User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
boita pore review na diye parlam na.boi ta na porle bujha shombhob na je boita kotota chomotkar.onubader proshongsa kortei hoy.darunchilo.personaly boita Porte giye amr matha ghure jacchilo koyek jaygay.pals bere jacchilo,eto osthir boil er story ta.bishesh kore ei boi pore onek notun Kichu janajay.thriller er history note agroho thakoe boita must read.
Was this review helpful to you?
or
মোহাম্মদ নাজিমুদ্দিন অনুবাদকেরটা সর্বপ্রথম পড়েছিলাম । শক্ত গোছের অনুবাদ, পড়ে একদমই মজা পাচ্ছিলাম না । পাঠকদের রূচির ওপর ভিত্তি করে বিভিন্ন চাহিদা থাকে । অনেকের কঠিন ভাষায় না পড়লে সহজে মনে থাকে না, অনেকের সহজ এবং সাবলীল ভাষার প্রয়োজন হয় । আমি পড়তে গিয়ে সবসময় সাবলীল ভাষাটাই খুঁজি(ব্যতীক্রম আছে) । সে হিসেবে খুব বেশি না পড়ে 'শেখ আবদুল হাকিম' এরটা সংগ্রহ করি । এবার গিয়ে নিজেস্ব চাহিদা অনুযায়ী অনুবাদ পাই । গুছানো অনুবাদের জন্য থ্রিলার-রহস্য-মিথ পড়তে গিয়ে যেমন ভাইব প্রয়োজন ঠিক সে-রকমটাই পাচ্ছিলাম । শুধু খারাপ লেগেছে প্রচুর বানান ভুল । এর বেশি আর কোনো নেগেটিভ পয়েন্ট দিতে পারছি না অনুবাদের জন্য । চট্রগ্রাম বাতিঘর প্রকাশনী থেকে যেটা প্রকাশ করেছে, আশা করি বানানের ভুল বিষয়টি তাতে সংশোধন করা আছে । • ঘটনার পর্যায়ক্রমে কি থেকে কি হবে তা-নিয়ে সম্পূর্ণ টানটান একটা উত্তেজনা ছিলো । কয়েকবার সামান্য সময়ের জন্য বইটা রেখে চিন্তায় পরে যাই, বেটায় কি লিখলো বাবা-গো বাবা ! হয়তো এই ধরণের বই প্রথম পড়েছি বলে এতো আবেগ । নিঁখুত গুছানো গল্প, সিম্বল-ইতিহাস-রহস্য মিলিয়ে মিলিয়ে কি থেকে কি করছে সারাক্ষণ একটা ভাবনায় ডুবে ছিলাম । এছাড়া এমন-এমন ইতিহাস সম্পর্কে জানা যাবে যা আমাদের সকলেরই চোখের সামনে প্রতিনিয়ত ভাসে, অথচ আমরা কখনো ভেবে দেখিনি বিষয়বস্তুটার মর্ম এবং ইতিহাসের গুরত্ব । খ্রিস্টান ধর্মীয়দের ইতিহাস সম্পর্কে নানান ধারণা পাওয়া যায় বইটা থেকে । শিরা-ধমনীতে ভয়-আ*তঙ্কের শিহরণ খেলে যাওয়ার মতো অবশ্য তেমন লাগে-নি । সাদামাটা ভাবেই এমন বিস্ফোরণ ঘটালো যার জন্য সামান্য সময় করে ঘোরের মধ্যে থাকা হতো । মূলত তখনই ভেবেছি 'বেটায় কি লিখলো বাবা-গো বাবা' । • ব্যক্তিগত ভাবে আমি সকল পাঠকদের বইটা পড়ার জন্য সুপারিশ করবো । • সিরিজের প্রথম বই 'অ্যান্জেলস এন্ড ডেমনস' বইটার মধ্যে কিছু বিষয় আছে যা বিজ্ঞানের শিক্ষার্থী না হওয়ায় কিংবা বয়সের পার্থক্যে খুব একটা বোধগম্য হবে না । বিজ্ঞানের শিক্ষার্থী নয় এবং বয়সের পার্থক্য হলেও বুঝতে পারবে এরকম ব্যতীক্রম অবশ্যই আছে, আমি অধিক ক্ষেত্রে বুঝিয়েছি শুধু । কিন্তু 'দ্য ভিঞ্চি কোড' বইটার সকল বিষয়বস্তু সবার কাছেই সুবোধ্য হবে বলে আশা করি ।
Was this review helpful to you?
or
নাম্বার ওয়ান থ্রিলার উপন্যাস।
Was this review helpful to you?
or
মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা বই
Was this review helpful to you?
or
পুরাই বলিউডের মুভির মত, তবে বানান অনেক ভুল। নতুন একটা সংস্করণের প্রয়োজন বলে মনে করছি।
Was this review helpful to you?
or
absolutely amazing. recommended
Was this review helpful to you?
or
ভাল লেগেছে। এই উপন্যাসের মূল বিষয় ক্রিপ্টোগ্রাফি,অ্যানাগ্রাম এবং রহস্যময় বিভিন্ন কোড।
Was this review helpful to you?
or
best Novel
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই।একবার পড়া শুরু করলে পুরোটা শেষ না করে উঠা মুশকিল।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। পড়তে শুরু করে শেষ করা পর্যন্ত সময় কিভাবে যে কেটে গেল বোঝাই গেল না।
Was this review helpful to you?
or
Vry nice. premium quality
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। প্রতিটি পাতায় টানটান উত্তেজনা।
Was this review helpful to you?
or
good book and fast delivery.
Was this review helpful to you?
or
রহস্যময় ধর্মীয় ইতিহাসে ভরপুর তৃপ্তিদায়ক একটি তথ্যভান্ডার।
Was this review helpful to you?
or
Recommended...
Was this review helpful to you?
or
এক কথায় মাস্টারপিস
Was this review helpful to you?
or
খুব বাজে একটা বই। অবাধ যৌনতাকে ঈশ্বরকে পাওয়ার মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছে। আরও অনেক আপত্তিকর বিষয় আছে এখানে, কেনার আগে যাচাই করুন।
Was this review helpful to you?
or
আমার পড়া সেরা একটি থ্রিলার বই
Was this review helpful to you?
or
Nice Book.......................
Was this review helpful to you?
or
কেবল দুইটা অধ্যায় পড়েছি।ঘোর কিছুতেই কাটতে চাইছে না।
Was this review helpful to you?
or
?
Was this review helpful to you?
or
ফ্যান্টাস্টিক। পড়ার সময় গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছিলো।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। তবে বইয়ের অনুবাদের কিছু ভাষা একটু জটিল। তাই বইটি নেওয়ার পূর্বে কয়েক পাতা পড়ে দেখা উচিত যে এটি আপনি পড়তে পারবেন কিনা
Was this review helpful to you?
or
আমার জীবনে পড়া সেরা একটা বই??
Was this review helpful to you?
or
Good Book!!
Was this review helpful to you?
or
খুবই চমৎকার লিখনী । কাহিনী একটু জটিল হওয়ার হাতে সময় নিয়ে বইটি পড়তে হয়েছিল । তবে বই পড়ার পুরোটা সময় উপভোগ করেছি !
Was this review helpful to you?
or
Oshadharon
Was this review helpful to you?
or
Was a good concept script.
Was this review helpful to you?
or
খুবি ভালো ছিল।
Was this review helpful to you?
or
really a nice book! one of the best thrillers I have read so far!
Was this review helpful to you?
or
Good Book
Was this review helpful to you?
or
সেরা ✌️
Was this review helpful to you?
or
অবশ্য-পাঠ্য বই একটি। অনেক ভালো কীভাবে সময় কেটে যাবে বুঝাই যায় না। দারুণ বই
Was this review helpful to you?
or
Atleast read for once
Was this review helpful to you?
or
Great book
Was this review helpful to you?
or
প্রথমবার রকমারি থেকে অর্ডার করেছি।আলহামদুলিল্লাহ নির্ধারিত সময় এর আগেই পেয়েছি। ধন্যবাদ রকমারি টিম কে ❤️?
Was this review helpful to you?
or
খুবই ভালো লাগে এখান থেকে কিছু অর্ডার করতে পারলে, সব রকম বই একসাথেই পাওয়া যায়।
Was this review helpful to you?
or
একটা কথাই বলব, একবার বইটার মধ্যে ঢুকে পড়লে বের হতে পারবেন না!আর প্রতিটি লাইনে লাইনে রোমাঞ্চ আর টুইস্ট! Highly recommend ?
Was this review helpful to you?
or
Very good
Was this review helpful to you?
or
Khub e valo maner boi.
Was this review helpful to you?
or
Good book
Was this review helpful to you?
or
One of the great book i have ever read.First time when i read this book i feel soo much excited . Really a this book is beautiful.If you want to read thriller books.You can read this book
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Amazing
Was this review helpful to you?
or
আমার পঠিত অন্যতম সেরা থ্রিলার। অনুবাদে ভাষাগত কিছু জটিলতা আছে। তবে, উপভোগ্য।
Was this review helpful to you?
or
fine
Was this review helpful to you?
or
It's good
Was this review helpful to you?
or
Very exciting and thrilling story
Was this review helpful to you?
or
বইটা আমার একদমই ভাল লাগেনি। মনে হয়েছে যে শুধু শুধু কাহিনীটা টেনে টুনে বাড়ানো হয়েছে। !!SPOILER ALERT!! আর ভাল না লাগার আরেকটা কারন হল আমি বুঝে গিয়েছিলাম যে এইসব লেই টিবিং করছে।
Was this review helpful to you?
or
onek valo ekta boi....thanks rokomari
Was this review helpful to you?
or
অসাধারণ, চমকপ্রদ আর শিক্ষণীয় একটি বই।একবার পড়েই ভালোবেসে ফেলা যায়।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
nice book
Was this review helpful to you?
or
বইটা খুবই ভালো ছিল অনেকদিন আগেই হাতে পেয়েছিলাম । বই এর side e একটু ছেড়া ছিল অটা কোন সমস্যা না । এমনি বইটা একদম অনেক গতিতে আগায় আমি মাত্র ২০ অধ্যায় পর্যন্ত পরেছি এখন অ পরছি আশা করি ভালো হবে ।
Was this review helpful to you?
or
came in Good Condition, delivery was a little late due to pandemic
Was this review helpful to you?
or
Good book,worth reading,the book was in good condition..
Was this review helpful to you?
or
অনবদ্য
Was this review helpful to you?
or
এতো সুন্দর থ্রিলার। একটার পর একটা পাতা পড়ে যেতেই হবে। শেষ না করার আগ পর্যন্ত বুঝা যায়না কি হতে যাচ্ছে।
Was this review helpful to you?
or
Amar jibone pora book gular moddhe best book silo ata
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
Absolutely outstanding !
Was this review helpful to you?
or
আসলে বইটার গল্প অসাধারণ। আমি অনেক ডিটেকটিভ থ্রিলার +অ্যাডভেনচারের বই পড়েছি কিন্তু এই ধরনের একটাও পড়ি নাই এর আগে। তাই এই বইটা highly recommended from me. আর অনেকেই দেখলাম বলেছেন অনুবাদে সমস্যা! আসলে তা নয়। অন্যকোনো ভাষায় রচিত সাহিত্যকে ট্রানসিলেট করতে গেলে একটু অসুবিধা হয়। তবে যাদের অনুবাদ পড়ার অভ্যাস আছে তারা একটু মনোযোগ দিয়ে পড়লেই বুঝতে পারবেন।
Was this review helpful to you?
or
Very good delivery. I will recommend everyone to order books in Rokomari
Was this review helpful to you?
or
Awesome book
Was this review helpful to you?
or
**বই রিভিউ** **বইয়ের নাম--- দ্য দা ভিঞ্চি কোড** **লেখক -- ড্যান ব্রাউন** **অনুবাদক---মোহাম্মদ নাজিম উদ্দিন** **প্রথম প্রকাশ ২০০৩(মূল),২০০৫(অনুবাদ) **বাতিঘর প্রকাশনী** ♦️বই পরিচিতি দ্য দা ভিঞ্চি কোড বিশ্ব বিখ্যাত আমেরিকান লেখক ড্যান ব্রাউন রচিত একটি শ্বাসরুদ্ধকর ঐতিহাসিক থ্রিলার।ভিন্নধর্মী এই বইটিতে লেখক ধর্মীয় ইতিহাসের প্রেক্ষাপটে সংকেত, কোডিং,প্রতীক,প্রাচীন লোককথা, ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি, অ্যাডভেঞ্চার, চিত্রকলা- -স্থাপত্য -ভাস্কর্য এই সব গুলো বিষয়কে তুলে ধরেছেন অতি নিপুণ দক্ষতায়। ♦️পূর্ব কথা 'হলি গ্রেইল' যার অর্থ 'পবিত্র পেয়ালা'- খ্রিস্টধর্ম অনুসারীদের নিকট অতি পবিত্র এক বস্তু ।এই হলি গ্রেইল নিয়ে আছে হাজার বছরের প্রাচীন ইতিহাস,হাজারো তত্ত্ব,হাজারো উপদেশ। কারো কারো মতে, হলি গ্রেইল চরমতম শক্তির উৎস।আবার কেউ কেউ মনে করেন , হলি গ্রেইল এমন কিছু দলিল দস্তাবেজের প্রতিচ্ছবি যা বদলে দিতে পারে হাজার বছরের পুরনো ইতিহাস,কোটি কোটি মানুষের ধর্মীয় বিশ্বাস। তবে বিজ্ঞ লোকের ধারণা, হলি গ্রেইল বলতে কিছু নেই, যা আছে তা হলো-ধর্মীয় বিশ্বাসের আদলে অপ্রকাশিত কোন রূপক। ♦️কাহিনী সংক্ষেপণ একটি বিশেষ রাতে আততায়ীর বন্দুকের গুলিতে নিহত হন ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামের অতি পরিচিত কিউরেটর জ্যাক সনিয়ে। মৃত্যুর পূর্বে বৃদ্ধ সনিয়ে নিজেকে রহস্যময় ভাবে তুলে ধরেন পুরো পৃথিবীর সামনে... কিন্তু কেন?? রাতটি বিশেষ.. কারণে একই দিনে জ্যাকসনের আততায়ী হত্যা করে আরও তিনজন লোককে। আশ্চর্যের বিষয় হলেও সত্যি, এই চারজন নিহত ব্যক্তি একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীর সদস্য। রহস্যময় এই কেসটি তদন্তে হাত লাগান ডিসিপিজে এর উচ্চপদস্থ কর্মকর্তা; ক্যাপ্টেন বেজু ফশে।অতি দ্রুত তিনি তদন্তে প্রধান সন্দেহভাজন- আমেরিকার হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় প্রতীক বিদ্যা বিভাগের প্রফেসর রবার্ট ল্যাংডনকে ডেকে আনেন কৌশলে। সিম্বলজিস্ট হিসেবে রবার্ট ল্যাংডন পত্রপত্রিকায় অতি পরিচিত একটি মুখ..তাকে নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই পুরো ইউরোপ আমেরিকা জুড়ে। লুভ্যর মিউজিয়ামে ঢুকে কিউরেটরের মৃতদেহ দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায় ল্যাংডন। মৃত্যুর পূর্বে কি করেছেন বৃদ্ধ সনিয়ে!!! বৃদ্ধের মৃতদেহ,তার লেখা শেষ কথাগুলো ধাঁধায় ফেলে দেয় তাকে।প্রাচীন বিখ্যাত সব প্রতীক,জনপ্রিয় সব চিত্রকর্মকেই যেন মৃতের দেহ ভঙ্গী।আমাদের সিম্বলজিস্ট কি পারবেন একাই এই জটিল রহস্যের সমাধান করতে? গল্পের এমন সময়ে আগমন ঘটে সোফি নেভুর; ডিসিপিজের একজন তরুণী ক্রিপ্টোগ্রাফার(যদিও তার আরো অনেক পরিচয় আছে।গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত ধীরে ধীরে পাঠক পাঠিকা সেই সত্য গুলো জানতে পারবে!!!)।ক্যাপ্টেন বেজু ফসে যে ল্যাংডনকে প্রধান সন্দেহভাজন হিসেবে তুলে এনেছেন তা প্রকাশ করে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় মেয়েটি।দুজন মিলে কোনো এক গুপ্ত তথ্যের সন্ধানে পালিয়ে যায় লুভর মিউজিয়াম থেকে।শুরু হয় ল্যাংডন-ফশের ইঁদুর-বেড়াল খেলা...যা চলতে থাকে গল্পের শেষ পর্যন্ত! আমাদের কাহিনীর অন্য প্রান্তে রয়েছে ভ্যাটিকান এর উগ্র অঙ্গসংগঠন ওপাস দাই - এর কথা।তাদেরই ধর্মান্ধ কিছু লোক অদৃশ্য এক টিচারের আদেশে হন্যে হয়ে খুঁজছে হলি গ্রেইল। তারা কি পারবে হলি গ্রেইল এর সন্ধান পেতে?তারা কি অবশেষে কোনো ঐশ্বরিক শক্তির অধিকারী হবে? ক্রমেই আমরা জানতে পারবো লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা , দি লাস্ট সাপার , দি ব্যাম্পস্টিক অফ ক্রাইস্ট এর মতো বিখ্যাত সব চিত্রকর্মের ভেতর লুকিয়ে থাকা না দেখা-অজানা সত্যকে।বইটি পড়তে পড়তেই আমরা চলে যাবো প্যারিস থেকে রোমে,কিংবা ভ্যাটিকান থেকে লন্ডনে।কেমন হবে সেই অ্যাডভেঞ্চার?? কে সেই অনাহূত টিচার?কেনো সে হলি গ্রেইল এর সন্ধানে নর হত্যার মতো জঘন্য অপরাধে জড়াতেও দ্বিধা বোধ করে না? আসলেই কি হলি গ্রেইল এর অস্তিত্ব আছে?কে এই সোফি নেভু? ♦️ পাঠ প্রতিক্রিয়া ' দা ভিঞ্চি কোড' আমার পড়া এ যাবতকালীন সর্ব বৃহৎ বই।থ্রিলারের পাশাপাশি ইতিহাস ও অ্যাডভেঞ্চারের আস্বাদন পেয়েছি ,প্রবেশ করতে পেরেছি জ্ঞানের ভিন্ন এক ভুবনে। বইটির সব চেয়ে ভালো লাগা বিষয়টি হলো প্রাচীন প্রতীক ও এর ব্যাবহার-বিশ্লেষণ এবং বিখ্যাত সব চিত্র কর্মের চমৎকার ব্যাখ্যা। ♦️বইয়ের কোয়ালিটি দ্য দা ভিঞ্চি কোড মোহাম্মদ নাজিম উদ্দিনের প্রথম অনুবাদ থ্রিলার।অনুবাদের মান ভালো,প্রথম হিসেবে অনবদ্য।বইয়ের পৃষ্ঠা, বাঁধাই,মোড়ক - সব কিছুই সুন্দর সাবলীল ছিল।এক কথায় অসাধারণ... ব্যাক্তিগত রেটিং ৮.৫/১০
Was this review helpful to you?
or
The Da Vinci code asholei onek amazing ...... Amar pora best thriller book holo ata...
Was this review helpful to you?
or
একটা দারুন বই, যা আমাকে হারিয়ে ফেলেছিল অন্য জগতে।
Was this review helpful to you?
or
নাস্তিক্যবাদি বই,সাবধান।
Was this review helpful to you?
or
Boita protik bidya ebong dui hazar bosor purano dhormo er upor likha..... ek kothay oshadharon ekta boi..... pore dekhte paren.. asha kori kharap lagbe na
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Nice ❤
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই, dan brown আমার অনেক প্রিয় লেখক
Was this review helpful to you?
or
Valo
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
ফ্যু
Was this review helpful to you?
or
"International Best Seller" এই ট্যাগ দেখে বইটা কেনার ইচ্ছা না যতটা ছিল, ইচ্ছা তার চেয়ে বেশি ইচ্ছা জাগলো যখন দেখলাম এই বইটার উপর টম হ্যাঙ্কস এর মুভি তৈরি হয়ে গেছে। তবে কেউ যদি আগেই মুভি দেখতে যান অনেকগুলো বিষয় আছে যা নাও বুঝতে পারেন। কিন্তু বইটি আগে পরলে নিঃসন্দেহে প্রতিটি ধারণাই চোখের সামনে এক নতুন দ্বার উন্মোচন করবে। বইটা অসাধারণ মানের একটি থ্রিলার, প্রথম দুই তিন পেইজ পড়ার পর বাকি অধ্যায় না পড়ে সহজেই নিজের জায়গা ছেড়ে উঠতে পারবেন না এ ব্যাপারে কোন সন্দেহ নেই।
Was this review helpful to you?
or
অনেক নাম ঢাক শুনার পর বইটি আমার কেনা। আর যখন পড়া শুরু করি, সেটি মাত্র ৯ দিনেই ডান! বোঝায় যায় প্রতিটি অধ্যায় কত টান টান উত্তেজনায় ভরপুর ছিল, যার জন্য এত দ্রুত শেষ করা সম্ভব হয়েছে ।
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারণ ?? বইটা বুঝে পড়তে হয় ?
