User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আমি লেখক ড. সৈয়দ এ. কে. এম. মঞ্জুর-এ-খোদা সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাই এই গুরুত্বপূর্ণ বইটি প্রকাশের জন্য। ২০২৫ সালের বই মেলায় এটি সংগ্রহ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। পড়ার পর আমি অনুভব করেছি, ইসলাম ধর্মের ইতিহাসকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয় এবং পাঠকদের মনোযোগ আকর্ষণ করবে। এই বইয়ে ইসলামের স্বর্ণযুগের পাশাপাশি রাসুল (সা.), তাঁর আহলে বাইত ও সাহাবিদের জীবন ও অবদান অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। অন্য কোনো গ্রন্থে এভাবে বিষয়টি তুলে ধরা হয়েছে কি না, তা আমার জানা নেই। বিশেষ করে ইসলামের স্বর্ণযুগের দিকনির্দেশনাগুলো অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তুলে ধরা হয়েছে, যা গবেষণার দাবিদার। আমি লেখকের প্রচেষ্টাকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। বইটি বাংলার পাশাপাশি আরবি, ইংরেজি, ফারসি ও অন্যান্য ভাষায় অনূদিত হলে, বিশ্বব্যাপী আরও পাঠকের কাছে এটি পৌঁছাবে এবং ইসলামের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ থাকবে, বইটির কিছু অংশ পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার জন্য। এটি করলে শিক্ষার্থীরা ইসলামের স্বর্ণযুগ, সাহাবি ও আহলে বাইতের অবদান সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে। আমি সবাইকে এই মূল্যবান বইটি পড়ার জন্য অনুরোধ জানাই।
Was this review helpful to you?
or
লেখক কে জানাই আন্তরিক মোবারকবাদ। যিনি এত কষ্ট করে ১৪০০ বছরের সঠিক তথ্যবহুল এ বইটি আমাদের উপহার দেয়ার জন্য। এটি মূলত আমার কাছে মনে হয় একটি অ্যালবাম। যা এক দৃষ্টিতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর দৃষ্টিনন্দন জীবন কথা। অনেক অজানা তথ্য আমাদের উপহার দেয়া। গত চৌদ্দশ বছর বইতে পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার।
Was this review helpful to you?
or
Omg ? So much informative and rare images, subhanallah
Was this review helpful to you?
or
ড.মঞ্জুর-এ-খোদা স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি রাসূল সাঃ ও পাক পাঞ্জাতনের পূর্ণাঙ্গ জীবনী মোবারক আমাদের মাঝে উপহার দিয়েছেন মহান রাব্বুল আলামিন ও রাহমাতুল্লিল আলামিন যেন স্যারের সহায় হন আমিন।
Was this review helpful to you?
or
কারবালায় ইমাম হোসাইন (রা.) শহীদের পর দয়াল রাসূল (সা.)এর ধর্ম যে কিভাবে বিকৃত হয়েছে তা জানতে পারতাম না, যদি মঞ্জুর স্যারের স্মৃতি মোবারক বইটি না পরতাম। ডঃ মঞ্জুর স্যারকে অভিনন্দন।
Was this review helpful to you?
or
স্মৃতি মোবারক বইটি পড়ে হজরত রাসূল সাঃ ও আহলে বায়াত সম্পর্কে সত্য ও অনেক অজানা তথ্য জানতে পেরেছি। যা অন্যান্য বই পড়ে জানতে পারিনি এইজন্যে লেখক প্রফেসর ডক্টর মঞ্জুরে খোদা স্যার কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।
Was this review helpful to you?
or
Many thanks to the respected author of Smriti Mubarak book for presenting the biography of Prophet (s.) and Ahle Bayat in a beautiful way through this book.
Was this review helpful to you?
or
স্মৃতি মোবারক : হযরত মুহাম্মদ ও আহলে বাইতের জীবনী" বইটি ড. সৈয়দ এ. এফ. এম মঞ্জুর-এ-খোদা কর্তৃক রচিত একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এই বইতে হযরত মুহাম্মদ (সা.) এবং তাঁর আহলে বাইতের (পারিবারিক সদস্যদের) জীবনী ও তাদের অবদান বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ? বইটির প্রথম অংশে, হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন এবং ইসলামের প্রচারের ইতিহাস বর্ণিত হয়েছে। তাঁর জন্ম, নবুওয়াত লাভ, ইসলামের প্রচার, এবং তাঁর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা যেমন হিজরত, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, মক্কা বিজয়, ওহি প্রাপ্তি, এবং হজ ইত্যাদি বিষয় আলোচনা করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করার জন্য লেখকের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Was this review helpful to you?
or
আমার কাছে এটি একটি ব্যতিক্রমধর্মী ইসলামী বই মনে হয়েছে। অনেক অজানা ইসলামী ইতিহাস রয়েছে। এছাড়াও অনেক দূর্লভ ছবি আছে বইটিতে।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ ❤️ স্মৃতি মোবারক সংগ্রহ করেছি । পড়াও শেষ হয়েছে। আসলেই এই কিতাব মোবারক অন্যান্য ঐতিহাসিক জীবনী গ্রন্থ থেকে সম্পূর্ণ আলাদা। সবাইকে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি।আর অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ইমাম ড. সৈয়দ এ. এফ. এম. মঞ্জুর-এ-খোদা স্যার কে।
Was this review helpful to you?
or
Alhamdulillah. Reading this blessed book, which contains great truths and beautiful presentations about Hazrat Muhammad (SM.) and Ahle Bayt, brings peace to my heart. Thank you very much for gifting this book..?
