User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং একটি কার্যকারী বই প্রতিটি মুসলিম ভাইয়ের উচিত বইটা প্রথমে নিজে পড়া এবং নিজের উপর প্রয়োগ করা দ্বিতীয়ত ইসলামের খেদমতের উদ্দেশ্য অন্য ভাইকে হাদিয়া দেওয়া অথবা অন্তত তার আশেপাশের মানুষদেরকে বইটা পড়তে উৎসাহ দেয়া।
Was this review helpful to you?
or
খারাপ না,,, বেশ ভালোই বলা চলে।
Was this review helpful to you?
or
jazakallah, must read book
Was this review helpful to you?
or
◼️বই সম্পর্কে: আমাদের আল্লাহ তা’আলা বলেন, “ঐ সকল মুমিনরা সফল যারা তাদের সালাতে বিনয়াবণত”(সূরা মুমিনুন, ১-২) . হুযাইফা (রাদ্বী) বলেন, “তোমরা তোমাদের দ্বীনের বিষয়সমূহ থেকে সর্বপ্রথম খুশুকে(বিনয়) হারাবে, আর সর্বশেষ হারাবে সালাত। অনেক সালাত আদায়কারী আছে, তাদের মধ্যে কোনো কল্যাণ নেই। অচিরেই তোমরা মসজিদে প্রবেশ করবে, কিন্তু কোনো বিনয়াবণত সালাত আদায়কারী দেখতে পাবে না।”(মাদারিজুস সালাকিন, ১/৫২১) . খুশুই হলো, সালাতের প্রাণ এবং তার সবচেয়ে বড় উদ্দেশ্য। তাই খুশুহীন সালাত হলো, প্রাণহীন দেহের ন্যায়। তাই সালাতে খুশু একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা খুব দ্রুত হারিয়ে যায় এবং যার অস্তিত্ব অত্যন্ত দুর্লভ। বিশেষ করে আমাদের এ শেষ যুগে তথা আখেরি যামানায়। সালাতে খুশু তখন হাসিল হয়, যখন অন্তর সালাতের জন্য অবসর হয়। অন্য সব কিছু বাদ দিয়ে কেবল সালাত নিয়েই ব্যস্ত হয় এবং সব কিছুর পর কেবল সালাতকেই প্রাধান্য দেয়। তখন সালাত তার জন্য প্রশান্তি হয় এবং সালাত তার চোখের শীতলতা আনয়নকারী হয়। যেমন রাসূল বলেছেন, ‘আমার চোখের প্রশান্তি দেওয়া হয়েছে সালাতের মধ্যে’ ( মুসনাদ আহমাদ, ৩/১২৮) তো এই খুশু কীভাবে অর্জিত হবে? জানতে পড়ুন ইবন কায়্যিম এর খুশু খুযু ◼️ লেখক পরিচিতি : ইবনুল কায়্যিম আল-জাওযিয়্যাহ রাহিমাহুল্লাহ্ ৬৯১ হিজরী সনের সফর মাসের সাত তারিখে জন্মগ্রহণ করেন। জন্মস্থান সিরিয়ার দামেস্ক। তার আসল নাম মুহাম্মাদ। উপনাম আবু 'আব্দিল্লাহ। উপাধি শামসুদ্দীন (দ্বীনের রবি)। পিতার নাম আবূ বাকর। দাদা আইয়্যুব ইবনু সা'দ। তবে তিনি 'ইবনুল কায়্যিম আল-জাওযিয়্যাহ' নামেই অধিক প্রসিদ্ধি লাভ করেন। অনেকে শুধু 'ইবনুল কায়্যিম' বলেও সম্বোধন করে থাকেন। এই নামে প্রসিদ্ধির কারণ হলো, তার সম্মানিত পিতা আবু বাকর বিন আইয়্যুব তৎকালে দামেস্কের 'মাদরাসাতুজ জাওযিয়্যাহ'র অন্যতম ব্যবস্থাপক ছিলেন। দীর্ঘদিন সেখানে অধ্যাপনার কাজে নিজেকে নিয়োজিত রাখেন। ফলে সেসময় তাকে 'কায়্যিম আল-জাওযিয়্যাহ' নামে ডাকা হতো। পরবর্তী সময়ে তাঁরই সন্তান মুহাম্মাদ রাহিমাহুল্লাহ্ 'ইবনু কায়্যিম আল-জাওযিয়্যাহ' (কায়্যিম আল-জাওযিয়্যাহ'র ছেলে) নামেই অধিক পরিচিতি লাভ করেন। হাফিয ইবনুল কায়্যিম রাহিমাহুল্লাহ একটি দ্বীনি পরিবেশে বেড়ে ওঠেন। তিনি লালিত পালিত হয়েছেন 'ইলম ও 'আমালের চর্চায় নিরত একটি পরিবারে। তাই ছোটবেলা থেকেই তার মাঝে 'ইলমের প্রতি প্রচন্ড ঝোঁক পরিলক্ষিত হয়। দিন দিন যেন তার জ্ঞান আহরণের পিপাসা বাড়ছিল। তিনি জ্ঞানার্জনে ব্রত হলেন। বিভিন্ন শাস্ত্র নিয়ে অধ্যয়ন শুরু করলেন। তাঁর সম্মানিত পিতাও একজন বিজ্ঞ 'আলিম হওয়ায় উদ্দেশ্য ও