User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
কথ্য ভাষায় বললে বলা লাগে যে বইটা পড়ে পুরা তাবদা মাইরা গেছি । লেখক সজল চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর, আকর্ষনীয়, ব্যতিক্রম একটি বই উপহার দেবার জন্য। প্রকাশক থেকে শুরু করে যারাই এই বই প্রকাশ ও প্রচারে যুক্ত ছিলেন তাদের প্রতিও রইলো কৃতজ্ঞতা। পাঠকদের প্রতি অনুরোধ, "অবশ্যই বইটা পড়বেন"। বইয়ের কাহিণী ছোট আকারে বলে দেয়ার জন্য এই রিভিউ না। এই রিভিউ বই প্রেমী, বই খাদক পাঠকদের বইটা পড়ার উৎসাহ দেয়ার জন্য। বইয়ে যা কিছু আছে তার মধ্যে সবচাইতে ভালো লেগেছে "বাবা" সম্পর্কে বলা কথাগুলো। কথাগুলো পড়তে পড়তে মনের...See More
গল্পটি খুবই সুন্দর। গল্পের কাহিনী আপনাকে পুরো বইটা শেষ করতে বাধ্য করবে
প্যাপিলন-হেনরী শ্যারিয়ার অনুবাদ:রেজোয়ান সিদ্দিকী। সবার আগে এ বইটা সম্পর্কে যে কথাটা মাথায় আসছে সেটা হল- শিখলাম অনেক কিছু।আর দ্বিতীয় যে কথাটা নিশ্চিতভাবে বিশ্বাস করি সেটা হল-এ বইটার কথা আমার আজীবন মনে থাকবে-একজন সত্যিকারের বইপ্রেমীই বুঝবেন একটা বই সম্পর্কে এ কথা বলার মর্ম কি! সবচাইতে অসাধারণ ব্যাপার,এটি লেখকের বায়োগ্রাফি।মানে প্রতিটি ঘটনা সত্য। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত অথচ নির্দোষ এক তরুণ অবিচার মেনে নিতে না পেরে পালাবার সিদ্ধান্ত নিল। মূল ঘটনা এ পালানোকে ঘিরেই।পালাতে গিয়ে তাকে মুখোমুখ...See More
This book is an introductory. I think it is good to start. write to teach the concept of Haking very smoothly. Writer express the basic concept to readers very smoothly. It is very easy to read and easy to understand. MONEY IS NOT WESTED.
আমি মনে করি বইটি প্রকাশ করা ছিল লেখকের জন্য একটি সময়োপযোগী এবং যুগান্তকারী পদক্ষেপ ।চমকপ্রদ সব তথ্য-উপাত্ত,সিলেবাস এনালাইসিস,আর দরকারি সব বইয়ের সন্নিবিষ্ট এতটা গোছানো আর কোথাও খুঁজে পাইনি।আশা করছি চাকরির বাজারে টিকে থাকার লড়াইয়ে একটি উওম গাইডলাইন হতে পারে এই বই।লেখক ও প্রকাশক সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ।
অসাধারন একটি বই
বইটিকে হাসির ঠোঙ্গা বললে অত্যুক্তি হবে না।
khub valo
Nice
Good