Was this review helpful to you?
or
"স্মৃতি মোবারক : হযরত মুহাম্মদ (সা.) ও আহলে বাইতের জীবনী" গ্রন্থের লেখক ইমাম ড. সৈয়দ এ. এফ. এম. মঞ্জুর-এ-খোদা সাহেবের এক অনবদ্য সৃষ্টি। এ গ্রন্থে ইসলাম ধর্মের ইতিহাস ও হযরত মুহাম্মদ (সা.) এর পূর্বপুরুষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই ইতিহাস পাঠ করে রাসূল (সা.) এর পূর্ব পুরুষ সম্পর্কে অনেক ভুল ধারণা ভেঙ্গে গেছে। হযরত মুহাম্মদ (সা.) যে বংশগতভাবে ধনী ছিলেন এবং তিনি যে আন্তর্জাতিক ব্যবসায়ী ছিলেন তা এই গ্রন্থ পড়েই জানতে পেরেছি। সাহাবায়ে কেরাম ও আহলে বায়াতের ইসলামের প্রতি ত্যাগ ও ভালোবাসা এ গ্রন্থে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। রাসূল (সা.) যে যুদ্ধবাজ ছিলেন না এবং তাঁর বহুবিবাহের যৌক্তিক বিশ্লেষণ এ গ্রন্থে লেখক সুনিপুণ ভাবে তুলে ধরেছেন। এছাড়া আহালে বাইয়াতের সদস্যদের পরিপূর্ণ জীবনী আমাকে তৃপ্ত করেছে। রাসূল (সা.) ও ইসলামের জন্য তাঁদের ত্যাগ ও ভালোবাসা আমাকে ভাসিয়েছে নয়ন জলে। বাংলা ভাষায় এ ধরনের গ্রন্থ ইতোপূর্বে আমার দৃষ্টিগোচর হয়নি। ইসলামের পরিপূর্ণ ইতিহাস জানা এবং বুঝার জন্য সকলের উচিত এই গ্রন্থটি একবার হলেও পড়া। ধন্যবাদ দিয়ে লেখককে ছোট করতে চাই না। লেখক এর সর্বাঙ্গীন সুস্থতা ও দীর্ঘ কামনা করছি।
Was this review helpful to you?
or
এই বইটি একটি অসাধারণ বই। এই বইটি পড়লে হযরত রাসূল (সা) ও তার আহলেবায়েত সম্পর্কে বিস্তারিত জানা যায়। আমি এই বইটি পড়তেছি এবং হযরত রাসূল (সা) সম্পর্ক অনেক কিছু জেনেছি সবচেয়ে মজার বিষয় হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা) কিভাবে তিনি বিবাহ বন্ধনে হযরত খাদিজা (রা) সাথে আবদ্ধ হয়েছিলেন।
Was this review helpful to you?
or
স্মৃতি মোবারক কিতাবটি অনেক তথ্য বহুল,, হযরত রাসূল (সাঃ) ও তাঁর আহলে বাইত প্রেমিকদের জন্য খুবই সুন্দর একটি বই, বিশেষ করে এই কিতাবের কিছু দুর্লভ ছবি ও ঘটনা আমাকে মুগ্ধ করেছে, লেখক ড.সৈয়দ এ.এফ.এম.মন্জ্ঞুরে-এ-খোদা অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় বইটি উপস্থাপন করেছে এতে বইটি পড়ে সহজেই বুঝতে পারছি, এই জন্য উনাকে ধন্যবাদজ্ঞাপন করছি।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাই ইমাম ড. সৈয়দ এ, এফ, এম মঞ্জুর-এ-খোদা স্যারকে। যাঁর অক্লান্ত পরিশ্রমের ফলে মুহাম্মদ (স.) ও আহলে বাইত সম্পর্কে এতো সুন্দর ও তথ্যবহুল একটি বই পেলাম।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর নিকট শুক্রিয়া উনি দয়া করে আমাকে এই গ্রন্থ সংগ্রহ করার সুযোগ করে দিয়েছেন। এই গ্রন্থে আমি অনেক অজানা সত্য জানিতে পেরেছি এবং অনেক অদেখা ছবি যা রাসুলের স্মৃতি বহন করে তা দেখতে পেয়েছি। রাসুল (সঃ) এর এবং উনার আহলে বাইতের জীবনী এবং স্মৃতি মোবারক এত সুন্দর করে পরিবেশনের জন্য প্রিয় শিক্ষক ড. মঞ্জুর-এ-খোদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
Was this review helpful to you?
or
বিপুল পরিমাণ তথ্য ও ছবি সংবলিত এই কিতাব পাঠক কে মুহূর্তেই অন্য এক ভিন্ন অনুভূতি এনে দেয়। অন্যান্য কিতাব হতে এই গ্রন্থে ঐতিহাসিক মানচিত্রের ছবি দেওয়ার কারণে সে সময়ের আরবের চিত্র সহজভাবে ফুটে উঠেছে। এই কিতাব খানা পড়ে আমি সত্যিই অনেক কিছু জানতে পারলাম। তাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ইমাম ডঃ সৈয়দ এ.এফ.এম মঞ্জুর-এ-খোদা শ্রদ্ধেয় রচয়িতা সমীপে।
Was this review helpful to you?
or
ইতোপূর্বে হযরত মোহাম্মদ (সা.) ও তাঁর পরিবারের সদস্যদের সম্পর্কে এত সাবলীল ও তথ্যবহুল গ্রন্থ আমি আগে কখনো পাইনি। আমি আন্তরিকভাবে এই মহাগ্রন্থের লেখক কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এত সুন্দর ও ঘটনাবহুল গ্রন্থটি প্রত্যেক মুসলিমের প্রাণের স্পন্দন হবে একজন পাঠক হিসেবে এই কামনা করছি। আমি আবারও এই গ্রন্থের লেখকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
Was this review helpful to you?
or
সত্যি বলতে আশ্চর্য হলাম! এক কিতাবের মধ্যে আল্লাহর রাসূল ﷺ এর জীবনী আবার উনার সবচেয়ে প্রিয় জনদের জীবনী আবার বিভিন্ন ইসলামীক স্থান না জানা ইসলামিক ইতিহাস,মানে কি বলবো এককথায় অসাধারণ লেখক ইমাম ড.সৈয়দ এ.এফ.এম. মঞ্জুর-এ-খোদা এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এমন একটি কিতাব উপহার দিয়েছেন তার জন্য।।।♥️
Was this review helpful to you?
or
হযরত মুহাম্মদ (সাঃ) ও আহলে বাইতের জীবনী মোবারক (স্মৃতি মোবারক) নামক এই জীবনী গ্রন্থে হযরত মুহাম্মদ (সাঃ) ও ও তাঁর আহলে বাইতগনের ধারাবাহিক জীবনী বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইতিহাস গ্রন্থে আহলে বাইতগনের ধারাবাহিক জীবনী মোবারক পাওয়া যায় না বললেই চলে। শুধু তাই নয় তাঁদের স্মৃতি বিজড়িত স্হান ও ব্যাবহৃত জিনিস পত্রের ছবি সমূহ দেওয়া হয়েছে। এছাড়া ঐতিহাসিক মানচিত্রের ছবি দেওয়ার কারণে এই কিতাব অন্যান্য কিতাব হতে অনন্য। তাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই অসাধারণ গ্রন্থের মহান রচয়িতা ইমাম ডঃ সৈয়দ এ.এফ.এম মঞ্জুর-এ-খোদা স্যার কে।
Was this review helpful to you?
or
Alhamdulillah after a long wait the desired time has come. This book is an invaluable resource for the people of the world. By reading this book we can further ignite our knowledge. Inshallah there will be a festive atmosphere on the day of publication of this book.?
