User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
প্রখ্যাত ইমাম মুহাম্মদ আল জাজরী (রহ) এর লেখা ও মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন অনুবাদকৃত একটি অসাধারণ দু'আ বিষয়ক বই। বিভিন্ন আমল, দু'আ, ফযিলত, দু'আ কবুল হওয়ার অবস্থা সংক্রান্ত আলোচনা আছে ৩৮৩ পৃষ্ঠার এই বইটিতে। এই বইটি সম্বন্ধে বলা হয় যে এটি বিভিন্ন বালা-মুসিবত ও পেরেশানি থেকে রক্ষার্থে দু'আর এক দুর্ভেদ্য দুর্গ। উপকারী বই ইনশাআল্লাহ।
প্রোগ্রামিং শুরুর জন্য আদর্শ একটি বই।
বইটি আমি পড়েছি। লেখক খুব দক্ষতার সাথে মুক্তিযুদ্বকালীন সময়কার গ্রামীন বাস্তবতা তুলে ধরেছেন। শুধু উর্দ্দু ভাষা জানার কারনে গল্পের মূল নায়ক মাস্টার সাহেব কিভাবে নিজে বেঁচে গেলেন এবং পুরো গ্রামকে বাঁচালেন পাকি মিলিটারী থেকে, লেখক চমৎকারভাবে সেটা দেখিয়েছেন। লেখকের বর্ননাশৈলী মুগ্ব করেছে ।
শেখ হাসিনার ‘শেখ মুজিব আমার পিতা’ : ত্যাগ, সংগ্রাম ও জীবনের আলেখ্য -------------------------------------------------------------- মুহাম্মদ ফরিদ হাসান -------------------------------------------------------------- সেই প্রত্যন্ত গ্রাম থেকে, টুঙ্গিপাড়া যার নাম; সেখান থেকে এসে কর্মে, আন্দোলনে, ত্যাগ-তিতিক্ষা ও দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যিনি বাংলাদেশকে রোদ-জোছনার মায়াবী আলোতে ভরিয়ে দিয়েছেন, শত বছরের প্রাচীন দৈত্য-দানোর কৌটা থেকে তুলে এনেছেন বহুল আকাক্সিক্ষত স্বাধীনতাকে- তিনি বাঙালী জাতির জনক শেখ মু...See More
সাহেব বিবি গোলাম-বুক রিভিউ বিমল মিত্রের গল্প বলার একটা আলাদা স্টাইল আছে। প্রথমেই তিনি শেষের কাহিনী বলে শুরু করেন। ফলে পাঠকের অবস্থা হয় অনেক টা উপর থেকে দেখা অবতারের মত। যতই তুমি পাংকু মারনা কেন-মরতে তোমাকে হবেই। কারন লেখক আগেই বলে দিয়েছেন যে। পাঠক পুরো উপন্যাস জুড়ে অপেক্ষা করে কিভাবে সে নিশ্চিত মৃত্যুর পদপ্রান্তে এগিয়ে যায়। উপন্যাসটি পড়তে সময় লাগলো প্রায় তিন মাস। শেষ দিকে তাড়াতাড়ি পড়া গিয়েছে যদিও। একটি ঢিমেতালে পড়ার বই বলা চলে। প্রতিদিন একটু একটু করে মধু বা গরল আস্বাদন। ভালো বেসে ফেলেছিলাম, ভুত...See More
An average book
নূরানী বঙ্গানুবাদ কোরআন শরীফ-৩নং আর্ট কালার - বড়
মাওলানা মোহাম্মদ মোবারক করীম
The font size, gap between words, paper quality and the page size - everything is good. I am very satisfied with this and I highly recommend this particular book.
If you have just reading "Non-fiction" books, then this is a good one I suggest. This book will represent two types of ideas. 1. You already know it, may be you are already using it, but you hardly recognize and realize it. 2. You don't know them, and it's interesting because you can use them. This book can make you realize that you can get what you actually want, going for it and by working for it not for waiting any miracle to happen. Most importantly enjoy it patiently.
Very nice...really i helped
Have you ever imagined why we are what we are now and how we've reached this position? Do you really care to know about US about Humankind? Then this book will certainly help you. This is the must book book if you are looking for reasonable answers to those questions.