Was this review helpful to you?
or
Its a masterpiece. Nothing to say more.
Was this review helpful to you?
or
valo...amazing books
Was this review helpful to you?
or
Was fast
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই
Was this review helpful to you?
or
ভালো আছে
Was this review helpful to you?
or
best of the decade
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। অনুবাদ দারুণ। প্রত্যেকটি অধ্যায় শেষে আপনার মনের মধ্যে একটি চিন্তা কাজ করবে যে সামনে কি হবে! Must read and must recommendation from me.
Was this review helpful to you?
or
প্রকৃত সত্য ও জ্ঞান অর্জনের অসাধারন একটা বই।।।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
মনোযোগ বসাতে পারিনি।
Was this review helpful to you?
or
Porai sei but onobad aro bhalo hote parto
Was this review helpful to you?
or
.
Was this review helpful to you?
or
International best seller thriller book by Mr.Dan Brown .One of his best also
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
রহস্যে ঘেরা একটি বই। অনুবাদ অসাধারণ।
Was this review helpful to you?
or
অামি অামার জীবনে অনেক বই পড়েছি । কিন্তু মিস্টার ব্রাউনের মতো লেখক খুব কমই চোখে পড়েছে । সত্যিকার অর্থে ব্রাউন খুব সুন্দর ভাবেই থ্রিলার সৃষ্টি করতে পেরেছেন । এই বইটি থ্রিলারের রোমাঞ্চকর অনুভূতি তো দেবেই ,সেই সাথে প্রাচীন রহস্য , ধাধা অার সিম্বলের উপর অসাধারন লেকচার অাপনাকে ইতিহাস সম্পর্কে ভালো শিক্ষা । তাই সবাই এই বইটি পড়বেন । অার অনুবাদক খুব ভালো অার সাবলীল ভাষায় অনুবাদ করেছেন । সব মিলিয়ে ১০/১০ ***** ।
Was this review helpful to you?
or
A book full of suspense
Was this review helpful to you?
or
যদি কেউ বলে তোমার জীবনে পড়া সেরা থ্রীলার বই কোনটি?আমি বলবো ভিঞ্চি কোড❤️
Was this review helpful to you?
or
অসাধারন একটি বই ছিলো।
Was this review helpful to you?
or
amazing wording
Was this review helpful to you?
or
Harry potter এর যুগে এরকম বই সত্যিই চ্যালেঞ্জিং। অনুবাদ আরো ভালো হতে পারত।
Was this review helpful to you?
or
খুবই ভাল লেগেছে ।
Was this review helpful to you?
or
Average..!
Was this review helpful to you?
or
কিছু বলার নেই। এত্ত ভালো বই, অনুবাদ ভালো ,নাজিম উদ্দিনের মৌলিক গুলাও পড়তে পারেন, আর্ Robert লাংটন এর অন্য বইগুলো পাবেন এই বাতিঘর প্রকাশনীতে। the da ভিঞ্চি কোড এর মত আরো ভালো একটি বই সাজেস্ট করলাম": THE eight": নাজিম উদ্দিনের অনুবাদ।
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারণ! পুরাটাই তৃপ্তিদায়ক।আর প্রতি বাঁকে বাঁকে রোমাঞ্চ।
Was this review helpful to you?
or
Such an awesome book. Truly worth of being a bestseller. Dan Brown's one of the best masterpieces.
Was this review helpful to you?
or
This book is amazing.
Was this review helpful to you?
or
Amazing
Was this review helpful to you?
or
অসাধারণ বই
Was this review helpful to you?
or
বই বন্দু।
Was this review helpful to you?
or
One of my most favourite books from one of my most favourite writers. It's highly informative, but not in a dull way. Fast-paced, edge-of-your-seat thriller. Worth every penny.
Was this review helpful to you?
or
'দ্য ভিঞ্চি কোড',আমার পড়া সেরা রহস্যময় উপন্যাস গুলোর একটি।বইটি পড়ে ভিঞ্চি সাহেবের প্রতি মোহ বহুগুণ বাড়ার সঙ্গে সঙ্গে রহস্যের জগতের প্রতিও একটা অন্যরকম টান অনুভূত হয়েছে।আহা কি রোমাঞ্চকর ৪৪৬ পেইজের ভ্রমণ!তাছাড়া ক্রিপ্টোগ্রাফির সঙ্গে পুরোনো যে সম্পর্কটা চাপা পড়ে গেছিলো,সেটাকে পুনরায় প্রাণবন্ত করতেও বইটি অসাধারণ ভূমিকা রেখেছে। বইটির মূল উপজীব্য বিষয় অর্থাৎ খৃষ্টধর্মের মূলে কড়া নাড়ার ব্যাপারটি,সেটা এক আকর্ষণীয় খোঁড়াক।অর্থাৎ এর সত্যতা যাচাইয়ের অনুসন্ধান রহস্যপ্রেমীদের বেঁচে থাকার এই সুন্দর দিনগুলোকে আরো রঙিন করে তুলবার সুযোগ করে দিবে।মোদ্দাকথা,ড্যান ব্রাউন সাহেব অসাধারণ লিখেছেন।তবে অনুবাদ অবশ্যই আরো ভালো হতে পারত।কিন্তু যারা এরপরে ইংরেজি কপিটা পড়তে চান তাদের জন্য মন্দ না। একটা অসাধারণ ভ্রমণের জন্য আগাম সাধুবাদ।
Was this review helpful to you?
or
বইটা আসলেই অনেক উপভোগ্য। বইটি পড়তে গিয়ে কখনো একঘেয়েমি লাগেনি বা মনে হয়নি সময় নষ্ট হচ্ছে। গল্প যত এগিয়েছে তার সাথে সাথে এমন সব তথ্য জানতে পেরেছি যা জানতাম ও না। যারা এখনো এই হিস্টোরিকাল থ্রিলার বইটি এখনো তাদের বলব এখনি বইটি পড়ে ফেলতে। This book truly deserves to be an International Best Seller.
Was this review helpful to you?
or
ভাই, আমি জীবনে এর চেয়ে ভালো থ্রিলার বই পড়িনি। শুধু বলি কেউ যদি থ্রিলার পড়তে চায় তাইলে এই বইটাই সবার আগে পড়া উচিত। + অনেক অনেক অনেক কিছু জানা যাবে
Was this review helpful to you?
or
আমার পড়া বেস্ট বই
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই
Was this review helpful to you?
or
One of the best thrilling and exciting book ever i have read
Was this review helpful to you?
or
খুবই অগছালো রুপান্তর
Was this review helpful to you?
or
বইটি নিশ্চিত ভাবেই দারুণ হবে বলে আমি মনে করি
Was this review helpful to you?
or
Good book
Was this review helpful to you?
or
এক নিস্বাসে পড়ে ফেলার মতো অসাধারণ একটি বই
Was this review helpful to you?
or
খুব সুন্দর একটা বই।
Was this review helpful to you?
or
awesome
Was this review helpful to you?
or
ভালো
Was this review helpful to you?
or
সত্যিই এক কথায় অসাধারণ বইটা । ড্যান ব্রাউন সত্যি একজন চমৎকার লেখক । একদিনের ঘটনা দিয়ে যে পুরোটা উপন্যাস শেষ করা যায় তা উনার লেখাই প্রথম জানতে পারি । আর ঘটনা প্রবাহ অনেক বেশি রমাঞ্চকতায় ভরা । থ্রিলার হিসেবে বইটা অনবদ্য। ড্যান ব্রাউনের লেখা বেস্ট বই ।
Was this review helpful to you?
or
এই বইটি পড়তে সত্যি খুব ভালো লেগেছে। যারা থ্রিলিং বই পরতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি উপজুক্ত বই। এছাড়া বইটির অনুবাদও খুব সুন্দর হয়েছে।
Was this review helpful to you?
or
অসাধারণ থ্রিলার। পড়ে দারুণ মজা পেয়েছি।
Was this review helpful to you?
or
Thriller golpo er theke valo ami pori nai.. Excellent just.
Was this review helpful to you?
or
কিছু বই থাকে যার প্রথম পৃষ্ঠা পরলে, এরপর শেষের পৃষ্ঠা পরতে ইচ্ছা করে।এটা সেরকম একটি বই।
Was this review helpful to you?
or
দারুণ তবে খ্রীস্টের ইতিহাস আমাকে সেভাবে আন্দোলিত করে নি।
Was this review helpful to you?
or
অসাধারণ।
Was this review helpful to you?
or
অসাধরন একটি বই
Was this review helpful to you?
or
what a nice book
Was this review helpful to you?
or
ড্যান ব্রাউন এর লেখা সবগুলো বই পড়া হয়েছে। এই বইটি সেরা। ভালো লেগেছে এঞ্জেলস এন্ড ডেমন্সও।
Was this review helpful to you?
or
দু’হাজার বছরের পুরনো সত্যকে চিরতরে নির্মূল করার জন্যে একই দিনে চারজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যা করা হয়। সত্যটি জনাজানি হয়ে গেলে হাজার বছরের ইতিহাস লিখতে হবে নতুন ক’রে। সত্যটি লালন ক’রে আসছে একটি গুপ্ত সংঘ-সেই গুপ্ত সংঘের সদস্য ছিলেন আইজ্যাক নিউটন, ভিক্টর হুগো, বত্তিচেল্লি আর লিওনার্দো দা ভিঞ্চির মতো ব্যক্তি। ওদিকে উগ্র ক্যাথলিক সংগঠন ওপাস দাই সেই সত্যকে চিরতরে নির্মূল করার আগেই গুপ্তসংঘের গ্র্যান্ডমাস্টার তার ঘনিষ্ঠ একজনের কাছে হস্তান্তর ক’রে দেয় আর ঘটনাচক্রে এরকম একটি মারাত্মক মিশনে জড়িয়ে পড়ে হারভার্ডের সিম্বোলজিস্টের এক প্রফেসর। পাঠকের মনোজগত নাড়িয়ে দেবার ক্ষমতা রাখে বইটি। ফিকশনাল থ্রিলার হিসেবে বইটি দারুন, কিন্তু এতে অনেক ভুল তথ্য আছে। ব্যাপক পর্যায়ের ভুল। পাঠক সচেতন হয়ে পড়বেন। সহজ উপায় হলো, এই বইয়ের কোনো তথ্য আমলে নিবেন না। জাস্ট বিনোদনের জন্য পড়া ছাড়া এর কোনো নির্ভরযোগ্যতা নেই।
Was this review helpful to you?
or
One of the best thriller I have ever read...the twists were awesome...and writer described the places incredibly.. every book lover should try it..I think they won't regret.
Was this review helpful to you?
or
অসম্ভব রকমের সুন্দর একটা বই। এ বই থেকে অনেক কিছু জানার এবং শেখার আছে। বই টা যদি কিনতে চান,এখনে কিনে ফেলুন ।বইটা কিনতে যে টাকা খরচ হবে, আশা করা যায় তা বিফলে যাবে না।
Was this review helpful to you?
or
এক রাতের কাহিনী এত বড় আর শ্বাসরুদ্ধকর হতে পারে এই বই না পড়লে বুঝতে পারতাম না। পেইন্টিং এর গোপন সিম্বল বিষয়টি সত্যিই অদ্ভুত। কাহিনীর ক্ষনে ক্ষনে বাক বদল আর সাসপেন্স অতুলনীয়। এমন একটা বই যা ধরলে শেষ না করে শান্তি নাই। চমকে ভরা অতুলনীয় কাহিনী।
Was this review helpful to you?
or
আমার জীবনের পড়া ১ম থৃলার বই দ্য ভিঞ্চি কোড। পড়া শুরু করে বই থেকে বের হতেই মন চায় না। হলি গ্রেইল, লিওনার্দো দা ভিঞ্চি, স্যার আইজ্যাক নিউটন, সবকিছু মিলে এক অসাধারন লেখা। বেষ্ট সেলার হিসেবে অলাদা প্রশংসা অতি তুচ্ছ। অনেক অনেক ধন্যবাদ ভাই নাজিম উদ্দিনকে এরকম অসাধারন বই সুন্দর ভাবে অনুবাদ করে আমদের সাধারন পাঠক কে উপহার দেয়ার জন্য।
Was this review helpful to you?
or
এটা আমার পড়া প্রথম বই রবার্ট ল্যাংডন সিরিজের। প্রথমেই গল্প আমাকে বিধে ফেলে। টানা পড়া শেষ করি। অসাধারন থ্রিলিং এক গল্প। অনেক অজানা কে জানা হয়ে গেল খুব দারুন ভাবে। খুবই উপভোগ্য একটা বই।
Was this review helpful to you?
or
দ্য ভিঞ্চি কোড নিয়ে নতুন করে বলার কিছুই নাই। মাসুদ রানার গুপ্ত সংকেত অনেক আগেই পড়েছি তা ও কয়েকবার করে পড়েছি যেটা ভিঞ্চি কোডের ই মাসুদ রানা ভার্সন , ভিঞ্চি কোড পি ডি এফ এ পড়তেছিলাম কিন্তু কাগজের বই এর মজা ই আলাদা। আর , রকমারির সার্ভিস নিয়ে নতুন করে কিছু বলার নাই, গতকাল সকালে অর্ডার দিয়ে বিকালেই ডেলিভারি, আমি তো পুরাই অবাক। ধন্যবাদ বিজয়ের গিফট এর জন্য।
Was this review helpful to you?
or
ভাল লাগল বইটি।
Was this review helpful to you?
or
উপন্যাসটিতে খ্রিস্টান ধর্ম সম্পর্কে যে তথ্য গুলো তুলে ধরেছে্ন লেখক তা পাঠক বিশ্বাস করতে বাধ্য হবেন ড্যান ব্রাউনের লেখার অপরিসীম যাদুতে। থ্রিলার বই প্রেমী পাঠকের মন ছুঁয়ে দেবে বইটি। অনুবাদকের কথা আলাদা করে বলার কিছু নেই এক কথায় অসাধারণ।
Was this review helpful to you?
or
অসাধারণ বই। থ্রিলারপ্রেমীদের জন্য ওয়ান অফ দ্যা বেস্ট বুক। ?
Was this review helpful to you?
or
Great one !!!
Was this review helpful to you?
or
অসাধারন বললে কম হবে। মূলত এই একটা বই পড়ে আমি বুঝেছি সারাজীবন বই না পড়ে মস্ত বড় ভুল করেছি। ...
Was this review helpful to you?
or
nice book
Was this review helpful to you?
or
কোনো এক বন্ধুর মুখে প্রথম নামটা শুনি-“দ্যা ভিঞ্চি কোড”। নামটা শুনেই কেমন যেন মনের ভেতর রহস্য রহস্য ভাব চলে আসে। তখন পড়তাম ক্লাস ৯ এ। সেবার জেলায় ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে বই মেলার হয়। আমি আর আমার বন্ধু সেখানে বই দেখতে দেখতে বইটা আমার সামনে এলো। কিনে ফেললাম বইখানা। এরপর শুরু করলাম পড়া। তখন সবকিছু ভালোভাবে বুঝতে না পারলেও প্রতিটা পৃষ্ঠা যেন আমাকে তার ভেতরে আবদ্ধ করে রেখেছিলো। কঢেকদিন আহে আবারও পড়া শুরু করি। দ্বিতীয়বার পড়লেও সেই প্রথমবারের অনুভুতিই পেলাম। লুভ্যর মিউজিয়ামের কিউরেটরের মৃত্যুর পর রবার্ট ল্যাঙডন এই কেসে জড়িয়ে যায়। তার সাথে যুক্ত হয় সোফি। এগোতে থাকে প্লট। প্রতিটি অংশেই শিহরন জাগানো সব তথ্য, অবাক করা সব তথ্য। ভিঞ্চি, নিউটন, জেসাস কি নেই এখানে.. শুরু করলে আপনি শেষ করতে বাধ্য…..
Was this review helpful to you?
or
ড্যান ব্রাউনের লেখা সবচেয়ে সাড়া জাগানো বই দ্য ভিঞ্চি কোড বইটি আমি পড়ি ২০১৭ সালের প্রথমদিকে । আন্তর্জাতিক বেস্ট সেলার এই বইটি অনুবাদ করেন মোহাম্মদ নাজিম উদ্দিন । সত্যিকারের থ্রিলার বলতে যা বোঝায় তা-ই আপনি পাবেই বইটিতে । আনুবাদ বই যারা নিয়মিত পড়েন তাঁরা জানেন যে মূল লেখকের বলার ভঙ্গি ও স্বাভাবিকতা ধরে রাখতে হলে অনুবাদ বইগুলো সাধারণত সামান্য হলেও প্রাঞ্জলতা হারায় । এই বইটিও সেই দোষের উর্ধে নয় ।
Was this review helpful to you?
or
দু’হাজার বছরের পুরনো সত্যকে চিরতরে নির্মূল করার জন্যে একই দিনে চারজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যা করা হয়। সত্যটি জনাজানি হয়ে গেলে হাজার বছরের ইতিহাস লিখতে হবে নতুন ক’রে। সত্যটি লালন ক’রে আসছে একটি গুপ্ত সংঘ-সেই গুপ্ত সংঘের সদস্য ছিলেন আইজ্যাক নিউটন, ভিক্টর হুগো, বত্তিচেল্লি আর লিওনার্দো দা ভিঞ্চির মতো ব্যক্তি। ওদিকে উগ্র ক্যাথলিক সংগঠন ওপাস দাই সেই সত্যকে চিরতরে নির্মূল করার আগেই গুপ্তসংঘের গ্র্যান্ডমাস্টার তার ঘনিষ্ঠ একজনের কাছে হস্তান্তর ক’রে দেয় আর ঘটনাচক্রে এরকম একটি মারাত্মক মিশনে জড়িয়ে পড়ে হারভার্ডের সিম্বোলজিস্টের এক প্রফেসর। পাঠকের মনোজগত নাড়িয়ে দেবার ক্ষমতা রাখে বইটি।
Was this review helpful to you?
or
one of the masterpieces of dan brown..but be careful about one thing..it's a novel..so don't take the book as a reference of the history..it will take you nowhere..just try to feel thrill with robert langdon
Was this review helpful to you?
or
বই পড়া আমার শখের বিষয়, ভাললাগারও। সেই শখ আর ভাললাগা থেকে আমরা গড়ে তুলেছি আমাদের অফিস লাইব্রেরী। রকমারিকে ধন্যবাদ আমাদের অর্ডারকৃত সমস্ত বই ঠিক সময়ে পৌঁছে দেবার জন্য। বইয়ের কোয়ালিটিও চমৎকার। আমাদের বই এর তালিকা করার সময়ও রকমারির সাইটটি আমাদের অনেক সাহায্য করেছে। রকমারিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আলোকিত বাংলাদেশ গড়ার প্রয়াস নেয়ার জন্য। রকমারি সমস্ত টিম মেম্বারদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি
Was this review helpful to you?
or
This is what we call thriller!