Was this review helpful to you?
or
ধন্যবাদ ড. মঞ্জুর- এ- খোদা স্যার কে, উনার এত সুন্দর লেখনি আমার জীবনে আমি এমন বই পাই নাই, বইটা যতই পড়ি ততই মুগ্ধ হই মনে হচ্ছে বাস্তব উপলব্ধি । আপনার বইটি পড়ে আমরা অজানা অনেক তথ্য পেয়েছি তাই আপনার কাছে চির কৃতজ্ঞ ।
Was this review helpful to you?
or
"স্মৃতি মোবারক" বইটি হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর আহলে বাইতের জীবন ও গুণাবলি সম্পর্কে গভীর ও গবেষণালব্ধ বিশ্লেষণ উপস্থাপন করে। ইমাম ড. সৈয়দ এ. এফ. এম. মঞ্জুর-এ-খোদার লেখনী সহজবোধ্য ও প্রাঞ্জল, যা পাঠককে ইতিহাস ও আধ্যাত্মিকতার সমৃদ্ধ জগতে নিয়ে যায়। এটি ইসলামিক জ্ঞানার্জনের জন্য চমৎকার একটি গ্রন্থ।
Was this review helpful to you?
or
Alhamdulillah I had the privilege of reading this blessed book,very informative and important book.
Was this review helpful to you?
or
ধন্যবাদ স্যার? সকলে এই সুন্দর এবং বহু মূল্যবান বই মোবারক পড়ার সুযোগ করে দেওয়ার জন্য❤️
Was this review helpful to you?
or
প্রিয় শিক্ষক ড. সৈয়দ এ. এফ. এম. মঞ্জুর-এ-খোদা স্যার এর স্মৃতি মোবারক বইটি পড়ার সুজুগ হয়েছে। লেখক তাঁর লিখিনিতে মানব ইতিহাসের সূচনা লগ্ন থেকে শুরু করে রাসূল (সাঃ)ও আহলে বাইতের জীবনী সহজ ও প্রঞ্জল ভাষায় তুলে ধরেছেন তা সত্যিই আমাকে মুগ্ধ করেছে। তৎকালীন আরব ইতিহাস, ঐতিহ্য ও পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে নতুন তথ্য জানার সুজুগ হয়েছে। সর্বোপরি রাসূল (সাঃ)ও আহলে বাইতের জীবনী জানার জন্য বইটি অমূল্য সম্পদ।
Was this review helpful to you?
or
'স্মৃতি মোবারক: হযরত মুহাম্মদ (সা:) ও আহলে বাইতের জীবনী' - নামক গ্রন্থে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর আহলে বাইত তথা শেরে খোদা হযরত আলী (কা.), নবীনন্দিনী হযরত ফাতেমা (রা:), নবিদৌহিত্র ইমাম হাসান (রা) ও ইমাম হোসাইন (রা:) এই পাঁচ জনের পূর্নাঙ্গ জীবনী রয়েছে। শুরুতে আরব ইতিহাস ও হযরত মুহাম্মদ (সা) এর পূর্বপুরুষ ও পিতা-মাতার জীবনী তুলে ধরা হয়েছে, যার ফলে অনেক কিছুর প্রেক্ষাপট বুঝতে সুবিধা হয়েছে। গ্রন্হটিতে প্রত্যেকের জীবনের ঘটনাবলী কোরআন হাদিস ও অন্যান্য অকাট্য দালিলিক প্রমাণ সহ সাবলীল ভাষায় এবং তথ্যসমৃদ্ধ ভাবে উপস্থাপন করা হয়েছে। বিশেষত নানান গূরুত্বপূর্ণ স্থান, বস্তুর প্রচুর দূর্লভ চিত্র ও ভৌগলিক ম্যাপ থাকায় বইটি অত্যন্ত জীবন্ত হয়ে উঠেছে। এ গ্রন্থটি পাঠ করার সময় বারবার মনে হচ্ছিল যেন আমি সেই ঘটনাবলীর অংশ হয়ে গিয়েছি। কখনো কখনো তন্ময় হয়ে থাকতাম। কখনো বা মনের অজান্তেই চোখের পানি গড়িয়ে পরতো। এখানে জানতে পারলাম আমাদের রাসূল (সা:) বংশানুক্রমিকভাবেই অত্যন্ত ধনী ও বিত্তশালী ছিলেন, আন্তর্জাতিক ব্যবসায়ী ছিলেন। ইসলাম ধর্মের জন্য হযরত মুহাম্মদ (সা) ও তাঁর আহলে বাইতগণের অবর্ণনীয় ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য, সত্যের উপর অবিচলতা ও সৃষ্টির প্রতি মায়া, মমতা, উদারতা, মহানুভবতা ও মানবতা ইতিহাসে অনন্য । অনেক অজানা ঘটনার বিবরণ, ভাষার সহজ সরল প্রয়োগ, দুর্লভ চিত্র ও ম্যাপ সম্বলিত এরূপ জীবনী (হযরত মুহাম্মদ (সা:) ও আহলে বাইতের উপর একত্রে) বাংলা কিংবা অন্য ভাষায় আছে কিনা আমার জানা নাই। এটি বিশেষত ইতিহাস ও ধর্মীয় বিভাগের ছাত্রছাত্রীরা টেক্সট বা রেফারেন্স বুক হিসেবে সহায়ক হবে। সর্বোপরি বাংলা ভাষায় এমন একটি অনবদ্য সৃষ্টির জন্য লেখক ইমাম ড. এ.এফ.এম. মঞ্জুর-এ-খোদা' স্যারের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা ও অভিনন্দন । হযরত মুহাম্মদ (সা.) ও আহলে বাইতের উপর আমার জানামতে তিনিই প্রথম এমন ঐতিহাসিক গ্রন্থ রচনা করেছেন। মহান রাব্বুল আলামীনের কাছে স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
Was this review helpful to you?
or
স্মৃতি মোবারক, রাসূল (সা:)জীবনে এত সুন্দর সুন্দর ঘটনা আছে আমরা তো জানতামই না, মঞ্জুর স্যার এত সুন্দরভাবে ঘটনাগুলো উপস্থাপন করেছেন তা সত্যিই মনমুগ্ধকর, শুধু তাই নয় আরবের সমৃদ্ধ ইতিহাস জানতে পারলাম, রাসুল (সা) এবং তার আহলে বায়াতের সম্পর্কে জানতে পারলাম, দা পিপলস ইউনিভার্সিটির প্রফেসর ডঃ মঞ্জুর খোদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আশা করি স্যার থেকে ভবিষ্যৎ ও সুন্দর সুন্দর বই পাব.
