User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Mehnaz Huq

      09 Feb 2025 02:28 PM

      Was this review helpful to you?

      or

      The book explores practical strategies for business growth, with a focus on the Bangladeshi market, though digital marketing is a key theme. The book offers a framework for growth, but its effectiveness will depend on how readers will apply apply the concepts.

      By adi****com

      09 Feb 2025 12:02 AM

      Was this review helpful to you?

      or

      মনে হয় খুব শিগ্রই আমার ফাইনাল পরীক্ষা তাই আজ ই" দি গ্রুোথ কোড"বইটি পড়া শেষ করলাম।একটি অসম্ভব রকমের বিজনেজ ডেভেলপমেন্ট লাইফটাইম গাইড বই।অসাধারণ, চমতকার ফ্রেমওয়ার্ক আর কেস স্টাডি দিয়ে বইটিকে পানবন্ত ও সার্থক বিজনেস গ্রুোথ বইটির রূপকার নামকরণ করেছেন।মার্ক অনুপম মল্লিক ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে চাইনা,পাশে থাকতে চাই আপনার মত যোগ্য মেন্টরের।।আর আল্লাহর নিকট আমার কামনা আল্লাহপাক আপনাকে আরও অনেক বই লেখার তউফিক দান করুন ।

      By Ahmed Zeesun

      08 Feb 2025 10:07 PM

      Was this review helpful to you?

      or

      As Always Mallick's unique approach involves using case studies and real-world examples to illustrate the key elements of business growth. He emphasizes the importance of creating an irresistible offer, customer value, retention, and leadership. The book's simplicity and actionable strategies make it accessible to business owners and entrepreneurs of all levels.

      By Shaheen Mahmud

      08 Feb 2025 08:06 PM

      Was this review helpful to you?

      or

      "দ্যা গ্ৰোথ কোড " ব্যবসার প্রসারে একটি বাস্তব এবং প্রতিযোগী প্রেকটিস কিভাবে অনুসরণ করতে হবে তা ই তুলে ধরা হয়েছে নীপুন ভাবে। এক কথায় বললে এটা একটা গেইম চেঞ্জার বই। Just Read it then Realize.

      By Zoshim Uddin

      08 Feb 2025 12:10 PM

      Was this review helpful to you?

      or

      মার্ক অনুপম মল্লিকের লেখা 'দ্য গ্রোথ কোড' একটি ব্যবসায়িক গাইড, যা সফলতার জন্য সুনির্দিষ্ট কৌশল বলে দিবে আপনাকে। বইটি মূলত ব্যবসার অগ্রগতির জন্য ১১টি শক্তিশালী লেভার এবং ৪টি পিলারের উপর ভিত্তি করে তৈরি, যা Why, Where, Which, How প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে। এই বইতে উল্লেখিত “Irresistible Offer” এবং অ্যাপল ও টয়োটার মতো ব্র্যান্ডের কেস স্টাডিগুলো ব্যবসায়িক উদ্যোগে প্রেরণা দেয়। বইটির ৫টি মূল ক্ষেত্র—Revenue & Profit, Customer Base, Brand Development, Marketing & Product Expansion, এবং Team Development—কৌশলগতভাবে উপস্থাপন করা হয়েছে। এটি ব্যবসা শুরু থেকে সফল উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে।

      By Md. Rakib

      07 Feb 2025 11:39 PM

      Was this review helpful to you?

      or

      যেকোনো ব্যবসা বেশ আগ্রহ, গবেষণা, ফান্ড, সময় নিয়ে শুরু করেন সবাই৷ ব্যবসার উন্নতিও হয় একটা সময় পর্যন্ত৷ তারপরই আসে সেই অমোঘ সমস্যাটি যেটিকে অনেক ব্যবসায়ীই ভালোভাবে সমাধান করতে পারেন না। সমস্যাটি হলো "গ্রোথ আটকে যাওয়া"। কারণ হলো - নিজের চোখে নিজের ব্যবসার সমস্যা ধরা পড়ে না। মার্ক অনুপম মল্লিক ভাই দীর্ঘদিন ধরে কনসালটেন্সি, সেমিনার, ট্রেনিং করিয়ে যাচ্ছেন বিভিন্ন ধরণের ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য৷ পাশাপাশি আইবিএতে ডক্টরাল রিসার্চ করছেন স্টার্টাপ ও গ্রোথ হ্যাকিং নিয়ে। ফলে ব্যবসা প্রতিষ্ঠানের গ্রোথের জন্য উনার পড়াশোনা এবং এক্সপেরিয়েন্সের মিশেলে অসাধারণ বইটি পেয়েছি আমরা৷ বইয়ের সূচিপত্র সাজানো হয়েছে সুশৃঙ্খল ও বিস্তারিতভাবে। বইতে টপিক অনুযায়ী প্রাসঙ্গিক আকর্ষণীয় চিত্রগুলোও বইটি পড়ার আগ্রহ ধরে রাখে৷ প্রতিটি টপিকে সহজ ভাষায় আলোচনা ও প্রচুর প্র্যাকটিক্যাল উদাহরণ এবং কেস স্টাডি পড়তে পড়তে বইটি কখন শেষ হয়ে যাবে তা টের পাওয়া যায় না। প্রতিটি ব্যবসায়ীর উচিত বইটি অন্তত একবার হলেও পড়া৷ তাহলে ধরা পড়বে ব্যবসায়ের উন্নতির জন্য বাধা কোথায় এবং কোথায় লিভারেজ প্রদান করতে হবে৷ আশা করছি, "স্মার্ট মার্কেটিং" বইয়ের মত "দ্যা গ্রোথ কোড" বইটিও বেস্ট সেলার হবে৷

      By rak****com

      07 Feb 2025 11:11 PM

      Was this review helpful to you?

      or

      দ্যা গ্রোথ কোড" বইটি মার্ক অনুপম মল্লিকের একটি অসাধারণ রচনা, যা ব্যক্তিগত উন্নয়ন এবং আত্ম-উন্নতির দিকে একটি নতুন দৃষ্টিভঙ্গি উপহার দেয়। বইটি শুধুমাত্র একটি বই নয়, বরং জীবনের প্রতি একটি গাইডলাইন। লেখক তার সহজবোধ্য ভাষায় এবং বাস্তব জীবনের উদাহরণের মাধ্যমে ব্যক্তিগত বৃদ্ধি এবং সাফল্যের রহস্য উন্মোচন করেছেন। বইটির মূল বার্তা হলো—আমরা কীভাবে আমাদের চিন্তাভাবনা, অভ্যাস এবং কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের উন্নতি করতে পারি। লেখক বিভিন্ন গল্প, গবেষণা এবং ব্যবহারিক টিপসের মাধ্যমে পাঠকদের অনুপ্রাণিত করেন। প্রতিটি অধ্যায়ে রয়েছে নতুন কিছু শেখার এবং নিজেকে চ্যালেঞ্জ করার সুযোগ। "দ্যা গ্রোথ কোড" বইটি পড়ার পর আমি অনুভব করেছি যে এটি শুধুমাত্র সাফল্যের জন্য নয়, বরং একটি পরিপূর্ণ জীবনযাপনের জন্য একটি চিত্র। বইটি প্রতিটি বয়সের পাঠকের জন্য উপযোগী, বিশেষ করে যারা নিজের জীবনকে আরও অর্থবহ এবং সাফল্যমণ্ডিত করতে চান। এটি শুধুমাত্র একটি বই নয়, বরং একটি জীবন-পরিবর্তনকারী অভিজ্ঞতা। মার্ক অনুপম মল্লিকের "দ্যা গ্রোথ কোড" বইটি সত্যিই একটি অসাধারণ সৃষ্টি, যা আপনার সংগ্রহে রাখতে পারেন।

      By 880****563

      07 Feb 2025 11:07 PM

      Was this review helpful to you?