Was this review helpful to you?
or
গল্পের শুরু হয় প্যারিসের ল্যুভর মিউজিয়ামের কিউরেটরের মৃত্যুর মধ্য দিয়ে। খুবই বিভৎসভাবে তার মৃত্যু হয়। কিন্তু তার ভেতরেও থেকে যায় রহস্য। অদ্ভুত একধরণের চিহ্ন রেখে মৃত্যুবরণ করেন তিনি। বোকা বনে যায় পুলিশ। ঘটনাচক্রে মৃত্যুটির সাথে জড়িয়ে পড়েন হাভার্ড ইউনিভার্সিটির সিম্বলজির প্রসেফর রবার্ট ল্যাংডন। প্রচ্ছন্নভাবে খুনের দায় গিয়ে পড়ে তার উপর। সাহায্য করতে এগিয়ে আসে একজন মহিলা পুলিশ। তারপর শুরু হয় অভিযান। নিজেকে নির্দোষ প্রমাণ করার অভিযান। আস্তে আস্তে কিছু আশ্চর্য সত্যের সম্মুখিত হতে থাকে ল্যাংডন। বেরিয়ে আসে কিছু সত্য যা আগে কেউ জানতো না। চরম এক ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ে সে।
Was this review helpful to you?
or
বইটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে।
Was this review helpful to you?
or
আপনি কি এমন কোন বই পড়তে চান যার প্রতিটি পৃষ্ঠায় থাকবে নতুন চমক, অজানা অনেক বিষয়, সাথে রহস্য এবং থ্রিলার? তাহলে দেরি কেন পড়ে ফেলুন ড্যান ব্রাউনের দ্য দা ভিন্ঞ্চি কোড বই টি। আপনারা যারা আগের থেকেই এই মুভি দেখেছেন এই নামে। আর ভাবছেন, 'বই আর মুভি তো একই খালি খালি বই কিনে সময় আর টাকা খরচ করে লাভ কি? তাদের বলছি শুনুন, 'বই আর মুভি টা মোটেও এক না। মুভির থেকে বইটি বেশি থ্রিলিং এবং রহস্যের। তাই আপনার টাকা জলে যাওয়ার কোন চান্স নেই। তবে হ্যা একটা কথা না বললেই নয়, অনুবাদটা আর ও ভাল হওয়া উচিত ছিল। আমি নাজিম উদ্দীনসাহেব এর আরও কিছু অনুবাদ পড়েছি সে গুলোর তুলনায় এটা আমার বেশ ভালো লেগেছে। তাই আর দেরি না করে পড়ে ফেলুন ড্যান ব্রাউনের 'দ্য দা ভিন্ঞ্চি কোড বইটা। #হ্যাপি_রিডিং
Was this review helpful to you?
or
অসাধারন একটি বই।জনপ্রিয় থ্রিলার,রোমাঞ্চে ভরপুর।একবার পড়া শুরু করলে না শেষ করে থামতে মন চাইবে না।প্রতিটি মুহুর্তে থ্রিল ছিলো।বই পড়ার পর এতো ভালো লাগলো যে রিভিউ না দিয়ে পারলাম না।
Was this review helpful to you?
or
নিউইয়র্ক টাইমসের বেস্ট সেলার একটি বই ড্যান ব্রাউনের দ্য ভিঞ্চি কোড।তারই অনুবাদ বইটি মোহাম্মদ নাজিম উদ্দিন খুব দক্ষতার সাথে করেছেন। দ্য ভিঞ্চি কোড কোনো চিরাচরিত উপন্যাস নয়।থ্রিলার বইতে কতটা সাসপেন্স থাকতে পারে,এই বইটি না পড়লে আপনি আসলেই মিস করবেন। বইটির পটভূমি ঐতিহাসিকতার সাক্ষী ক্যাথলিজম আর অ্যান্টি ক্যাথলিজম নিয়ে। দু হাজার বছরের পুরনো ইতিহাসকে একদম জীবন্ত করে তুলে নিয়ে আসবে আপনার সামনে। বইটা একদিকে যেমন যুক্তিবাদী আর থ্রিলারপ্রিয় পাঠকদের জন্য ক্রিপ্টোগ্রাফির অসাধারণ চিত্রায়ণ করেছে,অপরদিকে ইতিহাসপ্রেমীদের জন্য রোমের ক্যাথলিক চার্চের অনেক ঘটনার বিবরণও সরাসরি উঠে এসেছে এতে। বইটির নায়ক হার্ভাডের এক প্রফেসর, যিনি খুলবেন সব রহস্যের জট তার যথার্থ মেধার শক্তিতে। রহস্য আর রোমাঞ্চে ঘেরা জগতে আপনাকে স্বাগতম।
Was this review helpful to you?
or
most of us have heard of this controversial book. It takes an open minded person to read this and to remember it is just fiction. But it brings up a lot of important questions about the Christian church, and the loss of paganism and the respect of the Goddess or the Woman. I don't care if I am the only one who likes this book. It is my own truth, and i will think what i want to think. Dan Brown didn't LEAD me or anyone else. he OPENED our minds. simply and importantly...he was just a catalyst for different thinking. That is a good thing...poorly written or not.
Was this review helpful to you?
or
From my childhood i read a lot of books. Thrillers, detective, fairy tale, travelling story. These are my favourite domains. But when i read this book. This become my favourite book and Dan brown become my favourite writer. After reading this everyone can justify that. Awesome plot, interesting storyline, unexpected ending. What is missing in this book! This is a full package. And the knowledge Mr. brown shared with us is priceless. May be i sound like a bias reviewer but trust me, it is a type of book that came in a century.
Was this review helpful to you?
or
রবার্ট ল্যাংডনের ক্লয়েস্ট্রোফোবিয়া (Claustrophobia) থাকায় তিনি বদ্ধ জায়গায় ভয় পান। রবার্ট ল্যাংডন হলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের “ধর্মীয় প্রতিকবিদ্যা” বিষয়ের অধ্যাপক। তিনি একটা লেকচার দেওয়ার জন্য প্যারিসে আসেন। লুভ্র জাদুঘরের কিউরেটর জ্যাক সনিয়ের সাথে তার একটা মিটিং ছিল। কিন্তু জ্যাক সনিয়ের কে খুন করা হয় জাদুঘরের ভিতরেই। যেহেতু রবার্ট ল্যাংডনের সাথে জ্যাক সনিয়ের মিটিং করার কথা ছিল তাই পুলিশ সন্দেহভাজন হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য লুভ্রের জাদুঘরের মার্ডার স্পটে নিয়ে যায়। তিনি দেখতে পান জ্যাক সনিয়ে মৃতদেহ অদ্ভূত ভাবে নগ্ন অবস্থায় পড়ে আছে আর সেখানে ইনভিসিবল ইঙ্ক দিয়ে লেখা কিছু সংখ্যা, চিহ্ন আর শব্দ। সেখা্নে পুলিশের ক্যাপ্টেন বেজু ফশে তাকে জিজ্ঞাসাবাদ করা অবস্থায় ক্রিপ্টোলজি বিভাগের সোফি নেভু এসে রবার্ট ল্যাংডনকে সতর্ক করেন যে তাকে খুনের দায়ে ফাসানো হচ্ছে। আর সেটা অবশ্যই ফশের অগোচরে জানান। প্রমাণ হিসেবে তার জ্যাকেটের পকেটে একটা জিপিএস লোকেশন ট্র্যাকার দেখান সোফি নেভু। তারপর সোফির সিদ্ধান্ত অনুযায়ী পুলিশকে ফাকি দিয়ে তারা ফেরারি হন। ফরাসি পুলিশ তাদের খুজতে ইন্টারপোল থেকে সাহায্য নেয়। প্রফেসর ল্যাংডন এসব রহস্যের কোন কুল কিনারা করতে পারছিলেন না কেন তাকে খুনির দায়ে ফাসানো হচ্ছে! কেন তার মৃতদেহ অদ্ভুদ ভাবে নগ্ন অবস্থায় রয়েছে! তার মৃতদেহের পাশের সংখ্যা চিহ্ন দিয়ে কি বুঝাতে চেয়েছেন জ্যাক সনিয়ে! বের হয়ে আসে এক সত্য যা দুই হাজার বছরের চেয়ে বেশি সময় ধরে গোপন রাখছিল একটা সোসাইটি যার সদস্য ছিলেন আইজ্যাক নিউটন, ভিক্টর হুগো, বত্তিচেল্লি আর লিওনার্দো দ্য ভিঞ্চির মত জগদ্বিখ্যাত ব্যক্তিবর্গ। আর সেই তথ্যের জন্য শুধু জ্যাক সনিয়ে নন আরও চারজন বিখ্যাত ব্যক্তিকে হত্যা করা হয়। কেন এই অদ্ভূদ ভাবে খুন করা হয়? কেন রবার্ট ল্যাংডনকে খুনী হিসেবে সন্দেহ করা হয়? আর কি বা সেই তথ্য যে তথ্যের জন্য একইদিনে বিখ্যাত চারজনকে খুন করা হয়? এসব জানতে হলে পড়ে ফেলুন “দ্য দা ভিঞ্চি কোড” বইটি। পাঠ প্রতিক্রিয়াঃ বইটা রবার্ট ল্যাংডন সিরিজের দ্বিতীয় বই। বইটা হাতে পাবার পরে মনে হয়েছিলো এত মোটা বই শেষ করতে পারব তো! এই মনোভবটাই হয়ত কিছুদিন বইটা থেকে দূরে রেখেছিল আমাকে। কয়েকটা অধ্যায় পড়তেই বারবার এটা মনে হচ্ছিলো প্রথম দিন থেকেই কেন পড়লাম না। বইটা একটা রহস্যধর্মী উপন্যাস। বইয়ের শুরুতে কিছু তথ্য দেওয়া আছে সেখানে বলা আছে, ‘এই বইতে উল্লেখিত সমস্ত শিল্পকর্ম, স্থাপত্যশৈলি, দলিল-দস্তাবেজ আর গুপ্ত ধর্মিয় আচার-অনুষ্ঠানের বিবরণ কাল্পনিক নয়, একেবারেই সত্যি।‘ বইটা পড়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে।
Was this review helpful to you?
or
রবার্ট ল্যাংডনের ক্লয়েস্ট্রোফোবিয়া (Claustrophobia) থাকায় তিনি বদ্ধ জায়গায় ভয় পান। রবার্ট ল্যাংডন হলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের “ধর্মীয় প্রতিকবিদ্যা” বিষয়ের অধ্যাপক। তিনি একটা লেকচার দেওয়ার জন্য প্যারিসে আসেন। লুভ্র জাদুঘরের কিউরেটর জ্যাক সনিয়ের সাথে তার একটা মিটিং ছিল। কিন্তু জ্যাক সনিয়ের কে খুন করা হয় জাদুঘরের ভিতরেই। যেহেতু রবার্ট ল্যাংডনের সাথে জ্যাক সনিয়ের মিটিং করার কথা ছিল তাই পুলিশ সন্দেহভাজন হিসেবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য লুভ্রের জাদুঘরের মার্ডার স্পটে নিয়ে যায়। তিনি দেখতে পান জ্যাক সনিয়ে মৃতদেহ অদ্ভূত ভাবে নগ্ন অবস্থায় পড়ে আছে আর সেখানে ইনভিসিবল ইঙ্ক দিয়ে লেখা কিছু সংখ্যা, চিহ্ন আর শব্দ। সেখা্নে পুলিশের ক্যাপ্টেন বেজু ফশে তাকে জিজ্ঞাসাবাদ করা অবস্থায় ক্রিপ্টোলজি বিভাগের সোফি নেভু এসে রবার্ট ল্যাংডনকে সতর্ক করেন যে তাকে খুনের দায়ে ফাসানো হচ্ছে। আর সেটা অবশ্যই ফশের অগোচরে জানান। প্রমাণ হিসেবে তার জ্যাকেটের পকেটে একটা জিপিএস লোকেশন ট্র্যাকার দেখান সোফি নেভু। তারপর সোফির সিদ্ধান্ত অনুযায়ী পুলিশকে ফাকি দিয়ে তারা ফেরারি হন। ফরাসি পুলিশ তাদের খুজতে ইন্টারপোল থেকে সাহায্য নেয়। প্রফেসর ল্যাংডন এসব রহস্যের কোন কুল কিনারা করতে পারছিলেন না কেন তাকে খুনির দায়ে ফাসানো হচ্ছে! কেন তার মৃতদেহ অদ্ভুদ ভাবে নগ্ন অবস্থায় রয়েছে! তার মৃতদেহের পাশের সংখ্যা চিহ্ন দিয়ে কি বুঝাতে চেয়েছেন জ্যাক সনিয়ে! বের হয়ে আসে এক সত্য যা দুই হাজার বছরের চেয়ে বেশি সময় ধরে গোপন রাখছিল একটা সোসাইটি যার সদস্য ছিলেন আইজ্যাক নিউটন, ভিক্টর হুগো, বত্তিচেল্লি আর লিওনার্দো দ্য ভিঞ্চির মত জগদ্বিখ্যাত ব্যক্তিবর্গ। আর সেই তথ্যের জন্য শুধু জ্যাক সনিয়ে নন আরও চারজন বিখ্যাত ব্যক্তিকে হত্যা করা হয়। কেন এই অদ্ভূদ ভাবে খুন করা হয়? কেন রবার্ট ল্যাংডনকে খুনী হিসেবে সন্দেহ করা হয়? আর কি বা সেই তথ্য যে তথ্যের জন্য একইদিনে বিখ্যাত চারজনকে খুন করা হয়? এসব জানতে হলে পড়ে ফেলুন “দ্য দা ভিঞ্চি কোড” বইটি।
Was this review helpful to you?
or
বইয়ের নামঃদ্য ভিঞ্চি কোড লেখকঃড্যান ব্রাউন প্রকাশনীঃবাতিঘর প্রকাশনী মূল্যঃ ২৮০টাকা দু’হাজার বছরের পুরনো সত্যকে চিরতরে নির্মূল করার জন্যে একই দিনে চারজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যা করার রহস্য নিয়েই বইটির কাহিনী শুরু করেছেন ড্যান ব্রাউন।বইটি প্যাসিং বা উত্তেজনাপূর্ণ ভাষা ছাড়াই একটি থ্রিলার মনে হয়েছে আমার কাছে। একটি রহস্য যা ক্লু, ভবিষ্যদ্বাণী করা বা তথ্য থেকে বিহীন। একটি সিজোফ্রেনিক কনম্যান দ্বারা রচিত একটি জাল নথির উপর ভিত্তি করে অর্ধ-সত্যের সমস্ত বলুন। চরিত্রহীন একটি চরিত্রচালিত আধুনিক উপন্যাস। অ্যাঞ্জেলস এবং ডেমনস এর দ্বিতীয় খসড়া। প্রচণ্ড উত্তেজনা মুহুর্তে বেরিয়ে আসার সাহিত্যের সমতুল্যকে পৃষ্ঠা-টার্নিং অ্যাকশন ধন্যবাদ। নতুন যুগের ষড়যন্ত্র তত্ত্বের উপর নির্মিত একটি আধ্যাত্মিক জাগরণ।এই বইটি অনেকগুলি জিনিস এবং সেগুলির কোনওটিই ভাল, নতুন বা আকর্ষণীয় নয়।তবে এটি আদর্শবাদী বিভ্রমের জন্য একটি দুর্দান্ত লিটমাস পরীক্ষা। পাঠকের মনোজগত নাড়িয়ে দেবার ক্ষমতা রাখে বইটি।আমার বেলাও এর ব্যতিক্রম হয়নি। আমার মনোজগত মুহূর্তের জন্য পুরো হতবিহ্বল হয়ে গিয়েছিল বইটি পড়ার পর।
Was this review helpful to you?
or
দ্য ভিঞ্চি কোড পড়ার পর মনে হয়েছে থ্রিলার জগত বলে কিছু হয়না। এর পরিব্যাপ্তি বিস্তর, আর ড্যান ব্রাউন সেটা প্রমাণ করেছেন। বইটির চমকপ্রদ সব তথ্য আপনাকে চমকে দিতে বাধ্য, আর সেই সাথে অনুভব করবেন সহস্রাব্দীর ইতিহাস। কিছু কিছু তথ্য আপনাকে গোলক ধাঁধায় ফেলতে পারে। বইটি সত্যিকারের থ্রিল অনুভব করাতে সক্ষম।
Was this review helpful to you?
or
☆☆☆☆
Was this review helpful to you?
or
বিশ্বের সেরা একটি বই,তাতে কোন সন্দেহ নেই।কিন্তু তবু ৪ স্টার দিলাম।কারন,অতীব দুঃখের সহিত এবং অনুবাদকের প্রতি সম্মান রেখেই বলছি যে, অনুবাদের ভাষা ভঙ্গিমা খুবই বাজে, সহজ সরল প্রাঞ্জল না।
Was this review helpful to you?
or
বইয়ের নাম:দ্য দা ভিঞ্চি কোড লেখকের নাম:ড্যান ব্রাউন অনুবাদকের নাম:মোহাম্মদ নাজিম উদ্দিন প্রকাশনী:বাতিঘর প্রকাশনী ক্যাটাগরি:থৃলার/এ্যাডভেঞ্চার পৃষ্ঠা:৪৩০ ব্যক্তিগত রেটিং:৪/৫ বইটি খুলে দু'পাতা উল্টোলেই চোখে পড়বে উক্তিটি— “সত্য সব সময় জনপ্রিয় হয়না,জনপ্রিয়ও সব সময় সত্য নয়”-রুডইয়ার্ড ক্লিপলিং →তথ্য:এই বইতে উল্লেখিত সমস্ত শিল্পকর্ম,স্থাপত্যশৈলি,দলিল-দস্তাবেজ আর গুপ্ত ধর্মীয় আচার-অনুষ্ঠানের বিবরণ কাল্পনিক নয়,একেবারেই সত্যি। ওপাস দাই হচ্ছে ভ্যাটিকানের অঙ্গ সংগঠন,একটি গোঁড়া ক্যাথলিক গোষ্ঠী। →কাহিনী সংক্ষেপ:ঘটনার সূত্রপাত প্যারিসে।দুহাজার বছরের পুরানো একটি সত্যকে চিরতরে নির্মূল করার জন্যে একইদিনে হত্যা করা হয় চারজন প্রখ্যাত ব্যক্তিকে।কী সেই সত্য যা প্রকাশিত হলে একটি প্রতিষ্ঠিত ধর্মমতের ভিত্তি কেঁপে যাবে,হাজার বছরের ইতিহাস লিখতে হবে একেবারে নতুন করে-আর কেনই বা হাজার বছর ধরে একটি সিক্রেট সোসাইটি সেই সত্যকে সঙ্গোপনে লালন করে আসছে?!যে ভাতৃসংঘের সদস্য ছিলেন স্যার আইজ্যাক নিউটন,ভিক্টর হুগো,বত্তিচেল্লি আর লিওনার্দো দা ভিঞ্চির মতো জগদ্বিখ্যাত ব্যক্তিবর্গ! উগ্র ক্যাথলিক সংগঠন ওপাস দেই সেই সত্যকে পুরোপুরি নির্মূল করার আগে অভিনব উপায়ে সত্যটা হস্তান্তর করে দেয় ভাতৃসংঘের প্রধান।ঘটনাচক্রে হার্ভার্ড অধ্যাপক সিম্বোলজিস্ট রবার্ট ল্যাংডন জড়িয়ে পড়ে মারাত্মক এক মিশনে।শেষ পর্যন্ত কী আর পৃথিবীবাসী সেই সত্যটা জানতে পারবে-তারই উত্তর লুকিয়ে আছে দ্য দা ভিঞ্চি কোড বইটিতে। →পাঠ প্রতিক্রিয়া:ড্যান ব্রাউনের লেখায় আমরা আগেই বিজ্ঞান ও ধর্মের বিরোধপূর্ণ দর্শনের পরিচয় পেয়েছি রবার্ট ল্যাংডনের প্রথম এ্যাডভেঞ্চার অ্যাঞ্জেলস্ এন্ড ডেমনস বইয়ে|এটি ল্যাংডন সাহেবের দ্বিতীয় এ্যাডভেঞ্চার|দ্য দা ভিঞ্চি কোড বইটিতেও এমন সব তথ্য আছে যা একটি প্রতিষ্ঠিত ধর্ম সম্পর্কে অবাক করবে!সাথে সিক্রেট সোসাইটির উদ্ভট সব আচার-অনুষ্ঠান মনে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেবে!লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত সব চিত্রকর্মকে নতুন করে চিনতে শিখবেন আপনি! বইটি পড়ে সত্য আর মিথ্যেকে আলাদা করতে বেশ বেগ পেতে হয়েছে আমাকে-এদিক দিয়ে ব্রাউনিয় রোমাঞ্চ অবশ্য সেরা! বিখ্যাত সব চিত্রকর্ম,ক্রিপ্টোগ্রাফি,কোড ব্রেকিং,বরাবরের মতো স্থাপত্যশিল্পের অসাধারন বর্ণনা,সিম্বল এসবের মধ্য দিয়ে সাসপেন্সের এক ভিন্ন জগতে চলে গিয়েছিলাম ঠিকই| ল্যাংডন সাহেব আর সোফির সাথে সময়টা ভালোই কেটেছে,আর সিরিজের বাকি বইগুলো তাড়াতাড়ি শেষ করার আগ্রহও জন্মেছে!বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করা থৃলার মনে ছাপ ফেলেছে অদ্ভুত এক অনুভূতি হয়ে! আর অনুবাদ আমার কাছে মোটামুটি লেগেছে|প্রথম দিকে একটু অসুবিধা হলেও পরে অবশ্য খারাপ লাগেনি,আমি সন্তুষ্ট!
