User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
মোহাইমিন পাটোয়ারীর ‘ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য’ বইটি অর্থনীতির জটিল বিষয়গুলোকে সহজভাবে তুলে ধরেছে। বইটি পড়তে গিয়ে আপনি জানবেন, কীভাবে ব্যাংক ব্যবস্থা আমাদের জীবনের প্রতিটি অংশে জড়িয়ে আছে এবং কীভাবে ধনী দেশগুলো তাদের সম্পদ বৃদ্ধি করেছে। লেখক গল্পের ছলে আমাদের প্রতিদিনের জীবন এবং বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতাকে ব্যাখ্যা করেছেন। অর্থনীতি সম্পর্কে আগে কিছু না জানলেও, এই বইটি আপনাকে গভীরতর বোঝার সুযোগ করে দেবে। এটি একটি গুরুত্বপূর্ণ বই, যা পড়া উচিত সবার।
অনেক মজার একটি বই। পরিসংখ্যান বুঝতে আগ্রহী কেউ বিনা দ্বিধায় অর্ডার করতে পারেন।
কমিউনিকেশনের উপর বিচ্ছিন্ন ভাবে শ খানেক ছোট ছোট টিপস। এটাকে কি আসলে কোন বইয়ের আকারে লেখা উচিত হয়েছে বা বই বলা যায়? আরো গোছা্লো ও সিমিলারিটি অনুযায়ী কয়েকটা অধ্যায়ে সুবিন্যস্তভাবে লেখা হলে ভালো হত। টিপস গুলো ভালো, তবে যেহেতু অগোছালো ভাবে অনেকগুলো ছোট ছোট টিপস তাই আয়ত্তে আনা কঠিন। যে প্রত্যাশা ছিল পূরণ হয়নি।
অনেক ভালো বইটি, সঞ্জীব চট্টোপাধ্যায় এর লেখা সত্যি অসাধারণ, ছোট ভাই বোন কে উপহার দেওয়া যাবে, বইটি টাইমমেশিনের মতো আপনাকে একটু হলেও ছোট বেলাকে মনে করাবে বা বলতে পারেন ছোট বেলায় নিয়ে যাবে,
আমার জীবনে পড়া সেরা বই সমূহের মধ্যে একটি। বইটি কুরআন নিয়ে আপনাকে নতুন করে ভাবতে সহায়তা করবে। কুরআন নিয়ে নতুন নতুন তথ্য আবিষ্কার করতে সাহায্য করবে। এই সিরিজের সব বইগুলো সংগ্রহ করবো ইনশাআল্লাহ।
আপনারা পড়ে দেখুন। বুঝবেন, এই তরুণ লেখক কতটা যত্ন করে প্রতিটা শব্দ লিখে।হয়তো লেখার আগে সবার মনের খবর জেনে নিয়ে লেখেন।নয়তো প্রতিটা শব্দ,প্রতিটা বাক্য প্রতিটা কবিতা কি করে আপনার মনের কথা হয় ?? মনের খোরাক মেটানোর জন্য এমন একটা বইই যথেষ্ঠ।বারবার হাতে নিবেন, বারবার আবৃত্তি করবেন। এটা বেস্ট।⭐⭐⭐⭐⭐
শুভ কামনা রইলো। অবশেষে আমাদের অপেক্ষার অবসান হচ্ছে। হাতে পাওয়ার অপেক্ষা....!
দাম অনেক বেশি।কম হলে কিনতাম।
আমার পড়া সবচেয়ে সেরা উপন্যাস। আমাকে যদি এখন কেউ বলে আমি একজনকে বই উপহার দিতে চাই, কি বই উপহার দিতে পারি? তাহলে আমি নির্দ্ধিধায় বলবো আসমান বই উপহার দেন।
অসাধারণ একটি উপন্যাস। এক বসাতেই পুরো উপন্যাসটি শেষ করেছি।