User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
হুমায়ুন আহমেদের লেখার কোনো তুলনা হয় না
Was this review helpful to you?
or
বইটি খুবই চমৎকার, রেকমেন্ড
Was this review helpful to you?
or
" খাঁ খাঁ রোদ্দুর, কাঠফাটা তাপ সীসার তপ্ত হাওয়ায় পিচঢালা বুক চিরে কে যেন খালি পায়ে হেঁটে যায় অলীক ফাঁকি, ম্যাজিসিয়ান ভন্ডসাধু বলে কেউ উত্তরে সে শুধু হাসে পোড়াঠোঁটের ভাঁজে ভাসে অতন্দ্র সীমান্তের ঢেউ নীল শাড়িতে প্রিয়া ব্যাকুল তারই অপেক্ষায় অথচ মায়ার কল ভাঙতে সে আজো পথেই হেঁটে বেড়ায়.. " এই ছন্দে একটা চরিত্রের কথাই মনে পড়ে, সে হলো " হিমু "৷ লেখক হুমায়ূন আহমেদের অন্যতম সৃষ্টি, কালজয়ী সাহিত্য এটি। একজন খামখেয়ালী অথচ অলৌকিকতায় পূর্ণ সাধারণ যুবককে নিয়ে কিছু মানুষের জীবনচিত্র৷ এমন কি কখনো হয়েছে যে আপনি কাউকে খুব ভালোবাসেন, খুব স্নেহ করেন, টান অনুভব করেন, অথচ তাকে ছুঁতে পারছেন না, মনে অব্দি রাখতে পারছেন না, পিছুটান অস্বীকার করতে হচ্ছে ? এমন কোনো প্রতিজ্ঞা কি কখনো আপনাকে দিয়ে করিয়ে নেওয়া হয়েছে? এমনই প্রতিজ্ঞা হলো " মহাপুরুষ " হওয়ার চাবিকাঠি। কাহিনী সারসংক্ষেপ : হিমালয়, ডাকনাম হিমু, খুব সাধারণভাবে জন্ম নিলেও তার বেড়ে ওঠা " মহাপুরুষ " তৈরির গিনিপিগ হিসেবে। বিকৃতমনা হিমুর বাবা ছেলেকে মহাপুরুষ হিসেবে তৈরি করতে নানান কাণ্ড করেন, যা হিমুর ছোট্টমনে দাগ কাটে৷ এভাবেই চলতে থাকে মহাপুরুষ হওয়ার ট্রেনিং। বাবার স্বল্পায়ু সেখানে হস্তক্ষেপ করলেও ওর ভাগ্য এই স্বল্প সময়ের ব্যবধানেই নির্ধারিত হয়ে যায়৷ অতঃপর শুরু হয় মামাবাড়ির নিষ্ঠুর ও নির্বিকার পরিবেশে বড় হওয়া যেখানে এক কাপড়ে দিনাতিপাত হয়, গর্ভবতী বিড়ালকে জবাই করা হয় এমনকি মিথ্যা মামলায় শত্রকে ফাঁসানো হয়। পিশাচ প্রকৃতির পরিবেশে বেড়ে ওঠে বেপরোয়া অথচ রহস্যময় এক চরিত্র। হিমু পথে পথে হাঁটে৷ ভয় পায় না অভাবকে, রোগকে, দৈন্যকে এমনকি মৃত্যুকেও। এই অনুভূতি ওকে সারাদুনিয়া জয় করতে শেখায়, অবাক কথায় মানুষকে ভোলাতে ও ভরকাতে শেখায়৷ সকলে ওকে আলাদা চোখে দেখে৷ হিমু কি আসলেই " মহাপুরুষ " হতে পেরেছিল? নাকি হলুদ পাঞ্জাবী পরা ছেলেটা নিছক পাগলামির ঘোরে পথে পথে ঘুরে বেড়াতো ? তার উপস্থিতিতে কার কার জীবন বদলেছিলো? কেমন ছিল হিমু চরিত্রের মূলসুর? কি তার উদ্দেশ্য ও ভাব? ব্যক্তিগত মতামত ; " হিমু সমগ্র " পড়া হয়েছিল ২০২১ সালে৷ তবুও হিমু চরিত্রকে বোঝা দায়৷ একটি ছেলে যে বিচিত্র অভিজ্ঞতা নিয়ে বড় হয়েছে, খুব কাছ থেকে দেখেছে ভালোবাসা, মায়া, মমতা আর টান।কিন্তু সেইসব ভালোবাসার মানুষকে ছুঁতে পারেনি, বুকে জড়িয়ে ধরতে পারেনি, আগলে রাখতে পারেনি, বাবার আদেশে " মহাপুরুষ " হওয়ার তাগিদে সেসব প্রিয় মানুষকে পাশ কাটিয়ে শুধু পথে পথে হেঁটে গেছে। তার জীবন সাধারণ হওয়ার কথা, সে নিজেও রক্ত মাংসের তৈরি মানুষ, তার প্রমাণ পাওয়া যায় " আজ হিমুর বিয়ে " এ। খালা যখন হিমুর গায়ে হলুদ ঘষে স্নান করিয়েছে তখন সহজাত ভালোবাসায় তার চোখে জল এসেছে, অথচ মায়া ভাঙার খেলায় সে প্রতিনিয়ত অপেক্ষা করিয়েছে রূপাকে। কখনো সে ঠেলাগাড়ি চালককে ধাক্কা মেরে গালাগালি করেছে, কখনো বা নিজের পকেটের হাজার ডলারের নোট কোনো গরিব লোককে দান করে দিয়েছে -- এমনই খামখেয়ালীপনা হিমুর৷ অথচ কেউ জানতে চায়নি একা যুবকের মনের কথা। ময়ূরাক্ষী রচনা করে কল্পলোকে বিরাজ করা ছেলেটা নদীর তীরে এক ঘোমটা দেওয়া নারীকে দেখতে চায় অথচ পারে না। ইনি কে? ইনি হিমুর মা, যার মৃত্যু ধোঁয়াসা আঁধারের মতো৷ কখনো মাকে না দেখা হিমু মায়ের ছবি আছে জেনেও দেখে না, কারণ একবার ছবিটা দেখেই পুড়িয়ে ফেলতে হবে৷ হারিয়ে যাবে মায়ের শেষ, একমাত্র স্মৃতি। তাই ছেলেটা বুকে অন্যরকম ঝড় নিয়ে পথে পথে হাঁটে, মানুষের জীবনে শামিল হয়। মানুষের জীবনে মায়ার সৃষ্টি করে হারিয়ে যায় সহসা ধূমকেতুর মতো, পেছন ফিরেও দেখে না মানুষের স্নেহ ৷ বলা ভালো, দেখতে পারে না। যে " মহাপুরুষ " হওয়ার তাগিদ মাকে কেড়ে নিয়েছে, যার চিন্তায় বাবা মরণের শেষ শ্বাস অব্দি ব্যাকুল ছিলেন, সেই নিষ্ঠুর অথচ কোমল হৃদয়বান ব্যক্তি হয়ে উঠতে হিমু পথে পথে হাঁটে খালি পায়ে, সাথে ছায়া হয়ে হাঁটে এক " মহাপুরুষ ".... বই ; হিমুসমগ্র ১ ও ২ লেখক ; হুমায়ূন আহমেদ ফটো ক্রেডিট ; বইকথক।
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
quality ta onek vlo...fast delivery diche
Was this review helpful to you?
