User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Book Finder

      01 Jul 2025 06:13 AM

      Was this review helpful to you?

      or

      অল্প কিছু বানান ও গ্রামার ইসু আছে। বাদবাকি মাশাআল্লাহ, অনেকটা জার্নির মত। শুরু থেকে শেষ পর্যন্ত এক একটা টপিকে এক এক রকম অনুভূতি। শুধু মাত্র ইসলাম এই বই পড়ছি মনে হলেও, সাহিত্য পরার ক্ষেত্রে যেমন নানা রকম অনুভূতি তৈরি হয়। এখানেও অনেকটা তেমন মনে হয়েছে। শুরুতে একদম সহজ, পান্তা ভাতের মত...... যেতে যেতে সাদা ভাত, এর পরে পোলাই, এর পরে বিরিয়ানাই, রেজালা, কাচ্ছি থেকে শেষ করে আবার ডিজার্ট সার্ভ করতেছে। অনেকটা এই রকম। আসলেই ভালো ছিলো বইটা। একদম ইউনিক কাজ মনে হয়েছে। বেশ কিছু স্থানে অনেক গভীর চিন্তা করার মনমানষিকতা তৈরি করে দেয়। মাশাআল্লাহ। ফলোয়ার হয়ে গেলাম।

      By True Science Lover

      01 Jul 2025 06:05 AM

      Was this review helpful to you?

      or

      সিরিয়াস রিভিউ, বইটা এক কথায় খুবই চমৎকার। তবে লেখনী আরও মজবুত হতে হবে। বেশ কিছু স্থানে বানানের ভুল আছে ও গ্রামার সমস্যা। বইটার কাভার পৃষ্ঠা সব মিলিয়ে টাকা উসুল বলা যায়। তবে বইয়ের content, মানে মূল বিষয় আসলেই খুব দরকারি। এই রকম কাজ আমি বাংলায় বা অন্য ভাষায় পাইনি এখনো। ইংরেজিতে একটা আছে ৫ খণ্ডের। সেটাও খুব চমৎকার একটা বই কিন্তু বাংলাদেশিদের জন্যে যা দরকার তা সেই বইটা serve করে না আমার মতে। এই বইটা একই সাথে প্রায় সব কিছু যেন touch করার পাশাপাশি একটা narrative serve করছে। বইটার কিছু স্থানে flat মনে হয়েছে, কিছু স্থানে একদম সাধারণ text book, কোনো স্থানে একদম নতুন কিছু দর্শন, কিছু স্থানে অনেক অনুভূতি ও ঈমানে জোর থাকলে চোখে পানিও আসতে পারে, কিছু স্থানে প্রচণ্ড ভাবতে বাধ্য করবে, কিছু স্থানে গিয়ে ইসলামের জন্যে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করবে, কিছু স্থানে গেলে মনে হবে দায়ি হয়ে যাই, কিছু স্থানে গেলে মনে হয় পড়াশোনা শুরু করা উচিত। শেষের দিকে নিজের নিজের আয়নায় দেখার জন্যে shelf ঈমান test এর topicটা বেশ কাজের ছিল। উদাহরণগুলো যা দিয়েছে সেটাতে ১০০ তে ১০০ দিব আমি, এতো সহজ ও সুন্দর উদাহরণ আগে পাইনি কোনো বইতে, উদাহরণের কারণে অনেক topic একদম পানির মতো সহজ মনে হয়েছে। তবে একটা star কম দিলাম শুধুমাত্র বানান ও গ্রামারের কারণে। বানানে বেশি ভুল থাকায় বারবার বিরক্ত লেগেছে। আরেকটা বিষয়, বইটাতে মাযহাব, মানহায ও আকিদার প্যাচে পড়ার কোনো সম্ভাবনা দেখি না। অনেক বই আছে আল্লাহর সিফাত ও আকিদা related issue নিয়ে কথা বললে কোনো একটা দিকে ঝুঁকে যায়। এই বইটা সেই দিক বেশ ভালোভাবে tackle করেছে মনে হচ্ছে। তাই বলা যায় সব শ্রেণির, এমনকি শিয়া সুন্নিদের মতো বড় difference এ লোকেরাও এই বই পড়তে পারবে। বইটা কাউকে gift দিলে চোখ বন্ধ করে দেওয়া যায়।