      or

      বইটি অর্ডার করে এক উদ্বেগ কাজ করছিল। যারা তাদের বিজনেসে, লাইফে গ্রো করতে চান বইটি বিশেষত তাদের জন্য অর্থাৎ এটি একটি ইন্টারমিডিয়েট লেভেলের বই।এ বইটি পড়ার সাথে সাথে "স্মার্ট মার্কেটিং" বইটি পড়লে আপনি আপনার সকল বিষয়ে পরিষ্কার হয়ে যাবেন। এ বইয়ে আরে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার প্রত্যেকেটা সমস্যা চাই সেটা আপনার ব্যবসা কিংবা আপনার লাইফে তার পূঙ্খানুপুঙ্খ আলোচনা করে আছে এবং এটি এমনভাবে সাজানো আপনার যে সমস্যা ঐ সমস্যা রিলেটেড দ্রুত খুঁজে পাবেন। বইটি যারা নতুন উদ্যোক্তা কিংবা যারা ব্যবসা করছেন এখন ব্যবসাকে আরো গ্রো করতে চান তাদের জন্য এক দুর্দান্ত বই।

      By Md. Ramjan Ali

      07 Feb 2025 08:18 PM

      Was this review helpful to you?

      or

      "দ্যা গ্রোথ কোড" বইটি অনেক মূল্যবান তথ্য দ্বারা ভরপুর যা স্যারের সম্পর্কে পড়লেই সবকিছু পরিস্কার হয়ে যাবে। যে এই বইটা কতটা গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য।

      By Ittehad Muhib

      07 Feb 2025 02:34 PM

      Was this review helpful to you?

      or

      The Growth Code” by Mark Anupom Mollik is a practical guide for business growth. It offers simple, actionable strategies with real-life case studies. The book focuses on mindset, execution, and sustainability. Perfect for small and medium business owners. A must-read for scaling success!

      By Md Samir

      06 Feb 2025 10:24 PM

      Was this review helpful to you?

      or

      আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে মার্ক অনুপম মল্লিকের দ্যা গ্রোথ কোড বইটি হাতে পেয়েছি। বইটি পড়ে আমি অভিভূত। এটি শুধু একটি বই নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য একটি গাইডলাইন। বইটির প্রতিটি পাতায় রয়েছে মূল্যবান শিক্ষা, বিশেষ করে ব্যবসা এবং ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে। বইটির ১১০ নম্বর পৃষ্ঠায় ব্যবসার জন্য কিছু অসাধারণ টিপস দেওয়া হয়েছে। যেমন: উদ্দেশ্য নিয়ে শুরু করুন: সাফল্যের জন্য একটি স্পষ্ট ও আকর্ষণীয় মিশন থাকা জরুরি। পরিবর্তনের সাথে মানিয়ে নিন: নতুনত্ব এবং বৈচিত্র্য গ্রহণ করেই এগিয়ে থাকা সম্ভব। অর্থবহ সম্পর্ক গড়ুন: বিভিন্ন অডিয়েন্সের চাহিদা বুঝে তাদের সাথে গভীর সংযোগ তৈরি করুন। বুদ্ধিমত্তার সাথে বৈচিত্র্য আনুন: স্থিতিশীলতা এবং সহনশীলতার জন্য একাধিক আয়ের উৎস তৈরি করুন। এই বইটি আমাকে শিখিয়েছে যে, শুধু ভবিষ্যতের সাথে মানিয়ে নিলেই চলবে না, বরং নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তুলতে হবে। মার্ক অনুপম মল্লিক স্যারের লেখনী শৈলী এবং গভীর অন্তর্দৃষ্টি বইটিকে অনন্য করে তুলেছে। তার গবেষণা এবং বাস্তব জীবনের উদাহরণগুলি প্রতিটি পাঠককে অনুপ্রাণিত করে। দ্যা গ্রোথ কোড বইটি সবার জন্য অবশ্যপাঠ্য। এটি শুধু ব্যবসায়িক সাফল্য নয়, ব্যক্তিগত জীবনের উন্নতির জন্যও একটি পথপ্রদর্শক। মার্ক অনুপম মল্লিক স্যারের জন্য শুভকামনা রইল এত সুন্দর একটি বই লেখার জন্য। আশা করি, বইটি সবার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।

      By Syed Imdad Hossain

      06 Feb 2025 10:34 PM

      Was this review helpful to you?

      or

      ?The Growth Code: A Game-Changer for Business Success ? Mark Anupam Mallick’s The Growth Code is a must-read for anyone looking to scale their business strategically. The book is filled with powerful marketing insights, with the most remarkable being the concept of ?Creating an Irresistible Offer ?. Mallick brilliantly references The Godfather’s iconic line—“I will make him an offer he can’t refuse”—to illustrate this compelling marketing strategy. Beyond this, the book introduces 11 Super Powerful Levers of Breakthrough Growth, covering crucial aspects like customer value, retention, and leadership. The author also emphasizes the Four Pillars of Business Growth, structured around the fundamental questions: Why, Where, Which, and How. His case studies on Apple’s exclusive tech and Toyota’s quality-driven approach make these concepts easy to grasp. Mallick simplifies business growth into five key areas: Revenue & Profit, Customer Base, Brand Development, Marketing & Product Expansion, and Team Development. Among these, Customer Base and Team Development resonated with me the most. I have read up to the Growth Lever section and am eager to unlock more insights. This book is shaping up to be one of my top professional reads. ?Thanks to Mark for this outstanding work!

      By রুহুল আমিন

      06 Feb 2025 09:27 PM

      Was this review helpful to you?

      or

      প্রথমেই ধন্যবাদ দিতে চাই Mark Anupom Mollick স্যারকে অসাধারণ বইটি উপহার দেয়ার জন্য। বইটির পরতে পরতে পাঠক খুজে পাবে তার ব্যবসার সমস্যা এবং সমাধান। কেউ যদি তার ব্যবসায় দ্রুত উন্নতি চায় তাহলে অবশ্যই বইটি পড়া উচিত। বইয়ে যেসকল পদ্ধতি আলোচনা করা হয়েছে, একটা ব্যাবসায় উন্নতি করার জন্য তা যথার্থ হবে বলে মনে করি।বইয়ের সবগুলো পদ্ধতিই খুবই ইন্টারেস্টিং। প্রতিটার জন্য আলাদা করে লিখেও শেষ হবে না। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে স্মার্ট বিজনেস জিপিএস। বিশেষ করে স্মার্ট বিজনেস জিপিএস মেট্রিক্স। যা দ্বারা খুব সহজেই বিজনেসের অবস্থা অনুযায়ী পদক্ষেপ নেয়া যাবে। আশা করি আগামীতে স্যারের থেকে আরও ভালো বই পাব সেই অপেক্ষায় থাকলাম।স্যারের প্রতি সম্মান রেখেই বলছি, বইয়ের একটা বিষয় আমার কাছে খারাপ লেগেছে। বরাবরই কেস স্টাডির প্রতি আমার একটা আলাদা আকর্ষণ থাকে। খুব মজা লাগে কেস স্টাডি পড়তে। স্যার এখানে চারটি প্রতিষ্ঠানের কেস স্টাডি করেছেন যার দুইটির (দ্যা ডেইলি স্টার এবং প্রথম আলো) সততার ব্যাপারে আমাকে কিছু বলতে হবে বলে মনে হয় না। এরা জাতীয় গাদ্দার হিসেবে অলরেডি পরিচিত। তাদেরকে স্যার সৎ বলে উপস্থাপন করেছেন। আশা করি স্যার আগামীতে বিষয়টির প্রতি খেয়াল রাখবেন। পরিশেষে বলতে চাই গিফটগুলো দারুণ ছিল এবং ১০/১১ তারিখের গ্রোথ কোড চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।

      By Sardaar Tanim Hossain Rasel

      06 Feb 2025 09:18 PM

      Was this review helpful to you?

      or

      I am strongly believe this book good for me

      By iqu****com

      06 Feb 2025 08:44 PM

      Was this review helpful to you?

