User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
good, রিকমেন্ডেশন টু বাই
দারুণভাবে সহযোগিতা করছে বইটি
অনেক সুন্দর বই। আমার সবচেয়ে প্রিয় বই। যে চান সে অবশ্যই কিনতে পারেন। ⭐⭐⭐⭐⭐??
মাশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ এবং মানবজীবনে অতি প্রয়োজনীয় একটি বই। আলহামদুলিল্লাহ্ আমি প্রি-অর্ডার করেছি। আপনারাও বই অর্ডার করুন অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ
ভালো তবে আশানুরূপ ছিল তা বলব না কারণ আরো বেশি expect করেছিলাম। তবে মোটামুটি ভালো লেগেছে।
#বকুলবাহা রিভিউ ? দীর্ঘ দিন অপেক্ষায় ছিলাম কবে প্রিয় লেখকের নতুন বই পাবো।হঠাৎ ফেইসবুক স্ক্রোল করার সময় সামনে পোষ্ট দেখতে পাই নতুন বইয়ের প্রচ্ছদ ছবি ও বইয়ের নাম।মনটা খুশিতে ডগমগ। তার এক দিন কি দু দিন পর দেখি প্রি-অর্ডার এর জন্য পোস্ট করা হয়েছে। আমি সবসময় সোয়েব আল হাসান ভাইয়ের নতুন বই প্রি-অর্ডার করি। সেইদিন অ ঠিক তাই করলাম পোষ্ট দেখা আর সাথে সাথে অর্ডার কনফার্ম করা। তার পর থেকে অপেক্ষা, অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না।কবে পাব? বই কবে পড়বো? এই করতে করতে হটাৎ একদিন ফোনে একটা টেক্সট আসে। কোরিয়...See More
ভালো purchase বলব আমি। খুব ভালো লেগেছে।
পড়ে খুব ভালো লেগেছে।
# বকুলবাহা লেখকের এক অপূর্ব সৃষ্টি। একটা সহজ সরল গল্প থেকে হঠাৎ দুর্ধর্ষ অভিযান হয়ে ওঠার গল্প। শেকড় থেকে শিখরে যাওয়ার সংগ্রাম। সুন্দর উপস্থাপনা যেন ভিষন আপন খুব চেনা আবার অচেনা। গল্পের চরিত্র গুলো খুব হৃদয়স্পর্শী একজন স্নেহশীল ধার্মিক দরিদ্র বাবা, কন্যা হারানো মমতাময়ী মা,সংগ্রামী লক্ষ্যে অবিচল এক তরুণী, আত্ম অহংকার বিহীন পরোপকারী বন্ধু এমন অনেক চরিত্র রয়েছে ছোট্ট একটা চরিত্রে নিজের নাম দেখে অত্যন্ত ভালো লেগেছে।সবচেয়ে বেশি ভালো লেগেছে বিভিন্ন সময় দোয়া ও সূরা এর আয়াত নাম্বার উল্লেখ করা। ছ...See More
আমার কাছে বইটি পড়ে খুব ভালো লেগেছে ।এত সুন্দর উপন্যাস অনেকদিন পর পড়লাম ।❤️