User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘স্মৃতি মোবারক’ গ্রন্থটি হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর আহলে বাইতের পূর্ণাঙ্গ জীবনী নিয়ে অনন্য এক সংকলন। এতে নবিজির (সা.) পূর্বপুরুষদের ইতিহাস, নবুয়ত লাভ, মদিনা জীবন ও আহলে বাইতের গৌরবোজ্জ্বল জীবনগাঁথা সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। বইটির বিশেষ বৈশিষ্ট্য হলো ৫৬১টি দুষ্প্রাপ্য ছবি ও ১৯টি মানচিত্র সংযোজন, যা ইতিহাসকে জীবন্ত করে তুলেছে। এতে ইসলামের প্রকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে এবং তাসাউফের আলোকে নবিজির (সা.) জীবনদর্শন ব্যাখ্যা করা হয়েছে। এটি প্রতিটি আশেকে রাসুলের জন্য অবশ্যপাঠ্য, যা নবিজি (সা.) ও আহলে বাইতের প্রতি ভালোবাসা ও অনুসরণের পথ দেখায়।
Was this review helpful to you?
or
সত্যিই “স্মৃতি মোবারক “একটি হৃদয়স্পর্শী গ্রন্থ।বইটি পড়ে আমার অভিব্যক্তি হলো, স্যার ড. এ.এফ. এম. মঞ্জুর-এ-খোদা তাঁর লেখনীতে এমন এক সহজাত ভাষার ব্যবহার করেছেন, যা পাঠকদের পাঠে আকৃষ্ট করবে । শুধু তাই নয় তাঁর বর্ণনার কৌশল এবং ভাষার সৌন্দর্য বইটিকে অত্যন্ত মনোগ্রাহী করে তুলেছে।এবং এই তহ্যবহুল বইটি ধর্মপ্রাণ মানুষের জ্ঞ্বানের পরিধি বিস্তৃত করতে সক্ষম।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ্! আলহামদুলিল্লাহ্! আলহামদুলিল্লাহ্! মহান রাব্বুল আলামিনের নিকট লাখো শোকরিয়া “স্মৃতি মোবারক : হযরত মুহাম্মদ (সা.) ও আহলে বাইতের জীবনী” গ্রন্থখানা শেষ পর্যন্ত পড়তে পেরেছি। এই অমূল্য গ্রন্থখানা পড়তে পেরে আমি সত্যিই অত্যন্ত আনন্দিত। বইটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য- “স্মৃতি মোবারক : হযরত মুহাম্মদ (সা.) ও আহলে বাইতের জীবনী” লেখকঃ দি পিপলস ইউনিভার্সিটির প্রফেসর ড. সৈয়দ এ.এফ.এম. মঞ্জুর-এ-খোদা। স্মৃতি মোবারক গ্রন্থটি প্রথমে হাতে নিয়েই এর অসাধারণ কাভার ও প্যাকেজিং আমাকে মুগ্ধ করে। বইটি পড়ার পূর্বে আমি চিরচিরায়িত অভ্যাস মোতাবেক এর ভুমিকা অধ্যায়ন করে লেখকের চমৎকার অভিব্যক্তি জানতে পারি। লেখক প্রফেসর ড. সৈয়দ এ.এফ.এম মঞ্জুর-এ-খোদা মনে করেন যে, সমাজের মানুষ হযরত রাসুল (সা.) ও আহলে বাইতের প্রকৃত জীবনী ও স্মৃতি সম্বলিত ছবিসমূহ একসাথে জানতে ও দেখতে পারলেই তাঁর দীর্ঘ ১০ বছরের গবেষণার সার্থকতা। স্মৃতি মোবারক গ্রন্থটির বিশেষত্ব কী? আলহামদুলিল্লাহ্! মহান মালিকের অপার দয়ায় শত শত সীরাত গ্রন্থ পড়ার সুযোগ হয়েছে। তবে আমি এই সকল সীরাতগ্রন্থ ও স্মৃতি মোবারক গ্রন্থের মধ্যে এক বিশাল পার্থক্য লক্ষ্য করেছি। প্রথমত, হযরত রাসুল (সা.)-এর গৌরবময় জীবন মোবারক অর্থাৎ জন্ম থেকে ওফাত পর্যন্ত ধারাবাহিকভাবে বর্ণনা পাওয়া যায় না বললেই চলে। বেশিরভাগ সীরাতগ্রন্থকার হযরত রাসুল (সা.)