বিধেয় ষোলকলায় পূর্ণ হতে তাকে খুব বেশি বেগ পোহাতে হয়নি। হাফিয ইবনু কাসীর রাহিমাহুল্লাহ্ ইবনুল কায়্যিম রাহিমাহুল্লাহ-র পিতার সম্পর্কে বলেন, 'আবু বাকর বিন আইয়্যুব বিন সা'দ আল-হাম্বলী ছিলেন শ্রদ্ধেয়, সম্মানিত, নেক ও পরহেযগার ব্যক্তি। গণ্যমান্য এবং ভণিতামুক্ত একজন সাহসী মানুষ।' পিতার কাছেই প্রাথমিক শিক্ষার হাতেখড়ি। পিতাই তার প্রথম শিক্ষক। এছাড়াও তিনি 'ইলমের জন্য তৎকালীন অনেক বিজ্ঞ 'আলিমের শরণাপন্ন হয়েছেন। যদি তার রচনাবলি ও সংকলন সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করা হয়, তাহলে সহজেই অনুমান করা যায়, তিনি কত গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। আকীদা, ফিকহ, হাদীস, দর্শন, উসূল, তাফসীর, ভাষা, সাহিত্য, ফারায়েয ও তাসাউফসহ নানান শাস্ত্রে তিনি অগাধ পান্ডিত্য রাখতেন। 'ইলমের পেছনে তার ব্যতিব্যস্ততা এবং বিদগ্ধ 'আলিম হওয়া সত্ত্বেও কখনো কোনো নফল-মুস্তাহাব 'আমালও ছুটে যেত না। তিনি মুহাক্কিক 'আলিম হওয়ার পাশাপাশি ছিলেন বুযুর্গ ও যাহিদ। 'ইলম ও 'আমালের অপূর্ব সমন্বয়কারী এক ব্যক্তি। ইমাম ইবনুল কায়্যিম আল-জাওযিয়্যাহ। ইসলামী দুনিয়ার এক অত্যুজ্জ্বল দেদীপ্যমান নক্ষত্র। 'ইলমের এক মহা সমুদ্র। বহু বছর আগে তাঁর দৈহিক মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু ইসলামের জ্ঞানরাজ্যে তাঁর বিপুল অবদান তাকে সুরাইয়া তারকার মতো সমুজ্জ্বল করে রেখেছে। ◼️ পাঠপ্রতিক্রিয়া: পাঠকমহলে “খুশুখুযু” বইটির অনেক প্রশংসা শুনে ধারণা করেছিলাম বইটা হয়তো ভালো। তবে পড়া শেষ করে দেখলাম বইটা শুধু ভালো না, অনেক বেশি ভালো আর উপকারী। বইটা হাতে পেয়ে পড়তে শুরু করি। ৮৫ পৃষ্ঠার বইটা শুরু থেকে শেষ পর্যন্ত মুগ্ধতা নিয়ে পড়েছি। ছোট্ট বই অথচ কত গুরুত্বপূর্ণ আলোচনা এর মাঝে! আল্লামা ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ রহ. এর মতো গুণীজনের বই চমৎকার হবে এটা তো জানা কথা। তবে অনুবাদকের পারদর্শীতারও প্রশংসা করতে হচ্ছে। চমৎকার কাজ করেছেন তিনি। বইটিতে যা যা ভালো লেগেছে- ◑ প্রাঞ্জল, সহজ সরল অনুবাদ ◑ আকর্ষণীয় শব্দচয়ন। ◑ প্রয়োজনীয় সব বিষয় গুলো আন্তরিকতার সঙ্গে আলোচনা করা হয়েছে। ◑ অন্তর প্রশান্ত করার মতো বর্ণনা। যেহেতু,ইবাদতের ক্ষেত্রে খুশুখুযু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বইটিও ছোট, দ্রুত পড়া সম্ভব। তাই আমার মনে হয় বইটি সকলের পড়া উচিত। . ◾এক নজরে বইটি: বই:খুশু-খুযু লেখক : আল্লামা ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ রহ অনুবাদক: মাসউদ আলিমী প্রকাশনী : সমকালীন প্রকাশন বিষয় : দুআ ও যিকির, সালাত/নামায পৃষ্ঠা: ৮৫ প্রকাশসাল: ২০১৮ ©️ Review by Fahmida Afrin
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
কিনেছি পড়ে রিভিউ দিবো আবার
Was this review helpful to you?
or
Nice book
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
ভালো
Was this review helpful to you?
or
ভালোই
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ
Was this review helpful to you?
or
mashallah very important
Was this review helpful to you?
or
Alhamdulillah. ek kothay osadharon ekta boi.