Was this review helpful to you?
or
আমার কাছে ড্যান ব্রাউন এর উপন্যাস শুধু থ্রিলার এর স্বাদ দেয় না। বরং অনেক অজানাকে জানায়। আর তার গল্প এমন ভাবে এগোয় যে নতুন তথ্যগুলোর সম্পর্কে জানার আরো আগ্রহ জন্মায়। দ্যা ভিঞ্চি কোড ও এর ব্যতিক্রম না। আমার কাছে এই উপন্যাস্টার আসলে কোনো তুলনা হয় না বই পড়তে ভালো লাগে বা স্পেশালি থ্রিলার পছন্দ করি অথবা বিভিন্ন মিথ আর আদি সিম্বল আর তার অর্থ এগুলোতে টান অনুভব করলে এই বইটা একবার হলেও পড়ে দেখা যেতে পারে। অবশ্য এগুলোতে টান অনুভব না করলেও সমস্যা নাই। বইটা একজনে এগুলোতে আগ্রহী বা বিশেষভাবে এগুলোর দ্বারা প্রভাবিত করবে।
Was this review helpful to you?
or
রকমারি_রিভিউ_প্রতিযোগ_জুন বইয়ের নামঃ দ্য দা ভিঞ্চি কোড লেখকঃ ড্যান ব্রাউন অনুবাদক : মোহাম্মদ নাজিম উদ্দিন ভাষা: বাংলা প্রকাশক: বাতিঘর প্রকাশনী ব্যক্তিগত রেটিং: ★★★★★ লেখক পরিচিতি: ড্যান ব্রাউন (জুন ২২, ১৯৬৪) একজন মার্কিন রোমাঞ্চকর উপন্যাস লেখক, যাকে নিয়ে লিখতে গেলে লেখা যায় বহুকিছু। তার সংক্ষিপ্ত পরিচয়ে বলতে গেলে পৃথিবীব্যাপী আলোড়ন তোলা উপন্যাস দ্য দা ভিঞ্চি কোড রচনার জন্য তিনি সবচেয়ে পরিচিত যা ২০০৩সালে প্রকাশিত এবং সর্বাধিক বিক্রী হওয়া উপন্যাস। ব্রাউনের উপন্যাসের মূল উপজীব্য হচ্ছে বর্ণজটীয় সংকেতায়ন বা ক্রিপ্টোগ্রাফি, রহস্যময় সংকেত ও এদের দ্বৈতমানে। তাঁর উপন্যাসে এ ব্যাপারগুলো ঘুরে ফিরে বারবার আসে। বর্তমানে ব্রাউনের লিখা উপন্যাস ৪৫ টিরও অধিক ভাষায় অনুদিত হয়েছে।ডিজিটাল ফোরট্রেস (১৯৯৮), অ্যাঞ্জেল্স অ্যান্ড ডেমন্স (২০০০),ডিসেপশন পয়েন্ট (২০০১),দ্য দা ভিঞ্চি কোড (২০০৩), লস্ট সিম্বল, ২০০৯ সালে এবং ইনফার্নো ২০১৩সালের ১৪ মে প্রকাশিত। অনুবাদকের কথা: সবচেয়ে কম বয়সে সাহিত্যে নোবেল পাওয়া ইংরেজ লেখক রুডইয়ার্ড ক্লিপলিংয়ের ‘সত্য সব সময় জনপ্রিয় হয়না, জনপ্রিয়ও সব সময় সত্য নয়।’ এই কোটেশনটি বাংলায় অনুবাদকৃত বইটিতে অনুবাদক নিজেই সংযোজন করেছেন। ২০০৫ সালে বইটি প্রকাশিত হলেও ১২টি বছর পর অনুবাদক মোহাম্মদ নাজিম উদ্দিন বলেছিলেন, ''আজ পর্যন্ত কোন পাঠকের চোখে এটা পড়েছে কিনা জানি না, তবে আমাকে কেউ বলেনি, ‘দ্য দা ভিঞ্চি কোড’-এ ক্লিপলিংয়ের উক্তিটি মূল বইতে নেই!'' জনপ্রিয় না-হলেও এটাই সত্য... যাইহোক, ২০০৫ সালে যখন ভিঞ্চি কোড অনুবাদ করলাম তখন বইয়ের শুরুতে অনেকটা ‘প্রিঅ্যম্বেল’-এর মতো করে আমার প্রিয় এই উক্তিটি জুড়ে দিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছিল ক্লিপলিংয়ের এই উক্তিটি গল্পের সাথে যায়। জানি না ক-জন পাঠক জানে, এই উক্তিটি আসলে মূল বইতে ছিলই না! মজার ব্যাপার হলো ড্যান ব্রাউন ল্যাংডন সিরিজের ‘দ্য লস্ট সিম্বল’থেকে এরকম কোটেশন জুড়ে দিতে শুরু করলে পাঠক ধরেই নিয়েছে ‘ভিঞ্চি কোড’-এর উক্তিটিও বোধহয় ড্যান ব্রাউনেরই দেয়া! ' পটভূমিঃ দু’হাজার বছরের পুরনো সত্যকে চিরতরে নির্মূল করার জন্যে একই দিনে চারজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যা করা হয়। ইতিহাসের এমন এক সত্য যা জানাজানি হয়ে গেলে হাজার বছরের ইতিহাস লিখতে হবে নতুন করে, প্রতিষ্ঠিত ধর্মমতের ভিত্ত কেপে যাবে। সত্যটি লালন করে আসছে যে গুপ্ত সংঘ-সেই গুপ্ত সংঘের সদস্য ছিলেন আইজ্যাক নিউটন, ভিক্টর হুগো, বত্তিচেল্লি আর লিওনার্দো দা ভিঞ্চির মতো বরেণ্য ব্যক্তি।অন্যদিকে উগ্র ক্যাথলিক সংগঠন 'ওপাস দাই' সেই সত্যকে চিরতরে নির্মূল করার আগেই ঘটে যায় এমন সব ঘটনা যার ঘটনাচক্রে একটি মারাত্মক মিশনে জড়িয়ে পড়েন হারভার্ডের সিম্বোলজিস্টের এক প্রফেসর রবার্ট ল্যাংডন।পাঠকের মনোজগত নাড়িয়ে, হৃদস্পন্দন কাঁপিয়ে দেবার ক্ষমতা রাখে বইটি।এর কাহিনী আবর্তিত হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এর ধর্মীয় প্রতীক বিদ্যার অধ্যাপক রবার্ট ল্যাংডন ও সোফি নেভুর প্যারিস এর ল্যুভ জাদুঘরে ঘটে যাওয়া একটি খুনের ঘটনার তদন্ত নিয়ে।একটি দুই হাজার বছরের পুরনো ভয়াবহ গোপন তথ্য জেনে যান এবং হলি গ্রেইল এর সন্ধানে পদে পদে বিপদের মুখোমুখি হতে থাকেন।যার ফলশ্রুতিতে বেরিয়ে আসে যিশুর সাথে ম্যারি ম্যাগদালিন এর বিয়ে হয়েছে কি হয়নি এ নিয়ে আশ্চর্যজনক ঘটনা এবং 'প্রায়োরি অব সাইওন' এবং 'ওপাস দাই' এর মধ্যকার চলমান এক দ্বন্দ্বের কথা। কাহিনী সংক্ষেপঃ বইয়ের শুরুতেই লিখা- “All descriptions of artwork, architecture, documents, and secret rituals in this novel are accurate.” অর্থাৎ, “এ উপন্যাসে বর্ণিত সকল চিত্রকলা, স্থাপত্য, নথি এবং গোপন প্রথা সত্য।” আছি প্যারিসে। সময়টা রাত ১০ : ৪৬।ল্যুভ্র জাদুঘর। জাদুঘরের কিউরেটর জ্যাক সনিয়ে এক রাতে জাদুঘরের মধ্যেই গুলিবিদ্ধ হন সাইলাস নামের একজন ক্যাথলিক সন্ন্যাসীর হাতে, যে কিনা টিচার নামের এক গুপ্ত পরিচয়ের লোকের জন্য কাজ করে। জ্যাক সনিয়ের কাছ থেকে কি স্টোন এর অবস্থান জানতে চেয়েই দ্বন্দ্বের সূত্রপাত। আর এই কি স্টোনই হল হলি গ্রেইল খুঁজে পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সূত্র ও আসল ছক। জ্যাক সনিয়ে মারা যাওয়ার আগে কোনো এক ইঙ্গিতে প্রকাশে তিনি তার নিজের শরীরকে ভিটরুভিয়ান ম্যানের মত আকৃতি করে রাখেন এবং কিছু গুপ্ত সংকেত এঁকে যান। পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে এবং রবার্ট ল্যাংডনকে ডেকে পাঠায় সংকেতের রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যে। ঘটনাক্রমে রবার্ট ল্যাংডনের কাছে পুলিশের ক্যাপ্টেন বেজু ফশে সাহায্য চান। এদিকে পুলিশের ক্রিপ্টোগ্রাফার সোফি নেভু ল্যাংডনকে জানান যে সে জ্যাক সনিয়ে তার দাদু হন। যদিও তারা অনেক বছর ধরে যোগাযোগ করেন না। সোফি ল্যাংডনকে জানান যে সনিয়ে যে গুপ্ত সংকেত লিখে গিয়েছিলেন তার একটি লাইনে লেখা ছিল ''ওহ ড্রাকোনিয়ান ডেভিল, O lame saint. PS, রবার্ট ল্যাংডনকে খুজে বের কর'।" জ্যাক সনিয়ে কেন চাইছিলেন যে ল্যাংডন তার গুপ্ত সংকেতের অর্থ উদ্ঘাটন করুক? কেনই বা চিনি এমন একটি স্টোন লুকিয়ে রেখেছিলেন? কিভাবে সেই সংকেতের জট খুলতে সেখানে তারা খুঁজে পায় একটি অদ্ভুত বাক্স।যদিও বা পাওয়া যায় অদ্ভুত ক্রিপটেক্স। কিন্তু তাদের হতাশ করে সেই ক্রিপটেক্সটার ভেতরে ছোট আরও একটা ক্রিপটেক্স, আরও একটা ধাঁধাঁ। তারা বুঝতে পারে যে এই ধাঁধাঁর সমাধানের জন্য তাদেরকে শেষপর্যন্ত ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে স্যার আইজাক নিউটনের সমাধিতে যেতে হবে। আর এভাবেই আপনি কিভাবে যেন থ্রিলেরের গাড়িতে চড়ে সাংকেতিক ধাঁধার জালের ঘূর্ণিপাকে আটকে যাবেন।সেই জাল ছাড়ানোর আগ পর্যন্ত যেন শান্তি নেই, নাওয়া-খাওয়া বন্ধ। কিন্তু সত্যিই কি পৃথিবীবাসী জানতে পেরেছিলো আসল সত্যটি? নাকি তা রয়েই যাবে বেড়াজালে। বইটির পড়তে পড়তে শ্বাসরুদ্ধকর আকর্ষণ ধরে রেখেই শেষটাতে উত্তর মিললেও মিলতে পারে। চরিত্র: ছকে বাঁধা কেন্দ্রীয় চরিত্রই নয় বরং উল্লেখিত প্রত্যেকটি চরিত্র তাৎপর্যপূর্ণ ও গুরুত্ববহ।লেখকের মূল উদ্দেশ্য চরিত্রের মাধ্যমে ধরে রাখতে লেখক বদ্ধপরিকর ও সিদ্ধহস্ত। রবার্ট ল্যাংডন, সোফি নেভু, জ্যাক সনিয়ে, বেজু ফশে, সাইলাস, ম্যানুয়েল আরিঙ্গারোসা, সিস্টার সানডৃন, আর্দ্রেঁ ভার্নেট, লেই টিবিং, রেমি লেগালুদেচ্, জেরোমে কোলেত, ম্যারি শভেল সেন-ক্লেয়ার, পামেলা গেটাম চোখে পড়ার মতো সব চরিত্র। ধাঁধা মেলাতে হলে নামগুলো মনে আপনাকে রাখতেই হবে। আলোচনা ও সমালোচনাঃ দ্য দা ভিঞ্চি কোড ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৮০ মিলিয়ন কপি বিক্রি হয় শুধু তাই-ই নয়, বইটি বাংলা সহ প্রায় ৪৫টি ভাষায় অনূদিত হয়। Washington Post এর রিভিউতে বলা হয়েছে 'এই বই যদি আপনার নাড়িস্পন্দন বাড়াতে না পারে, তবে আপনার উচিত ডাক্তার দেখানো।' তাছাড়া পৃথিবীর মানুষের মধ্যে জরিপ করা হয়েছিল কেও যদি মঙ্গলে যেতে চায়, তাহলে তারা পৃথিবী থেকে কী নিয়ে যাবে? যে একটি বইয়ের নাম সবচেয়ে বেশি উঠে এসেছিল তার নাম 'দ্য দা ভিঞ্চি কোড'। Denver Post এর ভাষায় 'থ্রিলার উপন্যাস এর চেয়ে ভালো হতেই পারে না'। অস্ট্রেলিয়ান পাঠকদের নিয়ে জরিপে ২০১০ সালে একটি জরিপ করা হয় যেখানে সেরা ১০০ টা বইয়ের নামের মাঝে উঠে আসে ড্যান ব্রাউনের দ্য দা ভিঞ্চি কোড। জার্নালিস্ট জ্যানেট ম্যাসলিন বলেন, ''কোড ব্রেকিং, বিভিন্ন হেঁয়ালি থেকে মুল তথ্য বের করা,এসব কিছু থেকে বলা যায়, এটা ব্লকবাস্টার পারফেকশন এবং শুধুমাত্র একটাই শব্দ;ওয়াও।'' কিন্তু বহুল আলোচনা ও প্রশংসায় সমাদৃত বইটির বইটির রয়েছে বিরাট সমালোচনাও।আছে বহু দাবি মিথ্যার খেসারত। ক্যাথলিক আর খ্রিষ্টান কমিউনিটির পাশাপাশি নিউ ইয়র্ক টাইমসের লেখক Laura Miller একে 'ঐতিহাসিক ধাপ্পার উপর নির্ভরশীল' উপন্যাস বলে উল্লেখ করেন।' বিভিন্ন সমালোচকরা ড্যান ব্রাউনকে ইতিহাস জাল করা, বিকৃত করা এবং কল্পনাপ্রসূত ইতিহাসের নির্মাতা বলে আখ্যা দেন।তাঁর এই প্রতারণাকে বিংশ শতকের সেরা প্রতারণাও আখ্যা দেয়া হয়। কিন্তু ২০০৩ সালে ব্রাউন এ উপন্যাসের সকল তথ্য, এবং ব্যাকগ্রাউন্ডকে সত্যি বলে দাবী করেন। ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এ বইয়ের। প্যারোডি ও চলচ্চিত্র: ২০০৫ সালে যথাক্রমে দ্য ভা ডিঞ্চি কড ও দ্য আস্তি স্পুমান্তে কোড নামে অ্যাডাম রবার্টস এবং টবি ক্লেমেন্টস্ বইটির প্যারডি রচনা করেন।উপন্যাসটি থেকে অনুপ্রাণিত হয়ে কলম্বিয়া পিকচার্স চলচ্চিত্র তৈরির সিদ্ধান্ত নেয় এবং ১৯ মে, ২০০৬ সালে মুক্তি দেয়। এর চিত্রনাট্য লেখেন আকিভা গোল্ডস্ম্যান এবং পরিচালনা করেন অস্কার পুরস্কার বিজয়ী রন হাওয়ার্ড। চলচ্চিত্রটিতে রবার্ট ল্যাংডনের ভূমিকায় অভিনয় করেন টম হ্যাংকস। ছবি মুক্তির প্রথম সপ্তাহে এটি আমেরিকা থেকেই প্রায় সাত কোটি সত্তর লক্ষ ডলার এবং বিশ্বব্যাপী প্রায় বাইশ কোটি চল্লিশ লক্ষ ডলার আয় করে। কিছু বিশেষ বিষয়াবলী ও সহায়ক বইঃ ভিট্রুভিয়ান ম্যান. ফিবোনাচ্চি অনুক্রম, প্রাচীন দেবী, বত্তিচেল্লি আর লিওনার্দো দা ভিঞ্চির শিল্পকর্মের ধাঁধা, নিউটন আর হুগোর জটিল রূপ, শয়তান পূজা, প্যাগানিজম, জুরিখ ডিপোজিটরি, ল্যুভ মিউজিয়াম, ওয়েস্টমিনিস্টার অ্যাবি, পেন্টাকল দেবী, জটিল সকল অঙ্ক কষ্টে হয়তো আপনাকে ম্যাথমেটিশিয়ান হতে হবে না, বরং বানিয়ে ছাড়বে। তবে সহায়ক কিছু গ্রন্থ চাইলে পড়তে পারেন। যেমন The Templar Revelation (1997), The Holy Blood and the Holy Grail (1982), The Knight Templar (1999) পাঠ প্রতিক্রিয়া: আপনার ভেতরে যদি রহস্য নিয়ে খেলার উদ্দীপনা থাকে তাহলে এই বইটি আসলেই মগজকে নাড়িয়ে দেবার মতোই একখানি বই।লেখক Roger Ebert এর তার রিভিউতে বলেন " আমি প্রত্যেকদিন একটু সময়ের জন্য হলেও দ্য ভিঞ্চি কোড পড়ি, নিজেকে এটা মনে করানোর জন্য, জীবন অনেক ছোট, আর সেখানে দ্য ভিঞ্চি কোডের মত বই একজীবনে সবসময় আসে না।" ব্যাপক আলোচিত ও সমালোচিত এ বই প্রত্যেকবার পড়তেই মনে হয়, এই বুঝি নতুন করে শুরু করছি। এই বইয়ের রেটিং করা দু:সাধ্য এবং বইটির নেশার ঘর কাটিয়ে অন্য কাজে যাওয়া সম্ভব না।পৃথিবী'র ইতিহাসের কিছু বোমা ফাটানো সত্য লেখা বইটা তে। মাথা খারাপ করার মত মৌলিক থৃলার। পড়ে দেখতে পারেন।
Was this review helpful to you?
or
কাহিনী সংক্ষেপঃ দু হাজার বছর পুরনো একটি সত্যকে চিরতরে নির্মূল করার জন্য প্যারিসে একই রাতে খুন করা হয় চারজন বিখ্যাত ব্যক্তিকে। গল্পের শুরু হয় প্যারিসের লুভর মিউজিয়ামের কিউরেটরের মৃত্যুর মধ্যদিয়ে। কিন্তু তার মৃতদেহে বিচিত্র ধরণের কিছু চিহ্ন পাওয়া যায়, যার পাঠোদ্ধার করা কারো পক্ষেই সম্ভব হয়না। হয়ত তথ্য প্রমান সকলের সামনেই থাকে, কিন্তু কেউ সেটি দেখেও বুঝতে পারেনা। ঘটনাচক্রে মৃত্যুটির সাথে জড়িয়ে পড়েন হারভার্ড ইউনিভার্সিটির সিম্বলজির প্রসেফর রবার্ট ল্যাংডন। প্রচ্ছন্নভাবে খুনের দায় গিয়ে পড়ে তার উপর। তখন তাকে সাহায্য করতে এগিয়ে আসে সোফি নেভু নামের এক মহিলা পুলিশ। তারপর শুরু হয় অভিযান। নিজেকে নির্দোষ প্রমাণ করার অভিযান। আস্তে আস্তে কিছু আশ্চর্য সত্যের সম্মুখিত হতে থাকে ল্যাংডন। বেরিয়ে আসে কিছু সত্য যা আগে কেউ জানতো না। চরম এক ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ে সে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় তারা জানতে পারেন, সদ্যপ্রয়াত কিউরেট এমন গোপন সামাজিক সংগঠনের সদস্য ছিলেন, যার সদস্য ছিল স্যার আইজ্যাক নিউটন, ভিক্টর হুগো এবং খোদ লিউনারদো দ্য ভিঞ্চির মতো ব্যক্তিরাও। রবার্ট এবং সোফি এই কোড উদ্ধারের জন্য মরিয়া হয়ে সর্বত্র ছুটে বেড়ান, কিন্ত তাদের এক প্রতিদ্বন্দ্বী থাকে, যে কিনা তাদের ছায়ার মতো অনুসরণ করতে থাকে এবং পদে পদে বাধার সৃষ্টি করে। কিন্তু শেষ পর্যন্ত কি তারা পারবে এই গোলকধাঁধার রহস্য উদ্ধার করতে ? নাকি কালের বিবর্তনে চিরতরে হারিয়ে যাবে এক কঠিন সত্য? পাঠ প্রতিক্রিয়া : লেখক ড্যান ব্রাউন এই উপন্যাসে হলি গ্রেইলের রহস্য উন্মোচন করেছেন। তিনি যিশুখ্রিষ্টের রহস্যময় ইতিহাসকে পাঠকের সামনে তুলে আনেন। এছাড়াও আমাদের প্রতিদিনের জীবনে শ্বাসরুদ্ধকর, নাড়িস্পন্দন বাড়িয়ে দেওয়া শব্দগুলো অনায়াসেই যায় বইটির সাথে। বইটি পড়ে যে ইতিহাস, যে জ্ঞান পাওয়া যায় সেটা সত্যিই আপনাকে নাড়া দিবে যে এতকিছু এতদিন জানতাম না। বইয়ের একদম শুরুতে কিছু তথ্য দেওয়া আছে যে, এই বইয়ে উল্লেখিত সমস্ত শিল্পকর্ম, স্থাপত্যশৈলী, দলিল-দস্তাবেজ আর গুপ্ত-ধর্মীয় আচার অনুষ্ঠানের বিবরণ একেবারেই সত্যি। যদি এই কথাটা সত্যি হয় তবে বলতে হবে এর থেকে ভালো থ্রিলার আর কিছু হতে পারে না। যদিও এসব কারণেই বইটি অনেক সমালোচনার স্বীকার হয়েছে। তবে যাই হোক প্রায়োরি অব সাইওন, ওপাস দাই, হলি গ্রেইল, ম্যারি মাগদালিন, ক্রিপ্টোলজি সব মিলিয়ে চমৎকার একটা থ্রিলার। আরো বলে রাখা ভালো এই বই নিয়ে একটি মুভিও রয়েছে। তবে মুভি না দেখে আগে বইটা পড়াই ভালো, কারণ মুভিতে অনেক কিছুই তুলে ধরা হয়নি। বইটি পড়লে আপনি নিঃসন্দেহে বই বর্ণিত বিভিন্ন স্থান, ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে জানতে পারবেন। জানতে পারবেন লভুর মিউজিয়াম এর বিভিন্ন শিল্পকলা সম্পর্কে। সত্যিই অনেক শিক্ষণীয় একটা বই। যারা পড়েন নি অবশ্যই পড়বেন। রেটিংঃ ১০/১০
Was this review helpful to you?
or
Maybe the best thriller there ever was?
