User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
goodjbjbjbubi
Was this review helpful to you?
or
কুরআন নিয়ে নতুন করে ভাবাতে বাধ্য করবে এই বই! মহাগ্রন্থ আল - কুরআন কে আমরা কতটুকু গুরুত্ব দিচ্ছি কতটুকু সময় ব্যায় করছি কুরআনের সাথে এ নিয়ে হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে। সর্বেপরি বইটি শুধু হিফযের গুরুত্ব নিয়ে নয় পাশাপাশি এটি কুরআনের সাথে লেগে থাকার গুরুত্ব নিয়েও। আমাদের হৃদয়ে আসুক কুরআনের বসন্ত?
Was this review helpful to you?
or
' কুরআনের সাথে পথচলা ' বইটির লেখিকা হচ্ছেন নায়লা নুজহাত।সবুজ উদ্যোগ প্রকাশনী ; মোহাম্মদপুর, ঢাকা কর্তৃক প্রকাশিত উল্লেখিত বইটি প্রথম প্রকাশিত হয় আরবী ১৪৪৪ হিজরির মুহাররম মাসে। বইটির প্রচ্ছদ করেন রাফিকুন নূর এবং গ্রন্থস্বত্ব লেখিকা কর্তৃক সংরক্ষিত।বইটির পৃষ্ঠা সংখ্যা ২৬৪ টি,অধ্যায় রয়েছে ২০ টি এবং নির্ধারিত মূল্য রাখা হয়েছে ২৪০ টাকা। আমার কাছে বইটির দ্বিতীয় প্রকাশ বা দ্বিতীয় সংস্করণ রয়েছে যেটি আরবী ১৪৪৪ হিজরির সফর মাসে প্রকাশিত হয়।আমি এই দ্বিতীয় সংস্করণ নিয়েই আমার পর্যালোচনা লিখবো,ইন শা আল্লাহ্। শুরুতে আমি বই পরিচিতি লিখতে গিয়ে একটু কষ্টই পেলাম কেননা বহু খোঁজাখুঁজি করেও আমি বইটির ISBN (International Standard Book Number)নম্বরটি পেলাম না। মানের দিক থেকে যে বইটি অসামান্য সেই বইটি আন্তর্জাতিকভাবে মানসম্মত বইগুলোর তালিকায় থাকলে নিঃসন্দেহে সেটি আরও আনন্দের হতো আমাদের জন্য।যদিও আমি নিশ্চিত লেখিকা কিংবা আমরা কেউই দুনিয়াবি কোনো স্বীকৃতি পাওয়ার আশা করিনা।তবুও,বইটিতে ISBN নম্বরটি থাকলে বইটি আন্তর্জাতিক মানসম্মত বইয়ের তালিকাভুক্ত হতো। প্রকাশক পরবর্তী সংস্করণে বিষয়টিতে দৃষ্টি দিবেন বলে আশা রাখি,ইন শা আল্লাহ্। এবার কথা বলবো বইটি নিয়ে। একজন লেখক যখন একটি ' বই ' লেখার চিন্তা বা মানসিকতা থেকে ' বই ' টি লেখা শুরু করে তখন সেই লেখাতে অনেক অলংকরণ মিশ্রণের চেষ্টা করেন সেই লেখক।কেননা তার মাথায় রাখতে হয় বইটির জনপ্রিয়তা অর্জনের বিষয়ে।যার ফলে বইটি যতটা সরল কিংবা সত্য থাকার কথা ; প্রকৃতপক্ষে ততটা সরলতা সেই বইতে থাকেনা, কৃত্রিম কিছু অলংকরণ মিশে যায় সেই বইতে।কিন্তু, এই বইটিতে এমনটি হয়নি। নায়লা নুজহাত লেখাগুলো লেখার সময় হয়তো একবারও ভাবেননি লেখাগুলোর জনপ্রিয়তা বা বই ছাপানোর বিষয়টি ; সেজন্যই ওনার লেখা বইটি হয়ে উঠেছে এতটা প্রাণবন্ত এবং সজীব। দুর্ভাগ্যজনকভাবে আমাদের অধিকাংশই এই বইটিকে কুরআন হিফজের অনুপ্রেরণাদায়ক বই হিসেবেই ভাবি।এটি ভাবার কারণ হচ্ছে,লেখিকা কুরআন হিফযের ব্যাপারে প্রচণ্ড সক্রিয়।উনি কুরআন হিফজ করার অনলাইন প্রতিষ্ঠান ' তিবইয়ান ' এর প্রতিষ্ঠাতা এবং প্রধান উস্তাযা।এজন্যই আমরা অধিকাংশই বইটি পড়ামাত্র বা বইটি সম্পর্কে বলতে গিয়ে বা বইটিকে ক্যাটাগরিভুক্ত করতে গিয়ে এটিকে রেখে দেই ' হিফজ ' বিভাগের আওতায়। কিন্তু,বইটি কি কেবল হিফজ শিক্ষার্থীদের জন্যে?মোটেও না। বইটির নামটি অদ্ভুত সুন্দর,' কুরআনের সাথে পথচলা '।যে মানুষটি তার চলতি জীবনে একবারের জন্যেও কুরআনের সান্নিধ্যে আসে নি ; এই বইটি তার জন্যেও অনুপ্রেরণাদায়ক,উৎসাহদাতা। যারা হীফজের শিক্ষার্থী তাদের জন্য বইটি এই অর্থে সেরা যে বইটি হচ্ছে কুরআন হিফজ করার উদ্দেশ্য,উৎসাহ,অনুপ্রেরণা,দিকনির্দেশনার সমন্বিত রূপ।তবে,কুরআন হিফজ এবং কুরআনের সাথে পথচলা এক বিষয় নয় - আর এখানেই বইটির মহত্ব। এ কারণেই বইটিকে কেবল হিফজের ক্যাটাগরিতে রাখলে ভুল হবে।এ কারণেই লেখিকা বইটির নাম দিয়েছেন ' কুরআনের সাথে পথচলা' ।