      or

      Thank you so Much Mr. Mark Anupom Mallik for the book. I really love this coz of some unique points that shift anybody’s thought towards the Business mindset growth. Hope to see more books like this

      By Muhammad Shihab Uddin Chowdhury

      06 Feb 2025 07:22 PM

      Was this review helpful to you?

      or

      আলহামদুলিল্লাহ দ্যা গ্রোথ কোড বইটা কিছুদিন আগে হাতে পেলাম আশা করি বইটি সবার একবার হলেও পড়া উচিত 110 No Page ব্যবসার জন্য মূল্যবান শিক্ষা a)উদ্দেশ্য নিয়ে শুরু করুন: আপনার গ্রোথকে একটি স্পষ্ট ও আকর্ষণীয় মিশনের ওপর ভিত্তি করে তৈরি করুন b)পরিবর্তনের সাথে মানিয়ে নিন: এগিয়ে থাকার জন্য নতুনত্ব এবং বৈচিত্র্য গ্রহণ করুন c)অর্থবহ সম্পর্ক গড়ুন: বিভিন্ন অডিয়েন্সের চাহিদা পূরণ করে তাদের সাথে একটি গভীর সংযোগ তৈরি করুন d)বুদ্ধিমত্তার সাথে বৈচিত্র্য আনুন: স্ট্যাবিলিটি এবং রেজিলিয়েন্স এর জন্য একাধিক আয়ের উৎস তৈরি করুন দ্য ডেইলি স্টার শুধু ভবিষ্যতের সাথে মানিয়ে নেয়নি, তারা তাদের ভবিষ্যৎ নিজেই গড়ে তুলেছে। এখন প্রশ্ন হলো, আপনি আপনার ভবিষ্যৎ গড়ে তুলতে কী কী পদক্ষেপ নিচ্ছেন? মার্ক অনুপম মল্লিক স্যারের জন্য শুভকামনা রইল এত সুন্দর একটা বই লেখার জন্য

      By Mir Parvez

      06 Feb 2025 07:40 PM

      Was this review helpful to you?

      or

      মার্ক অনুপম মল্লিকের "দ্য গ্রোথ কোড" বইটি ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং সাফল্যের উপর একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করে। "দ্য গ্রোথ কোড" বইটি শুধু গতানুগতিক ব্যবসায়িক কৌশল নিয়ে আলোচনা করে না, বরং এটি প্রবৃদ্ধি অর্জনের জন্য একটি সম্পূর্ণ নতুন পদ্ধতি উপস্থাপন করে। লেখক ব্যবসায়িক কৌশল, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিতের ধারণা ব্যবহার করে একটি শক্তিশালী কাঠামো তৈরি করেছেন, যা ব্যবসায়িক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে সহায়ক। বইটির মূল বিষয়গুলো হলো: ১. প্রবৃদ্ধির বিজ্ঞান: লেখক প্রবৃদ্ধিকে একটি বিজ্ঞান হিসেবে তুলে ধরেছেন এবং এর মৌলিক নিয়মগুলো ব্যাখ্যা করেছেন। তিনি দেখিয়েছেন যে কীভাবে বিভিন্ন বৈজ্ঞানিক সূত্র ব্যবহার করে ব্যবসায়িক প্রবৃদ্ধিকে অনুমান করা যায় এবং সে অনুযায়ী কৌশল তৈরি করা যায়। ২. উদ্ভাবনী কৌশল: "দ্য গ্রোথ কোড" বইটি গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে নতুন এবং উদ্ভাবনী কৌশল নিয়ে আলোচনা করে। লেখক দেখিয়েছেন যে কীভাবে নতুন চিন্তা এবং দৃষ্টিভঙ্গি ব্যবহার করে প্রবৃদ্ধির পথে আসা বাধা অতিক্রম করা যায়। ৩. কেস স্টাডি: বইটি বিভিন্ন সফল ব্যবসায়িক প্রতিষ্ঠানের কেস স্টাডি নিয়ে আলোচনা করে। লেখক দেখিয়েছেন যে কীভাবে এই প্রতিষ্ঠানগুলো "দ্য গ্রোথ কোড" এর ধারণা ব্যবহার করে তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করেছে। ৪. বাস্তব প্রয়োগ: "দ্য গ্রোথ কোড" বইটি তাত্ত্বিক জ্ঞান নয়, বরং বাস্তব প্রয়োগের উপর জোর দেয়। লেখক দেখিয়েছেন যে কীভাবে এই বইয়ের ধারণাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করে ব্যবসায়িক সাফল্য অর্জন করা যায়। বইটির ভাষা এবং লেখার ধরণ: "দ্য গ্রোথ কোড" বইটি সহজ এবং সাবলীল ভাষায় লেখা হয়েছে। লেখক জটিল বিষয়গুলোও খুব সহজভাবে ব্যাখ্যা করেছেন, যা পাঠকের বুঝতে সহায়ক। বইটি পড়ার সময় মনে হয় যেন লেখক সরাসরি পাঠকের সঙ্গে কথা বলছেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। কারা এই বই পড়বেন? "দ্য গ্রোথ কোড" বইটি মূলত ব্যবসায়িক উদ্যোক্তা, ম্যানেজার এবং যারা ব্যবসায়িক প্রবৃদ্ধি নিয়ে কাজ করছেন তাদের জন্য লেখা হয়েছে। তবে, যারা নতুন ব্যবসা শুরু করতে চান বা তাদের ব্যবসার প্রবৃদ্ধি বাড়াতে চান, তারাও এই বইটি থেকে অনেক উপকৃত হবেন। বইটির শক্তিশালী দিক: * নতুন দৃষ্টিভঙ্গি: "দ্য গ্রোথ কোড" বইটি ব্যবসায়িক প্রবৃদ্ধির উপর একটি সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করে, যা অন্য কোন বইয়ে পাওয়া যায় না। * বাস্তব প্রয়োগ: বইটি তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব প্রয়োগের উপর জোর দেয়, যা পাঠককে ধারণাগুলো কাজে লাগাতে সাহায্য করে। * সহজ ভাষা: বইটি সহজ এবং সাবলীল ভাষায় লেখা হয়েছে, যা পাঠকের বুঝতে সহায়ক। বইটির দুর্বল দিক: * কিছু ধারণা জটিল: বইটির কিছু ধারণা কিছুটা জটিল, যা কিছু পাঠকের বুঝতে অসুবিধা হতে পারে। * সীমিত পরিসর: বইটি ব্যবসায়িক প্রবৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলেও কিছু বিষয় হয়তো আরও বিস্তারিতভাবে আলোচনা করা যেত। উপসংহার: সর্বোপরি আমি এই বইটি নিয়ে বেশ এক্সাসাইটেড। নিজের স্টার্টিং বিজনেজ এ অর্জিত জ্ঞান প্রয়োগ করে গ্রোথের ব্যারিয়ার ভাঙতে চাই। "দ্য গ্রোথ কোড" বইটি ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং সাফল্যের উপর একটি অসাধারণ বই। যারা তাদের ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান, তাদের জন্য এই বইটি অবশ্যপাঠ্য। আমি আশা করি এই পর্যালোচনাটি আপনার জন্য সহায়ক হবে। -- মীর পারভেজ

      By 880****170

      06 Feb 2025 09:10 AM

      Was this review helpful to you?

      or

      বইটা হাতে পাওয়ামাত্র পড়তে শুরু করেছি। কারণ নামটার সাথে বই এর এলিমেন্ট কতটুকু সানঞ্জস্য। যাস্ট এতটুকো বলব, দ্যা গ্রোথ কোড ইস বেস্ট বুক। তবে, লেখাগুলো আরোএকটু সহজ ভাষায় লিখলে পড়তে আরো ভালো লাগবে

      By Fardin Nur Plabon

      05 Feb 2025 07:02 PM

      Was this review helpful to you?

      or

      ম্যাজিক হ্যান্ড এ লেখা ম্যাজিক বুক!

