User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
অসম্ভব ভালো একটা কিট। মাত্র কয়েকটা সাধারন কাঠের টুকরো দিয়েই আমার সামনেই বাচ্চারা কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে ফেলছে। স্কুলের ড্রোয়িং ক্লাস গুলোর জন্যেও এর ভালোই ব্যাবহার হবে বলে মনে হয়।
ফোকাস চ্যালেঞ্জ নামের এই বিজ্ঞানের কিটটা আমার খুব ভালো লেগেছে। বানিজ্য মেলায় খেলতে খেলতে যখন এইটার উপরে নজর পরে এর পর থেকে আমরা দুই ভাই খুব ভালো ভাবেই এই ফোকাস চ্যালেঞ্জের প্রতি আকৃষ্ট হয়ে যাই। যারা আমাদের বয়স এর (২২+) তাদের এইটা ব্যাবহার করা দেখা উচিত বলে আমি মনে করি।
ক্যাপ্টেন কিউরিয়াস কিটটি কিনেছিলাম আমার মেয়ের জন্য কিন্তু আমার মেয়ে এই কিটটি নিয়ে তেমন আনন্দ উপভোগ করতে পারেনি অন্য বক্স কিনে যেমন আনন্দ পেয়েছিল ।আমি চাই পরবর্তীতে এই ধরনের স্মার্ট কীট বের করতে চাইলে আরও ভেবে চিন্তে বের করবেন বলে আশাকরি।
ফোকাস চ্যালেঞ্জ আমার ছেলের জন্য কেনা হয়েছিল যেটা ফোকাস ও মনোযোগ বৃদ্ধি করে। কিটটি পরিবারের সবাই মিলেমিশে খেলি ও ভিশন আনন্দ উপভোগ করি, বিশেষ করে আমার ছেলে অনেক আনন্দ উপভোগ করে। এই ধরনের স্মার্ট কিট শুধু আমাদের পরিবারকে নয় অসংখ্য পরিবারকে আনন্দ দিচ্ছে। এই ধরনের স্মার্টকিট আবিষ্কারের জন্য বিজ্ঞানবাক্স পরিবারকে ধন্যবাদ।
পঞ্চম শ্রেনীর বিজ্ঞান বাক্স কিনে ছিলাম আমার ছোট্ট আদরের ভাইয়ের জন্য, ও হাতে পেয়েই মনের আনন্দে ম্যানুয়াল পড়ে এক্সপেরিমেন্ট গুলো করা শুরু করল ও আস্তে আস্তে সব এক্সপেরিমেন্ট কমপ্লিট করে ফেলল ও বিজ্ঞানের সকল ট্রপিক গুলো অল্প সময়ের মধ্যে এটা কমপ্লিট করল। আমার ভাইয়ের লেখাপড়ায় বিজ্ঞান শিক্ষায় অগ্রসর হওয়ায় আমি বিজ্ঞানবাক্সকে ধন্যবাদ জ্ঞাপন করি ও সাধুবাদ জানায়।
৭ টা কাঠের পিসের দাম ৭৫০টাকা একটু বেশি মনে হয়েছিলো। ম্যানুয়াল দেখে মন ভরে গেছে। অসাধারন।!
আমি সাধারণত বছরে দু- একবার গ্রামের বাড়ি যাই, প্রতি বারই যাওয়ার সময় ছোট্ট ভাতিজা অন্তুর জন্য কিছু না কিছু একটা নিয়ে যেতেই হয়। ভাবছিলাম ওর জন্য কি নেওয়া যায় এইবার সে তো ক্লাস ফাইভে উঠে পরেছে, এর মাঝেই বন্ধু বাপ্পি সাজেস্ট করল যে বিজ্ঞানবাক্স নাকি ক্লাস ফাইভের জন্য নতুন একটা বক্স বের করেছে যা দিয়ে ফাইভের স্টুডেন্টরা ওদের বিজ্ঞান বইয়ের সবগুলো এক্সপেরিমেন্ট হাতে-কলমে করতে পারবে, শুনে অবাকই হলেম! দাম একটু বেশি মনে হলেও সাহস করে কিনেই ফেললাম পাশের লাইব্রেরি থেকে। বাড়িতে পৌঁছে অন্তুকে এটি দিতে...See More
Excellent!!!"
বর্ণমালা শেখাটাও যে একটা শিল্প বা কলা হতে পারে তা ট্যানগ্রাম দেখে বুঝতে পেরেছি। আপনাদের এমন প্রয়াসকে সাদুবাদ জানাই।
I liked the name captain curious. well it is a matter of fact that i just brought it by seeing the name only. It pushed on my inner super hero limit. I bought it for my nephew. He liked it too....