or
হিমু গল্পটি যথারীতি আমার খুব ভালো লাগে। তার মধ্যে আবার হুমায়ূন আহমেদের লেখা তাই এই চরিত্রটি আমার কাছে আরও ভালো লাগে। আমার পড়া হিমু চরিত্রের প্রৎম বই ❝ এবং হিমু ❞ এই বইটি পড়ার পরে থেকে আমি হিমু চরিত্রের অন্যান্য বই পড়া শুরু করি আর প্রত্যেকটি বই আমার অসম্ভব পছন্দের হয়ে গেল। আরেকটা জিনিস হিমু বই পড়তে মনে হয় যে আমি নিজেই হিমু। হুমায়ূন আহমেদ একজন পছন্দের লেখক। আমি তার সবগুলো বই- ই পড়ার চেষ্টা করি
Was this review helpful to you?
or
হুমায়ুন আহমেদ স্যার এর লেখা অবশ্যই অতুলনিয় | তার লেখা হিমু সমগ্রের বইগুলোকে অনেকেই ভালো মতো না পড়ে গাজাখুরি বলে মনে করেন তবে , বইগুলো খুব গভীরভাবে পড়লে বুঝতে পারবেন ভিতরে কত গভীর ফিলসফি রয়েছে ! হিমু সমগ্রের মধ্যে বেশ কয়েকটি বই আমার খুব ভালো লাগে যেমন :- ময়ূরাক্ষী, পারাপার, চলে যায় বসন্তের দিন, তোমাদের এই নগরে, আঙুল কাটা জগলু , অন্যান্য বইগুলোও যথেষ্ট সুন্দর | আপনারা পড়ে দেখুন। ধন্যবাদ |
Was this review helpful to you?
or
হিমুর আপাত অযৌক্তিক কাজগুলো বাস্তবে হয়ত প্রয়োগ করি না আমরা সচরাচর কিন্তু লাভ ক্ষতির চুলচেরা বিশ্লেষন বাদ দিয়ে সত্যিই যদি করা যেত জীবনের জটিলতা কমত বৈ বাড়ত না।
Was this review helpful to you?
or
Masterpiece বললেও ছোট করা হবে হিমুকে ❤️? Best
Was this review helpful to you?
or
অনেক মজার বই।যারা বই পরে না তারাও যদি এই বই পরে, তাহলে বই প্রেমিক হইয়ে যাবে।। ❤️❤️❤️❤️
Was this review helpful to you?
or
এই বইয়ের পাতা এবং কভারের কোয়ালিটি কেমন কেউ জানাবেন দয়াকরে
Was this review helpful to you?
or
হুমায়ুন আহমেদ এর লেখা হিমু এক অসাধারণ চরিত্র। যার কোন তুলনা হয় না!
Was this review helpful to you?
or
আমার অসম্ভব পছন্দের লেখক বলতে গেলে আমার প্রিয় লেখক হলেন হুমায়ুন আহমে। আমি যে দিন থেকে বই পড়া শুরু করেছি সেই দিন থেকে এখন পর্যন্তু একমাত্র হুমায়ুন আহমেদ স্যারের লেখায় আমি বোরিং ফিল করিনাই আর হিমুতেতো প্রশ্নই আসেনা। কেউই পড়ে বোরিং ফিল করবে বলে আমি মনে করিনা।
Was this review helpful to you?
or
অনেক সুন্দর একটা উপন্যাস
Was this review helpful to you?
or
Childhood memories
Was this review helpful to you?
or
প্রথম হিমুর ময়ূরাক্ষী পড়েছিলাম ক্লাস 8 এ থাকতে, 2010 এ। তখন থেকে হিমু বই পড়া শুরু করি মজার জন্য। হিমুর মজার আর অদ্ভুত কাজ গুলোর জন্য খুব মজা লাগতো। কিন্তু বড় হবার পর যখন আবার হিমু পড়ি তখন এর গভীরতা বুঝতে পারি। প্রিয় লেখকের অনবদ্য এক সৃষ্টি হিমু।
Was this review helpful to you?
or
boi ta akdin ar modde paisi
Was this review helpful to you?
or
হিমু সমগ্র একটু বেশিই উদ্ভট টাইপের ।
Was this review helpful to you?
or
Masterpiece!!
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
valo
Was this review helpful to you?
or
ফাইজুল
Was this review helpful to you?
or
Best
Was this review helpful to you?
or
Alhamdulillha onk valo boi
Was this review helpful to you?
or
Delivery onk fast peyechi..boi er page quality o onk valo...