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ। চমৎকার একটি বই
Was this review helpful to you?
or
খুশু নামাজের প্রাণ। খুশু খুজুহীন নামজ হলো দায়সারা গোছের কাজের মতো। নামজ পড়ছেন অথচ মনোযোগ অন্যদিকে। এই নামাজ কীভাবে আপনাকে নাজাত দান করবে? সফল ব্যক্তি তারাই যারা আল্লাহর নিয়ামতের কদর করতে পারেন। নামাজ যে মুসলিমদের জন্য কত বড় একটি নিয়ামত তা আমরা ভাবিই না। আল্লাহ বলেছেন, "নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দকাজ থেকে বিরত রাখে।" (সুরা আনকাবুত : আয়াত ৪৫) নামাজ আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জিকির ও সেরা নেয়ামত। যারাই নিজেদের নামাজি হিসেবে প্রতিষ্ঠা করেছে মহান আল্লাহ সেসকল বান্দাদের অশ্লীলতা, পাপাচার, অন্ধ ভোগ-বিলাস ও ক্ষণস্থায়ী মন্দকাজ থেকে বিরত রেখে পুত-পবিত্র জীবন দান করেন। নামাজ সম্পর্কে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু চমৎকার একটি কথা বলেছেন, "নিশ্চয়ই আমার কাছে সবচেয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজের হেফাযত করলো আর যত্নের সঙ্গে নামাজ আদায় করলো; সে তার দ্বীনকে হেফাজত করলো। আর যে নামাজ আদায়ে অবহেলা করলো; সে (দ্বীনের) অন্যান্য সব বিষয়ে আরও বেশি অবহেলা করলো।" (মুয়াত্তা মালেক, মুসান্নাফে আব্দুর রাজ্জাক) নামাজ শুধু মানুষের দুনিয়ার জীবনকে পবিত্র ও উন্নতই করে না বরং আদর্শ জীবনের অধিকারী করে দেয় নামাজ। চরিত্রকে কুপ্রবৃত্তিমুক্ত করে। আর নামাজির জন্য জান্নাতের দরজা থাকে উন্মুক্ত। আর এই নামজে আর মনোযোগ থাকে না। যেনো কখনও এই ভুল না হয়, যেন আমরা নামাজের মিষ্টটা অনুভব করতে পারি। তার উপায়সমূহ চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে বইটিতে। বইটি সকলের পড়া উচিত।
Was this review helpful to you?
or
বইটি অসাধারণ এবং প্রত্যেক মুসলমানের পড়া উচিত।
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ অসাধারণ একটি বই
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ খুব ভালো একটি বই
Was this review helpful to you?
or
বইটা একবার পড়ে রেখে দেওয়ার নয়। বারবার পড়ার জিনিস। আলহামদুলিল্লাহ, সালাতের নতুন স্বাদ পেয়েছি!.... প্রতি সপ্তাহে একবার করে পড়া উচিত!
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ, বইটি পড়ে নামাযের খুশু-খুযুতে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। যাদের নামাজ পড়লে মন অন্য জায়গায় চলে যায়, নামাযের নির্যাস পেতে এই বইটি অনেক সাহায্য করতে পারে।
Was this review helpful to you?
or
সেরা
Was this review helpful to you?
or
বইটি ভালো
Was this review helpful to you?
or
খুশূ-খুযূ বইটি প্রতেকের জন্য অত্যন্ত জরুরী।
Was this review helpful to you?
or
মাশাল্লাহ সুন্দর বই
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ,বইটি সম্পূর্ণ পড়া হয়েছে।খুশু-খুযু বইটি পড়ার পর আমার সালাতে একাগ্রতা আসে,প্রশান্তি পাই,আলহামদুলিল্লাহ।আমি তো আমার রবের সাথে কথা বলছি,এ উপলদ্ধিটা দৃঢ় হয়। তবে বইটি একবার পড়ে রেখে দেওয়ার মতো বই নয়,বারবার পড়ার মতো বই।বারংবার একটি বিষয় পড়লে মনে গেঁথে যায়,ইয়াকিন দৃঢ় হয়।
Was this review helpful to you?
or
গতকালই কিতাবটি পড়া খতম করেছি। সব মিলিয়ে বেশ ভালো কিতাব। যারা নমাযে উদাসীন তাদেরকে উদ্দেশ্য করেই কিতাবটি রচিত হয়েছে, এছাড়াও যারা গানবাজনায় মত্ত তাদের জন্যও বিশেষ উপযোগী।
Was this review helpful to you?
