User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
গার্হস্থ্য অর্থনীতি কলেজ প্রশ্নব্যাংক ও ভর্তি সহায়িকা - (বিজ্ঞান-মানবিক-ব্যবসায়)
জয়কলি সম্পাদনা পরিষদ
বইটি আলহামদুলিল্লাহ ঠিকঠাক ভাবে পেয়েছি।
পাঠক হিসেবে অনুভূতি - মনেহয় আমিই প্রথম রকমারি বইটা বের করার সাথে সাথে ইবুক কিনে ফেলেছি দ্বিতীয় কোন ভাবনা চিন্তা ছাড়া। অসাধারণ একটা বই। দুয়া ও আল্লাহর সাথে কানেক্টেড থাকতে এই বইটার কোন বিকল্প নাই।আমি নিয়ত করেছি সাধ্যমতো এই বইটা আমি পরিচিত জনদের কাছে পৌছে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের উনার কাছের বান্দা হওয়ার তাওফিক দান করুন। আমি এই বইএর জন্য আল্লাহর সন্তুষ্টি ভিক্ষা চাচ্ছি আল্লাহর কাছে ও সংশ্লিষ্ট সবার জন্যও আল্লাহর সন্তুষ্টির দোয়া করছি
ভাল লেগেছে
খুব ভাল
good
অসধারন
good
লেখক কিছু কিছু সৃষ্টি থাকে যাকে কোনো মাপেই পরিমাপ করা সম্ভব না। মুরাদ কিবরিয়ার নিনাদ তেমনি একটি সৃষ্টি। নিনাদ – মুরাদ কিবরিয়া: এক গভীর জীবনবোধের উপন্যাস নিনাদ মুরাদ কিবরিয়া’র একটি বাস্তবিক এবং আবেগপ্রবণ উপন্যাস, যেখানে প্রতিটি চরিত্রের জীবনদর্শন, একাকীত্ব এবং সংকটগুলো পাঠকের হৃদয়ে গভীর ছাপ রেখে যায়। কিবরিয়া গল্প বলার যে অদ্ভুত ক্ষমতা দেখিয়েছেন, সেটা সত্যিই মুগ্ধ করার মতো। তাঁর লেখায় এমন এক ধরনের সত্যবোধ ও অনুশীলন রয়েছে, যা প্রতিটি পৃষ্ঠায় পাঠককে একটি অনুভূতিপূর্ণ ভ্রমণে নিয়ে যায়। এখন কথা ...See More
আমার পড়া শেষ্ঠ নোভেল এর মধ্যে অন্যতম এটি। যেভাবে ব্রাম স্ট্রোকার লিখেছেন তা খুবই অসাধারণ, নতুন একভাবে বই পড়া চিনলাম যা গল্পকে আরও প্রাণবন্ত করে তুলেছে। আর অনুবাদক এত স্পষ্ট অনুবাদ করেছেন যেন এটি বাংলা ভাষা তেই লেখা হয়েছিল। কতদিন ড্রাকুলার ঘোরে থাকবো জানা নেই, নিঃসন্দেহে এটি পড়তে পারেন।
নো ওয়ান কিল্ড জেসিকার প্রত্যেকটি গল্পই খুব ভালো লেগেছে।