User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Truly underrated. Easy to read. I think everyone should give it a try.
সবচেয়ে বাজে পেজ সেটাপের বই। প্রকাশনী বা অনুবাদকদের কাছে যেন ব্যবসার নূন্যতম নৈতিকতাও আশা করা যাবে না। এই অনুবাদ পড়লেই উপলব্ধি হয় যে অনুবাদের গুণ কীভাবে লেখাকে জীবন দেয় আবার মৃতে পরিণত করে। নমুনা হিসেবে দুইটা ছবি দিলাম। এমন কত যে অপ্রয়োজনীয় গ্রাফিকস ব্যবহার করা হয়েছে শুধু বইয়ের পৃষ্ঠা সংখ্যা বাড়ানোর জন্য! এইসব ফালতু প্রকাশনীর বই এমনিতেও কেনার ইচ্ছা ছিল না, শুধু এই টপিকে অন্য কারও স্পেসিফিক অনুবাদ না পেয়ে এটা নিতে হলো।
" খাঁ খাঁ রোদ্দুর, কাঠফাটা তাপ সীসার তপ্ত হাওয়ায় পিচঢালা বুক চিরে কে যেন খালি পায়ে হেঁটে যায় অলীক ফাঁকি, ম্যাজিসিয়ান ভন্ডসাধু বলে কেউ উত্তরে সে শুধু হাসে পোড়াঠোঁটের ভাঁজে ভাসে অতন্দ্র সীমান্তের ঢেউ নীল শাড়িতে প্রিয়া ব্যাকুল তারই অপেক্ষায় অথচ মায়ার কল ভাঙতে সে আজো পথেই হেঁটে বেড়ায়.. " এই ছন্দে একটা চরিত্রের কথাই মনে পড়ে, সে হলো " হিমু "৷ লেখক হুমায়ূন আহমেদের অন্যতম সৃষ্টি, কালজয়ী সাহিত্য এটি। একজন খামখেয়ালী অথচ অলৌকিকতায় পূর্ণ সাধারণ যুবককে নিয়ে কিছু মানুষের জীবনচিত্...See More
এক কথায় অসাধারণ।
Good Condition ?☺️
Thanks for collecting those art
Go ahead brother ? We are always with you Asif bhai
অনেক হেল্পফুল বইটি। কৃতজ্ঞ আয়মান সাদিকের কাছে।
গ্রন্থখানি পাঠ শেষে মনে হলো, লেখকের ভাবনার বিস্তার যথেষ্ট প্রশংসনীয় হলেও, গদ্যের সৌকর্য আশানুরূপ নয়। ভাষার বাঁধুনি শিথিল, শব্দচয়ন অনেকাংশেই পরিপক্বতার অভাবে ভুগছে। সাহিত্যিক কারুকাজের বদলে এখানে অগোছালো বাক্যবিন্যাস ও ক্লিশে উপমার সমাহার লক্ষণীয়, যা পাঠককে মোহিত করার পরিবর্তে অবসাদগ্রস্ত করে। বিষয়বস্তুর গভীরতা থাকলেও, তা যথাযথ শিল্পিত প্রকাশের অভাবে নষ্ট হয়েছে। সামগ্রিকভাবে, রচনাটি সম্ভাবনাময় হলেও, সাহিত্যগুণের বিচারে তা অনুজ্জ্বলই রয়ে গেল।
কিছু কিছু বই-এর রিভিউ করা যায়না। শিল্পীর শব্দের বুননে এঁকে যায় গল্পের রং, তখন শিল্পীই যেন হয়ে ওঠেন গল্পের রং। সত্যিই কল্পনা কতটা সুন্দর হতে পারে! লেখকের শব্দচয়ন এতটাই চমৎকার ক্ষণে ক্ষণে পাঠক আটকে যেতে বাধ্য। গল্পের ছলে উঁচু-নীচু, সুখ, দুঃখ, জীবনবোধ, চালচলন, জীবনযাপন, প্রাপ্তি-অপ্রাপ্তি, ব্যক্তি, পরিবার ও সমাজের অসঙ্গতি তুলে ধরা হয়েছে। যাদের বই পড়ার তেমন অভ্যাস নেই বইয়ের প্রতি নেশা পুরোপুরি জেগে উঠবেই।।। ________________সত্যিই কৃতজ্ঞতা লেখকের প্রতি।।