or
ভালো বই। আলহামদুলিল্লাহ্।।
Was this review helpful to you?
or
alhammdulillah
Was this review helpful to you?
or
নামাজ মহান আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটি মানুষকে আল্লাহর কাছাকাছি করে। তবে নামাজের মধ্যে আমরা যে সূরা আওড়ায় তা মূলত কোন কাজে লাগে না যতক্ষণ তার মর্মোদ্ধার করা সম্ভব হয়। কাজেই আমাদেরকে নামাজের মূল প্রাণ বা সত্তা অনুধাবন করতে হবে। আর সেজন্য এ বইটা হতে পারে তোমার নিত্য সঙ্গী। দেখা যাবে নামাজের মধ্যে এ বইটি শুধুমাত্র দেহ নয় বরং নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে বান্দার কথোপকথনে রূহ ও দেহের সংযোগে কথা-বার্তার মাধ্যমে অত্যন্ত বিনয় প্রকাশ করে যা রবের কাছে যেকোন আবিদকে প্রিয় করে তোলে। তাই আজই সংগ্রহ করে নিতে পারেন চমৎকার এ বইটি।
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই ।
Was this review helpful to you?
or
অনেক মজার বই,,,,,
Was this review helpful to you?
or
ভালো।
Was this review helpful to you?
or
অনেক অনেক সুন্দর বই,
Was this review helpful to you?
or
খুবই ভালো বই।
Was this review helpful to you?
or
Good books
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
সালাতে মনোযোগ বাড়াবার জন্য বইটির শিক্ষা অনন্য।
Was this review helpful to you?
or
Boiti Jannat power path decade.
Was this review helpful to you?
or
good service
Was this review helpful to you?
or
সালাতে মনোযোগী কেন ও কিভাবে হবেন তা জানার জন্য এক বিস্তৃত বই
Was this review helpful to you?
or
best books
Was this review helpful to you?
or
বইটি আমার খুব ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
valo
Was this review helpful to you?
or
Very good
Was this review helpful to you?
or
❤️❤️❤️
Was this review helpful to you?
or
gd
Was this review helpful to you?
or
Alhamdulillah
Was this review helpful to you?
or
Alhamdullah valo
Was this review helpful to you?
or
khub sundor
Was this review helpful to you?
or
খুশূ খুযূ বইটি ভালো তবে যারা হানাফি তাদের হালকা সমস্যা হতে পারে। অর্থাত না বুঝে পড়লে
Was this review helpful to you?
or
শিক্ষণীয় ?
Was this review helpful to you?
or
ভালো বই
Was this review helpful to you?
or
Alhamdulillah onek valo boi.....
Was this review helpful to you?
or
অত্যন্ত সুন্দর একটা বই।
Was this review helpful to you?
or
খুবই চমৎকার একটি বই।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ, অনেক ভালো বই
Was this review helpful to you?
or
খুব ভালো বইসমূহ।।সার্বিসটা আর একটু তারাতারি দিলে আরো বেশি খুশি হতাম।।
Was this review helpful to you?
or
প্রশান্তির সাথে সালাত আদায় করতে পারছেন না যারা তাদের জন্য উত্তম একটা বই।
Was this review helpful to you?
or
বইটা পড়ে অনেক ভাল লাগে,,,যাদের নামায অমনোযোগী তাদের খুবই পড়া দরকার।
Was this review helpful to you?
or
Must read for every muslim.
Was this review helpful to you?
or
কিছু শেখার মতো একটা বই এটা।
Was this review helpful to you?
or
বই প্রেমীদের জন্য মনের মত একটা ওয়েবসাইট রকমারি. কম
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ। সুন্দর বই
Was this review helpful to you?
or
Good book
Was this review helpful to you?
or
বেশ ভালো একটা বই।
Was this review helpful to you?
or
মাষ্টার পিস?♥️??
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
ভালো বই
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। এটা পড়ার পরে আমার নামাজ আরো সুন্দর হয়ে গিয়েছে। এই বইটা পড়লে ইনশাআল্লাহ উপকৃত হবেন।
Was this review helpful to you?
or
জাজাকাল্লাহ্
Was this review helpful to you?
or
অসাধারণ বই,অনেক কিছু জানতে পারলাম
Was this review helpful to you?
or
it was really an amazing of imam ibnul kaiyam...the book is just a magic to increase attention....the exams were just wow.....at last it was helpful...every muslim should read
Was this review helpful to you?
or
Alhamdulillah vao boi. Delivery timely chilo.
Was this review helpful to you?
or
oshadharon
Was this review helpful to you?
or
প্রত্যেক সাধারণ মুসলিমের এই কিতাবটি পড়া উচিত, নামাজকে সঠিকভাবে উপলব্ধির জন্য। One must recommended Book for salat
Was this review helpful to you?
or
This book was helpful to focus and understand every part of salat .