      By Ishtiaque Khan

      02 Jun 2025 06:31 PM

      Was this review helpful to you?

      or

      ইসলাম কোন দর্শন নয়, দর্শন হচ্ছে মানুষের মস্তিষ্ক থেকে সৃষ্ট চিন্তা। ইসলাম আল্লাহর প্রদত্ত দ্বীন।

      By Shahabuddin shikder

      30 Jun 2025 12:39 AM

      Was this review helpful to you?

      or

      ?বই রিভিউ: ?ইসলাম আসলে কি? - আবিদ এহচ রাহাত: ? ✅ বর্তমানে ধর্ম নিয়ে চারপাশে নানা প্রশ্ন আর ভুল বোঝাবুঝি যখন বাড়ছে, তখন আবিদ এহচ রাহাতের "ইসলাম আসলে কি?" বইটি যেন এক ঝলক তাজা বাতাস। এটি শুধু একটি বই নয়, বরং ইসলামের মূল শিক্ষায় ফিরে যাওয়ার একটি বাস্তবসম্মত পথনির্দেশিকা। লেখক কোনো কঠিন পরিভাষা ব্যবহার না করে, অত্যন্ত সাবলীল ও যুক্তিপূর্ণ ভঙ্গিতে ইসলামের মৌলিক ধারণাগুলো উপস্থাপন করেছেন। আল্লাহর অস্তিত্ব থেকে শুরু করে কোরআন-হাদীসের গুরুত্ব পর্যন্ত সবকিছু এমনভাবে ব্যাখ্যা করেছেন যা সব পাঠকের কাছেই বোধগম্য।

      By sha****com

      28 Jun 2025 10:43 AM

      Was this review helpful to you?

      or

      আপনার মনের অন্তরালে যদি সত্য মিথ্যার ঝড় উঠে, আকুলতা আর ব্যাকুলতার পাহাড় জমে, ইসলামকে নতুন করে জানার ইচ্ছা জাগে কিংবা আপনার বিশ্বাসকে শক্তিশালী করতে চান, তাহলে "ইসলাম আসলে কি" বইটি আপনার জন্য। ✅কেন পড়বেন? ১.ইসলাম সম্পর্কে সম্যক ধারণা অর্জন করার লক্ষ্যে । ২.ইসলাম নিয়ে খুঁটি নাটি সব কিছু একত্রে বিশ্লেষণ করার জন্য। ৩. আপনার ঈমান শক্তপোক্ত করার জন্য। ৪.আপনার প্রশ্ল গুলোর সমাধান করতে। ✅কাদের পড়া জরুরী? ১.যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান কম। ২. যাদের ইসলাম সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করার কৌতূহল। ৩. ছোট বড় সবাইকে আমি বইটি পড়তে পরামর্শ দিব। ✅বই নিয়ে আমার মতামত: ইসলামিক বইগুলো আমাদের জীবনের নিয়ামক স্বরূপ। আমাদের ভূল ত্রুটি গুলো সংশোধন করার এক বিশেষ নিয়ামক।"ইসলাম আসলে কি"বইটিতে লেখক সুন্দর মতো সকল সমাধান দিয়েছেন।এই বইটি পড়ে আপনার যাবতীয় ভূল ত্রুটি সংশোধিত হবে এবং আপনি পাবেন আলোর দিশারী। ব্যক্তিগত মূল্যায়ন:১০/১০

      By 880****711

      01 Jun 2025 04:42 PM

      Was this review helpful to you?

