User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সাহেব বিবি গোলাম-বুক রিভিউ বিমল মিত্রের গল্প বলার একটা আলাদা স্টাইল আছে। প্রথমেই তিনি শেষের কাহিনী বলে শুরু করেন। ফলে পাঠকের অবস্থা হয় অনেক টা উপর থেকে দেখা অবতারের মত। যতই তুমি পাংকু মারনা কেন-মরতে তোমাকে হবেই। কারন লেখক আগেই বলে দিয়েছেন যে। পাঠক পুরো উপন্যাস জুড়ে অপেক্ষা করে কিভাবে সে নিশ্চিত মৃত্যুর পদপ্রান্তে এগিয়ে যায়। উপন্যাসটি পড়তে সময় লাগলো প্রায় তিন মাস। শেষ দিকে তাড়াতাড়ি পড়া গিয়েছে যদিও। একটি ঢিমেতালে পড়ার বই বলা চলে। প্রতিদিন একটু একটু করে মধু বা গরল আস্বাদন। ভালো বেসে ফেলেছিলাম, ভুতনাথ, ছোটবৌঠান, জবা কে। জবা একটা আলাদা ব্যাক্তিত্ব এই উপন্যাসে বলা চলে। তবে ননীলালের ব্যাপারে লেখক মাঝেই মাঝেই ভুল আভাস দিয়েছেন মনে হচ্ছে। তবে বড়বাড়ি সে কতনা ইতিহাস, কত হাসি কান্না, দেয়ালে দেয়ালে তার কত সুপ্ত কথা। এরকম অনেক হিন্দু পরিবার মুসলিম পরিবার আগে ছিল অবশ্যই। অনেক হিন্দু বাড়ি পুরাতন বাড়ি আজো পড়ে থাকে। পুরাতন ঢাকার কিছু বাড়ি সেই সময়ের ডিজাইন অনুযায়ী বেশ আধুনিক ছিল-আর আজ কার্নিশে ঝুল দেখা যায়-হয়তো সেগুলো সেই সময়ে অনেক বড় পরিবারের বাড়ি ছিল। বগুড়াতে একবার এক বড় পরিবারের পূজা দেখার সৌভাগ্য হয়েছিল। ১০-১২ পরিবার মিলে এক সাথে থাকে-এক সাথে পূজা করে-রীতিনীতি বজায় রাখে। ছোট ছোট ফ্ল্যাট বাড়ি সংস্কৃতিতে পড়ে সেই যাত্রার অবসান। যাই হোক-ধীরে লয়ে যারা পড়তে পারেন-তাদের জন্যই বিমল মিত্র। আগে কড়ি দিয়ে কিনলাম পড়েছিলাম-মোটামুটি এই বইয়ের দ্বিগুন সাইজ হবে আরকি।