      By Md Mithu

      04 Feb 2025 10:10 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটি বই ? প্রত্যেকের এই বইটি পড়া উচিত।

      By 1943_Ashraful Islam Reyad

      04 Feb 2025 02:37 PM

      Was this review helpful to you?

      or

      স্মার্ট মার্কেটিং বইটি পড়ার পর দ্যা গ্রোথ কোড বইটি পড়ার জন্য অধীর আগ্রহে বসে ছিলাম।মার্ক অনুপম মল্লিকা মানেই অন্য কিছু।

      By Safat Ahmed Chowdhury

      04 Feb 2025 12:39 AM

      Was this review helpful to you?

      or

      ডিজিটাল মার্কেটিং শিখার পর আমার কাছে মনে হতো এটা জাস্ট টুলের ব্যবহার । মার্কেটিং থিওরি/ স্ট্যাট্রেজি নিয়ে আমার কোন ধারণাই ছিলো না । অনুপম ভাইয়ার থ্রোতে এগুলোর সাথে পরিচয় । আস্তে আস্তে এই জগতে ডুব দেওয়া, গভীর ধারণা নেয়া, বলতে গেলে পুরোটাই ভাইয়ার সাথে । আমার মার্কেটিং ন্যারেটিভে সবচাইতে বেশী ডমিন্যান্ট ভূমিকা অনুপম ভাইয়ার । একে একে অনুপম ভাইয়ার প্রায় সবগুলো কোর্স করে ফেলছি । স্মার্ট মার্কেটিং বইটা ও পড়ে শেষ করছি । এখন আমি এই জ্ঞানে অনেক সমৃদ্ধ । স্মার্ট মার্কেটিং বইটা যতটা এক্সপেক্টেশন নিয়ে কিনেছি, ততটাই পেয়েছি ।বইটা কিনার আগে আমার এক্সপেক্টেশন অনেক উঁচুতেই ছিলো, কারণ ভাইয়ার উঁচু মানের কন্টেন্টের সাথে আমি অনেক পরিচিত । একজন উঁচু মানের লেখকের জন্যে এটা সবচাইতে বড় চ্যালেঞ্জিং কাজ , কারণ তার পাঠকদের আশা থাকে উনি অনেক ভালো লিখেন । অনুপম ভাইয়া সেই প্রমিজটা তার লিখার মাধ্যমে রেখেছেন । তিনি তার পাঠকদের সত্যিকারের ভ্যালু দিতে পেরেছেন । দ্যা গ্রোথ কোড বইটা, মার্কেটিং নিয়ে লিখা তার দ্বিতীয় বই । বইটির ভার্চুয়াল লঞ্চিং ওয়েবিনারের রাতেই আমি বইটি অর্ডার করি, কারণ আমি বিলম্ব করতে চাচ্ছিলাম না, এইরকম একজন লেখকের বই । আমি ইন্ডেক্স দেখার জন্যে অনুরোধ করেছিলাম, কিন্তু সেটা কোন কারণে ওইদিন দেখতে পারি নি, তারপর ও অর্ডার দেই, কারণ ভাইয়া কতটা গুরুত্ব দিয়ে একটা বই লিখেন, সেটা আমার অজানা নয় । উনার বইয়ে কি পরিমাণ ভ্যালু থাকে, সেটা স্মার্ট মার্কেটিং বইটা পড়েই জানি । এখন পর্যন্ত প্রায় ৬০ পৃষ্ঠা পড়েছি, বলতে গেলে সেটা অসাধারণ । যা পড়তেছি, সবকিছু নতুন শিখতেছি মনে হচ্ছে । গত চার বছর ধরে আমি মার্কেটিং থিওরি নিয়ে পড়াশোনা করি, তারপর যদি মনে হয় নতুন শিখতেছি, এটা আসলে বইয়ের মূল্যটাই তুলে ধরে । আমি রিকমেন্ড করবো, বইটা পড়েন, এটি একটি অসাধারণ বই, আপনার বিজনেসের গ্রোথের চাবিকাটি এই বইয়ের মধ্যেই (একটু ও বাড়িয়ে বলতেছি না) । সাথে ৩১০০০ টাকা মূল্যের ফ্রি গিফট তো আছেই । গ্রোথ ফ্যামওয়ার্কগুলো আপনার ব্যবসায় ইমপ্লিমেন্ট করাটা আপনার ব্যবসার জন্যে অনেক জরুরি । এগুলো এপ্লাই না করলে, আপনার বিজনেস আপনার ইন্ড্রাস্ট্রি থেকে রিলেভেন্সি হারাবে ।

      By shi****com

      04 Feb 2025 12:09 AM

      Was this review helpful to you?

      or

      মার্ক অনুপম মল্লিক আমার অন্যতম পছন্দের একজন লেখক,, এক কথায় অসাধারণ

      By rub****com

      03 Feb 2025 11:27 PM

      Was this review helpful to you?

      or

      আমি সম্প্রতি মার্ক অনুপম মল্লিকের স্যারের লেখা "গ্রোথ কোড" বইটি হাতে পেয়েছি। বইটির প্রায় অর্ধেক শেষ করেছি,সত্যিই এটি উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ গ্রোথ গাইডলাইন । লেখক বাস্তব অভিজ্ঞতা ও গবেষণার আলোকে গ্রোথ নিয়ে দারুণভাবে আলোচনা করেছেন, যা নতুন ও অভিজ্ঞ উদ্যোক্তা—দুই পক্ষের জন্যই কার্যকর। সহজ ভাষা, প্র্যাকটিক্যাল টিপস এবং বাস্তব উদাহরণ বইটিকে আরও উপযোগী করেছে। যারা ব্যবসা করছেন বা করতে চান, তাদের জন্য "গ্রোথ কোড" অবশ্যপাঠ্য একটি বই, যা সত্যিই ব্যবসার উন্নতিতে সহায়ক হবে।

      By Niamur Rahman

      02 Feb 2025 07:19 PM

      Was this review helpful to you?

      or

      আলহামদুলিল্লাহ আজকে 'দ্যা গ্রোথ কোড' বইটি হাতে পেলাম। আশা করি এই বইটি পড়ে বিজনেস সম্পর্কে অনেক কিছু জ্ঞান অর্জন করতে সক্ষম হবো। আপনাকে অনেক ধন্যবাদ" মার্ক অনুপম মল্লিক" স্যারকে।

      By Ehsanul Towhid

      02 Feb 2025 05:41 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ বই, স্যার ওঅসাধারণ

      By Partha Sarkar

      02 Feb 2025 03:18 PM

      Was this review helpful to you?

      or

      বইটি এক কথায় অসাধারণ । কোয়ালিটি ও ভালো। বইটি জন্য আরও এগিয়ে যেতে পারবো আশা করছি। ধন্যবাদ অনুপম স্যার কে

      By mdh****com

      01 Feb 2025 11:40 PM

      Was this review helpful to you?

      or

      29/1/25 07:28pm থেকে দীর্ঘ অপেক্ষার পর আমার হাতে যখন বইটা আসলো আমি বইটা সূচিপত্র পড়েই অনেক বেশি অবাক হলাম যে এই বইটার মধ্যে এত কম টাকায় এত পরিমান ভ্যালু দেওয়া হয়েছে আমি এটা আসলে ভাবতেও পারি নাই। বিলিয়ন ডলার বিজনেস গ্রোথ সিক্রেট এই বইয়ের কয়েকটা কোটেশনের মধ্যে রয়েছে। আপনি চাইলেই এই বইটি পড়ার মাধ্যমে আপনার জ্ঞানকে বিজনেসের ব্যাপারে আরো বেশি পরিমাণ গ্রো করতে পারেন। বিজনেস কে বিলিয়ন ডলার করতে পারেন। স্যার কে প্রতিবারের মতো এবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ?