Was this review helpful to you?
or
স্মৃতি মোবারক বইটি লেখার জন্য মঞ্জুর স্যার কে অনেক ধন্যবাদ
Was this review helpful to you?
or
লেখকের অসাধারণ বই দেখে মুগ্ধ হয়ে গেলাম। এইখান থেকে আহলে বায়াত সম্পর্কে লেখক মনো মুগ্ধকর লেখা আসলেই মন ছুয়ে যায়
Was this review helpful to you?
or
স্মৃতি মোবারক বইটি পড়ে লেখক এর প্রতি আরো সম্মান ও শ্রদ্ধাবোধ বেড়ে গেল। ইতিপূর্বে লেখক ডঃ মন্জুর এ খোদা স্যারের বই পড়ে অনেক কিছু শিখেছি, কিন্তু আহলে বায়াতের জীবনী নবী মুহাম্মদ (সাঃ) জীবনী এক বইতে পেয়ে সত্যি অভিভূত হয়েছি। অনেক অজানা তথ্য জানতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এত তথ্য বহুল বই আমার জীবনে দেখা প্রথম। বিশেষ করে ইসলামের প্রাগৈতিহাসিক বিভিন্ন ছবি সম্মিলিত স্মৃতিগুলো।
Was this review helpful to you?
or
অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় স্যার ড. মঞ্জুর-এ-খোদা স্যারকে। যিনি রাসুলুল্লাহ হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী এবং তার আহলে বাইতগনের জীবনী এবং তাদের স্মৃতি বিজরিত বিভিন্ন ঘটনা এবং ছবি সম্বলিত বর্ননা আমাদের সামনে উপস্থাপন করেছেন। যা থেকে আমরা রাসুল (সঃ) এর আহলে বাইতের অবদান সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। সাথে ছবিগুলা দেখে ঘটনা গুলা পড়লে মনে হয় নিজ চোখে সব দেখছি। রাসুল (সঃ) এর অনেক বই পড়েছি কিন্তু এমন সুন্দর তথ্য এবং ছবি সহকারে বর্ননা আর কখনো পড়িনি। আশা করি এ বইটি যে পড়বে সেও রাসুলের এবং আহলে বাইতের সম্পর্কে অনেক অজানা কিছু জানতে পারবে এবং তাদের অবদান সম্পর্কে জানতে পারবে।। এখানে যেমন সুন্দর করে রাসুল (সঃ) এর পূর্বপুরুষদের ঘটনা তাদের বংশ এবং গোত্রের বর্ননা দেওয়া হয়েছে এতে বুঝা যায় রাসুল (সঃ) এবং উনার পূর্বপুরুষ গন মক্কার বাদশা ছিলেন। এক কথা অসাধারন একটা গ্রন্থ। এই গ্রন্থখানা সংগ্রহ করতে পেরেছি তাই মহান রাব্বুল আলামীনের কাছে অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করছি। ধন্যবাদ
Was this review helpful to you?
or
"স্মৃতি মোবারক" গ্রন্থটি হযরত মুহাম্মদ (সা.) ও আহলে বাইতের জীবনী নিয়ে ইমাম ড. সৈয়দ এ. এফ. এম. মঞ্জুর-এ-খোদা স্যারের গভীর গবেষণালব্ধ রচনা। বইটি তথ্যসমৃদ্ধ, প্রাঞ্জল ভাষায় রচিত এবং ঐতিহাসিক বিশ্লেষণে সমৃদ্ধ। পাঠকদের জন্য এটি অত্যন্ত মূল্যবান ও প্রেরণাদায়ক এক সংকলন।
Was this review helpful to you?
or
সত্যিই বইটি অনেক সুন্দর। বইটি পড়লে মনে হয় আমি ঘটনাস্থলে দাঁড়িয়ে আছি। অসম্ভব সুন্দর এই বইয়ের লেখক কে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আমাদেরকে রাসুল (সাঃ) এবং আহলে বায়াত সম্পর্কে এত সুন্দর ধারণা দেওয়ার জন্য।
Was this review helpful to you?
or
ধন্যবাদ জানাই স্মৃতি মোবারক বইয়ের লেখক জনাব ইমাম ড. সৈয়দ এ. এফ. এম. মঞ্জুর-এ-খোদা সাহেবকে, ২০২৫ সালের বই মেলায় এই বইটি প্রকাশ করার জন্য। যতটুকু পড়েছি তাতে অনেক অভিভূত হয়েছি এই বইটিতে ইসলাম ধর্মের ইতিহাস যে ভাবে পর্যালোচনা করা হয়েছে তা আমার মত প্রতিটি মানুষকে আকৃষ্ট করবে। এই বইয়ে ইসলাম ধর্মের স্বর্ন যুগের ইতিহাসের পাশাপাশি রাসূল (স.), তার আহলে বায়াত এবং সাহাবীদের যে ভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা অন্য কোন বইতে আছে কি না বা প্রকাশ পেয়েছে কি না আমার জানা নাই। এই বইটিতে আরবের স্বর্ন যুগের যে সকল নির্দশন গুলো তুলে ধরা হয়েছে তা আসলেই প্রশংশার দাবি রাখে। আমি বইয়ের লেখকে অনুরোধ যানাচ্ছি বইটি বাংলা ভাষার পাশাপাশি আরবি, ইংরেজি, ফারসি এবং অন্যান্য ভাষায় রূপান্তর কারার জন্য যা পৃথিবীর অন্য ভাষাভাষি দের ইসলাম ধর্মের কর্নধার হযরত রাসূল (স.) এবং তার আহলে বায়তদের জীবনি সম্পর্কে জানতে সাহায্য করবে এবং পাশা পাশি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ এই বইয়ের কিছু অংশ সিলেবাস আকারে বিভিন্ন ক্লাসের পাঠ্য পুস্তাকে লিপিবদ্ধ করার জন্য তাহলে বাংলাদেশের স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষাথীরাও ইসলাম ধর্মের সাহাবীদের এবং আহলে বায়াতদের অবদান, তাদের ত্যাগ এবং তাদের জীবনি সম্পর্কে জানতে পারবে। তাই আমি পাঠকদের অনুরোধ করব বইটি পড়ার জন্য।
Was this review helpful to you?
