User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
☼ রিভিউ ☼ উপন্যাসের নামঃ রিভার গড লেখকঃ উইলবার স্মিথ অনুবাদকঃ মখদুম আহমেদ জেনারঃ ঐতিহাসিক প্রকাশকালঃ নভেম্বর, ২০০৭ প্রকাশকঃ রোদেলা প্রকাশনী পৃষ্ঠা সংখ্যাঃ ৪১৭ রিভার গড, ইতিহাসের এই অধ্যায়টির মূল রচয়িতার নাম টাইটা। এক নপুংসক মিশরীয় দাস, যে কিনা আজ থেকে প্রায় ৩৮০০ বছর আগে তার উদ্ভাবনী শক্তি দিয়ে গোটা মিশরের ইতিহাস বদলে দিয়েছিলেন। দশটি অ্যালাবাস্টারের পাত্রে নিবদ্ধ তার লেখা ইতিহাসের স্ক্রলগুলি উদ্ধারের পর লেখক উইলবার স্মিথ নিজের ভাষায় এই ইতিহাসকে আমাদের সামনে জীবন্ত করে তুলেছেন। মাত্র ১০ বছর ...See More
হারামি ...... তুই একটা শয়তানের বাচ্চা ।।
আমার প্রিয় বই গুলোর একটি , চমৎকার থ্রিলার ।
Good
মেয়েরা শুধু রূপ আর গুণ নিয়েই অহংকার করে না। আরাে একটি বিষয় নিয়ে অহংকার করে। ভালবাসা। যখন বুঝে, কোন পুরুষ তাকে ভালবাসতে চায়। নিমেষেই সে অহংকারী হয়ে ওঠে। সেই অহংকার একসময় হৃদয়ের উষ্ণতায় রূপ নেয়। বৃক্ষপ্রতিম অচল সমাজের দুয়ারে সত্য ও সুন্দরের পুষ্প বর্ষণ করে সে উষ্ণতা। জীবনে যারা সত্যিকার অর্থে ভালােবাসতে জানে তারা ভালােবাসাকে ছেড়ে দিয়ে ভালােবাসতে জানে। কাউকে কাছে পাওয়া মানে পুরােপুরি পাওয়া নয়, আংশিক পাওয়া এবং আংশিক হারিয়ে ফেলা। মুক্ত পাখির মত ছেড়ে দিয়ে ভালােবাসা মানে নিজের যা কি...See More
খুব ভালো একটি বই।বই টা পড়ে ভালো লাগছে।
বুক রিভিউ- বইয়ের নাম- ক্রীতদাসের হাসি (প্রথম সংস্করণ ১৯৬৩) লেখক- শওকত ওসমান প্রকাশনী- সময় প্রকাশনী ধরন- চিরায়ত উপন্যাস প্রচ্ছদ- কাইয়ুম চৌধুরী মূল্য- ১০০ টাকা প্রতিবাদী চেতনার সংগ্রামী যোদ্ধা, কুসংস্কার-ধর্মান্ধতা আর কূপমন্ডুতার বিরুদ্ধে খুরধার যাঁর লেখনী, যশস্বী কথাশিল্পী শওকত ওসমানের সবচেয়ে আলোচিত উপন্যাস(মতান্তরে নাটক) "ক্রীতদাসের হাসি"। ১৯৫৮ খ্রীস্টাব্দে স্বৈরশাসক জেনারেল আইয়ুব খান ক্ষমতায় এলে, তৎকালীন পাক-শাসনব্যবস্থাকে ব্যঙ্গ করেই এই গ্রন্থটি লেখা হয়। যেটা অনেকটা নিরীক্ষামূলকভাবেই "না ন...See More
কিছু কথায় মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ
রসগোল্লা গল্পটি দারুন।
দারুন একটা বই। বইটি পড়ে দারুন লেগেছে।