User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
কিউএনএ এইচএসসি এমসিকিউ প্রিপারেশন বুক - কেমিস্ট্রি প্রথম পত্র
কিউএনএ পাবলিকেশন্স লেখক পরিষদ
অনেক ভালো। ভাই লেখার সাইজ গুলো একটু বড় হলে আরো ভালো হতো।
?ফ্ল্যাপ থেকে: শিল্প বিপ্লবের ফলে মানুষের জীবন যাত্রায় আমূল পরিবর্তন এসেছে, একথা যেমন সত্যি, তেমনি পৃথিবী প্রতিনিয়ত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। মাটির নিচে জমে থাকা তেল, গ্যাস, কয়লা বা অন্য কোনো খনিজ পদার্থ জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে কার্বন নিঃসরণ হচ্ছে, কার্বন নিঃসরণের ফলে ওজনস্তর ক্ষয়ে যাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, উত্তর মহাসাগরের বরফ আগের তুলনায় দ্রুত হারে গলে যাচ্ছে। ফলে সমুদ্রের পানির স্তর ফুলে উঠছে এবং পৃথিবীর দ্বীপ রাষ্ট্রসমূহ, এমনকি বাংলাদেশের নিম্নাঞ্চলও ডুবে যাওয়ার আশঙ্কা ...See More
অসাধারণ লেখনি। মাঝে কতবছর বই পড়া ছেড়ে দিয়েছিলাম। এই বই পড়ার মাধ্যমে আবার সেই পুরনো অভ্যাস ফিরে আসলো যেনো । একটানা পড়ে শেষ করার মত বই, পড়ার পরেও যেনো রেশ কাটতে চায় নাহ। অসম্ভব ভালো লাগলো । লেখকের প্রতি ভালোবাসা আর শুভ কামনা রইল সবসময় ?
খুবি পাকাপোক্ত থ্রীলার । ভালো লেগেছে।
bah nice book
Nice book
ভালো লাগার মতো একটা বই।
You should write a series. বাংলাদেশে আর এমন ইনভেস্টিগেটিভ রাইটার কই। থ্রিলার পড়া আমার মতন অনেক রিডার ফিরতে পারে তাহলে বাংলা বইয়ে।
পরবর্তী সংস্করণগুলোর গ্রন্থস্বত্ত্ব আর উৎসর্গ পাতার মাঝে অতিরিক্ত একটি পাতা পাওয়া যায়, নেমেসিসে'র লেখক কিছুটা স্মৃতিচারণ করতে গিয়ে যেখানে লিখেছেন, “[ব]লতে গেলে নিঃসঙ্গভাবেই মৌলিক থৃলারের এ যাত্রাটি শুরু করেছি(লেন)”[1]— এই নিঃসঙ্গ যাত্রীর পরবর্তী ইতিহাস আমাদের জানা, ক্রমে ক্রমে ছ'খন্ডে বেরিয়েছে তার যাত্রার ইতিবৃত্ত; কিন্তু তারপরও ঐ আদিখন্ডে, খোদ লেখকও যেটা "[লে]খার সময় ঘুণাক্ষরে ভা(বেন) নি এটাকে সিরিজ হিসেবে”[2] লিখবেন, প্রকাশনার এক দশক পরও আমাদের বারংবার দৃষ্টি ফেরাতে হয়, কারণ এখানে কাহিনীর অন...See More
বই পেয়েছি কিন্তু বইটির সাথে Notebook পাইনি ?