or
বইটা পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে | অসংখ্য ধন্যবাদ জানাই ইমাম ড. সৈয়দ এ. এফ. এম মঞ্জুর - এ - খোদা স্যারকে
Was this review helpful to you?
or
প্রিয় শিক্ষক ড. সৈয়দ এ. এফ. এম মঞ্জুর-এ-খোদা কর্তৃক রচিত ''স্মৃতি মোবারক : হযরত মুহাম্মদ ও আহলে বাইতের জীবনী" গ্রন্থটিতে হযরত মুহাম্মদ (সা.) এবং তাঁর আহলে বাইতের (পারিবারিক সদস্যদের) জীবনী ও তাদের অবদান বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
Was this review helpful to you?
or
ধন্যবাদ জানাই স্মৃতি মোবারক বই এর লেখক ড.মঞ্জুরে খোদা স্যার কে.বইটি পরে আহলে বাইত সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি
Was this review helpful to you?
or
বইটি পড়ে এমন কিছু তথ্য জানতে পারলাম যেগুলো সচরাচর বই গুলাতে পাওয়া যায় না এবং রাসুল সঃ এর দূলর্ভ ছবি গুলা দেখে আবেগে আবৃত হয়ে গেছিলাম। ধন্যবাদ ড. মঞ্জুর এ খোদা স্যারকে এতো সুন্দর একটি বই লেখার জন্য
Was this review helpful to you?
or
very informative book Mashallah
Was this review helpful to you?
or
এককথায় অসাধারণ একটি বই!
Was this review helpful to you?
or
"স্মৃতি মোবারক : হযরত মুহাম্মদ ও আহলে বাইতের জীবনী" বইটি ড. সৈয়দ এ. এফ. এম মঞ্জুর-এ-খোদা কর্তৃক রচিত একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এই বইতে হযরত মুহাম্মদ (সা.) এবং তাঁর আহলে বাইতের (পারিবারিক সদস্যদের) জীবনী ও তাদের অবদান বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। বইটির মূল বিষয়বস্তু: হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ? বইটির প্রথম অংশে, হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন এবং ইসলামের প্রচারের ইতিহাস বর্ণিত হয়েছে। তাঁর জন্ম, নবুওয়াত লাভ, ইসলামের প্রচার, এবং তাঁর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা যেমন হিজরত, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, মক্কা বিজয়, ওহি প্রাপ্তি, এবং হজ ইত্যাদি বিষয় আলোচনা করা হয়েছে। আহলে বাইতের জীবনী ? বইটির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো হযরত মুহাম্মদ (সা.)-এর আহলে বাইতের (পারিবারিক সদস্যদের) জীবনী। এখানে হযরত আলী (রা.), হযরত ফাতিমা (রা.), হযরত হাসান (রা.), হযরত হুসাইন (রা.), এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আহলে বাইতের সদস্যদের জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে। আহলে বাইতের ইসলামে ভূমিকা ? আহলে বাইতের অবদান এবং তাদের ইসলামের প্রতি নিষ্ঠা, ত্যাগ ও দৃষ্টান্তমূলক জীবনের আলোচনা করা হয়েছে। বিশেষভাবে হযরত আলী (রা.)-এর তাওয়াক্কুল, জ্ঞান, ন্যায় এবং অর্জন ও হযরত ফাতিমা (রা.)-এর ভূমিকা ও ইসলামের প্রতি তাঁর দানে গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামের মৌলিক ধারণা ? বইটি ইসলামের মৌলিক বিষয়সমূহ যেমন ইবাদত, শরীয়ত, তাওহিদ, রাসূলুল্লাহর সন্নিধান এবং আল্লাহর নির্দেশনা নিয়েও আলোচনা করে। বইটির বৈশিষ্ট্য: ঐতিহাসিক তথ্য: বইটি ঐতিহাসিক ঘটনা এবং ইসলামি ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুবই বিস্তারিতভাবে বর্ণনা করেছে। সাধারণ পাঠকের জন্য সহজ: লেখক সহজ ভাষায়, অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলকভাবে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বর্ণনা করেছেন। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি: লেখক ইসলামের আধ্যাত্মিকতা এবং আহলে বাইতের মহিমা ও সাধনার কথা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। বিশ্বস্ততার প্রতি গুরুত্ব: ড. মঞ্জুর-এ-খোদা ইসলামের ইতিহাস এবং ব্যক্তিত্বগুলো যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করেছেন, যাতে পাঠক ইতিহাসের প্রতি তার বিশ্বস্ততা বুঝতে পারে। উপসংহার: এই বইটি ইসলামিক ইতিহাসের অনুসন্ধিৎসু পাঠকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষভাবে যারা হযরত মুহাম্মদ (সা.) এবং আহলে বাইতের জীবন ও অবদান সম্পর্কে আরও জানতে আগ্রহী, তাদের জন্য এটি একটি মূল্যবান গ্রন্থ। পরিশেষে ড. মঞ্জুর স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটা বই উপহার আমাদেরকে দেওয়ায় জন্য আবারও মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি (আলহামদুলিল্লাহ)
Was this review helpful to you?
or
আমি এই অমূল্য বইটি কিনেছি, প্রতিদিন অল্প অল্প করে পড়ছি, আমি রাসুল সা. এবং আহলুল বায়াতের যত বই পড়েছি, এই বইটি আমার কাছে সবচাইতে অথেনটিক লেগেছে। এখানে এত স্মৃতি মোবারকের ছবিসহ বর্ণনা আছে যা অন্য কোন বইতে পাইনি, আর রেফারেন্স গুলা অসাধারণ, বইটি পড়লে ভিজুয়ালাইজেশন হয় মনে হয় রাসুল সা. সাথে ঘটে যাওয়া ঘটনা আমার চোখের সামনে ঘটছে। শুভকামনা ❤️
Was this review helpful to you?
or
‘স্মৃতি মোবারক’ গ্রন্থটি হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর আহলে বাইতের পূর্ণাঙ্গ জীবনী নিয়ে অনন্য এক সংকলন। এতে নবিজির (সা.) পূর্বপুরুষদের ইতিহাস, নবুয়ত লাভ, মদিনা জীবন ও আহলে বাইতের গৌরবোজ্জ্বল জীবনগাঁথা সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। বইটির বিশেষ বৈশিষ্ট্য হলো ৫৬১টি দুষ্প্রাপ্য ছবি ও ১৯টি মানচিত্র সংযোজন, যা ইতিহাসকে জীবন্ত করে তুলেছে। এতে ইসলামের প্রকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে এবং তাসাউফের আলোকে নবিজির (সা.) জীবনদর্শন ব্যাখ্যা করা হয়েছে। এটি প্রতিটি আশেকে রাসুলের জন্য অবশ্যপাঠ্য, যা নবিজি (সা.) ও আহলে বাইতের প্রতি ভালোবাসা ও অনুসরণের পথ দেখায়।
Was this review helpful to you?
or
Alhamdulillah That’s really awesome , thanks to the writer to assemble the book with such valuable evidence with reference & pictures also. Have best wishes….
