User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
ইতোপূর্বে হযরত মোহাম্মদ (সা.) ও তাঁর পরিবারের সদস্যদের সম্পর্কে এত সাবলীল ও তথ্যবহুল গ্রন্থ আমি আগে কখনো পাইনি। আমি আন্তরিকভাবে এই মহাগ্রন্থের লেখক কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এত সুন্দর ও ঘটনাবহুল গ্রন্থটি প্রত্যেক মুসলিমের প্রাণের স্পন্দন হবে একজন পাঠক হিসেবে এই কামনা করছি। আমি আবারও এই গ্রন্থের লেখকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
সত্যি বলতে আশ্চর্য হলাম! এক কিতাবের মধ্যে আল্লাহর রাসূল ﷺ এর জীবনী আবার উনার সবচেয়ে প্রিয় জনদের জীবনী আবার বিভিন্ন ইসলামীক স্থান না জানা ইসলামিক ইতিহাস,মানে কি বলবো এককথায় অসাধারণ লেখক ইমাম ড.সৈয়দ এ.এফ.এম. মঞ্জুর-এ-খোদা এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এমন একটি কিতাব উপহার দিয়েছেন তার জন্য।।।♥️
দ্য গ্রোথ কোড নাম শোনার সাথে সাথেই খুব সহজেই বোঝা যাচ্ছে যে বইয়ের মাধ্যমে বিজনেসে ম্যাসিভ গ্রোথ নিয়ে আসবে তবে চাকুরিজীবিরাও যে কোম্পানিতে চাকুরি করছেন তারাও সেই কোম্পানির গ্রথ নিয়ে আসার ব্যাপারে নিজের কাজকে কিভাবে আরো বেটার করা যায় তা জানতে পারবেন। লেখক পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিতের বিভিন্ন ল ব্যবহার করে কিভাবে ব্যবসায় কাজে লাগিয়ে ব্যাবসাতে ম্যাসিভ গ্রথ নিয়ে আসা যায় তা অত্যন্ত সুন্দর ভাবে তুলে ধরেছেন। ব্যাবসায় কিভাবে গ্রথ নিয়ে আশা যায় তার পাশা পাশি গ্রথ ব্যারিয়ার কিভাবে আমাদের ব্যাবসার গ্র...See More
বইটি হাতে পেলাম আলহামদুলিল্লাহ। অনেক দিন থেকে বইটি কেনার ইচ্ছে ছিলো। আল্লাহর রহমতে শেষমেষ কিনতে পারলাম।
হযরত মুহাম্মদ (সাঃ) ও আহলে বাইতের জীবনী মোবারক (স্মৃতি মোবারক) নামক এই জীবনী গ্রন্থে হযরত মুহাম্মদ (সাঃ) ও ও তাঁর আহলে বাইতগনের ধারাবাহিক জীবনী বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইতিহাস গ্রন্থে আহলে বাইতগনের ধারাবাহিক জীবনী মোবারক পাওয়া যায় না বললেই চলে। শুধু তাই নয় তাঁদের স্মৃতি বিজড়িত স্হান ও ব্যাবহৃত জিনিস পত্রের ছবি সমূহ দেওয়া হয়েছে। এছাড়া ঐতিহাসিক মানচিত্রের ছবি দেওয়ার কারণে এই কিতাব অন্যান্য কিতাব হতে অনন্য। তাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই অসাধারণ গ্রন্থের মহান রচয়িতা ইমাম ডঃ সৈয়দ এ.এফ.এম...See More
তাসাউফ ও আত্মশুদ্ধি
(شيخ الاسلام مفتي محمد تقي عثماني) শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
নিজের চিন্তা ইতিবাচক ভাবে প্রসারিত করতে এই বইটা সবার পড়া উচিত।
বইটা পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে | অসংখ্য ধন্যবাদ জানাই ইমাম ড. সৈয়দ এ. এফ. এম মঞ্জুর - এ - খোদা স্যারকে
ইংলিশে দুর্বলদের জন্য English Therapy - লেভেল ২ সাইফুল ইসলাম best book
good book oshadaron
Alhamdulillah after a long wait the desired time has come. This book is an invaluable resource for the people of the world. By reading this book we can further ignite our knowledge. Inshallah there will be a festive atmosphere on the day of publication of this book.?