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
osadharon boi... sobar pora uchit
Was this review helpful to you?
or
Binding was wonderful ?, love this
Was this review helpful to you?
or
Love
Was this review helpful to you?
or
Amazing
Was this review helpful to you?
or
Quick delivery
Was this review helpful to you?
or
This book is full of entertainment. The man named Himu gets everything what he thinks and he has a intuitional power.Most of the time he falls in great danger but soon he tackle it very easily
Was this review helpful to you?
or
অতি উত্তম।
Was this review helpful to you?
or
wide টা আরেকটুখানি বাড়ালে পড়তে সুবিধা হতো
Was this review helpful to you?
or
One of the best
Was this review helpful to you?
or
এ-ই বইটিকে বলা যায় হুমায়ুন আহমেদের অন্যতম সেরা সৃষ্টি। বইটির মূল চরিত্র হিমু। সে একজন ভবঘুরে। রাস্তায় রাস্তায় 'হন্টন' করাই যার কাজ। এতে তার পরিচিত মানুষজন তার এমন ভ্যাগাবন্ড আচরণে বিরক্ত হয়। আপনারা ভাবতে পারেন সে এমন কেন?... তার কারণ যে তার বাবা। তার বাবা চায় সে মহাপুরুষ হোক। তাকে ছোট থেকে প্রশিক্ষণ দেয়া শুরু করে। চেষ্টা করে তার মধ্য থেকে মায়া, মমতা, ভালবাসা দূর করে দিতে। কিন্তু তার বাবা কি পুত্রকে মহাপুরুষ বানানোর এ-ই মিশনে সফল হয়?... সমগ্রখন্ডটির প্রথম বই ময়ূরাক্ষী। আশা করছি সবার ভাল লাগবে। "নয়ন তোমারে পায়না দেখিতে রয়েছ নয়নে নয়নে... "
Was this review helpful to you?
or
খুব চমৎকার একটি ব-ই
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
Good service
Was this review helpful to you?
or
Alhamdulillah.
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
Fully satisfied
Was this review helpful to you?
or
অসাধারন একটি বই, হুমায়ূন স্যারের অনবদ্য সৃষ্টি।
Was this review helpful to you?
or
valo
Was this review helpful to you?
or
বইটা খুবুই সুন্দর ও অনেক মোটা মানে বেশ মোটা প্রায় ১১৮৪ পৃষ্ঠার একটা বই। ২০১৪ সালে ৫ম প্রকাশ। তাও বইটা ঠিকঠাক মত ও খুবই ভালো condition এ ছিল সবার এই বইটা একবার হলেও পোড়া উচিত
Was this review helpful to you?
or
এককথায় অসাধারণ
Was this review helpful to you?
or
I love it ???
Was this review helpful to you?
or
outstanding ?
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
যদিও বইটা হাতে পেতে ১৪ দিন মত সময় লেগেছে, তারপরও বইটা পেয়ে আমি সন্তুষ্ট। হার্ড কভার এবং কাগজটা মোটামুটি ভালো।
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারণ
Was this review helpful to you?
or
?
Was this review helpful to you?
or
সুন্দর❤️?
Was this review helpful to you?
or
enormous ?? no way! it makes me surprised Everytime whenever I read it.. ??
Was this review helpful to you?
or
Himu series er golpo gulo porar por Ami oi Himur preme pore jai .Ekhono vabi jodi himu bastobe thakto!!! Osadharon golpo Himu
Was this review helpful to you?
or
হিমুকে নিয়ে বলার কিছু নেই,হিমু সমগ্রকে নিয়েও নেই।হুমায়ুন আহমেদের এই যুগান্তরকারী চরিত্র!জীবনের ছন্দটাকে মনে হয় যেন আত্মভোলা পথিকের ধমনির কম্পন।কখনো স্থিমিত,মৃতপ্রায়,কখনো তপ্তরৌদ্রে প্রস্ফুটিত।কখনোবা নিছক ঠাট্টা,খামখেয়ালিপনা...
Was this review helpful to you?
or
হিমুকে নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই। হুমায়ুন আহমেদ এর কালজয়ী সৃষ্টি হলো হিমু। যারা এখনো পড়েন নি। ঝটপট পড়ে ফেলুন।
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
হিমুকে নিয়ে কম্প্লিট্ ধারণা নেওয়ার জন্য বইটি পড়তে হবে ।
Was this review helpful to you?
or
lekha thi porar shomoy asholei ek prokar ghor onuvob kori,obosshoi boi ti pore shobar e valo lagbe. salute to Humayun sir.ufsos ei rokom lekha r pabo na,
Was this review helpful to you?
or
সেরা সেরা!!
Was this review helpful to you?
or
Awesome
Was this review helpful to you?
or
হুমায়ূন আহমেদের হিমু চরিত্র নিয়ে কিছু বলার নেই। এক অতুলনীয়, অনন্য চরিত্র যা আনন্দ দিবে যেকোনো বই প্রেমীকেই।
Was this review helpful to you?
or
প্রিয় লেখকের অনন্য সৃষ্টি খুবই ভালো লেগেছে।। ধন্যবাদ রকমারি সময় মতো বইটি দেওয়ার জন্য
Was this review helpful to you?
or
Evergreen
Was this review helpful to you?
or
As I expexted it to be.
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ !
Was this review helpful to you?
or
One of the best creations of Bangla literature.
Was this review helpful to you?
or
Addicted to it
Was this review helpful to you?
or
I an a great fan of it
Was this review helpful to you?
or
অনেক আগে থেকে পড়ার ইচ্ছা ছিল ফাইনালি পড়েছি । অনেকে রিভিউ দিয়েছে তাই বিস্তারিত কিছু বলার নাই । এক কথায় অসাধারণ ❤
Was this review helpful to you?
or
IN A SENTENCE GOOD.
Was this review helpful to you?
or
বাংলা সাহিত্যের এক কিংবদন্তী হুমায়ূন আহমেদ। বিংশ শতাব্দীর বাঙালি লেখকদের মধ্যে তিনি অন্যতম স্থান দখল করে আছেন। একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার ও নাট্যকার এ মানুষটিকে বলা হয় বাংলা সায়েন্স ফিকশনের পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি বেশ সমাদৃত। বাদ যায়নি গীতিকার কিংবা চিত্রশিল্পীর পরিচয়ও। সৃজনশীলতার প্রতিটি শাখায় তাঁর সমান বিচরণ ছিল। অর্জন করেছেন সর্বোচ্চ সফলতা এবং তুমুল জনপ্রিয়তা।
Was this review helpful to you?
or
অসাধারণ বই??
