User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সমস্ত বইজুড়ে রয়েছে অসংখ্য ভয়ঙ্কর সাইকো টাইপ হরর গল্প। আবার কিছু মজার ভূতুরে গল্পও রয়েছে।পাশাপাশি পাঠক ফ্যান্টাসি গল্পের স্বাদও পাবেন এ বইটির মাঝে। ৫০ টি গল্পের মধ্যে কিছু কিছু গল্প খানিকটা মাথার উপর দিয়ে গিয়েছে।হয়তো এটা আমার নির্বুদ্ধিতা । কিংবা অনুবাদকের গল্প বাছাই এ খানিকটা ভুল ছিলো! তবে বেশিরভাগ গল্পই ছিলো চমৎকার। আমার কাছে বেশ ভালো লেগেছে। ফারুক বাশারের অনুবাদকৃত " প্রেম বাছাই " গল্পটা পড়ে আমি রীতিমতো দুলে দুলে হেসেছি। আবার মৌসুম ভাইয়ার অনুবাদ করা " বেবী টক " গল্পের কিছু কথোপকথন পড়ে বেশ বিনোদন পেলাম। "ড্যাগন " গল্পটাও ভালো ছিলো। উম্মে শারিকা আপুর অনুবাদ করা " হিউম্যান চেয়ার " গল্পটাও বেশ থ্রিলিং!
Was this review helpful to you?
or
বইয়ের কোয়ালিটি আমার খুব ভাল লেগেছে। আর গল্প গুলোও যে কয়টা পড়লাম ভাল লেগেছে।
Was this review helpful to you?
or
মনে হচ্ছে অনেক ভালো হবে।
Was this review helpful to you?
or
মারাত্মক কালেকশন।
Was this review helpful to you?
or
জাপানিজ মিস্ট্রি রাইটার তারো হিরাই, গথিক হরর লিজেন্ড অ্যামব্রোস বিয়ার্স, চ্যাম্পিয়ন মোজো স্টোরিটেলার, টেরাটোলজিস্ট এর মতো কুখ্যাত হরর লেখক র্যাথ জেমস হোয়াইট, জো আর.ল্যান্সডেল, এইচ পি লভক্র্যাফট, স্টিফেন কিং, নিল গেইম্যান, রবার্ট ই হাওয়ার্ড, সাইকো খ্যাত রবার্ট ব্লক, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরির লেখক রুঅল ডাল, কার্ল অ্যাস্টন স্মিথ কিংবা আগাথা ক্রিস্টি এই লেখকদের বই পড়েননি এমন অনেক লোক পাওয়া গেলে এদের নাম শুনেনি এমন লোক পাওয়া দুষ্কর। তো, এতগুলো বিখ্যাত লেখকের লেখা যখন এক বইতেই পাওয়া যাচ্ছে তার মানে বুঝাই যাচ্ছে বইটা পাঠকদের তৃপ্তির ঢেঁকুর তুলতে বাধ্য করবে। অপেক্ষা বইটা পড়ার।
Was this review helpful to you?
or
বইটা অনেক ভালো হবে মনে করি। বেশ প্রতিভাবান অনেক মানুষের গল্প আছে এই বই তে। আশা করা যায় ভালো হবে বইটা ।
Was this review helpful to you?
or
এত্তগুলা হরর গল্প একসাথে!!!!...ছোট বেলার কথা মনে পড়ে গেল।১০০ হরর গল্পের অনুবাদ পড়তাম তখন।এখন,পড়ব মনস্টার সাইজের অনুবাদ।লেখকের লিস্ট দেখে তো ভালই লাগছে,জিভে জল আনা সব নাম।স্টিফেন কিং,নীল গেইম্যান,রবার্ট ব্লক.....আশাকরি অনুবাদকদের কাজ ও ভালই হবে। অপেক্ষায় রইলাম একটা ফাটাফাটি হরর নাইটের।
Was this review helpful to you?
or
এতগুলো হরর গল্পের অনুবাদ নিয়ে এর আগে কখনো কোনো সংকলন প্রকাশিত হয়নি। বিশ্বের সেরা কয়েকজন হরর ফিকশন লেখকদের বাছাই করা সেরা ৫০টি গল্প অনুবাদ করেছেন হালের তরুণ অথচ জনপ্রিয় কিছু অনুবাদক। হরর জনরার মোটামুটি সকল সাব জনরার (ভৌতিক, এক্সট্রিম হরর) গল্প আছে এই সংকলনে। যাঁরা হরর গল্প পছন্দ করেন তাঁদের জন্য এটি অবশ্যপাঠ্য। যাঁরা পছন্দ করেন না তাঁরাও একবার চেষ্টা করে দেখতে পারেন। কে জানে, হয়তো বইটা পড়ে আপনিও হরর গল্পের ভক্ত হয়ে উঠবেন! হ্যাপি রিডিং।
Was this review helpful to you?
or
আশা করি বইটা বেশ ভালোই হবে।???
Was this review helpful to you?
or
একজন হররপ্রেমী হিসেবে বিদেশি হরর গল্পের এরকম একটা সংকলনই মনে-মনে খুঁজছিলাম। প্রি-অর্ডার করেছি, আশা করি হতাশ হবো না।
Was this review helpful to you?
or
আগাথা ক্রিস্টি থেকে শুরু করে এইচ পি লভক্র্যাফট, স্টিফেন কিং, নিল গেইম্যান, কোনান খ্যাত রবার্ট ই হাওয়ার্ড, সাইকো খ্যাত রবার্ট ব্লক, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরির লেখক রুঅল ডাল, ফাদার অভ জাপানিজ মিস্ট্রি তারো হিরাই, ভিনটেজ গথিক হরর লেখক অ্যামব্রোস বিয়ার্স, চ্যাম্পিয়ন মোজো স্টোরিটেলার, টেক্সাসের আর্নেস্ট হেমিংওয়ে খ্যাত জো আর.ল্যান্সডেল কিংবা টেরাটোলজিস্টের কুখ্যাত হরর লেখক র্যাথ জেমস হোয়াইট সহ প্রথিতযশা ৪২ জন বিশ্বখ্যাত হরর লেখকের ৫০ টি গল্পের এক ভিন্নধর্মী সংকলন-"মনস্টার ইন দ্য নাইট।"
Was this review helpful to you?
or
ফেসবুকে দেখলাম বইটি নিয়ে আলোচনা শুরু হয়েছে আশা করি বইটি ভালো হবে।
Was this review helpful to you?
or
বাহ, এ তো দেখি , দারুণ বাছাই হয়েছে :) ...... আশা করি অনেক ভালো হবে বইটি :)
Was this review helpful to you?
or
স্টিফেন কিং, লাভক্রাফট, রবার্ট ব্লক, ডেল জেমস, নিল গেইম্যান সহ বিশ্বের আরো কিছু বিখ্যাত লেখকের পঞ্চাশটি হরর গল্প এক মলাটে। অকল্পনীয়। প্রত্যেকটা গল্পই আলাদা বিশেষত্বের। থ্রিলিং, উইয়ার্ড, ডিস্টার্বিং। একঘেয়েমি নেই কোনো রকমের। হরর গল্প প্রেমীদের সংগ্রহে রাখার মতোই একটা সংকলন।
Was this review helpful to you?
or
অসাধারণ সব শিরদাঁড়া খাড়া করানো গল্প নিয়ে এই সংকলনটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। অনুবাদও বেশ ঝরঝরে টাইপের। পড়তে মজাই লেগেছে। হররলাভারদের এই বইটা ভালোই লাগবে।