-এর জীবনী লিখতে গিয়ে কোনো সাহাবী কিংবা কোনো কাফের অথবা কোনো অপ্রসাঙ্গিক ঘটনার বর্ণনা করে সীরাতের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন নি। অথচ স্মৃতি মোবারক গ্রন্থটি ১০০০ পৃষ্ঠার হওয়া সত্ত্বেও এত বিশাল এক গ্রন্থে হযরত রাসুল (সা.)-এর জীবনী প্রাসঙ্গিকভাবে গবেষণালব্ধ তথ্য-উপাত্ত ও কোরান হাদিস ও যুক্তির মাধ্যমে অত্যন্ত প্রাঞ্জলভাষায় বর্ণনা করেছেন। যেখানে ধারাবাহিকতার বিঘ্নতা হয়নি বললেই চলে। লেখক এতটাই সৃজনশীলতার পরিচয় দিয়েছেন যে, যেখানেই জীবনী মোবারকের কোনো প্রকার ধারাবাহিকতায় বিঘ্নতা সৃষ্টি হতে পারে সেখানেই তিনি পাঠককে স্মরণ করিয়ে দিয়েছেন ধারাবাহিক ঘটনার কোন পর্যায়ে পাঠক পুনরায় ফিরে যাবে। দ্বিতীয়ত, স্মৃতি মোবারক গ্রন্থটি অন্য সকল গ্রন্থ থেকে আলাদা হওয়ার প্রধান কারণ- গ্রন্থটিতে হযরত রাসুল (সা.) ও তাঁর পবিত্র আহলে বাইতের ব্যবহৃত জিনিসপত্র, তাঁদের স্মৃতি ধারণ করে এমন স্থান, বস্তু, বাসস্থান-এর ৫৬১টি ছবি ও তৎকালীন সময়ের ১৯টি মানচিত্র। সত্যি বলতে আমি যখনই এই অমূল্য ছবিসমূহ দেখছিলাম ও জীবনী মোবারকের ঘটনাগুলো পড়ছিলাম তখনই মনে হচ্ছিল আমি যেন সেই ঘটনা নিজ চোখে প্রত্যক্ষ করছি। কি অনবদ্য রচনা! স্মৃতি মোবারক পাঠ করে যা জানতে পারলামঃ স্মৃতি মোবারক গ্রন্থটি হযরত রাসুল (সা.) ও আহলে বাইতের জীবনী সংক্রান্ত হলেও আমি বিস্ময়ে হতবাক হয়েছি গ্রন্থের প্রথম পর্ব- আরব ইতিহাস এত সুন্দর ও গোছানোভাবে জানতে পেরেছি। আরও বেশি আলোড়িত হয়েছি দ্বিতীয় পর্ব- হযরত মুহাম্মদ (সা.)-এর সম্মাণিত পূর্বপূরুষগণের জীবনী ও তাঁদের ব্যবহৃত জিনিসপত্র সম্পর্কে জানতে পেরে। আসলে আমার মনে অনেক বদ্ধমুল ধারণা ছিল। প্রফেসর ড. সৈয়দ এ.এফ.এম. মঞ্জুর-এ-খোদা স্যারের এই গ্রন্থ পড়ে আমি সেইসব বদ্ধমুল ধারণা থেকে পরিত্রান পেতে শুরু করলাম। আমি জানতাম হযরত রাসুল (সা.)-এর পিতা-মাতা মুসলমানই ছিলেন না তারা ছিল মুশরিক (নাউজুবিল্লাহ্) কিন্তু এই গ্রন্থটি পড়ে জানতে পারলাম যে, হযরত রাসুল (সা.)-এর পূর্ব-পুরুষ থেকে শুরু করে তাঁর পিতা-মাতা সকলেই ছিলেন উচ্চ পর্যায়ের মুমিন। তাঁরা হযরত ইব্রাহিম (আ.)-এর শরিয়ত ও বিধি-বিধানের অনুসরণ করতেন। অতঃপর তৃতীয় পর্ব- হযরত মুহাম্মদ (সা.)-এর গৌরবোজ্জল জীবনী মোবারক পড়তে গিয়ে এক পরম শান্তি অনুভব করলাম। হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, শৈশবেই পিতার ইন্তেকাল, দুধমাতার নিকট প্রতিপালন, মা আমিনা (আ.)-এর চলে যাওয়ার ঘটনা, দাদার অভিভাবকত্বে প্রতিপালন, চাচার অভিভাবকত্বে প্রতিপালন, বাল্যকাল, কিশোরজীবন, যুবক থেকে আলামিন মুহাম্মদ, আলামিন থেকে সাংসারিক মুহাম্মদ, একই সাথে সংসার, প্রতিবেশি, আত্মীয়তা ও সর্বকালের শ্রেষ্ঠ জীবন-বিধান ইসলামের প্রচার, প্রচার করতে গিয়ে অসহ্য যন্ত্রণা ও অত্যাচারের স্বীকার। তবু আল্লাহর প্রতি পরিপরিপূর্ণ নির্ভরশীল। প্রাণপ্রিয় জীবনসঙ্গিনীর মা খাদিজা (রা.) ও চাচা হযরত আবু তালিব (রা.)