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ ভালো একটি বই।
Was this review helpful to you?
or
Not good not bad
Was this review helpful to you?
or
বইটা অসাধারণ
Was this review helpful to you?
or
This books are so good to know how to make our prayer beautiful.
Was this review helpful to you?
or
Awesome
Was this review helpful to you?
or
হৃদয়কে প্রশান্ত করার সবচেয়ে কার্যকরী বই
Was this review helpful to you?
or
onek shundor
Was this review helpful to you?
or
Outstanding book
Was this review helpful to you?
or
Excellent.
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ
Was this review helpful to you?
or
এখনও সম্পূর্ণ পড়া হয় নাই, তবে যেটুকু পড়েছি আলহামদুলিল্লাহ এক্সেপ্সহনের থেকেও ভালো!!!
Was this review helpful to you?
or
We can take materials- how to make attention in "Salat".
Was this review helpful to you?
or
Best book.
Was this review helpful to you?
or
onek upokari
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
??
Was this review helpful to you?
or
Mashaallah
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই। বইটি এতো চমৎকার হবে সেটি বইটি হাতে পাওয়ার আগ পর্যন্ত বুঝি নাই৷ বইটি পড়ে আমার নামায বিষয়ে চিন্তা ভাবনার ধরণ এবং নামাযে মনোযোগ তথা খুশু-খুযূর উন্নতি ঘটেছে এবং নতুন করে ভাবতে শিখিয়েছে। বইটি নিয়ে আমার মনোভাব খুবই সন্তোষজনক এবং এই বইটিই অবশ্যই আমি অবশ্যই রিকোমান্ডেড করি যারা নামাযে মনোযোগ বাড়াতে চান। এটি খুবই উপকৃত করবে তাদের।
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
অনেক সুন্দর
Was this review helpful to you?
or
মা শা আল্লাহ অনেক সুন্দর একটি বই
Was this review helpful to you?
or
মা শা আল্লাহ , খুব সুন্দর গুছানো একটি বই, সকলের পড়া উচিত, নামাজ ও ইবাদতের মাঝে খুশু খুশু টা অনেক দরকার যা বর্তমানে আমাদের মাঝে একদম নেই যার কারনে আমরা নামাজবা ইবাদতের মাঝে আগ্রহ ও মজা পাইনা। এই বইটা পড়ে সকলের তা বুঝতে ও কাজে লাগাতে পড়বে, ইন শা আল্লাহ ! এইটি সকল মুসলিম ভাইদের পড়া উচিত! মা শা আল্লাহ অনেক সুন্দর বই ❤
Was this review helpful to you?
or
অনেক ভালো সার্ভিস। ধন্যবাদ রকমারিকে।
Was this review helpful to you?
or
ভালো
Was this review helpful to you?
or
Oasalamun alal mursalin Olhamdulillahi rabbil alamin. (37-181-182) Jajakallahul khair.
Was this review helpful to you?
or
অসাধারন বই। জাজাকাল্লাহ
Was this review helpful to you?
or
oshadharon boi..
Was this review helpful to you?
or
গুরুত্বপূর্ণ একটি বই।
Was this review helpful to you?
or
বইটির প্রত্যেকটি লাইন এক একটা মণি মুক্তা
Was this review helpful to you?
or
best book
Was this review helpful to you?
or
খুশু খুযু বইটি কারোও জীবনের সেরা বইয়ের তালিকায় রাখার মতো একটি বই ।
Was this review helpful to you?
or
খুব ভালো বই। অনেক কিছুই জানতে পারলাম। মনোযোগ সহকারে নামাজ পড়লে আমরা যে আল্লাহ্ তায়ালার কতোটা কাছে থাকি তা আমরা হয়ত অনেকেই জানিনা। আমরা অনেকেই আলাদা করে দুয়া কিভাবে করব তা খুজতে থাকি কিন্তু নামাজে আমরা প্রতিনিয়ত আল্লাহ্ কাছে দীন - দুনিয়া আখিরাতের সম্মান, সুখ শান্তির জন্য ৫ ওয়াক্ত দুয়া করি। নামাজে পরা প্রতিটা দুয়া বাংলা অনুবাদ পড়লেই বুঝা যাবে আল্লাহ আমাদের কত সুন্দর করে দুয়া করার ব্যবস্থা করে দিয়েছেন নামাজের মাধ্যমে। বইটি একবার পড়লে অনেক কিছু সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
Was this review helpful to you?
or
সবার পড়া উচিত। দারুন
Was this review helpful to you?
or
খুব একটা ভালো বই। সময় থাকলে কিনে পড়তে পারেন। আশা করি আপনার টাকাটা নষ্ট হবে না।
Was this review helpful to you?
