User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
এক অর্থে অতি চমৎকার একটি বই। ব্যবসা বাণিজ্য, অর্থনীতি সম্পর্কে জানতে চাইলে এই বইটি সর্বাধিক উপযুক্ত হবে। ধন্যবাদ লেখককে, অর্থনীতির জটিল বিষয়গুলো সহজ ভাবে বোঝানোর জন্য।
sotti khb sundor boi gula....and quality o vlo....kono prblm neiii....Thank u Rokomari....1 din e delivery dewr jonno❤️
লেখক সম্পর্কে বলার কিছু নাই। এত কাছে থেকে চিনি যে যা বলব মনে হবে বাড়ায় বলা হইতেছে। কিন্তু আমি বিশ্বাস করি যদি লেখক লেখা চালিয়ে যায় তাহলে একদিন অনেক বড়ো নাম হবে। "তোমার প্রাপ্তি যদি হয় বিচ্ছেদে, স্তব্ধতা, অসারতা, বিধ্বস্ততা তাও থাকবে স্বর্গের কোণে।" (কবিতাঃ বিচ্ছেদ) সবাই বইটি পরুন, ভালো লাগবে।
beautiful
#রংমহল #পাঠ_প্রতিক্রিয়া 'রংমহল' - বিশাল বড় উপন্যাস। এতো বড় একটা বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠকের মনোযোগ আর পাঠককে তৃপ্তি দেয়ার জন্য লেখককে কি পরিমাণ নিপুণতার সহিত কাজ করে যেতে হয়েছে, তা আপনি বই হাতে নেয়ার পর আর পড়তে শুরু করার পরই টের পেতে থাকবেন। আপনার মনে হতে পারে, রংমহল তো পড়েছিই তাহলে আবার বইতে কেন? আরে নারে ভাই, যখন আপনি বই পড়া ধরবেন এবং ধীরে ধীরে গভীরে যাবেন তখনই বুঝবেন আপনি তো কিছুই পড়েননি। বইয়ের রূপ, রস আপনার কাছে এতোটাই মোহনীয় লাগবে যে আপনার মনে হবে এই বই আগে কেন পড়লাম না। ভাবা ...See More
এ প্রজন্মের লেখকদের আমি খুব একটা পছন্দ করি না। গত বছর উনার লেখা মেঘে আঁকা রোদ্দুর বইটি মন ছুঁয়ে যায়, সেটা দিয়েই শুরু। অনেক দিন পর এ প্রজন্মের কাউকে পেলাম যার লেখা পাঠযোগ্য। নতুন উপন্যাসটি দারুণ লেগেছে। অপেক্ষায় রইলাম আরো একটি নতুন বইয়ের।
এই বইটা কিনে মহা পাপ করে ফেলেছি_না মন তৃপ্তি পেলে না মগজ ঠিক থাকলো_জঘন্য?
nice book
Alhamdulillah good product
Alhamdulillah good product