User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
রিভিউ
সোফি অ্যামুন্ডসেন। চৌদ্দ বছর বয়েসী এই নরওয়েজিয় কিশোরী একদিন বাসার ডাকবাক্সে উঁকি মেরে দেখতে পায় সেখানে কে যেন অবাক করা দুটো চিঠি রেখে গেছে। চিঠি দুটোতে শুধু দুটো প্রশ্ন লেখা : ‘তুমি কে?’ আর ‘পৃথিবীটা কোথা থেকে এলো?’ অ্যালবার্টো নক্স নামের এক রহস্যময় দার্শনিকের লেখা আশ্চর্য চিরকুট দুটোর সেই কৌতূহল উস্কে দেয়া প্রশ্ন দু’খানি-ই সূত্রপাত ঘটিয়ে দিল প্রাক-সক্রেটিস যুগ থেকে সার্ত্রে পর্যন্ত পাশ্চাত্য দর্শনের রাজ্যে এক অসাধারণ অভিযাত্রার। পর পর বেশ কিছু অসাধারণ চিঠিতে আর তারপর সশরীরে, পোষা কুকুর হ...See More
রিভিউ
সমরেশ বসু (শেষ উপন্যাস) (বিকাশ ভট্টাচার্য চিত্রিত) বাংলা কথাসাহিত্যে সমরেশ বসুর তুলনা সমরেশ বসুই। তিনি জন্মেছিলেন ঢাকা জেলার ঐতিহ্যবাহী বিক্রমপুরের রাজানগর গ্রামে। জন্ম ১১ ডিসেম্বর ১৯২৪ খ্রিস্টাব্দ। আর এ পরিশ্রমী লেখক ১৯৮৮-এর ১২ মার্চ যখন মারা যান তখনও তার লেখার টেবিলে ১০ বছরের অমানুষিক শ্রমের অসমাপ্ত ফসল শিল্পী রামকিংকর বেইজের জীবনী অবলম্বনে উপন্যাস ‘দেখি নাই ফিরে ’। আজ এই অসামান্য উপন্যাসটি পাঠকদের সাথে শেয়ার করতে পেরে আমরা আনন্দিত। এই বইটি আমরা মেম্বার অনলি সেকশনের জন্য নির্বাচিত করেছিলাম...See More
রিভিউ
১৯৭০-এর নকশাল রাজনীতিতে অনিমেষের জড়িয়ে পড়া এবং পুলিশি অত্যাচারে পঙ্গু হয়ে যাওয়ার কাহিনী তুমুল এক ইতিহাসের কথাই বলে। সমরেশ মজুমদার এই চরিত্রটিকে নিয়ে তিনটি বিখ্যাত উপন্যাস রচনা করেছেন, উত্তরাধিকার, কালবেলা ও কালপুরুষ, যা ধারণ করে আছে পশ্চিমবঙ্গের অনতি-অতীতকালে রাজনৈতিক-সামাজিক সময়প্রবাহ। অনিমেষের বান্ধবী হিসেবে সময়ের সঙ্গে যুঝেছে মাধবীলতা। বাংলা কথাসাহিত্যে মাধবীলতা-অনিমেষ জুটি সমরেশ মজুমদারের অনবদ্য সৃষ্টি। সময়ের ফসল হিসেবে এসেছে তাদের সন্তান অর্ক। বড় হয়ে অর্কও দুঃখী মানুষদের নিয়ে স...See More
রিভিউ
সমরেশ মজুমদার বিখ্যাত ভারতীয় বাঙালি ঔপন্যাসিক। বাংলা ১৩৪৮ সনের ২৬শে ফাল্গুন তিনি জন্ম গ্রহণ করেন। তাঁর অনেক রচনাতেই উত্তরবঙ্গের কথা ঘুরে ফিরে আসে । তিনি বেশ কিছু সফল টিভি সিরিয়ালের কাহিনীকার । তাঁর সৃষ্ট একটি গোয়েন্দা চরিত্র অর্জুন । অর্জুন সমগ্র ০২ - সমরেশ মজুমদার
সবার জন্য কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ : C
মোঃ কামরুজ্জামান নিটন
মন্তব্য
এই বইটি পড়তে পেরে আমি খুব আনন্দিত । রকমারির সার্ভিস অনেক ভাল । C দিয়ে প্রোগ্রামিং শুরু করার জন্য অনেক ভাল একটি বই । ধন্যবাদ জানাই মোঃ কামরুজ্জামান নিটন ভাইকে ।
Purnangorupe search Engine Optimization shekha abong Online Ayer Upor 100 ti HD Bangla Vedio Tutorial (3DVD)
খারাপ না !
এসইও শেখার জন্য তুলনামূলকভাবে ভালো একটা টিউটোরিয়াল। তবে এলেক্সা নিয়ে কম আলোচনা করা হয়েছে। তাছাড়াও যদি ওডেস্কের একজন ক্লায়েন্টের ওয়েবসাইটের এসইও করে কিভাবে ভালো র্যাংক নিয়ে আসা যায় সেটা দেখালে আরো ভালো হতো।
Talented Tutor!
ডিভিডি টি দেখে ভেবেছিলাম একটা লোক এত রকমের কাজ জানে এটা কি সম্ভব? কিন্তু ডিভিডি টি হাতে পেয়েই বুঝতে পেরেছি যিনি ডিভিডিটি তৈরী এবং কনটেন্ট গুলো লিখেছেন। সে আসলেই অনেক কিছু জানে। তিনি যেমন জানে তেমনি কাজও করেন তেমনি চমৎকার টিউটোরিয়াল বানিয়েও দেখিয়েছেন।
বাংলাদেশের শ্রেষ্ঠ টিউটোরিয়াল!
youtube a onk tutorial dekhechi onk vlo vlo tutorial youtube a ace, kintu shikhar jonno kono tutorial ajo paini. but ai tutorial ti khub sundor sajano guchano. ai tutorial dekhe aj onk kichu shikhechi. asa korchi baki tutorial gulo sesh korle aro onk kichu shikte parbo.
Talented Photo Editor
ami ak jon Photographer graphic design somporke amar kono idea and agroho konotai nei tobuo ai tutorial ti dekhe onek kichu shikhlam. jehetu Graphic design shomporke amar age theke kono idea chilo na, tai kichu bolte o parchi na. kintu photo editing bapare bolte gele atai bolbo ai tutorial a photographerder jana proyojon amon kono bishoy nei ja ai tutorial a nei. himel vai is a talented photo Editor!