Was this review helpful to you?
or
হুমায়ূন আহমেদের হিমু যেন অন্য জগতের কথা বলে ।সে সবার থেকে আলাদা এক মহাপুরুষ। এক কথায় অসাধারণ।
Was this review helpful to you?
or
খুব দ্রুত সময়ে পেয়েছি বলে আমি খুব খুশি! রকমারিতে এই প্রথম আমার শপিং, বইয়ের মান ভালো ❤ ধন্যবাদ রকমারি??
Was this review helpful to you?
or
Boi porte porte ami nijei himu hoye jai
Was this review helpful to you?
or
হিমু সামগ্র বইটি আমার খুব ভালো লেগেছে। আমি যখন হিমু পড়ি তক্ষণ মনে হয় যে আমিও হিমু চরিত্র এর ভিতরে ঢুকে গিয়েছি।
Was this review helpful to you?
or
it's a great pleasure to read humayun ahmed's book.
Was this review helpful to you?
or
Himu maneei bhalobasha
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
The character of this book is great❤
Was this review helpful to you?
or
দু একটা বাদ দিয়ে বেশিরভাগ ই মনে না রাখার মত সস্তা অপসাহিত্য।
Was this review helpful to you?
or
One of my favourite book?
Was this review helpful to you?
or
হিমু আমার খুব পছন্দের একটা চরিত্র । বইটা আরো একবার লোকডাউনের ভিতর পড়ে শেষ করলাম । হুমায়ুন আহমেদ স্যার আজও আমাদের মাঝে বেঁচে আছেন,আর থাকবেন ও তার বইগুলার মাধ্যমে ।
Was this review helpful to you?
or
আমার পড়া সব থেকে সুন্দর উপন্যাস।
Was this review helpful to you?
or
golpo gula valoi legese
Was this review helpful to you?
or
My favorite writer n my best book himu somogro
Was this review helpful to you?
or
হুমায়ূন স্যারকে নিয়ে কি বলবো! তিনি সবসময়ই পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করেন। বইয়ের প্রিন্ট ভালো ছিলো। খুবই ভালো বই।
Was this review helpful to you?
or
It’s amazing
Was this review helpful to you?
or
দারুণ একটা বই তবে সবগুলো নেই এটা খুবই দুঃখজনক।
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
One of the best.Everybody should read.
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই, যার কোনো তুলনা হয়না। কাল্পনিক চরিত্র মিসির আলি হিমুর ধারের কাছেও ঘেষতে পারবে না। এক কথায় লেখকের সৃষ্টিকৃত চরিত্র হিসেবে হিমু ই একমাত্র আমার পড়া এমন একটি বই যা পড়লে মনে হবে, ইশ আমিই যদি এমন হতাম
Was this review helpful to you?
or
অসাধারণ, খুবই সুন্দর একটি বই। নিঃসন্দেহে প্রশংসার দাবিদার স্যার হুমায়ুন আহমেদ। বইটি যতবার পড়েছি আমার কাছে মনে হয়েছে যেন হিমু চরিত্রে নিজেকে হারিয়ে ফেলেছি। হিমু সিরিজের অন্যান্য খন্ড গুলো অবশ্যই একটি বার হলেও পড়বো। খুবই সুন্দর, বইটি পড়ে আমি মুগ্ধ!
Was this review helpful to you?
or
বইটির মূল্য 680 টাকা মাত্র /আমি যখন এ বইটি পড়ি সত্যিই নিজেকে হিমু মনে হয় /তখন মনে হয় আমি নিজেই হিমু হয়ে গেছি /এখানে 14 টি উপন্যাস রয়েছে যা মাত্র 680 টাকায় পেয়ে যাচ্ছি হিমু সমগ্র যে উপন্যাস গুলো রয়েছে তা কতই না সুন্দর তা না পড়ে কখনো বলা সম্ভব না/ সত্যি অসাধারণ বইসমূহ এক কথায় পুরো হিমু হুমায়ূন আহমেদের 1 অনন্য বিস্ময়কর সৃষ্টি বাংলা সাহিত্যের এক কিংবদন্তী হুমায়ূন আহমেদ। বিংশ শতাব্দীর বাঙালি লেখকদের মধ্যে তিনি অন্যতম স্থান দখল করে আছেন। একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার ও নাট্যকার এ মানুষটিকে বলা হয় বাংলা সায়েন্স ফিকশনের পথিকৃৎ। “হিমু সমগ্র” বইয়ের সূচিপত্র * ময়ূরাক্ষী * দরজার ওপাশে * হিমু * পারাপার * এবং হিমু ... * হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম * হিমুর দ্বিতীয় প্রহর...........................
Was this review helpful to you?
or
ভালো ছিলো
Was this review helpful to you?
or
হিমু চরিত্রটি আমার অনেক ভালো লাগে। হিমু বইটি এককথায় অসাধারণ। বইটি পড়ার মাধ্যমে অনেক জ্ঞানন অর্জন করা যাবে। আমি হিমু নাটকটি দেখেছি, সেই থেকে আমি হিমু ভক্ত হয়ে গেছি। আমি হুমায়ুন আহমেদকে ধন্যবাদ জানাই এমন একটি অসাধারণ বই লেখার জন্য। বইটি আপনিও পড়তে পারেন।
Was this review helpful to you?
or
হিমু সত্যিই সাধারণের মধ্যে অসাধারণ।
Was this review helpful to you?
or
আমার জীবনে কোন বই একটানা এক ঘন্টা বা তারও বেশি সময় পড়ার অভ্যাস কখনোই ছিলো না। আর গল্পের বইতো কখনোই এতো সময় নিয়ে পড়ার প্রশ্নই আসে না। এই বইটা আমার জীবনে প্রথম কোনো বই যে বইটা আমি এক বসায় কয়েক ঘন্টা পড়ে ফেলতাম। আমার বড় ভাইর কাছ থেকে ধার করে এনে ৪৫২ পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম। হঠাৎ একদিন বড় ভাই বইটা নিয়ে যান তারপর আর বইটা পড়া হয়ে ওঠে নি। হুমায়ুন আহমেদ স্যারের লেখনি সম্পর্কে তো নতুন করে কিছুই বলার অপেক্ষা রাখে না। বলতে গেলে বাংলাদেশের পাঠকদের বই পড়ার অভ্যাসটা শুরু হয়েছে উনার হাত ধরেই। পাঠকদের কিভাবে লেখনির মাধ্যমে ধরে রাখতে হয় সেটার কৌশল খুব ভালো ভাবেই উনার জানা ছিল। বিশেষ করে প্রত্যেকটা পৃষ্ঠার শেষের দিকে এমন চমক রেখে দিতেন যেন পরের পৃষ্ঠা না পড়লে শান্তিই লাগতো না। উনার আবিষ্কৃত প্রত্যেকটা চরিত্র সত্যিই অসাধারণ।
Was this review helpful to you?
