User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
আমদের যত চিন্তা, হতাশা আছে সবকিছু ঘুচে যাবে যদি পড়েন মুফতি ইসমাঈল মেনক এর বইটি। আলহামদুলিল্লাহ পড়েছি।
আলহামদুলিল্লাহ, আমাদের হালাল উপার্জন এবং রিজিক নিয়ে যত চিন্তা আছে সব সহজ করে তুলে ধরা আছে বইটাতে।
ভবিষ্যতে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা নিয়ে ইমরান নযর হোসেনের একটি গুরুত্বপূর্ণ বই। সবার জানা উচিত বলে মনে করি।
আলহামদুলিল্লাহ! বইটি পড়ে অনেক ভালো লাগল।
দুয়ার যত বই আছে তার মধ্যে এটা বেস্ট সবাইকে পড়ার আহবান রইল।
খুব ভালো বই ❤️❤️❤️❤️❤️
খুব ভাল বই আমি এডমিশন সময় নিসি এখন আমি খুবিয়ান ❤️
◼️বই সম্পর্কে: আমাদের আল্লাহ তা’আলা বলেন, “ঐ সকল মুমিনরা সফল যারা তাদের সালাতে বিনয়াবণত”(সূরা মুমিনুন, ১-২) . হুযাইফা (রাদ্বী) বলেন, “তোমরা তোমাদের দ্বীনের বিষয়সমূহ থেকে সর্বপ্রথম খুশুকে(বিনয়) হারাবে, আর সর্বশেষ হারাবে সালাত। অনেক সালাত আদায়কারী আছে, তাদের মধ্যে কোনো কল্যাণ নেই। অচিরেই তোমরা মসজিদে প্রবেশ করবে, কিন্তু কোনো বিনয়াবণত সালাত আদায়কারী দেখতে পাবে না।”(মাদারিজুস সালাকিন, ১/৫২১) . খুশুই হলো, সালাতের প্রাণ এবং তার সবচেয়ে বড় উদ্দেশ্য। তাই খুশুহীন সালাত হলো, প্রাণহীন দেহের ন্যায়। তাই সালা...See More
khub valo lagse boi ti pore
"কুয়াশা ৫" নিঃসন্দেহে রহস্যপ্রেমীদের জন্য দারুণ এক অভিজ্ঞতা। যারা আগের কুয়াশা সিরিজের বইগুলো পড়েছেন, তাদের জন্য এটি আরও বেশি উপভোগ্য হবে। শেষ পর্যন্ত বইটি পাঠকের মনে উত্তেজনা ও কৌতূহল ধরে রাখে, যা একজন দক্ষ লেখকের পরিচয়। RJ শারমিনের এই কিস্তি নিঃসন্দেহে রহস্য থ্রিলার পাঠকদের জন্য এক অসাধারণ উপহার।