Was this review helpful to you?
or
awesome
Was this review helpful to you?
or
awesome
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই| এক কথায় থ্রিলিং থ্রিলার
Was this review helpful to you?
or
One of my favourite book among all
Was this review helpful to you?
or
Joss
Was this review helpful to you?
or
রকমারি_বইপোকা _রিভিউ_প্রতিযোগিতাপ্রতিযোগিতা বইয়ের নাম- দ্যা ভিঞ্চি কোড লেখক- ড্যান ব্রাউন অনুবাদ- মোহাম্মদ নাজিম উদ্দিন প্রকাশনী- বাতিঘর মুল্য- ৩০০ টাকা রিভিউঃ- প্রায় ৪৫০ পৃষ্ঠার বইটা হাতে নিয়ে ভাবছিলাম শেষ পর্যন্ত পড়ার ধৈর্য থাকবে তো ! সিম্বলিজম, প্যাগান প্রতীক, হলি গ্রেইল, ফিবোনচ্চি ধারা, রোমান ক্যাথলিক চার্চ এবং সর্বোপরি “প্রায়ওরি দ্য সায়ন “ যাকে ভিত্তি করে এই অনন্যসাধারন সাহিত্যকর্মের প্লট নির্মিত হয়েছে , এগুলোর অন্তর্নিহিত জটিল সম্পর্ক গুলো সুনিপণ অথচ সহজবোধ্য ভাবে তুলে ধরেছেন লেখক । ড্যান ব্রাউন সম্পর্কে সবসময় ই একটা উচ্চমার্গীয় ধারনা পোষন করতাম, এবার ও তিনি নিরাশ করেন নি ।“দ্যা ভিঞ্চি কোড তার সবথেকে বিখ্যাত ও বহুল বিক্রিত সাহিত্যকর্ম । তার লেখার সবচেয়ে সুন্দরতম দিক হচ্ছে তিনি খুব সুক্ষ বিষয় গুলোর বিশদ এবং কার্যকরী ব্যাখা দেন । “প্রায়রি দ্যা সায়ন” একটি ইউরোপিয়ান সিক্রেট সোসাইটি; ১০৯৯ সালে তৎকালীন ফ্রান্সের সম্রাট গদফ্রই দ্যা বুইলোঁ কতৃক প্রতিষ্ঠিত । সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই সোসাইটি বাস্তব এবং এখনো নিরবে অথচ প্রবলভাবে বিরাজামান । লিওনার্দো দ্যা ভিঞ্চি থেকে শুরু করে বত্তিচেলি, স্যার আইজ্যাক নিউটন, ভিক্টর হুগো, আইন্সটাইন সবাই এর সদস্য ছিলেন । এই সোসাইটির সদস্যরা শুধু স্বনামে জগৎবিখ্যাত ই নন, তারা একাধারে “sangreal” বা ‘Royal blood “ এর ধারক ও বাহক ছিলেন । তারা বংশপরম্পরায় এক সিক্রেট বহন করেছেন বা করছেন, যা প্রকাশ পেলে হয়তো বিশ্ব-মানচিত্র নতুন করে লিখতে হবে । চারজন সেনেক্য; এই পৃথিবীতে তারাই ঐ সিক্রেট জানতো শুধু , তারা এক রাতেই খুন হয়ে যায় । সর্বশেষ খুন হয় লুভর মিউজিয়াম এর কিউরেটর “জ্যাক সনিয়ে” , যিনি তার লাশের পাশে কিছু কোড ও অ্যানাগ্রাম লিখে যান । এই কোড আর অ্যানাগ্রাম কি তার খুনিকে খুঁজে বের করতে সাহায্য করবে , নাহ সিক্রেটটিকে আজীবনের জন্য হারিয়ে যাওয়া থেকে রক্ষা করবে । লিওনার্দো দ্যা ভিঞ্চির মহান চিত্রকর্ম গুলোর অসাধারন ব্যবহার যে কাউকেই মুগ্ধ করবে । লুভর মিউজিয়াম থেকে ওয়েস্টমিনিস্টার অ্যাবে, জেমস পার্ক, বৃটিশ লাইব্রেরী, কিংস কলেজ, রোজ লাইন প্রত্যেকটির সুন্দর, চমকপ্রদ ব্যাখা মনকে প্রশান্তি দেবে । এই বইটাতে এত এত শেখার আছে যে, পড়ার সময় আপনি একটা কলম আর খাতা নিয়ে অবশ্যই বসবেন । এমন কিছু বিষয় যেগুলো খুবই আকর্ষনীয় । যেমনঃ ১। পেন্টাকল ২। ফ্লার অব দ্যা লিস ৩। PHI no. ৩। এনাগ্রাম ৪। হলি গ্রেইল ৪। হায়ারো গামোস ইত্যা্দি । সময় নিয়ে, বুঝে পড়েন ভাল লাগবে । রেটিং-৫/৫
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগীতা। বই- দা দ্য ভিঞ্চি কোড। লেখক- ড্যান ব্রাউন। অনুবাদ- মোহাম্মদ নাজিম উদ্দিন। ধরন- হিষ্টোরিক্যাল থ্রিলার। পৃষ্ঠা- ৪৪৭। প্রকাশনী- বাতিঘর। প্রধান চরিত্র- রর্বাট ল্যাংডন, সোফি নেভু, বেজু ফশে, জ্যাক সনিয়ে, সাইলাস। লুভ্যর মিউজিয়ামের কিউরেটর জ্যাক সনিয়ে নির্মমভাবে খুন হন। তবে মৃত্যুর আগে নিজের রক্ত দিয়ে একটি পেন্টাগ্রাম একে যান তিনি নিজ শরীরে যা বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আকা দ্য ভিট্রুভিয়ান ম্যানের মতো হয় দেখতে। জটিল এই রহস্য সমাধানের জন্য ডাকা হয় হার্ভাড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রর্বাট ল্যাংডনকে যিনি প্রাচীন সিম্বোলিজমের ওপর একজন বিশেষজ্ঞ। তবে তাকে ডেকে আনার পিছনে জ্যাক সনিয়েই দায়ী থাকে। রর্বাট ল্যাংডনের সাথে একসাথে কাজ করতে যোগ দেয় জ্যাক সনিয়ের নাতনী সোফি যে ক্রিপ্টোগ্রাফ এজেন্ট হিসেবে কর্মরত। পেন্টাগ্রামের সূত্র ইঙ্গিত করে দ্য ভিঞ্চির দ্য লাষ্ট সাপার ছবিটির দিকে যার সাথে যীশুর একটি ইতিহাস জড়িত। সেই ইতিহাস ধরেই তদন্ত এগোতে থাকে এবং বের হয় ওপাস দাই নামক একটি ভয়ানক উগ্র মৌলবাদী সংঘঠনের্ যাদের সাথে রয়েছে আরেকটি গুপ্ত সংঘঠন প্রাওরি অব সাইওনের শত্রুতা। একটি সত্য দীর্ঘদিন ধরে গোপন করে রেখেছে প্রাওরি অব সাইওন। আর সেটাই হস্তগত করতে মাঠে নেমেছে ওপাস দাই। পিছন থেকে নেতৃত্ব দিচ্ছে অত্যন্ত ক্ষমতাশালী কেউ। বইটি প্রকাশিত হবার পর সারাবিশ্বে বিশেষ করে খৃষ্টবিশ্বে প্রচুর পরিমান আলোড়ন তোলে। অনেক দেশে বইটিকে নিষিদ্ধ করা হয় খৃষ্টধর্মের অবমাননার অভিযোগ তুলে। তবে এতে করে বইটির বিক্রী বেড়ে যায় বরং। এবং প্রথম উপন্যাসেই ড্যান ব্রাউন বাজিমাত করে ফেলেন। বইতে উল্লেখিত প্রাওরি অব সাইওন ও ওপাস দাই নামক দুটি সংঘঠনের অস্তিত্ব সত্যি। এবং এরা বহাল তবিয়তে নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। লেখকের মতে বইতে উল্লেখিত দলীল, রীতিনিতী ও আচার সবই সত্যি। এই ঢাউস সাইযের বই পড়া বেশ কঠিন। কারন এখানে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা বোঝা বেশ জটিল। আমাদের দেশে যেহেতু খৃষ্টধর্মের চর্চা নেই অতোটা তাই ওসব আচার ও রীতিনিতী অচেনা লাগবে। পাশাপাশি সিম্বোলিজম নিয়ে ধারনা না থাকায় বইটা বোঝাও বেশ কঠিন হবে। সেইসাথে অনুবাদের প্রসঙ্গও আসে। অনুবাদও একটু কঠিন হয়ে গেছে। অবশ্য অনুবাদের কথা বলে লাভ নেই। বইয়ের বিষয়বস্তুই দুরহ। তবে যাইহোক এই বই একইসাথে আলোচিত এবং সমালোচিত। আকৃতির কারনে পড়ার জন্য একটু ধৈর্য্য লাগবে। রেটিং- ৪.৮০/৫.০০
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা নাম: দ্য দা ভিঞ্চি কোড লেখক: ড্যান ব্রাউন, অনুবাদক: মোহাম্মদ নাজিম উদ্দিন ধরণ:থ্রিলার উপন্যাস, প্রকাশনা: বাতিঘর প্রকাশনী মূল্য: ৩৬০৳ পৃথিবীর মানুষের মধ্যে জরিপ করা হয়েছিল কেও যদি মঙ্গলে যেতে চায়, তাহলে তারা পৃথিবী থেকে কী নিয়ে যাবে? যে একটি বইয়ের নাম সবচেয়ে বেশি উঠে এসেছিল তার নাম 'দ্য দা ভিঞ্চি কোড'। ২০০৩ থেকে ২০০৯ এর মধ্যে আশি মিলিয়ন হার্ড কভার বিক্রি, ৪০ টা ভাষায় অনুদিত হওয়া শ্বসন দ্রুততর করার এক বইয়ের নাম দ্য ভিঞ্চি কোড। ওয়াশিংটন পোস্ট এর রিভিউ লিখতে গিয়ে উল্লেখ করেছে 'এই বই যদি আপনার নাড়িস্পন্দন বাড়াতে না পারে, তবে আপনার উচিত ডাক্তার দেখানো।' ডেনভার পোস্টের ভাষায় 'থ্রিলার উপন্যাস এর চেয়ে ভালো হতেই পারে না'। অস্ট্রেলিয়ান পাঠকদের নিয়ে জরিপে ২০১০ সাল পর্যন্ত সেরা ১০০ টা বইয়ের নামের মাঝে উঠে আসে ড্যান ব্রাউনের দ্য ভিঞ্চি কোড। জার্নালিস্ট Janet Maslin বলেন, কোড ব্রেকিং, বিভিন্ন হেঁয়ালি থেকে মুল তথ্য বের করা,এসব কিছু থেকে বলা যায়, এটা ব্লকবাস্টার পারফেকশন এবং শুধুমাত্র একটাই শব্দ; ওয়াও ।কিন্তু এত প্রশংসা থাকার পাশাপাশি বেস্ট সেলার এই বইটির রয়েছে বিরাট সমালোচনাও। ক্যাথলিক আর খ্রিষ্টান কমিউনিটির পাশাপাশি নিউ ইয়র্ক টাইমসের লেখক Laura Miller একে 'ঐতিহাসিক ধাপ্পার উপর নির্ভরশীল' উপন্যাস বলে উল্লেখ করেন। বিভিন্ন সমালোকরা ড্যান ব্রাউনকে ইতিহাস জাল করা, বিকৃত করা এবং কল্পনাপ্রসূত ইতিহাসের নির্মাতা বলে আখ্যা দেন। কিন্তু ২০০৩ সালে ব্রাউন এ উপন্যাসের সকল তথ্য, এবং ব্যাকগ্রাউন্ডকে সত্যি বলে দাবী করেন। ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এ বইয়ের সারসংক্ষেপ: একটি বিখ্যাত মিউজিয়ামের কিউরেটর জ্যাক সনিয়ে তার অফিসে আততায়ীর হাতে খুন হন। কিন্তু এই খুনের পিছনে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। ছিল এক গোপন জ্ঞান, যাকে কুক্ষিগত করার অভিলিপ্সা। কিন্তু কী ছিল সেই জ্ঞান যা ধারণ করার জন্য একই রাতে চারজন বিখ্যাত ব্যাক্তিকে মারা যেতে হল? সেই জ্ঞানের সাথে তার নাতনী সোফির সম্পর্ক কী? কেনই বা মৃত্যুর আগে সনিয়ে লিখে গেলেন 'ওহ ড্রাকোনিয়ান ডেভিল, O lame saint. PS, রবার্ট ল্যাংডনকে খুজে বের কর'। পুলিশ ধরেই নিয়েছে ল্যাংডনই খুনী। ল্যাংডন কী পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করার পাশাপাশি সত্যের কাছাকাছি পৌছাতে? কিন্তু এ সব কিছুর সাথে চার্চের কী সম্পর্ক?? কিভাবেই বা এর সাথে জড়িয়ে গেছে লিওনার্দো দ্য ভিঞ্চি, মোনালিসা, দ্য লাস্ট সাপার, ভিটুরিভিয়ান ম্যানের মত চিত্রকর্ম??? কোডের ভিতরে কোড, হেয়ালির ভিতরে হেয়ালি, এসবকিছু নিয়ে এ বই এগিয়েছে রেসিংকারের গতিতে। যা পড়তে পড়তে পিপলস ম্যাগাজিনের ভাষায়, পালস বাড়িয়ে আপনার মাথা ঘুরিয়ে দেবে। পাঠপ্রতিক্রিয়া: যদি আপনার তিন গোয়েন্দা পড়ার অভ্যাস থাকে, তবে এ বই পড়তে পড়তে মুসা আমানের মত একটাই কথা বেরিয়ে আসবে,'খাইছে রে, এই তাহলে কাহিনী।' ফিল্ম সমালোচক এবং লেখক Roger Ebert এর রিভিউতে বলেন " আমি প্রত্যেকদিন একটু সময়ের জন্য হলেও দ্য ভিঞ্চি কোড পড়ি, নিজেকে এটা মনে করানোর জন্য, জীবন অনেক ছোট, আর সেখানে দ্য ভিঞ্চি কোডের মত বই একজীবনে সবসময় আসে না।" সত্যি কথা। এই ছোট জীবনে যদি দ্য দ্য ভিঞ্চি কোডের মত বই নাই পড়তে পারলাম, তবে সে জীবনের মুল্য কতটুকু??? ব্যাপক আলোচিত এ বই পড়ার সময় প্রত্যেকবারই মনে হয়, নতুন করে শুরু করছি। এ বইয়ের রেটিং করা দু:সাধ্য হলেও আমার চোখে এর রেটিং 4.5।
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই,
Was this review helpful to you?
or
অনেক বাঁক, রেসিংকার গতিতে এগিয়ে গেছে এর কাহিনী-পুরোটাই তৃপ্তিদায়ক...এই উপন্যাস যদি আপনার নাড়িস্পন্দন বাড়াতে না পারে তবে আপনার ডাক্তার দেখানো দরকার...উৎকৃষ্ট মানের বিনোদন।
Was this review helpful to you?
or
এর চেয়ে সেরা বই এখন পর্যন্ত পড়িনি...
Was this review helpful to you?
or
খুবই ভালো বই। পড়তে পেরে খুবই আনন্দিত হলাম।আশা করি লেখক আমাদেরকে এমন আরো নতুন মতুন গল্প লিখে আমাদেরকে মাতিয়ে রাখবেন। ধন্যবাদ লেখক আপনার সুন্দর আর মহান এ সৃষ্টির জন্য। আপনার লেখনীর ধার ও মাহাত্ম্য ছড়িয়ে পড়ুক দিগ্বিদিক। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আমার পক্ষ থেকে আপনার প্রতি।
Was this review helpful to you?
or
অসম্ভব সুন্দর এক থ্রিলার
Was this review helpful to you?
or
The Da Vinci Code are best reading book in my life. I am personaly suggest everyone should be read this book.
Was this review helpful to you?
or
মোহাম্মদ নাজিম উদ্দিন সাহেব কে দৃষ্টি আকর্ষণ করছি আমি অনুরোধ করছি এই বই টা অনুবাদ করবেন তাহলে আমি এবং আমার মত অনেকেই উপকৃত হবে , বই টি হল [My Inventions: The Autobiography of Nikola Tesla (General Press)]
Was this review helpful to you?
or
অনুবাদ ঝরঝরে নয় শব্দ চয়ন বেশ বাজে পড়তে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে
Was this review helpful to you?
or
One of my favorite thriller book that I've ever read.Happy reading ......Thank you.
