User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
স্টিফেন কিং, লাভক্রাফট, রবার্ট ব্লক, ডেল জেমস, নিল গেইম্যান সহ বিশ্বের আরো কিছু বিখ্যাত লেখকের পঞ্চাশটি হরর গল্প এক মলাটে। অকল্পনীয়। প্রত্যেকটা গল্পই আলাদা বিশেষত্বের। থ্রিলিং, উইয়ার্ড, ডিস্টার্বিং। একঘেয়েমি নেই কোনো রকমের। হরর গল্প প্রেমীদের সংগ্রহে রাখার মতোই একটা সংকলন।
fine...???
Love you Ayman Vai. আপনার সব বই পড়তে চাই।
সেই ছোটবেলা থেকে শুনে আসছি, কোন মেয়ে যখন তার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয় তখন তাকে সাত্ত্বনা দিয়ে বলা হয় “তুই ঠিক দেখে নিস, একদিন এক রাজপুত্র পঙ্খীরাজ ঘোড়ায় এসে তোকে নিয়ে যাব। তুই হবি রাজরাণী”। রাজপুত্র বলতে একজন পুরুষের সুন্দর অবয়ব আর আর্থিক সামর্থ্যের দিকে ইঙ্গিত করা হয়। নবনী উপন্যাসটি পড়তে গিয়ে যেন একটা পুরাতন অভিমান নতুন করে উঁকি দিয়ে গেল মনে। একজন নারীর ভালোবাসা পেতে হলে কেন সব পুরুষকে রাজপুত্রই হতে হবে? একজন মানুষকে শুধু খুব সাধারণ হবার জন্যই কি ভালোবাসা যায় না? শুধু একজনের মানুষ ভালোবাসে বল...See More
Waiting for the book, waiting for the included letter & autograph! Thank Shamir vaiya .
মারাত্মক কালেকশন।
একটা গল্পের মধ্যে এতটা মায়া থাকতে পারে! কিভাবে সম্ভব!
জাপানিজ মিস্ট্রি রাইটার তারো হিরাই, গথিক হরর লিজেন্ড অ্যামব্রোস বিয়ার্স, চ্যাম্পিয়ন মোজো স্টোরিটেলার, টেরাটোলজিস্ট এর মতো কুখ্যাত হরর লেখক র্যাথ জেমস হোয়াইট, জো আর.ল্যান্সডেল, এইচ পি লভক্র্যাফট, স্টিফেন কিং, নিল গেইম্যান, রবার্ট ই হাওয়ার্ড, সাইকো খ্যাত রবার্ট ব্লক, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরির লেখক রুঅল ডাল, কার্ল অ্যাস্টন স্মিথ কিংবা আগাথা ক্রিস্টি এই লেখকদের বই পড়েননি এমন অনেক লোক পাওয়া গেলে এদের নাম শুনেনি এমন লোক পাওয়া দুষ্কর। তো, এতগুলো বিখ্যাত লেখকের লেখা যখন এক বইতেই পাওয়া যাচ্ছে...See More
ভালো বই।
না, এটি কোন মাছ ধরার জাল নয়। এ এক অদৃশ্য জাল। রহস্যের জাল - যা ছোঁয়া যায় না, দেখা যায় না। কিন্তু একবার যদি তাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যান তবে বের হবার পথ খুঁজতে গলদঘর্ম হতে হয়। তেমনি এক জালে অনাকাঙ্ক্ষিত ভাবে জড়িয়ে গেলেন লন্ডন ফেরত একজন নামকরা ব্যারিস্টার রুহিন মালিক। ফেঁসে গেলেন তারই বন্ধু রফিক সাহেবের খুনের অভিযোগে। সাক্ষ্য প্রমাণ সব জলজ্যান্ত। এমনকি রফিক সাহেবের লাশ যেখান থেকে উদ্ধার করা হয় সেই ঘটনাস্থলেও ব্যারিস্টার রুহিন উপস্থিত ছিলেন। সবকিছুর ভিত্তিতে অভিযুক্ত খুনী হিসেবে একমাত্র রুহিন মাল...See More