাও পড়েছিলাম। লেখায় অনেক পরিবর্তন অনেক ম্যাচুউরিটি বেড়েছে। মনে হচ্ছিলো অনেক বড় কোন লেখক লেখাটা লিখেছে। সবচেয়ে ভালো ল...See More
সাইকোলজিক্যাল থ্রিলার। অসাধারণ। অবশ্যই পড়ে দেখবেন।
আমার মনের মতো একজন লেখক। যার বই পড়লেই মজা পাই, কিছু জ্ঞান বাড়ে। তার লেখা গুলোই এমন যে একটা অধ্যায় পড়লে মনে হয় যে ২য় অধ্যায়ে আরো বেশি মজা হবে। এভাবে ২য় পড়লে ৩য়, ৩য় পড়লে ৪র্থ .... সতি্য অসাধারণ লেখক আপনি ঝংকার মাহবুব ভাই। এই টাইপের মোটিভেশনাল বই আরো চাই ভাই :)
আমার মনের মতো একজন লেখক। যার বই পড়লেই মজা পাই, কিছু জ্ঞান বাড়ে। তার লেখা গুলোই এমন যে একটা অধ্যায় পড়লে মনে হয় যে ২য় অধ্যায়ে আরো বেশি মজা হবে। এভাবে ২য় পড়লে ৩য়, ৩য় পড়লে ৪র্থ .... সতি্য অসাধারণ লেখক আপনি ঝংকার মাহবুব ভাই।
আমার মনের মতো একজন লেখক। যার বই পড়লেই মজা পাই, কিছু জ্ঞান বাড়ে। তার লেখা গুলোই এমন যে একটা অধ্যায় পড়লে মনে হয় যে ২য় অধ্যায়ে আরো বেশি মজা হবে। এভাবে ২য় পড়লে ৩য়, ৩য় পড়লে ৪র্থ .... সতি্য অসাধারণ লেখক আপনি ঝংকার মাহবুব ভাই।