      By Md. Sajidul Islam

      01 Feb 2025 09:18 PM

      Was this review helpful to you?

      or

      মার্ক অনুপম মল্লিক স্যার এর ৩ টি বই-ই আমার পড়া। দ্যা গ্রোথ কোড এর প্রতিটা লেসন যেন এক একটা বই। অসাধারণ!

      By mdh****com

      02 Feb 2025 09:34 PM

      Was this review helpful to you?

      or

      আলহামদুলিল্লাহ, আজকে 'দ্যা গ্রোথ কোড' বইটি হাতে পেলাম। অনেক অনেক ধন্যবাদ '' মার্ক অনুপম মল্লিক " স্যারকে।

      By Nasiful Hassan

      10 Feb 2025 02:18 AM

      Was this review helpful to you?

      or

      মার্ক অনুপম মল্লিক এর লেখা প্রথম বই "স্মার্ট মার্কেটিং" পড়ার পর লেখক এর প্রথম ভক্ত হয়ে গিয়েছিলাম। যদিও লেখককে আগে থেকেই চিনি তার মার্কেটিং বিষয়ক কোর্স করার পর থেকে। কিন্তু লেখক হিসেবে এত সুন্দর প্রিমিয়াম কোন লুকোচুরি না রেখে এত মহা মূল্যবান জিনিস উপহার দিতে পারবে সেটা ভাবিনি। স্মার্ট মার্কেটিং সেই কাঙ্ক্ষিত উপহার লেখক এর পক্ষ থেকে পাঠকদের জন্য যেটা পড়ার পর অভিভূত হয়েছি এবং অনেক কিছু শিখতে পেরেছি। সেটা ছিল আমার মতে বাংলাদেশে যতগুলো মার্কেটিং রিলেটেড বই আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট। কিন্তু প্রথম বই যখন পড়া শেষ হলো এমনকি রিপিট পড়া শেষ হয়ে গেল তখন থেকেই অপেক্ষায় ছিলাম কবে লেখক এর পরবর্তী বই কবে আসবে। অপেক্ষার প্রহর গুনছিলাম কয়েকবার লেখক তার সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিলেন যে খুব দ্রুত হয়তো আসবে না কেননা আরও ধারালো টপিক না পেলে উনি নতুন কোন বই নিয়ে আসবে না। কিন্তু হঠাৎ করেই লেখক তার সোশ্যাল মিডিয়াতে ঘোষণা দিলেন যে ২০২৫ সালে আসতে চাচ্ছে তার নতুন বই দ্য গ্রোথ কোড। আর অপেক্ষার কিছু থাকলো না সরাসরি প্রি অর্ডার করে ফেললাম। ‌ বলে রাখা ভালো আমার জীবনে প্রি অর্ডার করা প্রথম বই হচ্ছে মার্ক অনুপম মল্লিক এর লেখা বই "দ্য গ্রোথ কোড।" এই বইটা প্রি অর্ডার করার পর থেকেই অপেক্ষায় ছিলাম যে কবে এটা হাতে পাব। ইনফ্যাক্ট এটা যেদিন সবার কাছে পৌঁছাতে শুরু করে সেদিন আমি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম কখন আমার হাতে আসবে। তারপর হঠাৎ করে সন্ধ্যায় ডেলিভারি ম্যান এর থেকে ফোন তারপর রিসিভ। এরপর বইটি পড়া শুরু করলাম। এরপর থেকে নিয়ত করেছিলাম পুরো বইটি পড়া শেষ হলে অবশ্যই বইটিকে নিয়ে একটা অনেস্ট রিভিউ শেয়ার করব। যেন ভবিষ্যতে যদি কেউ এসে রিভিউ দেখে যেন ডিসিশন নিতে পারে এই বইটি তার জন্য উপকারী হবে কিনা। এক কথায় বলতে গেলে এই বইটি হচ্ছে বিজনেস গ্রোথ নিয়ে। লেখকের আগের বইটি ছিল মার্কেটিং বিষয়ক যেখানে আমরা বিজনেসের মার্কেটিং প্ল্যান স্ট্রাটেজি এবং যাবতীয় বিষয় কিভাবে সাজাতে পারি সেগুলো তুলে ধরা হয়েছে। কিন্তু মার্কেটিং এর পরেই তো শেষ না মার্কেটিং করার পর যে জিনিসটা আমরা বেশি সমস্যায় পরি সেটা হচ্ছে গ্রোথ নিয়ে। অর্থাৎ মার্কেটিং তো করছি কিন্তু কাঙ্খিত গ্রোথ হচ্ছে না। আর অনুপম মল্লিক স্যারের এই বইটি মূলত সেই সকলের কাঙ্খিত কমন সমস্যা গ্রোথ নিয়ে। এই বইটিতে গতানুগতিক শুধু সমস্যা নিয়ে কথা বলা হয়নি বরং লেখকের বাস্তব অভিজ্ঞতার আলোকে সে যেভাবে বিজনেস গুলোর গ্রোথ নিয়ে এসেছে ঠিক সেগুলো তিনি আমাদের সকলের কাছে রিভিউ করে দিয়েছেন। আমি যেহেতু বইটি পড়ে শেষ করেছি তাই আমি বলতে পারব এই বইটি পড়ার পর আপনি এমন অনেক কিছুই জানবেন যেগুলো হয়তো আপনার আগের অজানা ছিল। এবং এই বইগুলোতে যা আছে তা সাধারণত অনেক পেইড কোর্সেও পাওয়া যায় না। এই অসাধারণ বইটি নিয়ে যদি লিখতে শুরু করি তাহলে আমি জানি লেখা শেষ হবে না কেননা বলা যায় এই বইটি নিয়ে রিভিউ করতে গেলে আলাদা একটি বই হয়ে যাবে। তাই এত বেশি কিছু না বলে বরং এই বইয়ের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় বা গুরুত্বপূর্ণ যে অংশগুলো রয়েছে সেগুলোর ওভারভিউ আমি আপনাদেরকে দিব যেন ভবিষ্যতে যখন আপনি এই রিভিউ টি যখন পড়বেন সেটা যেন আপনার বইটি কেনার জন্য যে সিদ্ধান্তহীনতায় ভুগবেন সেটা না হয়। ১. স্মার্ট বিজনেস গ্রোথ অ্যাসেসমেন্ট মডেল স্মার্ট বিজনেস গ্রোথ অ্যাসেসমেন্ট মডেল এটা হচ্ছে একটা বিশেষ টুল যেটা লেখক এই বইয়ের পাঠকদের জন্য উপহার দিয়েছেন। উনি যে জিনিসগুলো অডিট করার মাধ্যমে প্রায় লাখ টাকা চার্জ করে থাকেন ক্লায়েন্টদের কাছ থেকে সেগুলো উনি একটা টুলস তৈরি করেছেন যেগুলো আমরা ব্যবহার করতে চাইলে প্রতি মাসে 10000 টাকা করে খরচ করতে হতো। আর এই বইয়ের পাঠকদের জন্য এই অধ্যায় যখন পড়বেন তখন আপনি এই টুলসটি ফ্রিতে পেয়ে যাবেন। এখন এই টুলস এর মাধ্যমে আপনার হবেটা কি তাই না? এই টুলস এর মাধ্যমে আপনি বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হবেন যেগুলোর উত্তর আপনাকে দিতে হবে। এবং সেই উত্তরগুলো দেয়ার পর আপনাকে একটা মার্ক দেয়া হবে। বা অ্যাসেসমেন্ট দেয়া হবে এবং সেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার বিজনেস গ্রোথের বর্তমান অবস্থানটা মূলত কোথায় আছে। কেননা আপনার বিজনেস গ্রোথের বর্তমান অবস্থা যদি আপনি বুঝতে না পারেন তাহলে ভবিষ্যতে কতটুকু গ্রোথ আপনার আনা জরুরী সেটা আপনি কখনোই ডিফাইন করতে পারবেন না। আর এই টুলস এর মাধ্যমে