or
'হিমু সমগ্র' বইটা মোটামুটি ভালোভাবেই বাইন্ডিং করা। প্রকাশককে ধন্যবাদ এতোগুলো বই একই সাথে একটি বই আকারে প্রকাশ করার জন্য। হিমু যখনি পড়ি তখন বিভিন্ন ধরনের তথ্য পাই হিমুর মাধ্যমে। যেগুলো সে সময়ের তথ্যপূর্ণ বাস্তব চিত্র। তাই, হিমুকে শুধু ইন্টারেস্টিং-এর ছলে না নিয়ে একটু ভাবনা-চিন্তার ছলে নিলে অনেক তথ্য পাওয়ার আছে।
Was this review helpful to you?
or
আমাদের সাহিত্যে এক অভিনব ও চির স্মরণীয় চরিত্র হিমু। লেখক হুমায়ুন আহমেদ এর সম্মোহনী লেখনি, চৌম্বক কাহিনী কথনের ক্ষমতা এবং হিমুর ব্যতিক্রম ধর্মি জীবন, সব মিলিয়ে দারুণ এক মিশ্রন। এমন একটি বই, যা আমার মতে সবার অবশ্যই পড়া উচিৎ।
Was this review helpful to you?
or
হিমুর স্রষ্টা হুমায়ন স্যার, হিমুর মধ্যে আমি নিজেকে খুঁজে পাই। হিমুর মতো যদি জীবনটা গড়তে পারলে জীবনটা স্বার্থক হতো।
Was this review helpful to you?
or
এই বই আমাকে হাসিয়েছে আবার কাঁদিয়েছেও।আমার কাছে সবচেয়ে ভাল লেগেছে ময়ুরাক্ষী আর হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম।
Was this review helpful to you?
or
Boi porata amar shokh-er o valolagar bisoy . Sai shokh o valo laga hote amra gore tulesi amader office library . Thanks Rokomari amader sokol boi thik quality te ena dewar jonno . And aro thanks alokito bangladesh gorar proyash newar jonno . Thanks the all team member of Rokomari .
Was this review helpful to you?
or
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ এর সৃষ্ট জনপ্রিয় ও কাল্পনিক চরিত্র হিমু। হিমু মূলত একজন বেকার যুবক যার আচরণ কিছুটা অস্বাভাবিক। চাকরির সুযোগ থাকলেও সে চাকরি কখনো করে না বলেই সে বেকার। তার আস্বাভাবিক চরিত্রের মধ্যে সে হলুদ পাঞ্জাবী পড়ে খালি পায়ে রাস্তাঘাটে দিন রাত ঘুরে বেড়ায় এবং মাঝে মাঝে ভবিষ্যৎ বলে দিতে পারে। হিমু চরিত্রের আসল নাম হিমালয়। এ নামটি রেখেছিলেন তার বাবা। লেখক হিমুর বাবাকে বর্ণনা করেছেন একজন বিকারগ্রস্ত মানুষ হিসেবে; যার বিশ্বাস ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার যদি প্রশিক্ষণ দিয়ে তৈরি করা যায় তবে একইভাবে মহাপুরুষও তৈরি করা সম্ভব। তার মহাপুরুষ তৈরির বিদ্যালয় ছিল যার একমাত্র ছাত্র ছিল তার সন্তান হিমু। হিমুর পোশাক হল পকেটবিহীন হলুদ পাঞ্জাবী। ঢাকা শহরের পথে-পথে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো তার কর্মকাণ্ডের মধ্যে অন্যতম। উপন্যাসে প্রায়ই তার মধ্যে আধ্যাত্মিক ক্ষমতার প্রকাশ দেখা যায়। যদিও হিমু নিজে তার কোন আধ্যাত্মিক ক্ষমতার কথা স্বীকার করে না। হিমুর আচার-আচরণ বিভ্রান্তিকর। বিভিন্ন পরিস্থিতিতে তার প্রতিক্রিয়া অন্যদেরকে বিভ্রান্ত করে, এবং এই বিভ্রান্ত সৃষ্টি করা হিমুর অত্যন্ত প্রিয় একটি কাজ। হিমু উপন্যাসে সাধারণত হিমুর কিছু ভক্তশ্রেণীর মানুষ থাকে যারা হিমুকে মহাপুরুষ মনে করে। এদের মধ্যে হিমুর খালাতো ভাই বাদল অন্যতম। মেস ম্যানেজার বা হোটেল মালিক- এরকম আরও কিছু ভক্ত চরিত্র প্রায় সব উপন্যাসেই দেখা যায়। এছাড়াও কিছু বইয়ে বিভিন্ন সন্ত্রাস সৃষ্টিকারী ও খুনি ব্যক্তিদের সাথেও তার সু-সম্পর্ক ঘটতে দেখা যায়। হিমুর একজন বান্ধবী রয়েছে, যার নাম রূপা; যাকে ঘিরে হিমুর প্রায় উপন্যাসে রহস্য আবর্তিত হয়। নিরপরাধী হওয়া সত্ত্বেও সন্দেহভাজন হওয়ায় হিমু অনেকবার হাজতবাস করেছে এবং বিভিন্ন থানার ওসি ও সেকেন্ড অফিসারের সাথে তার বন্ধুত্বপুর্ণ সম্পর্ক গড়ে উঠে। হুমায়ুন আহমেদ এর এক অনবদ্য সৃষ্টি এই হিমু চরিত্র
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই৷ হুমায়ুন আহমেদের অমর সৃষ্টি ?
