User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বেশ ভালো লাগলো
Was this review helpful to you?
or
বই : দ্য মিনিস্ট্রি অভ আটমোস্ট হ্যাপিনেস লেখক: অরুন্ধুতী রায় প্রচ্ছদ মূল্য: ৬০০ টাকা ছাড়কৃত মূল্য: ৫০০ টাকা বইটি পড়ে আমার কাছে এটি দর্শনের বই বলে মনে হয়েছে। বইটি খুবই হৃদয়বিদারক এবং মনের ভিতর গেথে যাওয়া আকর্ষণীয় প্রেমের চরিত্র রয়েছে। বইটিতে প্রবল সহানুভূতি গল্প কথনের জাদু এবং তীব্র রসবোধ রয়েছে। বইটি পড়লে আপনারা দিল্লির ঘিঞ্জি মহল্লার মানুষের জীবনের কথা এবং কাশ্মীরের যুদ্ধ অবস্থা,পাহাড় পর্বতের সুন্দর্য প্রভৃতি বিষয় সম্পর্কে জানতে পারবেন। বইটির প্রতিটি চরিত্রকে লেখক অত্যন্ত দরদ দিয়ে ফুটিয়ে তুলেছেন। বইটিতে ভারতের হিজড়াদের যন্ত্রনাময় জীবন সম্পর্কে জানতে পারবেন এবং তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে কত ধরণের উদ্দ্যোগ গ্রহণ করে তা জানতে পারবেন। এখানে হিজড়া চরিত্রের নাম আঞ্জুম। বইটিতে ভারত বর্ষের বিভিন্ন কুসংস্কার সম্পর্কে জানতে পারবেন তাছাড়া এখানে আরেকটি চরিত্র সাদ্দাম সম্পর্কে জানতে পারবেন যার বাবাকে গরু হত্যার সন্দেহে ভারতের জনগণ হত্যা করে। এছাড়া বইটিতে কাশ্মীরে মানুষদের হত্যা। জেবিনের মাওয়াবাদী মায়ের যন্ত্রনাময় মৃত্যু,পুলিশের ধর্ষণ,হত্যা নির্যাতন। ভারতীয় সেনাবাহিনীর স্বেচ্ছা চারি হত্যাকান্ড। সম্পর্কেও আপনারা জানতে পারবেন। বইটিতে দুইটি ভাগ রয়েছে একদিকে আপনারা আঞ্জুম হিজড়ার কষ্টের যন্ত্রণার তার পরিবার থেকে পরিত্যক্ত হয়ে যাবার পর কষ্ট করে সাফল্য লেভার একটি ব্যাপার এখানে দেখতে পাবেন যা আপনাকে সত্যি অভিভূত করবে। আরেকদিকে কাশ্মীরের মানুষদের চিৎকার,আজাদীর জন্য সংগ্রাম ভারতীয় সেনাদের অমানবিক নির্যাতন। বইটিতে দেখতে পারবেন। সর্ব শেষ লেখককে অনেক ধন্যবাদ আমাদের পাঠকদের মাঝে এতো সুন্দর একটি বই উপস্থাপন করার জন্য
Was this review helpful to you?
or
বর্তমান সময়ের খুবই গুরুতপূর্ন লেখিকা তার সর্বশেষ উপন্যাস দ্যা মিসিস্ট্রি অব আটমোস্ট হ্যাপিনেস
Was this review helpful to you?
or
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দ্য গড অভ স্মল থিংস-এর রচয়িতার চমকপ্রদ, গতিশীল নতুন উপন্যাস। দ্য মিনিস্ট্রি অভ আটমােস্ট হ্যাপিনেস আন্তরিক সফরে আমাদের নিয়ে চলেছে ভারতীয় উপমহাদেশের বহুবছরের ইতিহাসের ভেতর দিয়ে-পুরনাে দিল্লির ঘিঞ্জি মহল্লা আর নতুন শহরের পথঘাট থেকে শুরু করে কাশ্মীরের পাহাড়পর্বত-উপত্যকা ছাড়িয়ে, যেখানে যুদ্ধই শান্তি এবং শান্তিই যুদ্ধ। একটি কষ্টকর ভালােবাসা এবং প্রবল প্রতিবাদে, ফিসফিসিয়ে, চড়াকণ্ঠে, নিরাবেগ অশ্রু আর কখনও কখনও তিক্ত হাসির ভেতর দিয়ে বলা এই কাহিনী। অনেপনীয় দরদের সাথে ফুটিয়ে তােলা হয়েছে এর প্রতিটি চরিত্র। আপন আবাস জগতের হাতে বিধ্বস্ত এবং তারপরই উদ্ধার করে ভালােবাসা আর আশায় জুড়ে দেওয়া মানুষগুলােই এর নায়ক। শহরের এক গােরস্তানে পারসি গালিচা বিছানাে আঙুমকে-আফতাব ছিল। ও নিয়ে গল্পের শুরু; ওটাকেই ঘর বলে ও। অদ্ভুত, অবিস্মরণীয় তিলাে এবং ওর প্রেমিকদের সাথে পরিচয় ঘটে আমাদের: প্রণয়ী মুসা এবং সাবেক প্রণয়ীরা, প্রেমিক আর প্রাক্তন প্রেমিক; সর্বক্ষণ জড়িয়ে থাকা বাহুর মতােই ওতপ্রােতভাবে মিশে আছে ওদের নিয়তি। তিলাের বাড়িঅলার সাথে পরিচয় হয় আমাদের, এখন কাবুলে পােস্টিংয়ে থাকা ওর সাবেক পাণিপ্রার্থী ইন্টেলিজেন্স অফিসার। তারপরই দুজন মিস জেবীনের দেখা পাই আমরা: প্রথম জনকে শ্রীনগরে জন্ম নেওয়ার পর সেখানকার কবরে ঠাসা ‘শহীদী গােরস্তানে গাের দেওয়া হয়েছে; দ্বিতীয়জনকে পাওয়া গেছে মাঝরাতে নিউ দিল্লির প্রাণকেন্দ্রে সাইডওয়াকে পরিত্যক্ত অবস্থায়। প্রীতিকর, গভীরভাবে মানবিক এই উপন্যাস ওদের জীবনকে একসূত্রে গাঁথার পাশাপাশি উপন্যাস কী করতে পারে, কেমন হতে পারে সেটাই নতুন করে আবিষ্কার করছে। দ্য মিনিস্ট্রি অভ আটমােস্ট হ্যাপিনেস এর প্রতিটি পৃষ্ঠা অরুন্ধতী রায়ের গল্প বলার অলৌকিককেই তুলে ধরেছে।