আপনি অবশ্যই পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত ডায়মন্ড যার মাধ্যমে আপনি যাচাই করতে পারবেন যে আপনার বিজনেসের বর্তমান অবস্থা কেমন রয়েছে এবং আপনার অ্যাকশন প্ল্যান কেমন হবে সেটাও এই টুলস এর স্কোরবোর্ড থেকে পেয়ে যাবেন। আমি তো বলব এই একটা জিনিস পুরো পয়সা উসুল করে দিয়েছে। কেন? কারণ তো অবশ্যই আপনাদের জানা কারণ এরকম একটা টুলস যেটা কিনা আপনার বিজনেস বা আপনার বর্তমান স্কিল যাই হোক না কেন সেটার একটা ওভারভিউ আপনাকে দিয়ে দিচ্ছে এবং সেই সাথে একশন প্ল্যান জানিয়ে দিচ্ছে সেটা অবশ্যই কি দুর্দান্ত কিছু হবে না আপনার জন্য? ২. গ্রোথ ব্যারিয়ার বিজনেস গ্রোথ কোন সহজ কাজ নয় এটা লেখক বারবার বইয়ে বলে দিয়েছেন। এটা কোন জাদুরকাঠি নয় যে জাস্ট কাঠিটা ঘুরাবো আর ফলাফল চলে আসবে। বরং বিজনেস গ্রোথ হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ। যে প্যাকেজটি আপনি যদি কমপ্লিট করতে পারেন তাহলেই আসবে সেই কাঙ্খিত গ্রোথ। কিন্তু গ্রোথ এতটাই কি সহজ কিছু? গ্রোথ হচ্ছে একধরনের যুদ্ধের মত। এই যুদ্ধ করতে গিয়ে আপনাকে কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হয়। ঠিক তেমনি বিজনেস গ্রোথের পথেও অনেক বাধা থাকে। এখন বিজনেস গ্রোথের পথে কেমন বাধা থাকতে পারে সেটা কি কখনো ডিফাইন করতে পেরেছেন? যদি না পেরে থাকেন তাহলে এই বইয়ের এই অধ্যায়ে আপনি পেয়ে যাবেন গ্রোথের পথে কি কি বাধা হয়ে দাঁড়ায়। তাহলে বুঝা যাবেন আপনার পথের বাধা কোনগুলো। আচ্ছা এটা তো বুঝলাম বাঁধা কোনগুলো কিন্তু সেই বাধা থেকে উত্তরণের পথ তো লাগবে তাই না? জি কোন সমস্যা নেই সেই বাধা থেকে উত্তরণের পথটি ও লেখক উক্ত অধ্যায় খুব সুন্দর করে বাতলে দিয়েছেন যেগুলো আমরা যদি আমাদের বাস্তবিক জীবনে এপ্লাই করি তাহলে অবশ্যই গ্রোথের বাধা গুলোকে অতিক্রম করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষের জন্য এক ধাপ এগিয়ে যাবে। ৩. গ্রোথ লিভার আগের অধ্যায় আমরা জানতে পেরেছি গ্রোথের পথে বাধা কি কি এবং সে সম্পর্কে উত্তরের জন্য কিভাবে কি করতে হবে সেটিও বলা আছে। কিন্তু তারপরেও আপনি গ্রোথের পথে বাধা দূর করে বিজনেসকে একটা ম্যাসিভ লেভেলে নিয়ে আসতে চাচ্ছেন তো এর জন্য আপনাকে কিন্তু অবশ্যই গ্রোথ লিভার সম্পর্কে জানতে হবে। এখন এটার মানেটা কি? গ্রোথ লিভারের মাধ্যমে আপনি খুব সহজেই বের করে ফেলতে পারবেন আপনার যে সমস্যা সে সমস্যা অনুযায়ী কোন পথে হাঁটলে আপনি আপনার কাঙ্খিত উদ্দেশ্যে সহজেই পৌঁছে যেতে পারবেন। দেখুন আপনার হয়েছে মাথা ব্যথা কিন্তু আপনাকে যদি কেউ পেট ব্যথার ঔষধ দেয় তাহলে কি সেটা কখনো আপনার জন্য কাজ করবে? অবশ্যই করবে না। তেমনি গ্রোথের বিষয়টিও সেম। এখানে আপনি বিজনেসের গ্রোথ আনতে যাচ্ছেন যার জন্য আপনাকে অবশ্যই একটা প্রসেস ফলো করে আগাতে হবে যেটা কিনা আপনি এই অধ্যায়ে পেয়ে যাবেন কি হবে সেই কাঙ্ক্ষিত প্রসেস। ৪. স্ট্রাটেজিক ফ্রেমওয়ার্ক আমরা বিজনেসের কেমন গ্রোথ আনতে চাই? ‌ অবশ্যই এমন এক অপ্রতিরোধ্য গ্রোথ আনতে চাই যেটা কিনা থামবে না যেটা কিনা আরও বড় হতেই থাকবে। কিন্তু এই অপ্রতিরোধ্য গ্রোথ আনতে আপনি কি নিজের বানানো বা এলোমেলো কোন পথ ফলো করবেন নাকি এই পথ দিয়ে যে গিয়েছে তার তৈরি করা কোন ফ্রেমওয়ার্ক যদি আপনার কাছে থাকে তাহলে সেটা ফলো করে আগাবেন? হ্যাঁ এখানে বিতর্ক থাকতেই পারে যে কোন নির্দিষ্ট টেমপ্লেট বা ফ্রেমওয়ার্ক ফলো করা ঠিক না। এটা যেমন ঠিক সেটার সাথে এটাও ঠিক যে আপনাকে অবশ্যই একটা ফ্রেমওয়ার্ক ফলো করলে আপনি জানবেন আপনার গন্তব্য ঠিক কোথায় হবে। আর এই বইয়ের স্ট্রাটেজিক ফ্রেমওয়ার্ক এমন একটা বিষয় যেটা কিনা আপনাকে একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দিবে যেটার উপর বেস করে আপনি আপনার বিজনেসের গ্রোথ কিভাবে তৈরি হবে তার ভবিষ্যতের গন্তব্য কিভাবে সেট হবে। একটা সেম প্যাটার্ন করে আগাতে থাকলে সেটাও ঠিক করে দেবে। মজার বিষয় হচ্ছে এই অধ্যায় বিভিন্ন বিজনেসের গ্রোথ কিভাবে এসেছে সেগুলো নিয়েও আলোচনা করা হয়েছে যা কিনা আপনাকে অবশ্যই একটু হলেও অনুপ্রেরণা দেবে যে অন্যরা যেহেতু পেরেছে আমিও পারবো। ৫. স্মার্ট বিজনেস গ্রোথ ফর্মুলা সব হল কিন্তু বিজনেস মানেই কিন্তু ম্যাথের কম্বিনেশন এবং অন্যান্য সকল বিষয়ের সম্মেলনে তৈরি হয় বিজনেস গ্রোথ। এখন আপনি ফর্মুলা জানেন না তাহলে অংক মেলাতে পারবেন? এখন আপনি ফর্মুলা জানেন না তাহলে আপনার পক্ষে কি সম্ভব বিজনেস গ্রোথের জন্য যে অংক আছে সেটা সঠিকভাবে নিরূপণ করতে? উত্তর হচ্ছে না কখনোই না। সকল স্ট্রাটেজি যে সকল ধরনের প্ল্যানিং এর সাথে আপনাকে সকল ধরনের ফর্মুলাও মাথায় গেঁথে রাখতে হবে তা না হলে বিজনেস গ্রোথের মতো একটা জটিল বিষয় কখনোই আপনার কাছে ধরা দিতে চাইবে না। আর মজার বিষয় হচ্ছে স্মার্ট বিজনেস গ্রোথ ফর্মুলাতে আপনি এমন কিছু ফর্মুলা এমন কিছু বিষয় জানতে পারবেন যা কিনা আপনার বিজনেসকে আরো বেশি স্কেল আপ করতে সহযোগিতা করবে। ৬. স্মার্ট বিজনেস জিপিএস জিপিএস মানে কি? এটা মানে হচ্ছে একটা ট্র্যাকার অর্থাৎ আপনি এখন কোথায় আছেন ভবিষ্যতে কোথায় যাচ্ছেন সেটা ট্র্যাক করা। এখন আপনি বিজনেস গ্রোথের মত একটা ম্যাসিভ কিছু আপনার লাইফে অর্জন করতে চান তাহলে আপনার বিজনেসের বর্তমান অবস্থা কোথায় আছে