User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
অনেক ভাল একটি বই। লেখক খুব প্রাঞ্জলভাবে উপস্থাপন করেছেন সব। যারা প্রাচীন ইতিহাস এ আগ্রহ আছে তাদের এটি লুফে নেয়া উচিৎ।
সোজা কথায়, বইটি আমার ভাল লাগে নি বইটি। Nefertiti এর মমি খুঁজে বের করার একটা ডুকুমেন্টরি দেখে এই বইয়ের প্রতি ইন্টারেস্ট জাগে। কিন্তু আমি পুরোপুরি হতাশ হয়েছি। আমি কাউকে এটি রিকমেন্ড করতে চাই না। বই লেখাতে লেখকের যত্ন না থাকলে সেটা পড়ে মজা পাওয়া যায় না, ভেতরের ইনফরমেশন সম্পর্কে বিশ্বাস তৈরি হয় না। যখন বইটি পড়ছিলাম মনে হচ্ছিল যেন কারো কোন ক্লাস লেকচার নোট পড়ছি। যেন বুঝে না বুঝে মুখস্থ কিছু ইনফরমেশন পড়ছি পরীক্ষায় খাতায় লেখার জন্য। তাছাড়া শুরুর দিকে একই কথা বার বার বলাটা খুবই বিরক্ত করেছে। মনে হয়েছ...See More
১৯৪৭-এর পর কিংবা তার আগে বিহার থেকে পূর্ব পাকিস্তানে চলে আসা অবাঙালি ও বর্তমানে তাদের উত্তরসূরিদের যারা বিহারি হিসেবে, আটকে পরা পাকিস্তানি হিসেবে বাংলাদেশে পরিচিত, তাদের জীবন-জীবিকা, মন-মানসিকতা, চিন্তা-ভাবনা ইত্যাদির শিল্পিত একটি দলিল বিহারি বৃত্তান্ত। একাত্তরে তাদের ভূমিকা ও একাত্তর পরবর্তী প্রজন্মের দৃষ্টিভঙ্গিই এই উপন্যাসের উপজীব্য।
শেষপর্যন্ত জ্যোতির্বিজ্ঞান বিষয়ক আমার কোনাে বই বের হল। এর আগে কবিতার বই বের হলেও অন্য বিষয়ের ওপর কোনাে বই বের হয়নি। ছােটবেলা থেকেই মহাকাশের বিভিন্ন বিষয় নিয়ে আমার বেশ কৌতূহল ছিল। যে কারণে একটু বড় হয়ে এইসব কৌতূহল মেটাতে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক অনেক বই পড়েছি এবং জানার চেষ্টা করেছি। সূর্যের আলাে তৈরি হয় কিভাবে, চাঁদের কেন একপাশই আমরা সবসময় দেখি, এই সৌরজগতের সবচেয়ে বড় চাদ কোনটি, সূর্য কাকে কেন্দ্র করে ঘােরে, ধ্রুবতারা কেন স্থান বদলায় না, ইত্যাদি সম্পর্কে। একদিন জনপ্রিয় অনলাইন পত্রিকা রা...See More
The book contained the arts of real life problem solving should be named something like "Art of solving problems mathematically" or "How to deal with problems with Math". If someone really wants to get the real charm of this wonder book, have to read the book thoroughly because the book itself is like a package. I think , this book can help anyone to eliminate the fear of Mathematics.
not good enough.
ঘটনার শুরু রোমান্চকর হলেও রহস্যের স্বাদ পাইনি।
রিভিউঃ- টুকি এবং ঝা, ডিপ্লোমাধারী পেশাদার চোর, চোরের বিশেষ কলেজ থেকে পাস করা চোর। ইন্টার গ্যালাক্টিক বুলেটিন বোর্ডের খুব পরিচিত ব্যক্তি তারা। পুলিশ সব সময় তাদের হন্যে হয়ে খোঁঁজাখুঁজি করলেও তারা পুলিশের থেকে এক ধাপ এগিয়ে থেকে নিজেদের সবসময় রক্ষা করে চলেছে। টুকি এবং ঝা দুইজনকে মিলিয়ে মোটামুটিভাবে একজন পুরো মানুষ তৈরী করা যায়। টুকি শুকনো কাঠির মত, মেদ-চর্বিহীন। অন্যদিকে ঝা দেখতে ছোটখাট পাহাড়ের মতন। সে টুকির মেদ চর্বি নিজের শরীরে নিয়ে নিয়েছে। এমনকি গোঁফ, বুদ্ধি শুদ্ধির ব্যাপারগুলোও দুইজনের ম...See More
প্রথম বই হিসেবে মন্দ হয়নি। ভালোই।
শিশুদের জন্য চমৎকার বইটি। বেশ মজার মজার গল্প নিয়ে লেখা । আমার বাচ্চার খুব ভালো লেগেছে । তাই ছেলের অনুরোধে মন্তব্যটা করলাম। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কথাসাহিত্যিক মুহাম্মদ রহমান-কে। মেলায় দেখা করতে গিয়েও পাইনি লেখককে।