or
সবার পড়া উচিত।
Was this review helpful to you?
or
এক অসাধারণ বই।যার প্রতিটা লাইন যেন নতুন এক শিক্ষা!!!! বিশেষ করে সালাতে মনোযোগী হওয়ার ক্ষেত্রে এর ভুমিকা অপরিসী।
Was this review helpful to you?
or
বইঃ খুশূ-খুযূ লেখকঃ ইমাম ইবনে কাইয়্যিম। নামায হলো ইসলামের দ্বিতীয় ভিত্তি। ঈমানের পরেই নামাযের স্থান। নামায হলো মুমিনের জন্য ঢালস্বরূপ। কিন্তু আমরা অনেকেই নামায পড়ি কিন্তু নামাযের হক আদায় হয় না। খুশূ মানে হচ্ছে আল্লাহ ভয়। ইমাম ইবনে কাইয়্যিমের এই বইটিতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে । এই বইটি পড়লে নামাযের গুরুত্ব অনুধাবন করা যায়। নামাযে মনোযোগী হয়ে নামায আদায় করলে নামাযের হক আদায় হয়।
Was this review helpful to you?
or
খুযু খুশু। সালাতে মনোযোগী হওয়ার জন্য উপযোগী অন্যতম একটি বই। বইটি আমি রকমারি থেকেই কিনেছি। যাইহোক, এখন মূল কথায় আসি। খুশু খুযু প্রত্যেক সালাতের জন্য খুবই প্রয়োজনীয়। খুশু খুযু ছাড়া সালাত কবুলযোগ্য হবেনা। আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে, সালাতের ভিতরে অনেক চিন্তাভাবনা আসে যেগুলো আদৌ সালাতের বাইরে আসেনা। এগুলো শয়তানের ওয়াসওয়াসা। এজন্যই খুশু খুযু করতে হয়। কিন্তু দুঃখের ব্যাপার হল আমাদের এখানে হয়ত সালাত আদায় করে অনেকেই। হয়তবা ৫ ওয়াক্ত এমনকি তাহাজ্জুদও পড়ে কিন্তু খুশু খুযু আদায় করেনা। এতে সালাতও কবুলযোগ্য হয়না। এখন এই সমস্যাটা অনেকের মাঝেই ছড়িয়ে পড়েছে। তাই আমি বলতে চাই, এই বইটা খুবই সময়োপযোগী। সবশেষে অনুবাদকের জন্য রইল অসংখ্য দুয়া ও শুভকামনা।
Was this review helpful to you?
or
খুশু খুযু বইটি অত্যন্ত চমৎকার একটি বই। বইটিতে মূলত সালাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন পদ্ধতি বর্ননা করা হয়েছে কোরআন হাদিসের আলোকে। অনেকেই নামায পড়েন কিন্তু অন্তরে প্রশান্তি পায় না, তাদের জন্য এই বইটি জরুরি। বইটিতে সালাত আদায় করতে যে মানুষের হৃদয় প্রশান্ত হয়, ও কিভাবে সালাত পড়তে হবে হৃদয় প্রশান্ত করার জন্য তা বলা হয়েছে এখানে। বইটি খুবই ভাল। কাগজের মানও অনেক ভাল।
Was this review helpful to you?
or
ভালো বই
Was this review helpful to you?
or
আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা আমাদের ওপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। এটি তাঁর একটি দয়া, একটি অনুগ্রহ। এর মাধ্যমে আমরা দৈনিক পাঁচবার তাঁর কাছে হাজিরা দেয়ার সুযোগ পাই, তাঁর সাথে কথা বলার সুযোগ পাই। বিশ্বজাহানের রবের সাথে এমন যোগাযোগের ব্যাপারটি সত্যিই অনেক উপভোগ্য। কিন্তু আমরা সালাতকে এভাবে উপভোগ করতে পারি না; আর না জানি কীভাবে সালাতকে উপভোগ করতে হয়। উপরন্তু দুনিয়াকে আঁকড়ে রেখে সালাতে আমাদের মন বসে না। এই সালাত আমাদেরকে অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে রাখতে পারে না। যার ফলে আমরা আস্তে আস্তে আমাদের রবের সাক্ষাত হতে দূরে চলে যাই... ইমাম ইবনুল কাইয়্যিমের ‘আসরারুস সালাহ্’ বইয়ের অনুবাদ এটি। বইটি ছোট হলেও এর প্রতিটি লেখা অত্যন্ত মর্মস্পর্শী। আমাকে বারবার আপ্লুত করেছে বইটি। বারবার পড়ার মত একটি বই এটি। আমরা যদি আমাদের সালাতে মনোযোগ ধরে রাখতে পারি তাহলে এই সালাত ইন শা আল্লাহ আমাদের মন্দ স্বভাব থেকে দূরে রাখবে। আল্লাহ তা’য়ালা আমাদের সবাইকে হিদায়াত দান করুন।
Was this review helpful to you?