Was this review helpful to you?
or
হিমু-চরিত্রটি অনন্য
Was this review helpful to you?
or
আমি মুগ্ধ আপনার এই বইটা পরে ।
Was this review helpful to you?
or
খুব ভালো সার্ভিস ছিল, অল পারফেক্ট
Was this review helpful to you?
or
অসাধারণ উপন্যাস। পুরো সিরিজজুড়েই হুমায়ূন আহমেদ অত্যন্ত দক্ষতার সাথে কাহিনীর মান ধরে রেখেছেন। হিমু পড়েনি এমন বাংলাদেশির পাঠক হওয়া বৃথা। যেই হিমু পড়ুক না কেন কোনো না কোনো সময় তার নিজেকে হিমু বলে মনে হবে। হিমুর কাহিনীগুলো পড়লে নিজের অজান্তেই অনেক তথ্য জানতে পারবেন, নব্বইয়ের দশকের ঢাকার পটভূমি ও পারিপার্শ্বিকতার এক নিখুঁত বিবরণ পাবেন। পাশাপাশি আমাদের সমাজের বিভিন্ন শ্রেণির মানুষদের জানতে পারবেন, তাদের জীবনাচার বুঝতে পারবেন। তাই যারা হিমু পড়েননি তারা অবশ্যই পড়ে নিন, ভালো লাগবে।
Was this review helpful to you?
or
রকমারিতে হুমায়ুন আহমেদ এর হিমু সিরিজের ১৫টি উপন্যাসের একটি সংগ্রহ কিনে আমি সত্যিই মুগ্ধ। প্রতিটি উপন্যাসে হিমুর জীবনদর্শন, তার অদ্ভুত এবং রহস্যময় চরিত্রের মাধ্যমে গভীরতা পাওয়া যায়। হিমু এক দারুণ মেধাবী, স্বাধীনচেতা ও অদ্ভুত চরিত্র, যার চিন্তাভাবনা সবসময় সাধারণের বাইরে থাকে। বইগুলো পড়তে পড়তে তার জীবনের নানা ঘটনা ও অনুভূতিগুলোর সঙ্গে একাত্ম হতে খুব ভালো লাগে। এই সিরিজটি যে কাউকে বই পড়ার প্রতি আগ্রহী করতে পারে। হুমায়ুন আহমেদের অসাধারণ লেখা এবং হিমুর চরিত্রের গভীরতা বইটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
Was this review helpful to you?
or
হলুদ পাঞ্জাবি আর হিমু। ছোটবেলার আবেগ ছিল
Was this review helpful to you?
or
হিমুর পাগলামি কার ভালো লাগবে না? তবে মাঝে মধ্যে বেশিই অকোয়ার্ড লাগে।
Was this review helpful to you?
or
osadharon boi tasara himu niye kisu bolar nai.... jara vabsen niben tara nissondehe nite paren.
Was this review helpful to you?
or
জাদু আছে এতে
Was this review helpful to you?
or
হিমুর জগতে আপনাকে স্বাগতম!
Was this review helpful to you?
or
অসাধারণ দুইটা বই। প্রিয় লেখক সকল লেখাই সুন্দর। আর হিমু তো একটা সৃষ্টি।
Was this review helpful to you?
or
I just want to say this was amazing
Was this review helpful to you?
or
হুমায়ূন আহমেদ স্যারের হিমু সমগ্র আপনি জীবনে অনেক আনন্দ তার সঙ্গে উপভোগ করতে পারবেন অনেক ভালো একটি উপন্যাস পড়লে অনেক কিছু জানা যায় বুঝা যায় অনেক উপকৃত হবেন
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
আয়না ঘর খুঁজে পাওয়া যাচ্ছে না
Was this review helpful to you?
or
এত বড় বই...........
Was this review helpful to you?
or
Actually ami misir ali er 1st boi ta te himur akta golpo porecilam jeta amr khub alo legecilo,,tai ai boi ta kinci,,amr khub vlo lagece
Was this review helpful to you?
or
Very good
Was this review helpful to you?
or
himu pore ato valo lage je ki r bolbo. manisher character r psychology nie bujha jay onek kisu. oneke bole je himu pore shikhar kisu nai. ashole shikha jay onno dik diye. manusher jibone jei hectic jibondhara tar theke iktu mukti die ei himu. chotto cha er cup e or cigarette er moddhe anondo ba ttiptir shondhan fry ei himu. at last love to Humayun ahmed.
Was this review helpful to you?
or
সুন্দর বই
Was this review helpful to you?
or
হিমু ❤ হিমু শুধু কোন উপন্যাসের চরিত্র নয় হিমু এক ভালোবাসার নাম, প্রথম যেদিন হিমু পড়া শুরু করছিলাম তারপরে আর এমন কোন দিন যায়নি যে হিমুর একটি বই এর অন্তত কিছু পাতা না পড়েছি । প্রথমে পিডিএফ এ সব পড়েছিলাম, তবে এখন কিনে কিনে সব গুলো কালেক্ট করতেছি। ধন্যবাদ হুমায়ুন আহমেদ স্যার কে সবচেয়ে সেরা এই চরিত্র কে সৃষ্টি করে আমাদের উপহার দেওয়ার জন্য ।
Was this review helpful to you?
or
হুমায়ুন স্যারের বইয়ে রেটিং দেওয়ার মত যোগ্যতা আমার এখনো হয় নি।
Was this review helpful to you?
or
দুঃসময় আর দুঃখভারাক্রান্ত জীবনকে ঠিক কিভাবে উপভোগ্য করে তোলা যায়, দুঃখের মাঝেও জীবনের মাহাত্ম্য খুঁজে বেড়ানো যায়, তা হিমুর উপন্যাসগুলি পড়লে বোঝা যায়। হিমুর কাহিনীগুলো পড়লে আপনি এর ভেতরে ডুবে যাবেন। নিজেকে ওখানে বসিয়ে অনুভব করবেন, কেমন লাগে জীবনের গূঢ় আর কঠিন বাস্তবতা। মা বাবাকে হারানো হিমুর আসল নাম হিমালয়। এই মানুষটি কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবেনা। ভাবতে ভালোও বাসে না। সে বর্তমানকে মেনে নিয়েই প্রতিটি দিন অতিবাহিত করে তার নিজস্ব স্টাইলে। তার কাটানো একেকটা দিন ধরা দেয় একেকটা কাহিনীরূপে। সেগুলোই আপনাদের সামনে এনেছেন হুমায়ুন আহমেদ তাঁর হিমুসমগ্রে।
Was this review helpful to you?