এবং আপনি যে পথ দিয়ে যাচ্ছেন সে পথ কি আসলেই আপনার আসল গন্তব্য কিনা বা সঠিক পথ কিনা সেটা ট্র্যাক করা কি গুরুত্বপূর্ণ না? জানি অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন আমাকে এটা বলুন তো এই জিপিএস এর মাধ্যমে আপনি যে ট্র্যাক করবেন সেই ট্র্যাক করতে হলে কিন্তু আপনার দরকার হবে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স বিভিন্ন ধরনের ফর্মুলার মাধ্যমে যে ম্যাট্রিক্স গুলো তৈরি করা হয়েছে সেগুলোর মাধ্যমে ডাটা এনালাইসিস করে বিজনেসের বর্তমান গ্রোথ কোথায় আছে সেটা বের করে ফেলা। দেখুন আপনি যদি বিজনেসের বর্তমান গ্রোথ বের করতেন না পারেন তাহলে কখনোই আপনি বিজনেসের ভবিষ্যৎ কোথায় নিবেন সেটা নিরূপণ করতে পারবেন না। কারণ দিনশেষে একটা কথা আবারও মনে করিয়ে দিতে চাই যে বিজনেস গ্রোথ কোন সাধারণ বিষয় নয় বরং এটা অনেক জটিল এবং এটা মাথা খাটিয়ে তৈরি করার বিষয়। আর তাইতো পুরো বিশ্বব্যাপী এই বিজনেস গ্রোথ স্পেশালিস্টদের অনেক চাহিদা অনেক বলতে অনেক। কেননা যে কেউ চাইলেই এটা নিয়ে আসতে পারবে না তার চেয়েও বড় কথা হচ্ছে এটা নিয়ে আসতে চাইলে দরকার একজন দক্ষ লোকের আর এই বিষয়ে দক্ষ লোকের বড়ই অভাব কারণ গাইডলাইনই তো নেই দক্ষ লোক তৈরি হবেই বা কি করে। Special Bonus: ১. বইয়ের সাথে অসাধারণ কিছু বুকমার্ক পেয়েছি যা কিনা রেখে দিলে এই বইয়ের যে এলিমেন্ট গুলো রয়েছে সেগুলো চোখ বুলালেই বুঝা যাবে। ২. বইয়ের সাথে মেন্টরের একটা প্রিমিয়াম লেভেল এর সিগনেচার কোর্স প্রাপ্তি। এই কোর্সটা সকলেই নিতে চাই কিন্তু বছরের অধিকাংশ সময় এই কোর্সটা কেউ নিতে পারে না কারণ এটা লক থাকে। আর এই বইটি কিনলে আপনি সহজেই পেয়ে যাবেন কাঙ্খিত এই প্রিমিয়াম কোর্সটি। ৩. যারা আমরা বইটি প্রি অর্ডার করেছি করেছি তাদের জন্য দুই দিনের স্পেসাল লাইভ কোর্স অনলাইন জুম মিটিং এর মাধ্যমে আয়োজন করা হবে। যেটা কিনা আরও বড় প্রাপ্তি কারণ যেগুলো কিনা এক ধরনের অসম্ভব বিষয় মেন্টরের জন্য। কারণ উনি উনার ব্যস্ততম সময় থাকে আমাদের জন্য এই মহামূল্যবান সেশন আয়োজন করবেন যেটা কিনা সত্যিই আমাদের জন্য অনেক বড় ভাগ্যের বিষয়। বিশেষ মন্তব্য যেহেতু বেশ বড় আঙ্গিকে রিভিউ লিখেছি তার আগে জানিয়ে রাখি আমি যখন কোন কিছু লিখি তখন ছোট করে কিছু লিখতে পারি না এটা আমার একটা অভ্যাস। ইনফ্যাক্ট এর আগের বই নিয়েও যখন লিখেছিলাম তখনও এভাবে বড় করে লিখেছিলাম কারণ আমি যেহেতু লিখতে পছন্দ করি তাই খুব ডিটেলসে ডিপলি তথ্য প্রচার করতেই আমি স্বাচ্ছন্দ বোধ করি। আমার বিশেষ মন্তব্য হচ্ছে এই যে আপনি যে পেশাতেই থাকুন না কেন ব্যবসায়ী কিংবা ফ্রিল্যান্সার যাই হোক না কেন এই বইটি আপনি অবশ্যই সংগ্রহ করবেন দেখুন এই যে রিভিউ টা দেখছেন আপনারা হয়তো মনে করতে পারেন এটা কোন পেইড রিভিউ। কিন্তু উপরে আল্লাহ সাক্ষী আমি এটা কোন পেইড রিভিউ বা কোন বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য দিচ্ছি না বরং আমি আমার মন থেকেই দিচ্ছি। এই বইটা এবং উনার আগের বই স্মার্ট মার্কেটিং দুটোই সংগ্রহ করুন কেন কারণ একটাই আপনি যে নলেজ পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি এই নলেজ গুলো বাংলাদেশের তথাকথিত মার্কেটিং কোর্সগুলোতে বরাবর অনুপস্থিত থাকে। সিরিয়াসলি বলছি আমি বাংলাদেশে কম বেশি অনেকগুলো আইটি ট্রেনিং ইনস্টিটিউটে কোর্স করেছি সেই সৌভাগ্য আমার হয়েছে এবং সেখানে আমি যা যা দেখেছি এবং যা যা শিখেছি তার ছিটেফোঁটাও এডভান্স ছিল না। বরং এখানে এসে এই বইগুলো পড়ে আমার কাছে মনে হয়েছে এই বইগুলো হচ্ছে একটা গোল্ড মাইন্ড। আরো বিশেষ ভাবে বলি এই বইগুলো না নিলে বরং আপনি আপনার জীবনের অনেক বড় একটা সম্পদ মিস করতে যাচ্ছেন কেননা এই সম্পদ আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না সিরিয়াসলি বলছি। সর্বোপরি আমি লেখক এর জন্য শুভকামনা জানাই। এবং আরো বিশেষভাবে তার জন্য ধন্যবাদ জানাই যে তিনি আগের বছর স্মার্ট মার্কেটিং এবং এবছর দা গ্রোথ কোডের মতো দুর্দান্ত মানের বই বের করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না। আমি শুধু লেখককে বলব "Never Stop Writing" আপনি হয়তো এই দ্য গ্রোথ কোড বইটি কারো ফোন কল বা অনুরোধের জন্য লিখেছেন কিন্তু আমি আমার এই রিভিউ এর শেষ দিকে এসে বলতে চাই প্লিজ প্লিজ প্লিজ আপনার বই লেখার অগ্রযাত্রাকে এখানেই থামিয়ে দিবেন না আমরা আপনার কাছ থেকে আরো ভালো ভালো গুরুত্বপূর্ণ বই চাই। একজন সাধারণ পাঠক হিসেবে আপনার কাছে আমার এতোটুকুই চাওয়া। যদি পূরণ হয় তবেই আমার স্বার্থক। সবশেষে পাঠকদের উদ্দেশ্যে একটা কথা বলব বই কিনলে কেউ দেউলিয়া হয় না এমনকি একজন লেখক যখন তার সর্বোচ্চটা দিয়ে একটা বই লিখে তখন সে সেটার মধ্যে তার সর্বোচ্চটা দিয়েই লিখে থাকে। তাই আমি হলফ করে বলতে পারি আপনি লেখক এর বই থেকে এক পারসেন্ট হলেও কিছু শিখতে পারবেন। তাই আমি বলব আপনারা এই লেখকের বই অবশ্যই কিনবেন কেননা আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই বই থেকে যদি আপনি কিছু শিখতে না পারেন তাহলে আপনি অবশ্যই জানাবেন কিন্তু আমি গ্যারান্টি দিয়ে এটাও বলে দিচ্ছি এই বই থেকে আপনি অবশ্যই একটা লাইন হলেও শিখতে পারবেন। তো আর দেরি নয় যারা যারা অ্যাকশন নিতে চান দ্রুত অ্যাকশন নিয়ে নিন।