Was this review helpful to you?
or
"স্মৃতি মোবারক" একটি তথ্যবহুল এবং হৃদয়স্পর্শী বই, যেখানে ইসলামের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) এবং তাঁর পরিবার তথা আহলে বাইতের জীবনের বিভিন্ন ঘটনা ও মূল্যবোধ তুলে ধরা হয়েছে।
Was this review helpful to you?
or
অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় শিক্ষক ড. মঞ্জুর-এ-খোদা স্যারকে। যিনি রাসুলুল্লাহ হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী এবং তার আহলে বাইতগনের জীবনী এবং তাদের স্মৃতি বিজরিত বিভিন্ন ঘটনা এবং ছবি সম্বলিত বর্ননা আমাদের সামনে প্রশ করেছেন। যা থেকে আমরা রাসুল (সঃ) এর আহলে বাইতের অবদান সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। সাথে ছবিগুলা দেখে ঘটনা গুলা পড়লে মনে হয় নিজ চোখে সব দেখছি। রাসুল (সঃ) এর অনেক বই পড়েছি কিন্তু এমন সুন্দর তথ্য এবং ছবি সহকারে বর্ননা আর কখনো পড়িনি।আশা করি এ বইটি যে পড়বে সেও রাসুলের এবং আহলে বাইতের সম্পর্কে অনেক অজানা কিছু জানতে পারবে এবং তাদের অবদান সম্পর্কে জানতে পারবে। । এখানে যেমন সুন্দর করে রাসুল (সঃ) এর পূর্বপুরুষদের ঘটনা তাদের বংশ এবং গোত্রের বর্ননা দেওয়া হয়েছে এতে বুঝা যায় রাসুল (সঃ) এবং উনার পূর্বপুরুষ গন মক্কার বাদশা ছিলেন। এক কথা অসাধারন একটা গ্রন্থ। এই গ্রন্থখানা সংগ্রহ করতে পেরেছি তাই মহান রাব্বুল আলামীনের কাছে অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করছি। ধন্যবাদ
Was this review helpful to you?
or
সত্যিই “স্মৃতি মোবারক “একটি হৃদয়স্পর্শী গ্রন্থ।বইটি পড়ে আমার অভিব্যক্তি হলো, স্যার ড. এ.এফ. এম. মঞ্জুর-এ-খোদা তাঁর লেখনীতে এমন এক সহজাত ভাষার ব্যবহার করেছেন, যা পাঠকদের পাঠে আকৃষ্ট করবে । শুধু তাই নয় তাঁর বর্ণনার কৌশল এবং ভাষার সৌন্দর্য বইটিকে অত্যন্ত মনোগ্রাহী করে তুলেছে।এবং এই তহ্যবহুল বইটি ধর্মপ্রাণ মানুষের জ্ঞ্বানের পরিধি বিস্তৃত করতে সক্ষম।
Was this review helpful to you?
or
বইটি অসাধারণ ।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ্! আলহামদুলিল্লাহ্! আলহামদুলিল্লাহ্! মহান রাব্বুল আলামিনের নিকট লাখো শোকরিয়া “স্মৃতি মোবারক : হযরত মুহাম্মদ (সা.) ও আহলে বাইতের জীবনী” গ্রন্থখানা শেষ পর্যন্ত পড়তে পেরেছি। এই অমূল্য গ্রন্থখানা পড়তে পেরে আমি সত্যিই অত্যন্ত আনন্দিত। বইটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য- “স্মৃতি মোবারক : হযরত মুহাম্মদ (সা.) ও আহলে বাইতের জীবনী” লেখকঃ দি পিপলস ইউনিভার্সিটির প্রফেসর ড. সৈয়দ এ.এফ.এম. মঞ্জুর-এ-খোদা। স্মৃতি মোবারক গ্রন্থটি প্রথমে হাতে নিয়েই এর অসাধারণ কাভার ও প্যাকেজিং আমাকে মুগ্ধ করে। বইটি পড়ার পূর্বে আমি চিরচিরায়িত অভ্যাস মোতাবেক এর ভুমিকা অধ্যায়ন করে লেখকের চমৎকার অভিব্যক্তি জানতে পারি। লেখক প্রফেসর ড. সৈয়দ এ.এফ.এম মঞ্জুর-এ-খোদা মনে করেন যে, সমাজের মানুষ হযরত রাসুল (সা.) ও আহলে বাইতের প্রকৃত জীবনী ও স্মৃতি সম্বলিত ছবিসমূহ একসাথে জানতে ও দেখতে পারলেই তাঁর দীর্ঘ ১০ বছরের গবেষণার সার্থকতা। স্মৃতি মোবারক গ্রন্থটির বিশেষত্ব কী? আলহামদুলিল্লাহ্! মহান মালিকের অপার দয়ায় শত শত সীরাত গ্রন্থ পড়ার সুযোগ হয়েছে। তবে আমি এই সকল সীরাতগ্রন্থ ও স্মৃতি মোবারক গ্রন্থের মধ্যে এক বিশাল পার্থক্য লক্ষ্য করেছি। প্রথমত, হযরত রাসুল (সা.)-এর গৌরবময় জীবন মোবারক অর্থাৎ জন্ম থেকে ওফাত পর্যন্ত ধারাবাহিকভাবে বর্ণনা পাওয়া যায় না বললেই চলে। বেশিরভাগ সীরাতগ্রন্থকার হযরত রাসুল (সা.)-এর জীবনী লিখতে গিয়ে কোনো সাহাবী কিংবা কোনো কাফের অথবা কোনো অপ্রসাঙ্গিক ঘটনার বর্ণনা করে সীরাতের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন নি। অথচ স্মৃতি মোবারক গ্রন্থটি ১০০০ পৃষ্ঠার হওয়া সত্ত্বেও এত বিশাল এক গ্রন্থে হযরত রাসুল (সা.)