or
হিমু বরাবরই প্রিয় একটা চরিত্র, যদিও চরিত্রিটি নিয়ে বিতর্কের অন্ত নেই। অনেকেই হিমু হতে চেয়েছে। কেউবা চরিত্রটির ভিড়ে হারিয়ে গেছে। স্যারের ইন্তিকালের মাধ্যেম চরিত্রটির নতুন করে আর আসবে না। পকেটহীন হলুদ পাঞ্জাবী পরে আর কেউ ঘুরবে না। আমার কাছে হিমুকে ভালই লাগে। বইটাতে অনেক কিছু মনস্তাতবিক বিষয়ের ধারণা পেয়েছি যা আগে জানতাম না।
Was this review helpful to you?
or
এককথায় সেরা একটি বই
Was this review helpful to you?
or
হিমু একজন বাউন্ডুলে ধরনের যুবক।বয়স ২৫-৩০ বছরের মধ্যে। তার পোশাক ও গেট-আপ কিছু কিছু মানুষের কাছে বিরক্তিকর । সে খুব একটা সুদর্শন না কিন্তু তার চোখ ও হাসি খুব সুন্দর হিমু চরিত্রের আসল নাম হিমালয়। এ নামটি রেখেছিলেন তার বাবা। যার বিশ্বাস ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার যদি প্রশিক্ষণ দিয়ে তৈরি করা যায় তবে একইভাবে মহাপুরুষও তৈরি করা সম্ভব। তার মহাপুরুষ তৈরির বিদ্যালয় ছিল যার একমাত্র ছাত্র ছিল তার সন্তান হিমু। উপন্যাসে প্রায়ই তার মধ্যে আধ্যাত্মিক ক্ষমতার প্রকাশ দেখা যায়। যদিও হিমু নিজে তার কোন আধ্যাত্মিক ক্ষমতার কথা স্বীকার করে না। হিমুর আচার-আচরণ বিভ্রান্তিকর। বিভিন্ন পরিস্থিতিতে তার প্রতিক্রিয়া অন্যদেরকে বিভ্রান্ত করে, এবং এই বিভ্রান্তি সৃষ্টি করা হিমুর অত্যন্ত প্রিয় একটি কাজ।===”হিমুসমগ্র” বইয়ের গল্পসমূহ: ময়ূরাক্ষী /দরজার ওপাশে / হিমু /পারাপার/এবং হিমু ... /হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম /হিমুর দ্বিতীয় প্রহর/ হিমুর রূপারী রাত্রি /একজন হিমু কয়েকটি ঝিঝিপোকা/তোমাদের এই নগরে /চলে যায় বসন্তের দিন/ সে আসে ধীরে / আঙুল কাটা জগলু/হলুদ হিমু কালো রাব===হিমু বাংলাদেশী কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ সৃষ্ট একটি জনপ্রিয় চরিত্র। হুমায়ূন আহমেদ বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক গণ্য করা হয়। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার। বলা হয় আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের তিনি পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। তাঁর বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে, বেশ কিছু গ্রন্থ স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। সত্তর দশকের শেষভাগে থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প-উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর।
Was this review helpful to you?
or
হিমু সমগ্রের জন্য অপেক্ষায় ছিলাম।অবশেষে হাতে পেলাম আজকে?...অর্ডার করার কিছুদিনের মধ্যেই পেয়ে গিয়েছি!?।।ধন্যবাদ রকমারিকে✨..
Was this review helpful to you?
or
হিমু,,,, আমার পড়া হুমায়ুন আহমেদ স্যার এর প্রথম বই। বইটি পড়ার সময় নিজেকে হিমু ভাবতে শুরু করেছিলাম। বইটিতে হিমুর দৈনিক জীবনের নানা উদঘট ঘটনা তুলে ধরা হয়েছে,,,, সব মিলিয়ে বইটি সবার ভালো লাগার কথা। তবে আরেকটি বেপার যাদের বই পড়াটা সখ হিসেবে নিয়েছেন অথবা যারা কিছু ভিন্ন কিছু চান তারায় বইটি পড়ুন। আর যারা সবসময় ব্যাস্ত থাকেন বই পরার সময় পান্না তাদের কাছে বইটি না পড়ায় ভালো আমার নিজের কাছে বইটি ভালো লেগছে কিন্তু অতটাউ লাগেনি ধন্যবা।।।।।।
Was this review helpful to you?
or
হিমু সমগ্র একটি উপন্যাস সংকলন, ১৪ টি উপন্যাস যা কেবল হিমুকে নিয়ে লেখা আপনি মাত্র ৬৮০ টাকায় পেয়ে যাচ্ছেন। আর হিমুর উপন্যাস গুলো কেমন হয় তা তো আমাদের সবারই জানা। তাই হিমুর অসাধারণ জীবনের মাঝে কিছুক্ষণ ঘুরে আসতে এই বইটি সংগ্রহ করে পড়ে ফেলতে পারেন। এই বই এর সব গুলো গল্পই আমার খুব প্রিয় বিশেষ করে ময়ূরাক্ষী। অসাধারণ এই বইটি সহজলভ্য করে দেয়ার জন্য রকমারি ডট কম কে ধন্যবাদ
Was this review helpful to you?
or
I like this book too much.Humayun Ahmed is my favourite writer.
