User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
শেষ হয়েও হইল না শেষ?
Was this review helpful to you?
or
Very boring but interesting as it moves.
Was this review helpful to you?
or
সুন্দর ও প্রাণবন্ত অনুবাদ।
Was this review helpful to you?
or
নির্দোষ লোক প্যাপিলন। খুনের দায়ে যাবজ্জীবন কারাদন্ডের আসামী। পুলিশ ও ক্ষমতাবানদের বেড়াজালে তাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে। অন্তত, তার অভিযোগ তাই। যাবজ্জীবন সাজা ভোগ করার জন্য তাকে তৎকালীন ফ্রেঞ্চ আইন অনুযায়ী দ্বীপ নির্বাসনে পাঠানো হয় ফ্রেঞ্চ গিয়ানায়। দ্বীপের এই নিষ্ঠুর ও অভিশপ্ত জীবন মেনে নিতে পারে না প্যাপিলন। একদিন স্থির করল পালাবে সে এবং সত্যিই পালাল। কিন্তু নানারকম বাধা-বিপত্তির কারণে ধরা পড়ে গেল সে।এবার শাস্তি আরও ভয়ংকর। অন্ধকূপে নিক্ষেপ করা হল তাকে। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর আবারো স্থির করল পালাবে সে। এবার পালাতে সফল হলেও বাধা পড়ল দুই নারীর ভালবাসার বাধনে। এতো চেষ্টার পরেও মুক্ত হতে পারছিলোনা প্যাপিলন। কোনো না কোনো বাধায় ব্যার্থ হচ্ছিলো তার প্রচেষ্টা। অনেক বাধা-বিপত্তি ও কাঠ-খড় পুড়িয়ে একদিন ঠিকই মুক্তি লাভ করে প্যাপিলন। কিন্তু কীভাবে? জানতে হলে পড়তে হবে হেনরি শ্যারিয়ারের বিখ্যাত আত্মজীবনীমূলক রোমাঞ্চ উপন্যাস প্যাপিলন।
Was this review helpful to you?
or
প্যাপিলন-হেনরী শ্যারিয়ার অনুবাদ:রেজোয়ান সিদ্দিকী। সবার আগে এ বইটা সম্পর্কে যে কথাটা মাথায় আসছে সেটা হল- শিখলাম অনেক কিছু।আর দ্বিতীয় যে কথাটা নিশ্চিতভাবে বিশ্বাস করি সেটা হল-এ বইটার কথা আমার আজীবন মনে থাকবে-একজন সত্যিকারের বইপ্রেমীই বুঝবেন একটা বই সম্পর্কে এ কথা বলার মর্ম কি! সবচাইতে অসাধারণ ব্যাপার,এটি লেখকের বায়োগ্রাফি।মানে প্রতিটি ঘটনা সত্য। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত অথচ নির্দোষ এক তরুণ অবিচার মেনে নিতে না পেরে পালাবার সিদ্ধান্ত নিল। মূল ঘটনা এ পালানোকে ঘিরেই।পালাতে গিয়ে তাকে মুখোমুখি হতে হয়েছে জীবনের কঠোরতম চেহারার।সেইসাথে সে মনুষ্যত্বের কোমলতম রূপটিও প্রত্যক্ষ করে-কিছু বিশাল হৃদয়ের মানুষের সংস্পর্শে এসে।লেখকের অসামান্য দক্ষতার লেখনীতে পাঠক তার প্রতিটি ব্যর্থতা,প্রতিটি আঘাত,প্রতিটি হোঁচটের অভিজ্ঞতায় যন্ত্রণার খোঁচা অনুভব করবেন মনে।আবার প্যাপিলন যে অনন্য সাধারণ মানুষগুলোর সংস্পর্শে এসে অন্য মানুষে পরিণত হয়েছিল,তাদের প্রতিও এক অদ্ভুত কৃতজ্ঞতা অনুভব করবেন তিনি। প্যাপিলনের এ যাত্রা অসম্ভব রকমের অ্যাডভেঞ্চারময়।একের পর এক অ্যাডভেঞ্চার।তবে শখের অ্যাডভেঞ্চার নয়। টিকে থাকার,ভালভাবে টিকে থাকার তাগিদে একের পর এক অ্যাডভেঞ্চারের সূচনা করতে বাধ্য হয় প্যাপিলন।বাস্তব সংগ্রামের স্বাদ পুরোটাই পাবেন পাঠক। আসলে অনেক কিছু বলার ছিল এ বইটা নিয়ে।কিন্তু স্পয়লার টাইপ কথা চলে আসে বলে আর বলতে পারলাম না। অনুবাদের বিষয়ে কিছু নতুন বলবার নেই।যেহেতু সেবার অনুবাদ। আর হ্যাঁ,শুরুতে বলেছিলাম শিখেছি অনেক কিছু এ বই থেকে।সম্ভব হলে,পড়ে ফেলুন-বুঝে যাবেন কি শেখার আছে।