-এর জীবনী প্রাসঙ্গিকভাবে গবেষণালব্ধ তথ্য-উপাত্ত ও কোরান হাদিস ও যুক্তির মাধ্যমে অত্যন্ত প্রাঞ্জলভাষায় বর্ণনা করেছেন। যেখানে ধারাবাহিকতার বিঘ্নতা হয়নি বললেই চলে। লেখক এতটাই সৃজনশীলতার পরিচয় দিয়েছেন যে, যেখানেই জীবনী মোবারকের কোনো প্রকার ধারাবাহিকতায় বিঘ্নতা সৃষ্টি হতে পারে সেখানেই তিনি পাঠককে স্মরণ করিয়ে দিয়েছেন ধারাবাহিক ঘটনার কোন পর্যায়ে পাঠক পুনরায় ফিরে যাবে। দ্বিতীয়ত, স্মৃতি মোবারক গ্রন্থটি অন্য সকল গ্রন্থ থেকে আলাদা হওয়ার প্রধান কারণ- গ্রন্থটিতে হযরত রাসুল (সা.) ও তাঁর পবিত্র আহলে বাইতের ব্যবহৃত জিনিসপত্র, তাঁদের স্মৃতি ধারণ করে এমন স্থান, বস্তু, বাসস্থান-এর ৫৬১টি ছবি ও তৎকালীন সময়ের ১৯টি মানচিত্র। সত্যি বলতে আমি যখনই এই অমূল্য ছবিসমূহ দেখছিলাম ও জীবনী মোবারকের ঘটনাগুলো পড়ছিলাম তখনই মনে হচ্ছিল আমি যেন সেই ঘটনা নিজ চোখে প্রত্যক্ষ করছি। কি অনবদ্য রচনা! স্মৃতি মোবারক পাঠ করে যা জানতে পারলামঃ স্মৃতি মোবারক গ্রন্থটি হযরত রাসুল (সা.) ও আহলে বাইতের জীবনী সংক্রান্ত হলেও আমি বিস্ময়ে হতবাক হয়েছি গ্রন্থের প্রথম পর্ব- আরব ইতিহাস এত সুন্দর ও গোছানোভাবে জানতে পেরেছি। আরও বেশি আলোড়িত হয়েছি দ্বিতীয় পর্ব- হযরত মুহাম্মদ (সা.)-এর সম্মাণিত পূর্বপূরুষগণের জীবনী ও তাঁদের ব্যবহৃত জিনিসপত্র সম্পর্কে জানতে পেরে। আসলে আমার মনে অনেক বদ্ধমুল ধারণা ছিল। প্রফেসর ড. সৈয়দ এ.এফ.এম. মঞ্জুর-এ-খোদা স্যারের এই গ্রন্থ পড়ে আমি সেইসব বদ্ধমুল ধারণা থেকে পরিত্রান পেতে শুরু করলাম। আমি জানতাম হযরত রাসুল (সা.)-এর পিতা-মাতা মুসলমানই ছিলেন না তারা ছিল মুশরিক (নাউজুবিল্লাহ্) কিন্তু এই গ্রন্থটি পড়ে জানতে পারলাম যে, হযরত রাসুল (সা.)-এর পূর্ব-পুরুষ থেকে শুরু করে তাঁর পিতা-মাতা সকলেই ছিলেন উচ্চ পর্যায়ের মুমিন। তাঁরা হযরত ইব্রাহিম (আ.)-এর শরিয়ত ও বিধি-বিধানের অনুসরণ করতেন। অতঃপর তৃতীয় পর্ব- হযরত মুহাম্মদ (সা.)-এর গৌরবোজ্জল জীবনী মোবারক পড়তে গিয়ে এক পরম শান্তি অনুভব করলাম। হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, শৈশবেই পিতার ইন্তেকাল, দুধমাতার নিকট প্রতিপালন, মা আমিনা (আ.)-এর চলে যাওয়ার ঘটনা, দাদার অভিভাবকত্বে প্রতিপালন, চাচার অভিভাবকত্বে প্রতিপালন, বাল্যকাল, কিশোরজীবন, যুবক থেকে আলামিন মুহাম্মদ, আলামিন থেকে সাংসারিক মুহাম্মদ, একই সাথে সংসার, প্রতিবেশি, আত্মীয়তা ও সর্বকালের শ্রেষ্ঠ জীবন-বিধান ইসলামের প্রচার, প্রচার করতে গিয়ে অসহ্য যন্ত্রণা ও অত্যাচারের স্বীকার। তবু আল্লাহর প্রতি পরিপরিপূর্ণ নির্ভরশীল। প্রাণপ্রিয় জীবনসঙ্গিনীর মা খাদিজা (রা.) ও চাচা হযরত আবু তালিব (রা.)-এর চলে যাওয়ার শোকে বিচ্ছেদ যাতনা, তারই মধ্যে কাফেরদের একের পর এক ষড়যন্ত্র যেন প্রতিনিয়ত আখেরি নবীকে এক অসহনীয় পীড়া দিত। ঠিক সেই মুহুর্তে মহান রাব্বুল আলামিন মেরাজে নিয়ে বন্ধু, প্রিয় হাবিব রাহমাতাল্লিল আলামিনের সকল যন্ত্রণা নিমিষেই দূর করে দিলেন। স্বজাতির ষড়যন্ত্রে প্রিয় জন্মভুমি ত্যাগ করে যখন মদিনায় গেলেন সেখানেও খ্রিষ্টান ও ইহুদিদেরে ষড়যন্ত্রের স্বীকার হতে লাগলেন। এভাবেই একসময় সর্বশ্রেষ্ঠ মহামানব, রাহমাতাল্লিল আলামিন হযরত মুহাম্মদ (সা.) এর শিক্ষা হৃদয়ে ধারণ করে জাহেলিয়ার সেই নিকৃষ্ট জাতিই সমগ্র পৃথিবীর মুসলমানগণের মধ্যে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়ে উঠল। এরপর বিদায় হজ শেষে গাদিরে খুমে আহলে বাইতের অন্যতম সদস্যকে হযরত আলী (কা.)-কে মুসলিম জাতির অভিবাবক ঘোষণা করে গেলেন। লেখক চমৎকারভাবে হযরত রাসুল (সা.)-এর গৌরবময় জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো লেখনি ও ছবির মাধ্যমে জীবন্ত করে ফুটিয়ে তুলেছেন। চতুর্থ পর্বে- জগত জননী মা ফাতেমা (রা.)-এর গৌরবময় জীবনে অর্থাৎ শৈশব থেকে ওফাত অবধি ঘটে যাওয়া সকল ঘটনা ও তাঁর পবিত্র ব্যবহৃত জিনিসপত্র সম্পর্কে এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যা আমি বহু গ্রন্থ পাঠ করেও খুঁজে পাইনি। পঞ্চম পর্ব- হযরত আলী (কা.)-এর গৌরবময় জীবনীতে লেখক এতটা চমৎকারভাবে গবেষণামূলক তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করেছেন যে হযরত আলী (কা.)