এই বইটি আসলে অনেকগুলো বিষয়ের সমষ্টি,কেবল কুরআন হিফজের নয়।একজন সন্তানকে কিভাবে লালনপালন করতে হবে সে বিষয়টিও পরোক্ষভাবে উঠে এসেছে বইটির বিভিন্ন পাতায়।' সন্তানের জন্য কুরআনের আলো ' অধ্যায়টিতে লেখিকা দেখিয়েছেন আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা কর্তৃক পিতামাতাকে দেয়া আমানত সন্তান লালনপালনের প্রকৃত পদ্ধতি, সন্তানদেরকে কুরআনের সংস্পর্শে রাখতে বাবা - মায়ের করণীয় সম্পর্কে।শত কোটি বাধা অতিক্রম করে একজন মা কিভাবে কুরআনকে আকড়ে ধরে কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে কিয়ামতের দিন তার মেয়ের ছোট ছোট আঙ্গুলগুলো শক্ত করে ধরে উপরে উঠতে থাকবে - এ বই শোনায় সেই সুন্দর সম্পর্কের মধুর কথাও ; সেই সুদৃশ্য স্বপ্নের কথাও। সেই হিসেবে বইটিকে ' প্যারেন্টিং ' ক্যাটাগরিতেও রাখা যায়, ' প্যারেন্টিং ' ক্যাটাগরির সেরা বই । এ বইটি আমাদেরকে ' সামাজিক ' হতে শেখায়। মানুষ সামাজিক জীব - আমরা সেটি ভুলে যাই।অন্তত,আখিরাতের সামাজিকতা থেকে আমরা শত শত আলোকবর্ষ দূরে। বইটি আমাদেরকে মনে করিয়ে দেয়,হাফিজ বা হাফিজা হলে আখিরাতে আমরা কেবল নিজেদের মর্যাদা প্রতিষ্ঠিত করবো না,পাশাপাশি আমরা আমাদের পরিবার, আত্মীয়,পরিচিত,অপরিচিত - সকলকে নিয়ে কিয়ামতের দিন উপরে উঠতে থাকবো,ইন শা আল্লহ্ (রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু দাউদের ১৪৬৪ ও তিরমিজির ২৯১৪ নম্বর হাদীস অনুসারে)। হ্যাঁ,আমরা সেদিন নাহয় আল্লাহর কাছে প্রার্থনা জানাবো যে,আমি একা উঠতে চাই না ; সকলকে নিয়ে উঠতে চাই উপরে! ইন শা আল্লাহ্,ইন শা আল্লাহ্,ইন শা আল্লাহ্।আল্লাহ্ কি শুনবেন না একজন হাফিজের প্রার্থনা? নিশ্চয়ই শুনবেন ,ইন শা আল্লাহ্। এটাই তো সামাজিকতা ,তাইনা? আখিরাতেও যেন আমরা সামাজিক মানুষ হিসেবেই থাকি, এই বইটি সেটিও মনে করিয়ে দেয় আমাদেরকে। কুরআনের বিশেষত্ব - মাহাত্ম্য বোঝানোর পাশাপাশি কুরআন পাঠের-হিফজের পদ্ধতি,সহস্রধিক বাঁধা অতিক্রম করে জীবনের প্রতিটি সেকেন্ডের সঠিক ব্যবহারের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের উপায় দেখানো হয়েছে বইটিতে। কুরআন শেখা কিংবা হিফজ করার হিম্মতের সামনে দেয়াল হয়ে থাকা হীনমন্যতা,অলসতা,দ্বিধা ইত্যাদি প্রত্যেকটি বিষয় ভেঙে ফেলতে কী করণীয় সে দিকটিও সুন্দরভাবে উঠে এসেছে বইটিতে।সে হিসেবে বইটিকে আবার ' মোটিভেশনাল বা আত্ম উন্নয়নমূলক ' ক্যাটাগরিতেও রাখা যায়।এক কথায় বইটি অসংখ্য সুন্দর বিষয়ের সমষ্টি। কুরআন!কুরআন!কুরআন!এই শব্দটি প্রতিটি মানুষের জীবনে কতো বেশি গুরুত্বের,সুবহানাল্লাহ।সেই কুরআনকে নিয়ে পথ চলার উৎসাহ -উদ্দীপনা -স্বপ্ন যে বইটি যোগায় সেটি কিভাবে সেরা বই না হয়ে পারে! নিঃসন্দেহে আমার জীবনে পড়া শ্রেষ্ঠ বই (কুরআন ,হাদীস, সিরাত সহ মৌলিক ইসলামিক গ্রন্থগুলোর পর)। ' কুরআনের সাথে পথচলা ' বইটি এবং বইটির লেখিকা উস্তাযা নায়লা নুজহাত - আমার জীবনের সবথেকে কঠিন মুহূর্তে অনুপ্রেরণা হয়ে এসেছেন। এই বইটি এবং উনি কতটা special আমার জীবনে সেটি আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা ভালো জানেন,উনি কিঞ্চিৎ জানেন হয়তো। ইন শা আল্লাহ্,পরকালে সেই পরিমাণটুকু আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা ওনাকে জানিয়ে দিবেন সেই প্রত্যাশা করি সবসময়। আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা উস্তাযাকে লেখিকা হিসেবে, উস্তাযা হিসেবে কবুল করুন এবং ওনার জ্ঞান - প্রজ্ঞা বাড়িয়ে দিন ,সেই প্রার্থনাই করি। - মো. বিপ্লব খান