Was this review helpful to you?
or
থ্রিলার মধ্যে বেস্ট বই।
Was this review helpful to you?
or
ঐতিহাসিক সব তথ্য ঠিক কিনা তা নিয়ে যতই বিতর্ক থাকুক, বইটি অত্যন্ত সহজ, সাবলীল ও সুপাঠ্য। টানটান উত্তেজনার মাঝে প্রফেসর রবার্ট ল্যাংডন ও তার ফ্রেঞ্চ সাথী, এক খুনের রহস্যের সমাধান করতে থাকে, যার প্রধান সন্দেহভাজন প্রফেসর সাহেব নিজে। ঐতিহাসিক বিভিন্ন ঘটনা, বিখ্যাত ব্যক্তির উক্তি/বই, ভিঞ্চি/ মাইকেলেঞ্জেলোর পেইন্টিং, রহস্য সমাধানের বিভিন্ন সুত্র রয়েছে সব কিছুর ভিতরে। অত্যন্ত শিক্ষণীয় এবং উপভোগ্য একটি বই।
Was this review helpful to you?
or
Wonderful book
Was this review helpful to you?
or
পৃথিবীব্যাপী আলোড়ন তোলা উপন্যাস ২০০৩ সালে প্রকাশিত তখনকার সময়ের সর্বাধিক বিক্রিত বই এটি। মিষ্টেরি,থ্রিলার প্রেমীদের জন্য আদর্শ উপন্যাস। এই মহাবিশ্বের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য গণিত।প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আছে কোনো না কোনো গণিতের রহস্য আর নানা কোড। PHI - (১.৬১৮)কে সাধারনত এই মহাবিশ্বের সবচাইতে সুন্দর সংখ্যা হিসেবে বিবেচনা করা হয়।এর সত্যিকারের হতবুদ্ধিকর জিনিসটা হলো, প্রকৃতির গঠনের ক্ষেত্রে এর মৌলিকতত্ব।গাছপালা, জীবজন্তু এবং এমনকি মানুষের ক্ষেত্রেও সবকিছুতে মাত্রাগত দিক থেকে একেবারে ঠিক ঠিকই PHI এর সাথে ১ এর সমানুপাতে আছে। প্রাচীন কালের বিজ্ঞানীরা এই সংখ্যাটিকে স্বর্গীয় অনুপাত হিসেবে আখ্যায়িত করেছিলো।লিওনার্দো দা ভিঞ্চি এমন একজন মানুষ ছিলেন যিনি তার চিত্রকলার জন্য মৃতদেহ ব্যবচ্ছেদ করতেন।মানুষের শরীরের স্বর্গীয় গঠনের ব্যাপারটা তিনি সর্বপ্রথম বুঝতে পেরেছিলেন। মৃতদেহ ব্যবচ্ছেদ করে মানুষের শরীরে হাড়ের গঠনের যথার্থ অনুপাতটি মেপেছিলেন। অনপাতটি বুঝার সবিধার্থে লেখক কিছু সহজ কৌশল দেখিয়েছেন। যেমন : একটা মাপজোপের ফিতা দিয়ে একজন মানুষের মাথা থেকে পাঁ পর্যন্ত মেপে দেখবেন।তারপর মাটি থেকে নাভি পর্যন্ত যে মাপ হয় তা দিয়ে সেটাকে ভাগ করে দেখবেন। যে সংখ্যাটি আসবে PHI অর্থাৎ স্বর্গীয় অনুপাত ১.৬১৮। কাঁধ থেকে হাতের আঙ্গুল পর্যন্ত মাপ নিন। আর সেটাকে আপনার বাহু থেকে আঙ্গুল পর্যন্ত যে মাপ হয় সেটা দিয়া ভাগ করুন।আবারো PHI। পাঁ থেকে হিপের মাপ কে পাঁ থেকে হাঁটুর মাপ দিয়ে ভাগ করুন। আঙুলের গিট,পাঁয়ের পাতা, মেরুদণ্ডেরর বিভাজন সব স্বর্গীয় অনুপাতে আছে। শুধু তাই নয় বিভিন্ন স্থাপত্য, চিত্রকর্ম সূক্ষ্ম ভাবে তৈরী করার জন্য এই স্বর্গীয় অনুপাত অনুকরন করা হয়। কয়েকটা উদাহরন হলো,জাতিসংঘ ভবনের স্থাপত্য, মিশরের পিরামিড, গৃক পার্থিনোন এবং মাইকেল এন্জেলো ও দা ভিঞ্চি এর চিত্রকর্ম গুলো। প্রাচীনকালের মানুষেরা যখন PHI আবিষ্কার করলো, তখন তারা বুঝতে পারলো যে, প্রকৃতিতে ঈশ্বরের হাতের প্রমাণ রয়েছে। এই পৃথিবীর বিশৃঙ্খল সব কিছুই সুপ্ত একটা শৃঙ্খলায় চলছে। বইটিতে আরো অনেক গোপন সত্য জানতে পারবেন নানা গটনা আকারে।প্রধান চরিত্রে 'এন্জেলস এন্ড ডেমন' এর সেই সিম্বলজিস্ট রবার্ট ল্যাংডন।রযেছে 'দ্যা লাস্ট সাপার 'মোনা লিসা'ভিট্রুভিয়ান ম্যান ' ইত্যাদি বিখ্যাত চিত্র কর্মগুলোতে প্রায়োরিদের কোডিং আর সিম্বল এর মাধ্যমে লুকানো তথ্য গুলো,যার রহস্য গবেষক রা এখনো গবেষনা করে যাচ্ছে। যিশু খ্রিস্টের ও তার সাথীদের নানা তথ্য ,যিশুর স্ত্রি ম্যারি মাগদ্যালিন যাকে বাইবেল গোপন রেখেছে ,নারী -পুরুষের সাম্যতার প্রমাণ,বর্তমান পৃথিবীতে যিশুর বংশধর দের অস্তিত্ব,মানুষের সৃষ্টি বর্তমান খ্রিষ্টান ধর্ম মিথ্যা প্রমাণ ও ধ্বংসের হাতিয়ার ,যা যুগ যুগ ধরে প্রায়োরিরা রক্ষা করে আসছে ,প্রায়োরি সংগঠনের সঙ্গে যুক্ত নিউটন,বত্তিচেল্লি,ভিক্টোর হুগো,ভিঞ্চির মতো মহাপুরুষ,আধুনিক চার্চ এর নানান গোপন তথ্য,যিশুর এমন কিছু জিনিস যা খ্রিষ্টান যাজক রা লুকিয়ে রেখে সাধারন মানুষদের ধোঁকা দিচ্ছে । -এই বইয়ে উল্লেখিত সমস্ত শিল্পকর্ম ,স্থাপত্যশৈলী, দলিল-দস্তাবেজ আর গুপ্ত ধর্মীয় আচার অনুষ্ঠান একেবারে বাস্তব। প্রত্যেকটা বিষয় নিয়ে রিভিউ দিতে হলে পুরো বই দিয়ে দিতে হবে ,তাতো সম্ভব না।বই পোকারা মিস করবেননা এমন বই, মিস্টেরি,থ্রিলার,সিক্রেট হিস্টোরি সব পাবেন।বইটা ৪-৫ মাস আগের পড়া বিধায় সুন্দর ভাবে রিভিউ দিতে পারিনি । পুনশ্চঃ উপন্যাস টি অবলম্বনে মার্কিন যুক্তরাষ্ট্র ২০০৬ সালে একটি সফল চলচ্চিত্র নির্মান করে। ২০০৬ সালে বিশ্বব্যাপী মুক্তিপ্রাপ্ত সকল চলচ্চিত্রের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অর্থোপার্জনে সক্ষম হয়। চলচ্চিত্রটি ২০০৭সালে সেরা অরিজিনাল স্কোরের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার এর মনোনয়ন লাভ করেছিল। তাহলে দুইটা উপায় রয়েছে আপনাদের কাছে বইয়ের পাশাপাশি মুভি ?।
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
লেখক পরিচিতিঃ ড্যান ব্রাউন (জুন ২২, ১৯৬৪) একজন মার্কিন রোমাঞ্চকর উপন্যাস লেখক, যাকে নিয়ে লিখতে গেলে লেখা যায় বহুকিছু। তার সংক্ষিপ্ত পরিচয়ে বলতে গেলে পৃথিবীব্যাপী আলোড়ন তোলা উপন্যাস দ্য দা ভিঞ্চি কোড রচনার জন্য তিনি সবচেয়ে পরিচিত যা ২০০৩সালে প্রকাশিত এবং সর্বাধিক বিক্রী হওয়া উপন্যাস। ব্রাউনের উপন্যাসের মূল উপজীব্য হচ্ছে বর্ণজটীয় সংকেতায়ন বা ক্রিপ্টোগ্রাফি, রহস্যময় সংকেত ও এদের দ্বৈতমানে। তাঁর উপন্যাসে এ ব্যাপারগুলো ঘুরে ফিরে বারবার আসে। পটভূমিঃ দু’হাজার বছরের পুরনো সত্যকে চিরতরে নির্মূল করার জন্যে একই দিনে চারজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যা করা হয়। ইতিহাসের এমন এক সত্য যা জানাজানি হয়ে গেলে হাজার বছরের ইতিহাস লিখতে হবে নতুন করে, প্রতিষ্ঠিত ধর্মমতের ভিত্ত কেপে যাবে। সত্যটি লালন করে আসছে যে গুপ্ত সংঘ-সেই গুপ্ত সংঘের সদস্য ছিলেন আইজ্যাক নিউটন, ভিক্টর হুগো, বত্তিচেল্লি আর লিওনার্দো দা ভিঞ্চির মতো বরেণ্য ব্যক্তি।অন্যদিকে উগ্র ক্যাথলিক সংগঠন 'ওপাস দাই' সেই সত্যকে চিরতরে নির্মূল করার আগেই ঘটে যায় এমন সব ঘটনা যার ঘটনাচক্রে একটি মারাত্মক মিশনে জড়িয়ে পড়েন হারভার্ডের সিম্বোলজিস্টের এক প্রফেসর রবার্ট ল্যাংডন। পাঠকের মনোজগত নাড়িয়ে, হৃদস্পন্দন কাঁপিয়ে দেবার ক্ষমতা রাখে বইটি।এর কাহিনী আবর্তিত হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এর ধর্মীয় প্রতীক বিদ্যার অধ্যাপক রবার্ট ল্যাংডন ও সোফি নেভুর প্যারিস এর ল্যুভ জাদুঘরে ঘটে যাওয়া একটি খুনের ঘটনার তদন্ত নিয়ে।একটি দুই হাজার বছরের পুরনো ভয়াবহ গোপন তথ্য জেনে যান এবং হলি গ্রেইল এর সন্ধানে পদে পদে বিপদের মুখোমুখি হতে থাকেন।যার ফলশ্রুতিতে বেরিয়ে আসে যিশুর সাথে ম্যারি ম্যাগদালিন এর বিয়ে হয়েছে কি হয়নি এ নিয়ে আশ্চর্যজনক ঘটনা এবং 'প্রায়োরি অব সাইওন' এবং 'ওপাস দাই' এর মধ্যকার চলমান এক দ্বন্দ্বের কথা। কাহিনী সংক্ষেপঃ বইয়ের শুরুতেই লেখা আছে,“এ উপন্যাসে বর্ণিত সকল চিত্রকলা, স্থাপত্য, নথি এবং গোপন প্রথা সত্য।” আছি প্যারিসে। সময়টা রাত ১০ : ৪৬।ল্যুভ্র জাদুঘর। জাদুঘরের কিউরেটর জ্যাক সনিয়ে এক রাতে জাদুঘরের মধ্যেই গুলিবিদ্ধ হন সাইলাস নামের একজন ক্যাথলিক সন্ন্যাসীর হাতে, যে কিনা টিচার নামের এক গুপ্ত পরিচয়ের লোকের জন্য কাজ করে। জ্যাক সনিয়ের কাছ থেকে কি স্টোন এর অবস্থান জানতে চেয়েই দ্বন্দ্বের সূত্রপাত। আর এই কি স্টোনই হল হলি গ্রেইল খুঁজে পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সূত্র ও আসল ছক। জ্যাক সনিয়ে মারা যাওয়ার আগে কোনো এক ইঙ্গিতে প্রকাশে তিনি তার নিজের শরীরকে ভিটরুভিয়ান ম্যানের মত আকৃতি করে রাখেন এবং কিছু গুপ্ত সংকেত এঁকে যান। পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে এবং রবার্ট ল্যাংডনকে ডেকে পাঠায় সংকেতের রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যে। ঘটনাক্রমে রবার্ট ল্যাংডনের কাছে পুলিশের ক্যাপ্টেন বেজু ফশে সাহায্য চান। এদিকে পুলিশের ক্রিপ্টোগ্রাফার সোফি নেভু ল্যাংডনকে জানান যে সে জ্যাক সনিয়ে তার দাদু হন। যদিও তারা অনেক বছর ধরে যোগাযোগ করেন না। সোফি ল্যাংডনকে জানান যে সনিয়ে যে গুপ্ত সংকেত লিখে গিয়েছিলেন তার একটি লাইনে লেখা ছিল ''ওহ ড্রাকোনিয়ান ডেভিল, O lame saint. PS, রবার্ট ল্যাংডনকে খুজে বের কর'।" জ্যাক সনিয়ে কেন চাইছিলেন যে ল্যাংডন তার গুপ্ত সংকেতের অর্থ উদ্ঘাটন করুক? কেনই বা চিনি এমন একটি স্টোন লুকিয়ে রেখেছিলেন? কিভাবে সেই সংকেতের জট খুলতে সেখানে তারা খুঁজে পায় একটি অদ্ভুত বাক্স।যদিও বা পাওয়া যায় অদ্ভুত ক্রিপটেক্স। কিন্তু তাদের হতাশ করে সেই ক্রিপটেক্সটার ভেতরে ছোট আরও একটা ক্রিপটেক্স, আরও একটা ধাঁধাঁ। তারা বুঝতে পারে যে এই ধাঁধাঁর সমাধানের জন্য তাদেরকে শেষপর্যন্ত ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে স্যার আইজাক নিউটনের সমাধিতে যেতে হবে। আর এভাবেই আপনি কিভাবে যেন থ্রিলেরের গাড়িতে চড়ে সাংকেতিক ধাঁধার জালের ঘূর্ণিপাকে আটকে যাবেন।সেই জাল ছাড়ানোর আগ পর্যন্ত যেন শান্তি নেই, নাওয়া-খাওয়া বন্ধ। কিন্তু সত্যিই কি পৃথিবীবাসী জানতে পেরেছিলো আসল সত্যটি? নাকি তা রয়েই যাবে বেড়াজালে। বইটির পড়তে পড়তে শ্বাসরুদ্ধকর আকর্ষণ ধরে রেখেই শেষটাতে উত্তর মিললেও মিলতে পারে। চরিত্রঃ ছকে বাঁধা কেন্দ্রীয় চরিত্রই নয় বরং উল্লেখিত প্রত্যেকটি চরিত্র তাৎপর্যপূর্ণ ও গুরুত্ববহ।লেখকের মূল উদ্দেশ্য চরিত্রের মাধ্যমে ধরে রাখতে লেখক বদ্ধপরিকর ও সিদ্ধহস্ত। রবার্ট ল্যাংডন, সোফি নেভু, জ্যাক সনিয়ে, বেজু ফশে, সাইলাস, ম্যানুয়েল আরিঙ্গারোসা, সিস্টার সানডৃন, আর্দ্রেঁ ভার্নেট, লেই টিবিং, রেমি লেগালুদেচ্, জেরোমে কোলেত, ম্যারি শভেল সেন-ক্লেয়ার, পামেলা গেটাম চোখে পড়ার মতো সব চরিত্র। ধাঁধা মেলাতে হলে নামগুলো আপনাকে মনে রাখতেই হবে। পাঠ প্রতিক্রিয়া: আপনার ভেতরে যদি রহস্য নিয়ে খেলার উদ্দীপনা থাকে তাহলে এই বইটি আসলেই মগজকে নাড়িয়ে দেবার মতোই একখানি বই।লেখক Roger Ebert এর তার রিভিউতে বলেন " আমি প্রত্যেকদিন একটু সময়ের জন্য হলেও দ্য ভিঞ্চি কোড পড়ি, নিজেকে এটা মনে করানোর জন্য, জীবন অনেক ছোট, আর সেখানে দ্য ভিঞ্চি কোডের মত বই একজীবনে সবসময় আসে না।" ব্যাপক আলোচিত ও সমালোচিত এ বই প্রত্যেকবার পড়তেই মনে হয়, এই বুঝি নতুন করে শুরু করছি। এই বইয়ের রেটিং করা দু:সাধ্য এবং বইটির নেশার ঘর কাটিয়ে অন্য কাজে যাওয়া সম্ভব না।পৃথিবী'র ইতিহাসের কিছু বোমা ফাটানো সত্য লেখা বইটা তে। মাথা খারাপ করার মত মৌলিক থৃলার। পড়ে দেখতে পারেন। বই: দ্য ভিঞ্চি কোড; লেখক: ড্যান ব্রাউন; অনুবাদক: মোহাম্মদ নাজিম উদ্দিন; ধরন: অনুবাদ: রহস্য,গোয়েন্দা,ভৌতিক ও থ্রিলার; প্রকাশক: বাতিঘর প্রকাশনী
Was this review helpful to you?
or
one word.Just wow
Was this review helpful to you?
or
আমি মনে করি থ্রিলার প্রেমিদের জন্য আবশ্যক একটি বই, এর প্রতিটি অধ্যায়েই রয়েছে অসাধারণ থ্রিল যা আপনাকে বইয়ের সাথে আটকে রাখতে বাধ্য করবে |
Was this review helpful to you?
or
wow great book?
Was this review helpful to you?
or
Thanks for one
Was this review helpful to you?
or
অসাধারণ! ইতিহাস, শিল্পকলা, কোডিং এর চমৎকার সমন্বয়। অতীত আর বর্তমানের এত সুন্দর মিলিত উপাখ্যান কমই আছে। দ্য ভিঞ্চি কোড নিঃসন্দেহে আমাদের সময়ের সবচেয়ে বড় মাস্টার পিস!
Was this review helpful to you?
or
ড্যান ব্রাউনের ভক্ত আমি ডিসেপশন পয়েন্ট পড়ার পর থেকেই।তারপর পরেছি এঞ্জেলস এন্ড ডেমন্স তারপর দ্য দাভিঞ্চি কোড। অভিজ্ঞতা যদি বলতে হয় তাহলে কিভাবে শুরু করবো জানি না। তবে একটা বাক্যে বলতে গেলে আমার পড়া সেরা বইয়ের তালিকায় অনেক উপরেই যায়গা পাবে এটা। বইয়ের পরতে পরতে পাঠকের জন্য দেয়া আছে রোমাঞ্চ। আর আমার মতো কম জানা মানুষের জন্য জ্ঞানের আধার বলা যায় বইটাকে। অনেক নতুন বিষয় জেনেছি বইটা পড়ে। অনুবাদ পড়ে যা মনে হলো ইংরেজি পড়লে সময় বেশী লাগলেও আরও অনেক বেশী মজা পাওয়া যেতো। একেবারেই খারাপ অনুবাদ এমনটা না। তবে কিছু যায়গায় আমার মনে হয়েছে আরও সুন্দর উপস্থাপন হতে পারতো। গল্পের প্লট নিয়ে অনেকের এতোটা ভালো নাও লাগতে পারে তাই হয়তো বইয়ের রেটিং কিছুটা কম। হ্যাঁ এটা আমিও মানি। তবে সেটা ঘটেছে শেষের দিকে। চিন্তা চেতনার ভিত নাড়িয়ে দেবার মতো গল্প এভাবে শেষ কেনও করা হলো আমি নিজেও সেটা ভেবেছি। সবকিছু মিলিয়ে বইটা আমাকে মুগ্ধ করেছে তাই আমি ৫ স্টার দিলাম। যারা বই ভালোবাসেন তাদের জন্য আবশ্যক পাঠের একটি বই।
Was this review helpful to you?
or
পৃথিবীব্যাপী আলোড়ন তোলা উপন্যাস ‘দ্য দা ভিঞ্চি কোড’ রচনার জন্য তিনি সবচেয়ে পরিচিত। ২০০৩ সালে প্রকাশিত এবং সর্বাধিক বিক্রী হওয়া এই উপন্যাসের লেখক ড্যান ব্রাউন। ড্যান ব্রাউনের উপন্যাসের মূল উপজীব্য হচ্ছে ক্রিপ্টোগ্রাফি, রহস্যময় সংকেত ও এদের দ্বৈত-অর্থ। ড্যান ব্রাউনের উপন্যাসে এ ব্যাপারগুলোই বারংবার উঠে এসেছে। দ্য দা ভিঞ্চি কোড মার্কিন যুক্তরাষ্ট্রের কথাসাহিত্যিক ড্যান ব্রাউন রচিত একটি জনপ্রিয় উপন্যাস।, এই উপন্যাস অবলম্বনে একই শিরোনামে একটি হলিউড চলচ্চিত্র নির্মিত হয়েছে। ২০০৩ সালে ডাবলডে প্রকাশনী এই রহস্যমূলক উপন্যাসটি বইটি প্রকাশ করে। এর কাহিনী আবর্তিত হয়েছেহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এর ধর্মীয় প্রতীক বিদ্যার অধ্যাপক রবার্ট ল্যাংডন ও সোফি নেভুর প্যারিস এর ল্যুভ জাদুঘরে ঘটে যাওয়া একটি খুনের ঘটনার তদন্ত নিয়ে। তদন্তে বেরিয়ে আসে যিশুর সাথে ম্যারি ম্যাগদালিন এর বিয়ে হয়েছে কি হয়নি এ নিয়ে প্রায়োরি অব সাইওন এবং ওপাস দাইএর মধ্যকার চলমান এক দ্বন্দ্বের কথা। দু’হাজার বছরের পুরনো সত্যকে চিরতরে নির্মূল করার জন্যে একই দিনে চারজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যা করা হয়। সত্যটি জনাজানি হয়ে গেলে হাজার বছরের ইতিহাস লিখতে হবে নতুন ক’রে। সত্যটি লালন ক’রে আসছে একটি গুপ্ত সংঘ-সেই গুপ্ত সংঘের সদস্য ছিলেন আইজ্যাক নিউটন, ভিক্টর হুগো, বত্তিচেল্লি আর লিওনার্দো দা ভিঞ্চির মতো ব্যক্তি। ওদিকে উগ্র ক্যাথলিক সংগঠন ওপাস দাই সেই সত্যকে চিরতরে নির্মূল করার আগেই গুপ্তসংঘের গ্র্যান্ডমাস্টার তার ঘনিষ্ঠ একজনের কাছে হস্তান্তর ক’রে দেয় আর ঘটনাচক্রে এরকম একটি মারাত্মক মিশনে জড়িয়ে পড়ে হারভার্ডের সিম্বোলজিস্টের এক প্রফেসর। পাঠকের মনোজগত নাড়িয়ে দিতে পারে ।
Was this review helpful to you?
or
এই বই নিয়ে আসলে কিছু বলার নাই, যদি অল্প করে কিছু বলি তাহলে বলব মাথা নষ্ট করার মত একটা বই, অসাধারন। অনুবাদ অনেক ভালো
Was this review helpful to you?
or
বইটা অনেক ভালো কিন্তু অনুবাদ আরেকটু ভালো হলে আরও ভালো হতো(তবে নিঃসন্দেহে পড়ার যোগ্য)।যারা খ্রিস্ট ধর্মের ইতিহাস সম্বন্ধে জ্ঞান রাখেন তারা আরও বেশি অবাক হবেন,মজা পাবেন(গোঁড়া হলে লেখককে গালাগাল ও দিতে পারেন)।আর যারা জানেন না(আমিও আগে জানতাম না)তারা শিখবেন।হয়তো একটু মজা কম পাবেন।তাতে হতাশ হওয়ার কিছু নেই লেখক সেটা শেষে পুষিয়ে দিয়েছেন। যদিও আমার কোনো পড়ুয়া বন্ধু নেই থাকলে আমি তাকে বইটি অবশ্যই পড়তে বলতাম।
Was this review helpful to you?
or
বইটি পড়ার সময় আর কিছু মনে ছিলো না দুনায়াবি চিন্তা অসাধারণ বই
Was this review helpful to you?
or
A masterpiece of Dan Brown. And the secret behind the name and smile of Mona Lisa thrilled me very much.