or
জাযাকাল্লাহু খায়রান جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ।বইটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ার সৌভাগ্য হয়ছে । যারা সালাতের প্রতি যত্নবান তাদের এই বইটা পড়া দরকার
Was this review helpful to you?
or
আমাদের এখনকার নামাজ গুলো কেমন যেন প্রাণহীন হয়ে পড়েছে। এখন আমরা নামাজ পড়ি আবার ঘুষও গ্রহণ করি। কেউ মসজিদে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দেখা যায় তিনিই আবার সুদ অথবা ব্যাভিচারে লিপ্ত। তার হাত থেকে কোন অসহায় মানুষও রক্ষা পায় না! এমন কোন অশ্লীল কথা নেই তার মুখ থেকে বেরোয় না! কিন্তু কেন? এমন তো হবার কথা ছিল না! কথা ছিল নামাজ মানুষকে সমস্ত অশ্লীলতা থেকে দূরে রাখবে। সমস্ত পাপ কাজ, অনাচার থেকে দূরে রাখবে। তাহলে? এখানে মূল ব্যাপার হলো, মানুষের নামাজগুলো আর নামাজ হয় না, হয় কেবল শারীরিক ব্যায়াম। নামাজগুলো হয় নিছক আনুষ্ঠানিকতা বা লোক দেখানো। অন্তরের পবিত্রতা, আত্মার শুদ্ধিকরণ এবং নিয়তের বিশুদ্ধতা নিয়ে যতক্ষণ না বান্দা নামাজ আদায় করবে, ততক্ষণ তার সেই নামাজ, নামাজ হিসেবে গণ্য হবে না। বই - খুশূ-খুযূ লেখক - ইমাম ইবনুল কায়্যিম জাওযী রহ.
Was this review helpful to you?
or
আমরা যারা নামায আদায় করি তাদের জন্য বইটি খুব গুরুত্বপূর্ণ ।আমাদের নামায কে আরও সুন্দর করার জন্য এবং কবুল হউয়ার জন্য আমাদের খুশূ খুযূ সথিকভাবে মেনে তারপর আদায় করা উচিত । এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে এই বইটি তে যা আমাদের জানা খুবি প্রয়োজন ।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ অসাধারণ একটা বই। বইটি পড়লে নামাজের অমনোযোগীতা দূর হবেই হবে ইন শা আল্লাহ। নামাজে মনোযোগীতা বাড়াতে অপরিহার্য একটি বই। যারা নামাজে মনোযোগী হতে পারেন না, নামজে মন অন্য কোথাও চলে যায়, তাদের জন্য খুব উপকারী হবে বইটি আমি মনে করি। বইটি যারা এমন একটি বই অনুবাদ করে বাঙালীদের উপহার দেওয়ার জন্য মাসউদুর রহমান ভাই কে যাজাকাল্লাহ।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ!! খুবই গুরুত্বপূর্ণ একটি বই। বইটিতে লেখক সালাতে সঠিকভাবে পড়ার এবং মনোযোগী হওয়ার উপায় তুলে ধরেছেন। প্রকৃতপক্ষে সালাত কায়েম করার মধ্যেই রয়েছে অনাবিল প্রশান্তি।। কিন্তু সালাত যদি হয় বেঠিক কিংবা অমনোযোগীভাবে তাহলে মিলবে না সেই শান্তি। শয়তানের ধোঁকায় পড়ে অনেকেই সালাতে অমনোযোগী হয়ে পড়ে। যাহোক অসংখ্য ধন্যবাদ লেখককে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য।।
Was this review helpful to you?