-এর চলে যাওয়ার শোকে বিচ্ছেদ যাতনা, তারই মধ্যে কাফেরদের একের পর এক ষড়যন্ত্র যেন প্রতিনিয়ত আখেরি নবীকে এক অসহনীয় পীড়া দিত। ঠিক সেই মুহুর্তে মহান রাব্বুল আলামিন মেরাজে নিয়ে বন্ধু, প্রিয় হাবিব রাহমাতাল্লিল আলামিনের সকল যন্ত্রণা নিমিষেই দূর করে দিলেন। স্বজাতির ষড়যন্ত্রে প্রিয় জন্মভুমি ত্যাগ করে যখন মদিনায় গেলেন সেখানেও খ্রিষ্টান ও ইহুদিদেরে ষড়যন্ত্রের স্বীকার হতে লাগলেন। এভাবেই একসময় সর্বশ্রেষ্ঠ মহামানব, রাহমাতাল্লিল আলামিন হযরত মুহাম্মদ (সা.) এর শিক্ষা হৃদয়ে ধারণ করে জাহেলিয়ার সেই নিকৃষ্ট জাতিই সমগ্র পৃথিবীর মুসলমানগণের মধ্যে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়ে উঠল। এরপর বিদায় হজ শেষে গাদিরে খুমে আহলে বাইতের অন্যতম সদস্যকে হযরত আলী (কা.)-কে মুসলিম জাতির অভিবাবক ঘোষণা করে গেলেন। লেখক চমৎকারভাবে হযরত রাসুল (সা.)-এর গৌরবময় জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো লেখনি ও ছবির মাধ্যমে জীবন্ত করে ফুটিয়ে তুলেছেন। চতুর্থ পর্বে- জগত জননী মা ফাতেমা (রা.)-এর গৌরবময় জীবনে অর্থাৎ শৈশব থেকে ওফাত অবধি ঘটে যাওয়া সকল ঘটনা ও তাঁর পবিত্র ব্যবহৃত জিনিসপত্র সম্পর্কে এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যা আমি বহু গ্রন্থ পাঠ করেও খুঁজে পাইনি। পঞ্চম পর্ব- হযরত আলী (কা.)-এর গৌরবময় জীবনীতে লেখক এতটা চমৎকারভাবে গবেষণামূলক তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করেছেন যে হযরত আলী (কা.)-ই জ্ঞানের দ্বার। শুধু তাই নয় লেখক হযরত আলী (কা.)-এর শাসনামলের জটিল জটিল মতপার্থক্য যুক্তি, ঐতিহাসিক দলিল, কুরআন-হাদিস দ্বারা উপস্থাপন করে আমার ব্যক্তিগত কিছু ভুল ধারনার অবসান ঘটিয়েছেন। ৬ষ্ঠ পর্ব- ইমাম হাসান (রা.)-এর গৌরবময় জীবনী দ্বারা সাজানো হয়েছে এই পর্ব। সারা জীবন জেনে এসেছি যে, ইমাম হাসান (রা.)-কে বিষপান করিয়ে শহীদ করা হয়। কিন্তু কিভাবে ও কয়বার বিষপান করানো হয়েছে? তাঁর স্ত্রী কার প্ররোচনায় বিষপান করালো এই বিষয়গুলো অজানা ছিল। এমনকি লেখক কান্নার সাগরে ভাসিয়েছে আমার পাঠক হৃদয়কে বারবার। ৭ম পর্ব- ইমাম হোসাইন (রা.)-এর গৌরবময় জীবনী দ্বারা লেখক বইটির পরিসমাপ্তি টেনেছেন। ইমাম হোাসাইন (রা.) পিতার শাসনামল থেকে কারবালায় নির্মমভাবে শহীদ হওয়া পর্যন্ত প্রতিটি ঘটনা লেখক ফুটিয়ে তুলেছেন। লেখকের লেখনির প্রচেষ্টা যেন পাথরেও ফুল ফুটানোর মতো। অর্থাৎ পাথুরে হৃদয়ও যেন এই জীবনীর বর্ণনা পড়ে ফুপিয়ে কেদে উঠবে। উপসংহার- সবশেষে লেখক প্রফেসর ড. সৈয়দ এ.এফ.এম. মঞ্জুর-এ-খোদা স্যারের প্রার্থনা পড়ে আমি উপলব্ধি করেছি যে দয়াময় প্রভুর নিকট কিভাবে প্রার্থনা করতে হয়। শুধু তাই নয় তিনি সমাজের প্রচলিত একটি বড় ভুল ভাঙিয়ে দিয়েছেন বইয়ের উপসংহারে। কেন বইটি পড়বেন? বইটি কেন পড়বেন? কারণ এটি প্রচলিত সীরাতগ্রন্থের ন্যায় কোনো সাধারণ বই নয়। এটি বিশ্বের ইতিহাসে একমাত্র গ্রন্থ যেখানে আরব ইতিহাস, হযরত মুহাম্মদ (সা.)