Was this review helpful to you?
or
DAN BROWN এর বই মানেই অসাধারণ বই, যার কোন তুলনা হয় না। একবার পড়া শুরু করলে আর থামা যায় না। আমার বই পড়ার অভ্যাস একদম ছিলোনা, কিন্তুু এই বইটি দেখার পর জানি না কেন যেন পরতে ইচ্ছে হয়, প্রথম প্রথম বিরক্ত লাগলেও পরে এত ভালো লাগে যে মাত্র দুইদিনে বইটি পড়ে শেষ করে ফেলি। তারপর Dan Brown এর এক এক করে সব গুলো বই পরে ফেলি। আর ঠিক এভাবেই আমার বই পড়ার অভ্যাস গড়ে ওঠে। আমি পরে অনেক লেখকদের বই পরেছি, তার মধ্যে থ্রিলার বই বেশী পড়া হয়েছে। কিন্তুু Dan brown এর মত সেরা থ্রিলার আর পাইনি।
Was this review helpful to you?
or
দ্যা গ্রেট 'লিওনার্দো দ্য ভিঞ্চি'র অসাধারণ সব চিত্রকর্ম আর দুর্বোধ্যসব কোডের প্যাচের মারফতে তৈরি রোমাঞ্চকর এক থ্রিলারের নাম "দ্যা ভিঞ্চি কোড"।অবশেষে ড্যান ব্রাউনের এই অনন্য সৃষ্টিকর্মটি পড়তে সক্ষম হলাম। বইটা আমার রাতের ঘুম আর দিনের কাজ এলোমেলো করে দিয়েছিল। প্রথম ৭০পাতা পড়তে যেয়ে অধৈর্য আর হতাশা আমাকে ঘিরে ধরেছিল, মনে হয়েছিল ৪৩০ পাতার এই বই শেষ করা আমার কর্ম না! কিন্তু ১০০পাতায় রহস্যের গন্ধ আমাকে বইটার প্রতি আকৃষ্টতা শতগুন বাড়িয়ে দিয়েছে! বইটার প্রতিটা পৃষ্ঠা জুড়েই রয়েছে রহস্যের টানটান উত্তেজনা, ক্রিপ্টোগ্রাফির অসাধারণ নিদর্শন, বিভিন্ন গুপ্ত সংঘটন ও চার্চের অপ্রীতিকর সব ঘটনা এবং খ্রিস্টান ধর্মের অজানা এক ইতিহাস। সব মিলিয়ে বইটা র্দূদান্ত! যাই হোক ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বই নিয়ে আর বেশি কিছু বলতে চাইনা :)
Was this review helpful to you?
or
দ্য দা ভিঞ্চি কেড ৪১ টি ভাষায় অনুবাদ হয়েছে এবং বিক্রি হয়েছে ১১০ মিলিয়ন কপি। দু'হাজার বছরের পুরাতন একটি সত্যকে চিরতরে নিমূর্ল করার জন্য একই দিনে হত্যা করা হয় চারজন প্রখ্যাত ব্যাক্তিকে। কী সেই সত্য যে সত্য উম্নেচিত হলে একটি প্রতিষ্ঠিত ধর্মমতের ভিত্তি কেপে যাবে, নয় হাজার বছরের ইতিহাস লিখতে হবে নতুন করে। কেনই বা হাজার বছর ধরে একটি সিক্রেট সোসাইটি সত্যকে আড়াল করে রেখেছেন। যে চারজন প্রখ্যাত ব্যাক্তিকে মারা হয়েছিল তার মধ্যে একজনের সাথে হাভার্ডের প্রফেসর রবার্ট ল্যাংডনের দেখা করার কথা ছিল। তাই এভাবেই রবার্ট জরিয়ে পরেন এই ঘটনার সাথে,আসলে এই হত্যা কান্ড ঘটায় উগ্র ক্যাথলিক সংগঠন ওপাস দেই, যাতে করে এই সত্য প্রকাশ না হয়। সবকিছু জানার পর রবার্ট ল্যাংডন সত্যকে প্রকাশ করার চেষ্টা করেন। লুভর মিউজিয়াম, প্যারিস সুনামধন্য কিউরেটর জ্যাক সনিয়ে লুভর মিউজিয়ামের ভিতরে মৃত অবস্থায় পরে আছেন। তার দেহটা পেনটাকল আকৃতির মত হয়। মিউজিয়ামের মধ্যে দেখা হয় জ্যাক সনিয়ের নাতি সোফির সাথে। পেনটাকল এর সাথে যোগসাজশ রয়েছে মোনালিসা, এভাবেই রবার্ট ও সোফি চেষ্টা করে যায় সত্য কে প্রকাশ করার সত্য টা কি এবং আদৌও তা প্রকাশ হয়েছিল কিনা তার জন্য পড়তে হবে দ্য দা ভিঞ্চি কোড।
Was this review helpful to you?
or
দুই হাজার বছরের পুরনো একটি সত্যকে চিরতরে নির্মূল করার জন্য প্যারিসে একই দিনে হত্যা করা হয় চারজন প্রখ্যাত ব্যক্তি কে ।কি সেই সত্য যে সত্য উন্মোচিত হলে একটি প্রতিষ্ঠানে হাজার বছরের ইতিহাস লিখতে হবে একেবারে নতুন করে আর কেনইবা হাজার বছর ধরে একটি সিক্রেট সোসাইটি সেই সত্যকে লালন করে আসছে যে সোসাইটি সদস্য ছিলেন আইজ্যাক নিউটন victor-r লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত ব্যক্তিবর্গ। উগ্র ক্যাথলিক সংগঠন ওপাশ দায়ী সেই সত্যকে পুরোপুরি নির্মূল করার আগে অভিনবভাবে সত্যটা হস্তান্তর করে দেয় বাইরের একজনের কাছে আর ঘটনাচক্রের এক সিম্বলজি জড়িয়ে পড়ে মারাত্মক মিশনে শেষ পর্যন্ত পৃথিবীবাসী কি সেই সত্যটা জানতে পেরেছিল তার এই উত্তর নিহিত আছে দ্য ভিঞ্চি কোড এ। নিউ ইয়র্ক টাইমস ,পিপলস ম্যাগাজিন ,বুক ওয়ার্ল্ড, ওয়াশিংটনপস্ট, সানডে টাইমস বুক রিভিউ পোস্ট ইত্যাদি বিভিন্ন বিশ্ব বিখ্যাত পত্রিকা দ্য ভিঞ্চি কোড এর সম্পর্কে জানতে পেরে এই বইটি পড়ার আগ্রহ সৃষ্টি হয় সর্বোপরি বইটি পড়তে আমার এক মাসের মত সময় লাগে ।ড্যান ব্রাউনের এই বইটি মূলত অসাধারণ একটি সৃষ্টি কিন্তু অনুবাদের বেড়াজালের কারণে বইটি পড়তে প্রায় এক মাস সময় লেগে গেল ।আমি বইটির রেটিংয়ে চার দিয়েছি শুধুমাত্র বইটির অসম্ভব ভালোলাগা থেকে আর বাতিঘর কে অনুরোধ করবো একজন ভালো অনুবাদক দিয়ে ড্যান ব্রাউনের সিরিজের সবগুলো বই পুনরায় প্রকাশের জন্য।
Was this review helpful to you?
or
বুক রিভিউ নাম : দ্যা ভিঞ্চি কোড লেখক : ড্যান ব্রাউন অনুবাদক : মোহাম্মদ নাজিম উদ্দীন ধরণ : অনুবাদ, থ্রিলার, রহস্য মূল্য : ২৮০ টাকা ভাষা : বাংলা প্রকাশনী : বাতিঘর প্রচ্ছদ : ডিলান প্রথম প্রকাশ : আগষ্ট ২০০৫ পৃষ্ঠা সংখ্যা : ৪৪৭ কাহিনী : একরাতেই হত্যা চারজন বিখ্যাত ব্যক্তিকে। এদের মধ্যে সর্বশেষে ফ্রান্সের লুভ্যর মিউজিয়ামের কিউরেটর জ্যাক সঁনিয়েরের গুলি করে হত্যা করা হয়। এরা সবাই ছিল একটি গোপন সংঘের সদস্য। যুগ যুগ ধরে লুকিয়ে বহন করে নিয়ে বেড়াচ্ছিল এক “সিক্রেট”। যে সিক্রেট অনেক জানা তথ্য বদলে দিতে পারে। বদলে যাবে পৃথিবীর ইতিহাস। নতুন করে লিখতে হবে পৃথিবীর প্রাচীন ইতিহাস। কিউরেটর মরার পূর্বে , রবার্ট ল্যাংডন এর নাম লিখে যান। রবার্ট ল্যাংডন কিউরেটরকে ঠিকমত চিনেনও না । কিন্তু, মৃত্যুটির সাথে জড়িয়ে পড়েন হারভার্ড ইউনিভার্সিটির সিম্বলজির প্রসেফর রবার্ট ল্যাংডন। যিনি ইতিমধ্যে দুনিয়াজুড়ে হয়ে গেছেন বিখ্যাত। প্রচ্ছন্নভাবে খুনের দায় গিয়ে পড়ে তার উপর। তাঁকে সাহায্য করতে এগিয়ে আসে একজন মহিলা পুলিশ। তারপর শুরু হয় নিজেকে নিদোর্ষ প্রমাণ করার অভিযান। আস্তে আস্তে কিছু আশ্চর্য সত্যের সম্মুখীন হতে থাকে ল্যাংডন। তাকে সাহায্য করতে থাকে সোফি নেভু নামক এক মহিলা, যে কিনা জ্যাক সঁনিয়েরের নাতি। কিভাবে এই ষড়যন্ত্রের জাল থেকে বেরিয়ে নিজেকে নিদোর্ষ প্রমাণ করবে ল্যাংডন? সেই সিক্রেটেই বা কি ছিল, যার জন্য মরতে হল চারজনকে? রবার্ট ল্যাংডনকে সাহায্যকারী এই সোফি নেভুর আসল পরিচয়ই বা-কি? জানতে হলে পড়ে ফেলুন ড্যান ব্রাউনের বেস্ট সেলার বই, " দ্যা ভিঞ্চি কোড " রিভিউ : ড্যান ব্রাউনের থ্রিলার সবসময় চমৎকার। এই বইও এর ব্যতিক্রম নয়। এক কথায় বলতে গেলে, অসাধারণ এই বই। এই বই পড়ার সময় আপনি কখন যে রবার্ট ল্যাংডনের সাথে একটি ফোন কল থেকে পর দিন বেলা শেষের মাঝে আপনি লুভর মিউজিয়াম যাবেন টের পাবেন না। তার সাথেই ঘুরে বেড়াবেন ওয়েস্টমিনিস্টার অ্যাবে, জেমস পার্ক, বৃটিশ লাইব্রেরী, কিংস কলেজ আর রোজ লাইনে । এই পড়ার সময় আপনি পৃথিবীই বিখ্যাত চিত্র কর্ম ঘুরে দেখবেন , অনেক অনেক কোড ব্রেকিং টেকনিকের বিষয়ে জানতে পারবেন। অনেক অনেক নতুন ও গোপন তথ্য জানতে পারবেন, রুদ্ধশ্বাস কিছু মুহূর্ত পার করবেন রবার্ট ল্যাংডনের সাথে। খ্রিস্টান ধর্মের বিভিন্ন অজানা ইতিহাস এবং পেন্টাকল, ফ্লার অব দ্যা লিস, PHI no., এনাগ্রাম এবং "হলি গ্রেইল" এর ব্যাপারেও জানতে পারবেন। ইতিহাসের অনেক বিখ্যাত ব্যক্তির অজানা কথা জানতে পারবেন এই বই পড়ে। আর একটা কথা, বইটি পড়ার সময় বেশ বড়সড় ধাক্কা খাওয়ার জন্য প্রস্তুত থাকিয়েন। এবার আসি অনুবাদ নিয়ে। আমি বাতিঘর প্রকাশনীর নাজিম উদ্দীনের অনুবাদটি পড়েছি। নাজিম উদ্দীনের অনুবাদ আমাকে বরাবরই ভাল লাগে। বইটির অনুবাদ ভাল ছিল । বইটির ভাষাও বেশ সাবলীল ছিল। পড়ার সময় বেশ সাচ্ছন্দ্যবোধ করবেন । তাই আর দেরি কেন পড়ে ফেলুন, ইতিহাস, শিল্পকলা, কোডিং এর চমৎকার সমন্বয়ের এই বইটি।
Was this review helpful to you?
or
Wow !
Was this review helpful to you?
or
‘দ্য দা ভিঞ্চি কোড’ পৃথিবীর ইতিহাসে সর্বাধিক বিক্রিত বই । বইটি এই পর্যন্ত ৪১ টি ভাষায় অনুবাদ করে প্রকাশিত হয়েছে । এছাড়াও প্রায় ১১০ মিলিয়ন কপি এই পর্যন্ত বিক্রি হয়েছে । মুল বইটির লেখক ড্যান ব্রাউন । তিনি আমেরিকাতে জন্মগ্রহন করেন । তিনি আমহাস্ট থেকে গ্র্যাজুয়েশন করে ইংরেজী শিক্ষক হিসেবে কিছুদিন চাকরি করেছেন । কোড ব্রেকিং আর ছদ্মবেশী সরকারী এজেন্সিগুলো এর প্রতি আগ্রহ থেকেই তিনি দ্য দা ভিঞ্চি কোড বইটি লিখেন । বর্তমানে তিনি আর্ট হিস্টোরিয়ান এবং স্ত্রী কে নিয়ে আমেরিকার নিউ ইংল্যান্ডে বসবাস করছেন । তার লেখা দ্য দা ভিঞ্চি কোড বইটি বাংলাতে অনুবাদ করে প্রথম প্রকাশিত হয় ২০০৫ সালের আগস্ট মাসে বাতিঘর প্রকাশনী থেকে । বইটির অনুবাদক মোহাম্মদ নাজিম উদ্দিন । তার জন্ম ঢাকায় । ঢাকা বিশ্ববিদ্যালয় এর চারুকলা ইন্সটিটিউট ও পরে গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন । তিনি বহু জনপ্রিয় বিদেশী উপন্যাস অনুবাদ করে প্রকাশ করার পাশাপাশি কিছু মৌলিক বই ও লিখেছেন । বইটির প্রচ্ছদ করেছেন ডিলান । দ্য দা ভিঞ্চি কোড অত্যাধিক জনপ্রিয় একটি বই । থ্রিলারধর্মী বইটি এখন পর্যন্ত বিশ্বের সেরা বেস্ট সেলার বই । বইটির জনপ্রিয়তা দেখে এই বই এর কাহিনী নির্ভর সিনেমা ও নির্মান হয়েছে । উপন্যাসের প্রধান চরিত্র রবার্ট ল্যাংডন । বইটি শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারন টান টান উত্তেজনা পাঠকেরা উপভোগ করতে পারবেন । এইরকম আন্তর্যাতিক মানের বেস্ট সেলার সম্বন্ধে কিছু বলার নাই । বইটি পড়া শুরু করলে একবারে শেষ না করে পাঠক থাকতে পারবেন না । কাহিনী কোথা থেকে কোথায় যায় পড়তে পড়তে পাঠক অবাক হতে থাকবেন । থ্রিলার প্রিয় পাঠক ছাড়াও সকল শ্রেনীর পাঠকের কাছেই বইটি অসাধারন মনে হবে ।
Was this review helpful to you?
or
অসাধারন একটা বই। আমার জীবনে পড়া বেস্ট বই। এই একটা মাত্র বই পড়ে আমি ড্যান ব্রেউনের ভক্ত হয়ে গেছি
Was this review helpful to you?
