User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
এই বইটি অনেক বেশী তথ্যবহুল। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য যথেষ্ট সহায়ক বং বইটি যুগোপযুগি মনে হয়েছে বলে আমি মনে করি। সাধারণ বিনিয়োগকারীগন বইটি পড়লে বাজার সম্মন্ধে অনেক ধারনা নিতে পারবেন। বাংলাভাষায় লেখা এ বইটি পুঁজিবাজারের জন্য এক অনবধ্য অবদান বলা চলে।
শেয়ার বাজার জিজ্ঞাসা বইটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। পুঁজিবাজারে বিনিয়োগকারী হলেই যে বইটি কিনতে হবে এমন নয়। বইটি স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের পাঠ্য বিষয় হিসেবে তাদের হাতে পৌছে দিতে পারলে আমাদের পুঁজিবাজার আরো অনেক দূর এগিয়ে যেতো। শেখার জন্য হলেও বইটি কেনা উচিৎ।
ড্যান ব্রাউনের ভক্ত আমি ডিসেপশন পয়েন্ট পড়ার পর থেকেই।তারপর পরেছি এঞ্জেলস এন্ড ডেমন্স তারপর দ্য দাভিঞ্চি কোড। অভিজ্ঞতা যদি বলতে হয় তাহলে কিভাবে শুরু করবো জানি না। তবে একটা বাক্যে বলতে গেলে আমার পড়া সেরা বইয়ের তালিকায় অনেক উপরেই যায়গা পাবে এটা। বইয়ের পরতে পরতে পাঠকের জন্য দেয়া আছে রোমাঞ্চ। আর আমার মতো কম জানা মানুষের জন্য জ্ঞানের আধার বলা যায় বইটাকে। অনেক নতুন বিষয় জেনেছি বইটা পড়ে। অনুবাদ পড়ে যা মনে হলো ইংরেজি পড়লে সময় বেশী লাগলেও আরও অনেক বেশী মজা পাওয়া যেতো। একেবারেই খারাপ অনুবাদ এমনটা না। তবে...See More
নতুন লেখকের বই হাতে নিলেই একটু সংশয় জাগে। কেমন হবে কেমন হবে ভাবনা যায় না, তবে এই বইয়ের ক্ষেত্রে শুরুতে সেটা হলেও পরে আর সেটা কাজ করে নি। গল্প গুলো বেশ ছোট, তবে যতটুকু লেখা আছে সেটা পাঠক কে ধরে রাখার জন্য যথেষ্ট। গল্প গুলো আরো কিছুটা বড় করে লেখা যেত। লেখক আরো বেশি পরিশ্রম করুক এই আশা করি। হ্যাপি রিডিং ......।।
রকমারি-বইপোকা রিভিউ নাম:ত্রাতিনা মুল্য:২৭০ অসাধরন এক বই।বাংলাদেশি সায়েন্স ফিকশনের জনক জফর ইকবালের নতুন বই। পৃথিবী তার অস্তিত্ত বিলিনের মুখে,বিজ্ঞানি রিহা পৃথিবির বড় বড় বিজ্ঞানীদের সাথে বসে সিদ্ধান্ত নিলেন, একজন মানুষককে মহাশুন্যে পাঠানো হবে,কারন পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহানু।সেটিতে নিউওক্লিয়ার বোমা সেট করে তা বিস্ফোরন করতে হবে।কিন্তু সে আর জীবন নিয়ে ফিরে আস্তে পারবে না।কে যাবে এই পরিস্থিতিতে?রায়ীনা নামক এক সাহসী নারী এই চ্যালেঞ্জ গ্রহন করে।সে তার ছোট্ট মেয়ে ত্রাতিনাকে অনাথ আশ্রমে র...See More
Khub bhalo
An interesting book indeed. I enjoyed the reading. The translator did a really good job.
হিমেলকে রেবু জড়িয়ে আছে। রেবুর বুকের প্রতিটি স্পন্দনের নিশ্বাস হিমেল অনুভব করছে। নিভৃতে। যেন সেই স্পন্দন কম্পিত ঝংকার। তুলে বলছে- এই হিমেল! তুমি আমায় আরও শক্ত করে জড়িয়ে ধর। এ বাঁধন ছেড়ে দিয়াে না। তােমাকে ছাড়া আমি বাঁচব না। আমার ইচ্ছে করে সারাক্ষণ তােমায় এ বুকে আগলে। রাখতে। একটার পর একটা চুমু খেতে। আদর করতে। উন্মাদের মতাে ভালােবাসতে। কেন। জানি পারি না। এ সংকোচ বড় যে লজ্জার ।। হিমেল এবার তার কাঁধ থেকে রেবুর মাথাটা তােলে। রেবুর মুখচ্ছবির দিকে না তাকিয়েইমনের ভেতরের লালিত্য স্পৃহায় একটি চু...See More
পাহাড় নিয়ে আগ্রহ কখনো খুব বেশি ছিলো না। আমি অলস মানুষ। পাহাড় বেয়ে ওঠার কথা ভাবলেই পাহাড়ে যাওয়ার ইচ্ছা মরে যায়। তারপরেও মাঝেমাঝে পাহাড়ে যেতে ইচ্ছা করে। বিশেষ করে যখন দেখি সাদা মেঘের দল পাহাড়ের সাথে কোলাকুলি করে এগিয়ে যাচ্ছে। সময়টা আশির দশক। সত্য বলার অপরাধে বান্দরবনের দুর্গম এলাকায় পোস্টিং হয় অনাথ আশ্রমে বড় হওয়া ডাঃ মানিক মিত্রের। সেখানে গিয়ে মানুষের এক আলাদা রূপ দেখতে পায় মানিক। পাহাড়ি ও বাঙালিদের দ্বন্দ চরমে। সবসময়ই একটা ভীতিকর পরিবেশ। মানিকের মত সরকারী চাকুরিজীবিদের শাস্তি হিসেবে পাহাড়ে পোস...See More
file section ta khub e baje hoise .. kono kisu e clear kore likha hoi ni.. but baki sob khub e valo e hoise