-এর পূর্বপুরুষগণ, হযরত মুহাম্মদ (সা.), হযরত মা ফাতেমা (রা.), হযরত আলী (কা.), হযরত ইমাম হাসান (রা.), হযরত ইমাম হোসাইন (রা.)-এর জীবনী একত্রে বর্ণনা করা হয়েছে। এমনকি তাদের ব্যবহৃত সামগ্রী, স্মৃতিবিজড়িত স্থান, রওজা ও ঐতিহাসিক মানচিত্র এই বইকে পৃথিবীর বুকে একমাত্র সমৃদ্ধশালী বইয়ে পরিণত করেছে। সর্বোপরি এই অমূল্য গ্রন্থ আমার হৃদয়কে প্রতিটি মুহূর্ত স্পর্শ করেছে। আমি কখনো মৃদু হেসেছি, কখনোবা অঝোর নয়নে কেদেছি, কখনো উৎসাহ পেয়েছি, কখনো নিজের জীবনের লক্ষ্য খুজে পেয়েছি. আবার কখনো অবচেতন মনে ভেবেছি হ্যায় যদি সেই প্রেমের নবির দেখা পেতাম তাহলে বলতাম ইয়া রাসুলাল্লাহ্ আপনাকে ভালোবাসি। যদি একবার আহলে বাইতগণের দেখা পেতাম চিৎকার করে বলতাম হে রাসুলের আহলে বাইত! আপনাদের ভালোবাসি। আজ আমার হৃদয়ে এই বই পাঠের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) ও আহলে বাইতের প্রতি যে অসীম প্রেমের জোয়ার সৃষ্টি হলো সে জন্য লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ ও দি পিপলস ইউনিভার্সিটির প্রফেসর ড. সৈয়দ এ.এফ.এম. মঞ্জুর-এ-খোদা স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
Was this review helpful to you?
or
"স্মৃতি মোবারক" একটি তথ্যবহুল এবং হৃদয়স্পর্শী বই, যেখানে ইসলামের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) এবং তাঁর পরিবার তথা আহলে বাইতের জীবনের বিভিন্ন ঘটনা ও মূল্যবোধ তুলে ধরা হয়েছে।
Was this review helpful to you?
or
বিপুল তথ্য ও ঐতিহাসিক ছবি সংবলিত এই কিতাব খানা পড়ে অনেক কিছু জানতে পারলাম। সেই সাথে হযরত মুহাম্মদ ( সাঃ) এর জীবনী ও আহলে বাইতের জীবনী মোবারক বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া এই কিতাবের মধ্যে তাঁদের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থানের ও জিনিসের ছবি দেওয়া হয়েছে যা অত্যন্ত দূর্লভ ও বিরল। এই জীবনী মোবারক অন্যান্য কিতাব হতে সম্পূর্ণ অনন্য। আশাকরি পাঠক পড়ে বিশেষভাবে উপকৃত হবে।
Was this review helpful to you?
or
দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুর-এ-খোদা স্যারের দীর্ঘ ১০ বছরের গবেষণালব্ধ জ্ঞান দ্বারা রচিত অমূল্য গ্রন্থ "স্মৃতি মোবারক : হযরত মুহাম্মদ (সা.) ও আহলে বাইতের জীবনী" লেখককে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।
Was this review helpful to you?
or
বইটি অসাধারণ ।
Was this review helpful to you?
or
অনেক তথ্য বহুল বইটি। বিশেষ করে রাসুল (সঃ) ও আহালে বায়াতের ব্যবহ্নত স্মৃতি মোবারক আমাকে মুগদ্ধ করছে। ধন্যবাদ লেখককে।
Was this review helpful to you?
or
বইটিতে যেভাবে হযরত রাসূল (সা:) থেকে সকল আহলে বায়াতের জীবনী তুলে ধরা হয়েছে এবং যে সকল তথ্য প্রমাণ দেওয়া হয়েছে তা বর্তমান সময়ে সহজে পাওয়া দুর্লভ।