Was this review helpful to you?
or
boita onek valo
Was this review helpful to you?
or
সব কিশোরদের পড়া উচিত।আমার লাইফে পড়া সবচেয়ে ভালো লাগা বইয়ের মধ্য একটা।পড়তে পড়তে হিমু চরিত্রটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে।যাস্ট অসাধারণ।
Was this review helpful to you?
or
বলুনতো কোন উপন্যাসে হিমুর মাজেদা খালা হঠাৎ মাজেদা ফুপু হয়ে গেছে? কোথায় হিমু একবার চুল, দাড়ি, ভ্রু সব কামিয়ে অদ্ভুত সাজে সেজেছিল? আচ্ছা কোন উপন্যাসে কি হিমুর পকেট ছিল? হিমু প্রেমিদের কাছে এমন হাজারটা প্রশ্ন তো করাই যায় তাইনা? অবশ্য হুমায়ূন আহমেদ নিজে যেখানে বলেছেন তিনি এতো বেশি হিমু লিখেছেন যে নিজেই মাঝে মাঝে ল্যাজে গোবরে করে ফেলতেন সেখানে আমরাতো পাঠক মাত্র। তাই হিমুকে ভালোভাবে গুছিয়ে যত্ন করে রাখতে কিনে নিন প্রথম এবং সবচেয়ে বড় হিমু সমগ্রটি। ধন্যবাদ।
Was this review helpful to you?
or
আমি হিমু হতে চাই, আসলেই হিমুরা অনেক সৎ হয়। হিমু দের সাথে কারও তুলনা চলে না। সত্যি বলতে কি হুমায়ুন আহমেদ এর লেখা আমার কাছে অসাধারণ।
Was this review helpful to you?
or
হুমায়ুন আহমেদ স্যার বরাবরই আমার প্রিয় লেখক। হিমুসমগ্র ১ম খন্ড খুবই দারুণ একটি বই। অসাধারণ সব হিমু গল্পের সমাহার। বইটি পড়ে খুব ভালো লেগেছে। মনে হচ্ছে হিমু আর আমি এখন এক। আসলে হিমু চরিত্রটি হুমায়ুন আহমেদ স্যারের সৃষ্ট সেরা চরিত্রগুলোর মধ্যে অন্যতম। যে কাউকে হিমু চরিত্রটি আকর্ষন করতে সক্ষম।
Was this review helpful to you?
or
বইয়ের নাম: হিমু সমগ্ৰ ১ লেখকের নাম: হুমায়ুন আহমেদ রিভিউ: “আমি হারিয়ে গেছি তোমার মধ্যে” বইটি পড়ার সময় নিজের অজান্তেই এই কথাটা কয়েকবার বলে ফেলেছি। হুমায়ুন আহমেদ বরাবরই আমার প্রিয় লেখক ছিলেন। আর তার অন্যতম বিখ্যাত কাল্পনিক চরিত্র “হিমু” কে জানার ইচ্ছা সেখান থেকেই সৃষ্টি.... তবে অদ্ভুত বিষয় হলো, বইটি পড়ার সময় আমার মনেই ছিল না যে এটা শুধুমাত্র একটি কাল্পনিক উপন্যাস। বরং বার বার মনে হচ্ছিল হিমু বুঝি আমার খুব চেনা কেউ এবং সে আমার সাথেই আছে। সবমিলিয়ে অসম্ভব সুন্দর একটি বই যা শুধুমাত্র রিভিউ বা লেখার মাধ্যমে প্রকাশ করা যায় না....?
Was this review helpful to you?
or
এক হিসেবে বলতে গেলে, বাংলা বইয়ের প্রতি টান কিংবা ভালোবাসা যাই বলি না কেন তা মূলত হুমায়ুন আহমেদের হিমুকে ঘিরেই শুরু হয়েছিল। একটানা সবগুলো বই পড়ে শেষ করেছিলাম। তখনকার আলোকে যদি বলি তবে, প্রকৃতই এ বইগুলো আমার মনোরঞ্জন করতে পেরেছিল। আর আমিও স্বপ্ন দেখতাম হিমু হবার, খালি পায়ে হলুদ পাঞ্জাবিতে ঘুরে বেড়ানোর কিংবা উদ্ভট সব কাজ করে সবাইকে তাক লাগিয়ে দেয়ার। আমারও ইচ্ছে হতো, জেলে বসে দিন কাটানোর কিংবা কোন এক রাতে রুপার সাথে জোসনা দেখার।
Was this review helpful to you?
or
এক কথায় পুরো হিমু সিরিজটি হুমায়ূন আহমেদের এক অনবদ্য ও বিস্ময়কর সৃষ্টি। মোটকথা এই সিরিজটিই আমাকে বাধ্য করেছে হুমায়ূন আহমেদের সাহিত্যের প্রতি প্রবল আগ্রহ পোষণে। এই হিমুর সাথেই আপনাকে লেখক নিয়ে যাবে এক অন্য মায়ার জগতে যেখানে প্রবেশ করা অত্যন্ত সহজ তবে বের হওয়া তার চাইতে কঠিন। তাই পড়ার আগে তৈরি হয়ে যান হিমুর সাথে তার আপন ভূবন ভ্রমণের এক অন্যরকম যাত্রায়।
Was this review helpful to you?
or
বইটি নিয়েছিলাম...দারুন ছিল...কভার ও বাইন্ডিং ও খুব ভাল মানের...যথেষ্ট ভাল এবং দ্রুততার সাথেই ডেলিভারি পেলাম...ধন্যবাদ রকমারি...।।
Was this review helpful to you?
or
হুমায়ুন আহমেদ এর লেখা অসাধারণ।
Was this review helpful to you?
or
হিমুকে আমি অনেক ভালোবাসি । আমি যখন বইটি পড়ি তখন নিজেকে হিমু মনে হয় । এখন মনে হয় আমি নিজেই হিমু হয়ে গেছি ।
Was this review helpful to you?
or
আমি প্রথমে মনে করতাম যে হুমায়ুন আহমেদ একজন সাধারন লেখক কিন্তু তার কয়েকটি বই পড়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছি......।
Was this review helpful to you?
or
আমার পড়া প্রথম হিমুর বই- হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম । বইটি পড়ে আমার খুব ভাল লাগে । বলতে গেলে তখন থেকেই আমি হিমুর ভক্ত । এরপর আমি হিমু সিরিজের অন্য বই গুলিও পড়ি । আমি যতবার ই হিমুর বই পড়ি ততই ভাল লাগে । হুমায়ূন আহমেদ স্যারকে ধন্যবাদ এত সুন্দর একটি চরিত্র সৃষ্টির জন্য ।