      By Md. Azizur Rahman

      04 Feb 2025 10:47 PM

      Was this review helpful to you?

      or

      মাশাআল্লাহ, আমি যেটা বুঝতেছি এই বইটি এমন একটি টুল হয়েছে যা এইমুহুর্তে যে পরিমাণ প্রবলেম সলভ করবে , ঠিক সেই পরিমাণ শেষ মুহূর্ত পর্যন্তও সাপোর্ট এবং প্রবলেম সলভ করবে। শুধু প্রয়োজন প্রতি মুহূর্তে যখন টেকনোলজি আপডেট হবে, সাথে সাথে / অন্তত প্রতি বছর ঠিক এই বইটিরই আপডেট/সংস্করণ/ভার্সন আনা। আমি একান্ত ভাবে স্যার মার্ক অনুপম মল্লিক এর এটেনশন আশা করছি।

      By [email protected]

      02 Feb 2025 06:55 PM

      Was this review helpful to you?

      or

      অনেক অপেক্ষার পর বইটি হাতে পেলাম আলহামদুলিল্লাহ। দা গ্রোথ কোড বইটি বিজনেস গ্রোথের উপর একটি practical MBA.

      By hos****com

      02 Feb 2025 05:29 PM

      Was this review helpful to you?

      or

      Business growth er Jonno AI book ta protita start up theka suru kore jara group of company founder , tader prottek ta Manush er pora ucit bole Ami mone kori. Jodi Apni apnar business k massive growth korte Chan tahole cabol pora ucit.Jajakallah khairan.

      By Abdullasiam

      30 Jan 2025 10:49 PM

      Was this review helpful to you?

      or

      সুপার একটি গাইড লাইন,,,,, ধন্যবাদ অনুপম স্যার এমন একটা বই, আমাদের দেওয়ার জন্য

      By Abdul Momin

      29 Jan 2025 09:08 PM

      Was this review helpful to you?

      or

      Thank you so much. অপেক্ষার পর বইটি হাতে পেলাম, ❤️❤️❤️

      By 880****626

      01 Feb 2025 03:06 PM

      Was this review helpful to you?

      or

      কল্পনার চেয়েও অসাধারণ বইটি

      By Md Saiful Islam

      31 Jan 2025 05:30 PM

      Was this review helpful to you?

      or

      বই রিভিউ: "দ্যা গ্রোথ কোড" – মার্ক অনুপম মল্লিক বইয়ের বিষয়বস্তু ও সারসংক্ষেপ: "দ্যা গ্রোথ কোড" মূলত একটি বিজনেস, মার্কেটিং ও ক্যারিয়ার গ্রোথ সংক্রান্ত বই, যেখানে বিশেষ করে ডিজিটাল মার্কেটিং, স্টার্টআপ, ও বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। লেখক মার্ক অনুপম মল্লিক তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও বাস্তব জীবনের শিক্ষা থেকে গুরুত্বপূর্ণ তথ্য, কৌশল ও স্ট্র্যাটেজি তুলে ধরেছেন, যা পাঠকদের ক্যারিয়ার ও ব্যবসায়িক উন্নতিতে সহায়তা করবে বলে আমি মনে করছি। বইয়ের মূল দিকসমূহ: ✅ প্র্যাকটিকাল গাইডলাইনঃ লেখক শুধু তাত্ত্বিক আলোচনা করেননি, বরং বাস্তব উদাহরণ ও প্রয়োগযোগ্য কৌশল দেখিয়েছেন। ✅ ডিজিটাল মার্কেটিং ও বিজনেস স্ট্র্যাটেজিঃ কীভাবে একজন নতুন উদ্যোক্তা নিজের ব্যবসাকে ডিজিটাল মাধ্যমে প্রসারিত করতে পারে, তা সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। ✅ ক্যারিয়ার গ্রোথ ও স্কিল ডেভেলপমেন্টঃ নিজের দক্ষতা বাড়িয়ে কিভাবে একজন সফল পেশাজীবী হওয়া যায়, সে বিষয়েও বিস্তর আলোচনা রয়েছে। ✅ উদ্যোক্তা ও মার্কেটারদের জন্য ইনসাইটঃ যারা নতুন উদ্যোক্তা বা ফ্রিল্যান্সার, তাদের জন্য অত্যন্ত কার্যকর পরামর্শ ও রোডম্যাপ দেওয়া হয়েছে। ভাষাশৈলী ও লেখনী: মার্ক অনুপম মল্লিকের লেখনী সহজবোধ্য ও প্রাঞ্জল। জটিল বিজনেস ও মার্কেটিং ধারণাগুলোও তিনি সহজ ভাষায় তুলে ধরেছেন, যেটা নতুন পাঠকদের জন্য বোঝা অনেক সহজ। বইটির বিশেষত্ব: ? যারা ক্যারিয়ার বা ব্যবসায় দ্রুত উন্নতি করতে চান, তাদের জন্য এটি একটি দারুণ গাইড। ? ডিজিটাল মার্কেটিং ও উদ্যোক্তা হওয়ার খুঁটিনাটি বিষয় সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে। ? বইটিতে বাস্তব উদাহরণ ও অনুপ্রেরণামূলক কেস স্টাডি রয়েছে, যা নতুনদের অনুপ্রাণিত করবে। বইটি কেন পড়বেন? যদি আপনি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ বা ক্যারিয়ার গ্রোথ নিয়ে ভাবেন, তাহলে এই বইটি আপনার জন্য চমৎকার একটি সহায়িকা হতে পারে। বাস্তবসম্মত কৌশল ও উদাহরণসহ বইটি একজন পাঠককে তার ক্যারিয়ারে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। চূড়ান্ত মূল্যায়ন: ????? (৫/৫) – যারা নিজেদের স্কিল ডেভেলপ করতে চান ও ক্যারিয়ার গ্রোথ নিয়ে ভাবছেন, তাদের জন্য এটি একটি অবশ্যপাঠ্য বই।

      By Abdullah Chowdhury

      05 Feb 2025 06:42 PM

      Was this review helpful to you?

      or

      এই বইটা আসলে একটা গেম চেঞ্জার! বিজনেস গ্রোথ, মার্কেটিং ও স্কেলিং নিয়ে এত প্র্যাকটিক্যাল ইনসাইট খুব কম বইতেই পাওয়া যায়। Unicorn Framework আর Customer Value Journey কনসেপ্টগুলো দারুণ লেগেছে—বিশেষ করে, কাস্টমারকে বারবার কনভার্ট করানোর স্ট্র্যাটেজি যারা বিজনেস স্কেল করতে চান, মার্কেটিং ভালোবাসেন, বা বড় কিছু করতে চান—বইটা Must-Read

      By Saikat Hossen Sohel

      05 Feb 2025 11:08 PM

      Was this review helpful to you?

      or

      The book The Growth Code is about unlocking the secrets to business growth. It is not just a book but an exponential growth blueprint that combines insights from business strategies, finance, and corporate growth models. The book is designed as a Practical MBA, offering structured guidance on scaling businesses from small enterprises (SMEs) to Fortune 500 companies. It emphasizes how to leverage frameworks, leadership tactics, and AI-driven strategies to achieve massive business growth. The book is meant for anyone looking to advance their career or grow their business effectively.

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!