or
বই এর নামঃ দ্য ভিঞ্চি কোড লেখকঃ ড্যান ব্রাউন অনুবাদকঃ মোহাম্মাদ নাজিম উদ্দিন প্রকাশনাঃ বাতিঘর মূল্যঃ ২৮০ টাকা ( রকমারি) কাহিনীঃ আমরা খালি চোখে যা দেখি তা কি সব সত্য? নাকি তার আড়ালে লুকিয়ে আছে অজানা অনেক কিছু? এক রাতে খুন হল চার জন বিখ্যাত ব্যক্তি। নৃশংসভাবে মেরে ফেলা হয় তাদের। এই চার জন ব্যক্তি ছিলেন খুব গোপন এক সংঘের সদস্য। এরা যুগ যুগ ধরে লুকিয়ে বহন করে নিয়ে বেড়াচ্ছিল এক “সিক্রেট”। যে সিক্রেট বদলে দিতে পারে অনেক জানা তথ্য। বদলে যাবে আপনার জানা ইতিহাস। পুরো পৃথিবী বদলে যাবে নিমেষেই। কি সেই সিক্রেট? এদের ভেতর আছেন এক ব্যক্তি যিনি এক নামকরা জাদুঘর এর কিউরেট। সে মারা যাবার সময়, রবার্ট ল্যংডন এর নাম লিখে যান। তাকে ল্যংডন ঠিকমত চিনেন ও না। কিন্তু তাকে খুন করার অভিযোগে অভিযুক্ত হলেন রবার্ট। কেউ একজন চাইছে ল্যংডন সাহেব কে ফাঁসাতে। খুব সুক্ষ পরিকল্পনার জালে পা দিয়ে ফেলেছেন ল্যংডন। এর মধ্যে গল্পে আগমন সোফি নেভুর। কে এই সোফি নেভু? তো সেই মৃতব্যক্তির মধ্যে যার লাশের পাশে ছিল রবার্ট ল্যংডন এর নাম লেখা। স্বভাবতই সন্দেহের তীর তাঁর দিকেই। অন্যদিকে যে চার জন খুন হলেন, তারা ছিলেন এমন এক গুপ্ত সংঘের সদস্য, যে সংঘের সদস্য তারা ছিলেন, তার সদস্য ছিলেন এমন কিছু মানুষ যাদের নাম শুনলে আপনি আমি বেশ বড়সড় ধাক্কা খাব। বাস্তবে আমি নিজেই খেয়েছিলাম। সেই দলে ছিলেন, স্বয়ং দ্য ভিঞ্চি, স্যার আইজাক নিউটন, ভিক্টর হুগো সহ আরো অনেকে। সেই সিক্রেট কে একদল প্রাণ দিয়ে রক্ষা করতে চাইছে, অন্য দিকে এক দল চাইছে ধ্বংস করে ফেলতে। আর এই দ্বিতীয় দল খুন করেছে সেই চার জন কে। তাদের খুনের লিস্টে আর কে কে আছে? এইদিকে, এক এর পর এক পাতা শেষ হতে হতে আপনার সামনে আসবে, দ্য লাস্ট সাপার, মোনালিসার হাসির পেছনে লুকানো অনেক রহস্য। যা আপনার পিলে চমকে থমকে দেবেই। এইদিকে রবার্ট ল্যংডন আর সোফির পিছু নেয় কিছু মানুষ। একদিকে পুলিশ অন্যদিকে এক চক্র। পালিয়ে তারা আশ্রয় নেই ল্যংডনের এক বন্ধুর বাড়িতে। সেই বাড়ির কোন এক সদস্য সেই খুনে সঙ্ঘের সাথে জড়িত, আড়ালে থেকে সোফি, ল্যংডন আর সেই বন্ধুর সব খবরাখবর পৌঁছে যাচ্ছে গোপনে। একদিকে খুনে সংঘ, অন্যদিকে পুলিশের দল, কিভাবে পৌঁছাবে সেই রহস্যের কাছে রবার্ট আর সোফি নেভু? সেই রহস্যের কাছে পৌঁছানো কি খুব দরকার? সোফি নেভু কে আসলে? রহস্যময়ী এই নারীর পরিচয় আপনারা জানলে অবাক হয়ে যাবেন। বই শেষ এ একটা প্রশ্ন মাথায় আসবেই, আসলেই কি তাই ?আসলেই আমরা যা জানি সেই সব তথ্যই কি তবে ভুল? ব্যক্তিগত মতামতঃ বইটা পড়তে শুরু করে বেশ দীর্ঘ , মানে বেশ বড়সড় একটা রিডার্স ব্লকে পড়েছিলাম। অন্য অনেকে বই পড়ে ফেললেও কোন কারণে এই বই কোনভাবেই শেষ করতে পারছিলাম না। তবে কিছুদিন আগে শেষ করে আমি নিজেকেই দোষ দিয়েছি, কেন বইটা আগে পড়িনি। যাই হোক অনুবাদ বেশ ভাল আর সাবলীল ছিল।বাতিঘরের বানান ভুল একটু থাকে, সেটা ছিল, তুলনামূলক কিছু কম। এই বই লেখক কে আর অনুবাদ কে সত্যি স্যালুট। ব্রাউন সাহেব যে এই লেখা লেখবার জন্য যে কত বড়সড় পড়াশোনা করতে হয়েছে তা বলার অপেক্ষা রাখেনা। অন্যদিকে যদি এই তথ্যের সব কিছু সত্য হয়ে থাকে তবে? এত ব্যাখ্যা, এত রহস্য একেবারে ভিত্তিহীন নিশ্চয়ই নয়। অন্যদিকে আসলেই জানতে ইচ্ছা করবে মোনালিসা ছবির রহস্য কিংবা দ্য লাস্ট সাপার ছবির মধ্যে কোন অজানা সত্য লুকানো আছে। বইটা আরো একবার পড়ে ফেলব যেকোন সময়, শুধু সময় হাতে পাওয়া দরকার। সোফি নেভু আর রবার্টের সাথে হাজার রহস্য আর কোড ভেদ করতে চাইলে এই বইটা পড়ে ফেলুন। বলা যায় না এমন অনেক কোড আপনি ও বের করে ফেলতে পারবেন, যা দুনিয়াতে তাণ্ডব সৃষ্টি করে ফেলবে।
Was this review helpful to you?
or
‘দ্য ভিঞ্চি কোড’ হচ্ছে আমার প্রিয় থ্রিলার বইগুলোর একটি। এই কথাটা শুধু আমার না অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য। ড্যান ব্রাউনকে এই সময়ের সব থেকে জনপ্রিয় লেখক বললেও অত্যুক্তি করা হয় না। এই একটি বই ই যে কি পরিমাণ বিক্রি হয়েছে এবং এখনো বিক্রি হয়ে যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ড্যান ব্রাউনের বই মানেই টান টান শ্বাসরুদ্ধকর উত্তেজনা। ‘দ্য ভিঞ্চি কোড’ ও তাই। বইটির কাহিনী হোলি গ্রেইলকে ঘিরে। এই হোলি গ্রেইল এমন কিছু গোপন দলিল বা তথ্য ধারণ করে যা পৃথীবির হাজার বছরের সত্যকে ধ্বংস করে দিতে পারে, ইতিহাস আবার নতুন করে লিখতে হতে পারে। এজন্য হোলি গ্রেইল খুব গোপন কোন জায়গায় লুকানো আছে। এর অবস্থান জানেন শুধুমাত্র সিক্রেট ব্রাদার হোডের একদম উঁচু পর্যায়ের সদস্যগণ। কথিত আছে এই সিক্রেট ব্রাদারহুডের সদস্য ছিলেন- আইজাক নিউটন, লিওনার্দো ভিঞ্চি, বত্তিচেল্লি এরকম বিশিষ্ট ব্যক্তিবর্গ। আরও একটি ওগ্রবাদী ক্যাথলিক সংঘ আছে যার নাম ওপাস দাই। এরা এই হোলি গ্রেইলটাকে পেতে চান। এদের হাতে হোলি গ্রেইল যাওয়া মানে ভয়াবহ ব্যাপার। বইটির কাহিনী শুরু হয় লুভর মিউজিয়াম থেকে। লুভ মিউজিয়ামের কিউরেটর খুব বিশিষ্ট ব্যক্তি, উনাকে কেউ এসে মিউজিয়ামের ভিতরেই খুন করে যান। লাশটা এমন ভাবে পাওয়া যায় যে এটা কিছু বলতে চাইছে। সেদিন এভাবে আরও তিনজনকে হত্যা করা হয় এবং এরা সবাই সিক্রেট ব্রাদারহুডের। এখান থেকেই রোমাঞ্চকর কাহিনীর শুরু। আমি মনে করি যারা রহস্য ভালবাসেন, সিম্বোলিজম সম্পর্কে জানতে আগ্রহী। তাদের জন্য এটা খুবই ভাল বই। পৃথিবীর সেরা থ্রিলার বইয়ের তকমা দিলেও , ভুল কিছু বলা হবে না বরং দাবী রাখে।
Was this review helpful to you?
or
বইটি পড়া হয়েছে এযাবত তিনবার। প্রথমবার পড়েছিলাম ২০০৮ এর দিকে। প্রত্যেকবারই নতুন স্বাদে। ধর্মীয় গোড়ামি, বিভিন্ন গুপ্ত সংগঠন, প্যাগান ধর্ম আর সাথে ল্যাংডনের বিভিন্ন রহস্য উদঘাটন করা। শুধু ড্যান ব্রাউন কথা না, সাথে নাজিম উদ্দিনের অনুবাদের প্রশংসাও করতে হবে। অসাধারণ প্লট সাথে এত খুঁটিনাটি তথ্য যা আসলেই মনে রাখা কষ্টসাধ্য। যারা এখনো বইটি পড়েননি খুব দ্রুতই পড়ে ফেলুন। তবে ভাল হইয় যদি এই সিরিজের প্রথম বইটি পড়েন। এঞ্জেলস এন্ড ডেমোন্স দ্য দা ভিঞ্চি কোড লস্ট সিম্বল ইনফার্নো অরিজিন সিক্যুয়াল মেইন্টেইন করে ফেলুন। অনেক কিছু জানার পাশাপাশি বইটি এক মুহুর্তের জন্যেও বোরিং লাগবে না। রেটিং ৫/৫
Was this review helpful to you?
or
Just want to say, I fall in love with Dan Brown's writings after reading this book and may be that is why I have all the books written by Dan Brown in my library. Vinchi Code is the ever best thriller with the symbology to me.
Was this review helpful to you?
or
Great book
Was this review helpful to you?
or
এটিই সেই বিখ্যাত বই যা পুরা বিশ্বকে একটি নাড়া দিয়েছে। ড্যান ব্রাউনের সবচাইতে সেরা কির্তী এটি কিনা তা জানার জন্য তার সকল বইগুলোই আপনার পড়তে হবে। পরে দেখুন আপনার জগতটাকেও একটি নাড়া দেয় নাকি।
Was this review helpful to you?
or
অনুবাদ প্রাঞ্জল না. পড়তে ভালো লাগেনি
Was this review helpful to you?
or
অসাধারন !!!!! অনুবাদটাও জোস!! এবং মন্ত্রমুগ্ধের মত বইটা পড়ার পর অনুধাবন করলাম যে বইটার সম্পর্কে সকল প্রসংশা যথার্ত!!
Was this review helpful to you?
or
#রিভিউ বইঃ দি দ্য ভিঞ্চি কোড লেখকঃ ড্যান ব্রাউন অনুবাদঃ মোহাম্মদ নাজিম উদ্দিন প্রকাশকঃ বাতিঘর প্রকাশনী ধরণঃ থ্রিলার বা রোমাঞ্চোপন্যাস পৃষ্ঠা সংখ্যাঃ ৪৪৭ মূল্যঃ ২৩৮ টাকা (রকমারি) সার-সংক্ষেপঃ দু’হাজার বছরের পুরনো সত্যকে চিরতরে নির্মূল করার জন্যে একই দিনে চারজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যা করা হয়। সত্যটি জনাজানি হয়ে গেলে হাজার বছরের ইতিহাস লিখতে হবে নতুন ক’রে। সত্যটি লালন ক’রে আসছে একটি গুপ্ত সংঘ-সেই গুপ্ত সংঘের সদস্য ছিলেন আইজ্যাক নিউটন, ভিক্টর হুগো, বত্তিচেল্লি আর লিওনার্দো দা ভিঞ্চির মতো ব্যক্তি। ওদিকে উগ্র ক্যাথলিক সংগঠন ওপাস দাই সেই সত্যকে চিরতরে নির্মূল করার আগেই গুপ্তসংঘের গ্র্যান্ডমাস্টার তার ঘনিষ্ঠ একজনের কাছে হস্তান্তর ক’রে দেয় আর ঘটনাচক্রে এরকম একটি মারাত্মক মিশনে জড়িয়ে পড়ে হারভার্ডের সিম্বোলজিস্টের এক প্রফেসর। পাঠ-প্রতিক্রিয়াঃ যিশুখ্রীস্ট। (আনুমানিক খ্রিস্টপূর্ব ৪ অব্দ – আনুমানিক ৩০ খ্রিস্টাব্দ) ছিলেন একজন ইহুদি ধর্মপ্রচারক, যিনি খ্রিস্টধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্বে পরিণত হন। কুমারি মাতা মেরির কোলে জন্ম নেয়া এই মহাপুরুষকে খ্রীস্টধর্মাবলম্বিরা ঈশ্বরের পুত্র হিসেবে দাবী করেন। ২৫শে ডিসেম্বর খ্রীস্টের জন্মদিন তাদের ধর্মীয় গুরুত্তপূর্ণ দিন। ধর্মানুসারে যীশু একজন সমাজ সংষ্কারকও ছিলেন বটে। তার অনেক ভক্ত ছিল। তিনি একেশ্বরবাদের ধর্ম প্রচার করতেন। পরবর্তিতে তৎকালীন সমাজের উগ্রমতবাদীরা তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। লিওনার্দো দ্য ভিঞ্চি। ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী। অবশ্য বহুমুখী প্রতিভাধর লিওনার্দো দা ভিঞ্চির অন্যান্য পরিচয়ও সুবিদিত- ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ, সমরযন্ত্রশিল্পী এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনক। তাঁর বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে মোনালিসা, দ্য লাস্ট সাপার অন্যতম। এরমধ্যে মোনালিসার পর এই লাস্ট সাপার ছবিটিকেই লিওনার্দোর সেরা কীর্তি হিসেবে মনে করা হয়। ধারণা করা হয় ১৪৯৫-১৪৯৮ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ছবিটি আঁকা হয়েছিলো। ছবিটিতে মাঝখানে উপবিস্ট যিশুখ্রিস্টকে তাঁর চারপাশে শিষ্যদের নিয়ে শেষ নৈশভোজরত অবস্থায় দেখা যাচ্ছে। যে নৈশভোজের বর্ণনা রয়েছে গস্পেল অব জন’এর ১৩:২১ ছত্রে, যেখানে যিশু বর্ণনা করেন তাঁর বারোজন শিষ্যের মধ্য হতে একজন পরদিনই তাঁর সাথে বিশ্বাসঘাতকতা করবে। এবার আসি গল্পের কথায়। গল্পের শুরু হয় প্যারিসের লুভর মিউজিয়ামের কিউরেটরের মৃত্যুর মধ্যদিয়ে। বিভৎসভাবে মৃত্যু হয় তার। কিন্তু তার ভেতরেও থেকে যায় রহস্য। অদ্ভুতভাবে একধরণের চিনহ রেখে মৃত্যুবরণ করেন তিনি। তাজ্জব বনে যায় পুলিশ। ঘটনাচক্রে মৃত্যুটির সাথে জড়িয়ে পড়েন হারভার্ড ইউনিভার্সিটির সিম্বলজির প্রসেফর রবার্ট ল্যাংডন। প্রচ্ছন্নভাবে খুনের দায় গিয়ে পড়ে তার উপর। সাহায্য করতে এগিয়ে আসে একজন মহিলা পুলিশ। তারপর শুরু হয় অভিযান। নিজেকে নির্দোষ প্রমাণ করার অভিযান। আস্তে আস্তে কিছু আশ্চর্য সত্যের সম্মুখিত হতে থাকে ল্যাংডন। বেরিয়ে আসে কিছু সত্য যা আগে কেউ জানতো না। চরম এক সড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ে সে। লেখক ড্যান ব্রাউনের ২য় বই এটি। তার প্রথম বইয়ের নাম এঞ্জেলস অ্যান্ড ডেমন্স। সেটিও এই ল্যাংডনকে নিয়ে লেখা। রবার্ট ল্যাংডনকে নিয়ে লেখক এখন পর্যন্ত ৪টি বই লিখেছেন। কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশী সফলতা পেয়েছে দ্য ভিঞ্চি কোড। ইতিহাস, পুরান, শিল্প, সব মিলিয়ে পুরো প্যাকাজের মত করে লিখেছেন লেখক। এমনকি তিনি গল্পে এমনকিছু ব্যাপার তুলে ধরেছিলেন, যে স্বয়ং পোপ ‘ফতোয়া’ জারি করেছন, সত্যিকারের ক্যাথলিক হলে এ বই যেনো কেউ না পড়ে। এখন বলি অনুবাদের দিকটা। দ্য ভিঞ্চি কোড বইটির এখন পর্যন্ত উল্লেখযোগ্য ৩টি বাংলা অনুবাদ রয়েছে। তার ভেতর সর্বপ্রথমটি করেন বাতিঘর প্রকাশনীর কর্ণধার, লেখক, অনুবাদক “মোহাম্মদ নাজিম উদ্দিন। বইটি বের হয় ২০০৫ সালের আগস্ট মাসে। আমার জানামতে এটি তাঁর করা প্রথম অনুবাদগ্রন্থ। তাই প্রথম বই হিসেবে একেবারে খারাপ হয়নি বইটি। ভাষা বেশ সাবলিল ছিল। তবে উপস্থাপণ ও বানানে ভুল ছিল প্রচুর। পরবর্তিতে অন্যান্য সংস্করণে বানানের দূর্বলতাটা কিছুটা কাটানো হয়েছে। কিন্তু এতকিছুর ভেতরেও ভিঞ্চি কোডের অনুবাদ্গুলোর মধ্যে এটিই সবথেকে বেশি পাঠক প্রিয়তা পেয়ে আসছে! উল্লেখ্য যে, ভিঞ্চি কোডের আরো একজন অনুবাদক আছেন। তিনি হচ্ছেন শেখ আবদুল হাকিম। যারা সেবা প্রকাশনীর বই নিয়মিত পড়েছেন বা পড়েন তাদের কাছে এটি অনেক সুপরিচিত নাম। এই ভদ্রলোকের অনুবাদ বেশ ভালো। এমনকি নাজিম সাহেবের থেকেও। তবে তার বইয়ের প্রচারণা কম ও দাম বেশি হওয়ায়, অনেকেই পড়তে পারেন না। ২০০৬ সালে এই বইটি অবলম্বনে হলিউডে মুভি তৈরী হয়। রবার্ট ল্যাংডনের চরিত্রে অভিনয় করেছিলেন খ্যাতনামা অভিনেতা টম হ্যাংকস। ছবিটা সেই বছর অন্যতম ব্যবসাসফল ছবিতে পরিণত হয়। কিন্তু পাঠকগণ, দয়া করে সিনেমার কথা শুনে বইটি পড়া থেকে বিরত থাকবেন না। কারণ বইটি না পড়লে সিনেমার অর্ধেকই বুঝবেন না কিংবা কাহিনীর পরিপূর্ণ মজাটা পাবেন না! বইয়ের বাহ্যিক দিকের কথা আর কি বলবো... প্রচ্ছদ, কাগজের মান, বাঁধাই, কভার সব কিছুই বেশ সুন্দর ও আকর্ষনীয়। দামও সাধ্যের ভেতর। সবশেষে এটাই বলবো, যারা এখনো পড়েন নি বইটি, পড়ে ফেলুন। ভালো লাগবে। আর হ্যাঁ! আপনারা সবাই হয়ত লক্ষ্য করেছেন, আমি রিভিউ এর প্রথমে যিশু আর লিওনার্দো ভিঞ্চির লাস্ট সাপার নিয়ে একটু জ্ঞান দিয়েছি। ওটা কেন দিলাম? বইটা পড়েন, বুঝতে পারবেন! রেটিংঃ ৪/৫
Was this review helpful to you?
or
বইটি পড়ে মজা পাইনি।অনুবাদ একদম ভাল না।
Was this review helpful to you?
or
দারুন বই। যারা সত্যিই নতুন কিছু জানতে চান আর চান সত্যিকারের থ্রিল, এই বই তাদের জন্য। পুনশ্চ : দয়া করে যারা বাংলার নব্য কাঁচা লেখকের অপরিনত বেকুবি ভরা লেখা ভালবাসেন তাদের এই বই ভালো লাগার কোনো কারণ আমি দেখি না। আর দয়া করে ওই সব ভ্যানতারা মার্কা লেখকদের সাথে ড্যান ব্রাউনের তুলনা করে সাহিত্যের অপমান করবেন না।
Was this review helpful to you?
or
বইটার অনুবাদ কপি যখন হাতে পাওয়ার পর পড়া শুরু করলাম,পুরাই অস্থির অবস্থা।পড়া ছেড়ে যে অন্য কাজ করবো,সেই ইচ্ছাটুকুও করছিলো না।২দিনেই পড়া শেষ করলাম।এর পর মামাকে ফোন দিলাম।অনেক অনেক ধন্যবাদ দিলাম।বইটা দেওয়ার সময় মামা বলেছিলো যে বইটা পড়ার পর অনেক কিছু বুঝতে পারবে।আসলেই তাই। এখানে মামার কথা বললাম কারন আমার মামা হলেন মোহাম্মাদ নাজিম উদ্দিন (বইটির অনুবাদক)।বাতিঘর প্রকাশনির স্বত্বাধিকারি।
Was this review helpful to you?
or
বইটা পড়ার পর এত ভাল লাগল যে review না দিয়ে পারলাম না। পড়েছিলাম অবশ্য অনেক দিন আগেই কিন্তু, review দেয়া হয়ে উঠে নি। যাই হোক,রকমারি থেকে যেদিন বইটা আনালাম,পড়ার পর বুঝলাম আমার টাকাগুলো জলে যায় নি ! এক কথায় বইটা একেবারে জ্ঞানের আধার। international best seller সম্বন্ধে আর কি-ই বা বলব। তবু বলি,বইটা পড়ে আমি এমন কিছু জানতে পেরেছি যা থেকে আমি রীতিমত অবাক হয়েছি। এমন সব তথ্য বইটিতে আছে যা সত্যি চমকপ্রদ। যারা এখনো বইটা পড়েন নাই তারা পড়ে দেখতে পারেন।