-ই জ্ঞানের দ্বার। শুধু তাই নয় লেখক হযরত আলী (কা.)-এর শাসনামলের জটিল জটিল মতপার্থক্য যুক্তি, ঐতিহাসিক দলিল, কুরআন-হাদিস দ্বারা উপস্থাপন করে আমার ব্যক্তিগত কিছু ভুল ধারনার অবসান ঘটিয়েছেন। ৬ষ্ঠ পর্ব- ইমাম হাসান (রা.)-এর গৌরবময় জীবনী দ্বারা সাজানো হয়েছে এই পর্ব। সারা জীবন জেনে এসেছি যে, ইমাম হাসান (রা.)-কে বিষপান করিয়ে শহীদ করা হয়। কিন্তু কিভাবে ও কয়বার বিষপান করানো হয়েছে? তাঁর স্ত্রী কার প্ররোচনায় বিষপান করালো এই বিষয়গুলো অজানা ছিল। এমনকি লেখক কান্নার সাগরে ভাসিয়েছে আমার পাঠক হৃদয়কে বারবার। ৭ম পর্ব- ইমাম হোসাইন (রা.)-এর গৌরবময় জীবনী দ্বারা লেখক বইটির পরিসমাপ্তি টেনেছেন। ইমাম হোাসাইন (রা.) পিতার শাসনামল থেকে কারবালায় নির্মমভাবে শহীদ হওয়া পর্যন্ত প্রতিটি ঘটনা লেখক ফুটিয়ে তুলেছেন। লেখকের লেখনির প্রচেষ্টা যেন পাথরেও ফুল ফুটানোর মতো। অর্থাৎ পাথুরে হৃদয়ও যেন এই জীবনীর বর্ণনা পড়ে ফুপিয়ে কেদে উঠবে। উপসংহার- সবশেষে লেখক প্রফেসর ড. সৈয়দ এ.এফ.এম. মঞ্জুর-এ-খোদা স্যারের প্রার্থনা পড়ে আমি উপলব্ধি করেছি যে দয়াময় প্রভুর নিকট কিভাবে প্রার্থনা করতে হয়। শুধু তাই নয় তিনি সমাজের প্রচলিত একটি বড় ভুল ভাঙিয়ে দিয়েছেন বইয়ের উপসংহারে। কেন বইটি পড়বেন? বইটি কেন পড়বেন? কারণ এটি প্রচলিত সীরাতগ্রন্থের ন্যায় কোনো সাধারণ বই নয়। এটি বিশ্বের ইতিহাসে একমাত্র গ্রন্থ যেখানে আরব ইতিহাস, হযরত মুহাম্মদ (সা.)-এর পূর্বপুরুষগণ, হযরত মুহাম্মদ (সা.), হযরত মা ফাতেমা (রা.), হযরত আলী (কা.), হযরত ইমাম হাসান (রা.), হযরত ইমাম হোসাইন (রা.)-এর জীবনী একত্রে বর্ণনা করা হয়েছে। এমনকি তাদের ব্যবহৃত সামগ্রী, স্মৃতিবিজড়িত স্থান, রওজা ও ঐতিহাসিক মানচিত্র এই বইকে পৃথিবীর বুকে একমাত্র সমৃদ্ধশালী বইয়ে পরিণত করেছে। সর্বোপরি এই অমূল্য গ্রন্থ আমার হৃদয়কে প্রতিটি মুহূর্ত স্পর্শ করেছে। আমি কখনো মৃদু হেসেছি, কখনোবা অঝোর নয়নে কেদেছি, কখনো উৎসাহ পেয়েছি, কখনো নিজের জীবনের লক্ষ্য খুজে পেয়েছি. আবার কখনো অবচেতন মনে ভেবেছি হ্যায় যদি সেই প্রেমের নবির দেখা পেতাম তাহলে বলতাম ইয়া রাসুলাল্লাহ্ আপনাকে ভালোবাসি। যদি একবার আহলে বাইতগণের দেখা পেতাম চিৎকার করে বলতাম হে রাসুলের আহলে বাইত! আপনাদের ভালোবাসি। আজ আমার হৃদয়ে এই বই পাঠের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) ও আহলে বাইতের প্রতি যে অসীম প্রেমের জোয়ার সৃষ্টি হলো সে জন্য লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ ও দি পিপলস ইউনিভার্সিটির প্রফেসর ড. সৈয়দ এ.এফ.এম. মঞ্জুর-এ-খোদা স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
Was this review helpful to you?
or
বিপুল তথ্য ও ঐতিহাসিক ছবি সংবলিত এই কিতাব খানা পড়ে অনেক কিছু জানতে পারলাম। সেই সাথে হযরত মুহাম্মদ ( সাঃ) এর জীবনী ও আহলে বাইতের জীবনী মোবারক বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া এই কিতাবের মধ্যে তাঁদের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থানের ও জিনিসের ছবি দেওয়া হয়েছে যা অত্যন্ত দূর্লভ ও বিরল। এই জীবনী মোবারক অন্যান্য কিতাব হতে সম্পূর্ণ অনন্য। আশাকরি পাঠক পড়ে বিশেষভাবে উপকৃত হবে।
Was this review helpful to you?
or
দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুর-এ-খোদা স্যারের দীর্ঘ ১০ বছরের গবেষণালব্ধ জ্ঞান দ্বারা রচিত অমূল্য গ্রন্থ "স্মৃতি মোবারক : হযরত মুহাম্মদ (সা.) ও আহলে বাইতের জীবনী" লেখককে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।
Was this review helpful to you?
or
অনেক তথ্য বহুল বইটি। বিশেষ করে রাসুল (সঃ) ও আহালে বায়াতের ব্যবহ্নত স্মৃতি মোবারক আমাকে মুগদ্ধ করছে। ধন্যবাদ লেখককে।
Was this review helpful to you?
or
বইটিতে যেভাবে হযরত রাসূল (সা:) থেকে সকল আহলে বায়াতের জীবনী তুলে ধরা হয়েছে এবং যে সকল তথ্য প্রমাণ দেওয়া হয়েছে তা বর্তমান সময়ে সহজে পাওয়া দুর্লভ।