User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
অনেক ধন্যবাদ ভাইয়া। ব্যাটারী ফুল রিচারজড।
কম্পিউটার প্রোগ্রামিং ৩য় খণ্ড : ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম পরিচিতি
তামিম শাহরিয়ার সুবিন
অসাধারণ একটা বই। কম্পিউটার প্রোগ্রামিং প্রথম খন্ড যেমন আমাদের প্রোগ্রামিং এর দুনিয়ায় আসার আগ্রহ তৈরি করেছে এই বইটা আমাদের আগ্রহ অবিরত রাখবে।
আমি আগে আপনার টিউটোরিয়াল ফলো করছি খুব ভালো লেগেছে। এখন বইটা পড়ছি। অত্যন্ত ভালো লাগছে। বাংলায় মেশি লার্নিং শিখাতে এমন উদ্যোগ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালোই লিখেছেন লেখক তবে অনেক ছোট লিখা হয়ে গিয়েছে। যেমন প্লট তাতে আরও বেশি লিখা আশা করেছিলাম। যেমন - ইহিতার অপশক্তির বিষয়বস্তুগুলো আরও বিস্তারিত জানতে পারলে ভালো হত। সাথে লিলির সিক্রেট এজেন্সীর গঠন, কর্মকাণ্ড, কর্মপন্থা, জহির, আরমান সাহেবের পূর্ব পরিচয়, রুহানের মা, নীহা কিভাবে সিক্রেট এজেন্সীতে জয়েন করেছিল, ইহিতা কেন তাদেরকে বেছে নিল বলির জন্য, হর্নস সিটির আরও কিছু বিবরণ, লিলির ইতিহাস ইত্যাদি আরও বিস্তৃত পরিসরে... চরিত্রগুলোর গভীরে যেতে পারলে পাঠক আরও খুশি হত বলেই মনে হয়। সামনে আরও ভালো লি...See More
তামিম শাহরিয়ার সুবিন ভাই ও তাহমিদ রাফির “গণিত করব জয়” বইটা পড়লাম। শুরু থেকে শেষ পর্যন্ত বইটা খুব গুছানো। বইয়ের প্রধান আকর্ষণ আমরা প্রতিটি আলোচ্য বিষয় কি এবং কেনও করতে যাচ্ছি এর ব্যাখা। তারপর রয়েছে তুলনামূলক আলোচনা যেমন বীজগণিত আর পাঠিগণিত এর ভিন্নতা খুব সুন্দর ভাবে ব্যাখা করা হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে উদাহরণ চয়ন। বলা যায় প্রত্যেকটা উদাহরণ বাস্তবজীবনের সাথে মিলিয়ে দেয়া হয়েছে,যা একদম মনে গেঁথে যায়। সর্বপরি যারা প্রোগ্রামিং এ হাতেখড়ি দিয়েছে তারা এই সহজ সরল গাণিতিক সমস্যা গুলো সমাধান করলে অনেক মজা...See More
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দ্য গড অভ স্মল থিংস-এর রচয়িতার চমকপ্রদ, গতিশীল নতুন উপন্যাস। দ্য মিনিস্ট্রি অভ আটমােস্ট হ্যাপিনেস আন্তরিক সফরে আমাদের নিয়ে চলেছে ভারতীয় উপমহাদেশের বহুবছরের ইতিহাসের ভেতর দিয়ে-পুরনাে দিল্লির ঘিঞ্জি মহল্লা আর নতুন শহরের পথঘাট থেকে শুরু করে কাশ্মীরের পাহাড়পর্বত-উপত্যকা ছাড়িয়ে, যেখানে যুদ্ধই শান্তি এবং শান্তিই যুদ্ধ। একটি কষ্টকর ভালােবাসা এবং প্রবল প্রতিবাদে, ফিসফিসিয়ে, চড়াকণ্ঠে, নিরাবেগ অশ্রু আর কখনও কখনও তিক্ত হাসির ভেতর দিয়ে বলা এই কাহিনী। অনেপনীয় দরদের সাথে ফ...See More
'কৃষ্ণ' সম্পর্কে এতো বিবৃত ধারণা পাওয়া এই উপন্যাসের জন্যই সম্ভব হয়েছে। মহাভারত এর কুরুক্ষেত্র যুদ্ধের সর্বতো কুশলী বলতে গেলে এই একজন মানুষই। যে ব্যক্তির কার্যক্রম অনুপুঙ্খ বিশ্লেষণেই সামনে চলে আসে সব সত্য। ভারতীয় টিভি সিরিয়াল আগে দেখা থাকলে এই কল্পনা বেশি প্রসারিত হয়। অর্জুন ও কৃষ্ণের বন্ধুত্ব এবং বাৎসল্য চোখে পড়ার মতো। মাৎসর্য নামে এক হিংসাত্মক শব্দের যোজনা হয়েছে সম্পূর্ণ বই জুড়ে। পাঞ্চালীর বস্র হরণ এবং ইন্দ্রপ্রস্থ হারানোর কাহিনী বিবৃত হয়েছে মর্মন্তুদভাবে। এক সময় ধর্ম অধর্মের কুটচালে চাল দিতে ...See More
মনোজদের অদ্ভুত বাড়ি ( অদ্ভুতুড়ে সিরিজ ৩৩ )
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
Poreh khub vlo legese.
অনেক ভালো লেগেছে বইটি।
আমার একটা theory ছিল : কাউকে ভালবেসে খারাপ হওয়াটা ভালবাসা, ভালো হওয়া হলো ভালবাসা। মহেন্দ্র আর বিনোদ এই দুই চরিত্রের মাধ্যমে তাই প্রমাণিত হলো। এত ভালবাসা থাকার পরো বিনোদিনি শেষে বিহারী কে ফিরিয়ে দিল!! বিহারীর মত ফ্রেন্ড লাইফে খুব দরকার। আশার মত সরল মনের মেয়ে কমই আছে এখন। শেষ অংশে আশা বিনোদকে দিদি বলল এটা ভালো লাগল না। বালি বা চোখের বালি বলা উচিত ছিল।