or
শুরুতেই বলি, এটি সংগ্রহে রাখার মত একটি বই। ইমাম ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ। ইসলামের ইতিহাসের অন্যতম ফকীহ। সেদিন কাকে যেন বলতে শুনলাম, যেকোন মাসালা, মাসায়েল, ফতোয়া যেখান থেকেই শোনা/দেখা হোক না কেনো, ওই মাসালা-মাসায়েল-ফতোয়াতে ইমাম ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহুর কি মতামত, সেটা যতক্ষণ না দেখা হবে, ততক্ষণ শান্তি পাওয়া যায়না। আসলেই তাই। জ্ঞানের এমন এক সাগর, এমন এক মহীরুহ ছিলেন তিনি যা লিখে প্রকাশ করা কোনোভাবে সম্ভব না। --- তিনি ছিলেন বাতিল আক্বীদা, বিদায়াত এবং ইসলাম বিরোধীদের আতঙ্ক। সমাজে মাথাচাড়া দিয়ে উঠা বিষাক্ত আক্বীদা, ইবাদাতের নামে নতুন নতুন বিদায়াতের অপনোদনে তিনি ছিলেন সিদ্ধহস্ত। তাঁর সুযোগ্য ছাত্র ছিলেন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। তিনিও ওস্তাদ ইবন তাইমিয়্যাহ রাহিমাহুল্লাহ'র পথ ধরে হেঁটেছেন। ঈমান বিধ্বংসী আক্বীদা, বিদায়াত এবং বিভিন্ন ইস্যুতে তাঁর রয়েছে অসামান্য অবদান, অবিস্মরণীয় কাজ। তাঁর লেখা তিন শতাধিক বইয়ের মধ্যে অন্যতম একটি বই হলো- 'আসরারুস সালাহ'। সংক্ষিপ্ত কলেবরের এই বইটি অত্যন্ত চমৎকার। তথ্যের বিশাল সন্নিবেশ হয়তোবা নেই, কিন্তু উপমার আদলে মানুষের মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলোকে তিনি এমনভাবে বিশ্লেষণ করেছেন- অবাক না হয়ে উপায় নেই। এক বন্ধু আমাকে একবার বলেছিলো- প্রতি ওয়াক্ত সালাতে যাওয়ার আগে সে এই বইটাতে অন্তত একবার চোখ বুলিয়ে নেয়। নাহ, এই বইটি সালাত শিক্ষার বই নয়। এটি সালাতে মনোযোগ ধরে রাখার উপায় নিয়ে লিখিত বই। সালাত শিক্ষা নিয়ে উনার আলাদা একটি বই আছে। বাংলায় সম্ভবত সেটি 'আল্লাহর রাসূল কিভাবে নামাজ পড়তেন' শিরোনামে প্রকাশিত হয়েছে। আমরা যারা সালাতে অমনোযোগী, যাদের মন সালাতে দাঁড়ালেই বিশ্বভ্রমণে বেরিয়ে পড়ে- তাদের সেই অবাধ্য মনকে কিভাবে শুদ্ধ করা যায়, বাধ্য করা যায়- সেই উপায়গুলো সুন্দর সুন্দর উপমায় সাজিয়েছেন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। আল্লাহ উনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন, আ-মী-ন। বইটি আরবিতে 'আসরারুস সালাহ', ইংরেজিতে 'Inner Dimension Of Prayer' এবং বাংলায় 'খুশূ খুযূ' নামে আছে। সালাতগুলোকে আরো মাধুর্যমন্ডিত, আরো মধুর এবং তৃপ্তিদায়ক করতে এই বইটি নিঃসন্দেহে অনন্য সংযোজন হবে। ইং শা আল্লাহ।
Was this review helpful to you?
or
জীবনে সফল হবার কত উপায়ই চারদিকে শুনতে পাই! কত সেলেব্রিটি, কত মোটিভেশনাল স্পিকার আমাদের সফল হবার পথ বাতলে দেয়| সেই পথ ধরে চলতে চলতে আমরা ক্লান্ত হয়ে পড়ি | ক্লান্ত শ্রান্ত দেহে আমরা বুজতে পারি আসলে এসব সফল হবার উপায় ছিলোনা মোটেই, বরং অসফল হবার ফাঁদ ছিলো | কেমন হয় যদি সফল হবার উপায় বাতলে দেয় স্বয়ং বিশ্ব জাহানের অধিপতি? ' সেসকল মু'মুনিরা সফল হয়েছে যারা নিজেদের সলাতে বিনয়ী
Was this review helpful to you?
or
জাজাকাল্লাহু খইরান। আলহামদুলিল্লাহ্! সবার পড়া উচিৎ। চমৎকার একটা বই।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। বইয়ের লেখক, অনুবাদক ও এর সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ এমন একটি বই উপহারের জন্য। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক। আমিন। বইটি সম্পর্কে যা না বললেই নয় তা হলো, এটি একজনকে নামাযে মনোযোগী করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর রহমতে বইটি পড়ে নামাযে মনোযোগ ফিরে আসবে ইনশা...আল্লাহ।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ বইটি হাতে পেয়েছি আমার এক ভাইয়ের মাধ্যমে । এটা নামাজে আপনাকে মনোযোগী করার জন্য সাহায্য করবে । আপনি সালাতের মিস্টতা অনুভব করতে পারবেন । ইমাম ইবনুল কাইয়ুম সেই সেই সেই । তবে আমাদের একটা কথা মাথায় রাখা দরকার আর কোরআন এর উপর বিশুদ্ধ গ্রন্থ আর হতে পারে না । আশা করবো আপনারা বইটি কিনবেন ধন্যবাদ ( মুহাম্মদ ইসমাম খলিল অরন্য )
Was this review helpful to you?
or
খুব চমৎকার একটি বই। নামাজ যে কতটা উপভোগ করার মতো একটা বিষয় তা বুঝা যাবে বইটি পড়ে.....