      or

      মুসলিম হয়েও আমাদের মাঝে মাঝে প্রশ্ন জাগে যে ইসলাম আসলে কী? হয়তো আল্লাহর প্রজ্ঞা বুঝতে অথবা এমনিতেই উৎসুক হয়ে। অপারগতা ও অনুশোচনা নিয়ে বলছি, আমিও খুঁটিনাটি অনেক বিষয়ে এমন ভাবতে গিয়ে জ্ঞানের সংকীর্ণতা ও বিচক্ষণ না হওয়ার দরুন নিজেকে সঠিক উত্তর দিতে পারিনি। "ইসলাম আসলে কী?"বইটি সে চাহিদা তথ্য ও যুক্তির সাথে যথাযথভাবে পূরণ করে। ? যেমন আল্লাহর ক্ষমতা এবং অবস্থান নিয়ে সঠিক ধারণা, আমাদেরকে তিনি কেন সৃষ্টি করেছেন,আবার আমাদেরকে তিনি জান্নাতে বা জাহান্নামেই বা কেন নিবেন, জীবন ব্যবস্থা ইসলাম কি তাঁরই প্রদত্ত? এবং আমরা কি সঠিকভাবে তা পেয়েছি অথবা যেভাবে পেয়েছি তা কি ঠিক ছিল? ইসলাম যদি সত্যি না হয় তাহলে কেন নিজের জিন্দেগি ইসলাম অনুযায়ী চালাবো! কুরআন সম্পর্কে প্রশ্ন জাগে-এটি যে আল্লাহর কিতাব তা কিভাবে বুঝব বা কুরআন আমাদের নিকট অবিকৃত অবস্থায় এসেছে কিনা আবার কুরআনের ব্যাখ্যা হাদিস কি আমরা সঠিকভাবে পেয়েছি? ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা তো 'كن 'বললে হয়ে যায়,তাহলে তিনি ফেরেশতা সৃষ্টি করেছেন কেন! আবার পৃথিবীতে যে জিন আছে তারা কিভাবে জীবন- যাপন করে, কালো জাদুর মত একটা জঘন্য কাজ তারা কোন কোন শক্তিতে করে! আবার প্রশ্ন জাগে, তিনিই তো এই দ্বীন দিয়েছেন, তবে কেন তিনি দ্বীনের জন্য আমাদেরকে জিহাদ করতে বলেছেন! আচ্ছা যাহোক! সবই করব, তবে কি আল্লাহর কথামতো সব করলেই বা আমল করলেই আমরা জান্নাতে চলে যাব? আর একটু অবাধ্য হলেই জাহান্নামী? এমন সব 'কেন' এবং 'কিভাবে' এর উত্তর দেওয়ার প্রয়াসেই লেখা হয়েছে " ইসলাম আসলে কী" বইটি। ? যাদের অন্তর জগতে এইসব প্রশ্ন বারবার ঘুরপাক খায় কিন্তু সঠিক উত্তর দিতে পারেন না, অথবা বিধর্মীদের কাছে নিজের ধর্মের সঠিক ব্যাখ্যা সহ সৌন্দর্য উপস্থাপন করতে পারেন না, তারা ইনশাআল্লাহ করে নিতে পারে "ইসলাম আসলে কী?" বইটি। ? লেখক সব বিষয়ে সুন্দর- সাবলীল চলিত ভাষায় তথ্য ও যুক্তি উপস্থাপন করাতে যে কেউই বুঝতে পারবে। বিষয় অনুসারে রচনায় ভাষার মাধুর্যতা থাকলে সহজেই সেই বই থেকে জ্ঞান অর্জিত হয়। লেখার সৌন্দর, রেফারেন্স, যুক্তি প্রমাণসহ সব দিক বিবেচনায় আমার মতে এই রচনাটি সার্থক। রেটিং দিতে গেলে 10 এ 9 পাওয়ার যোগ্য।? ? আল্লাহ তাআলা এবং তাঁর সৃষ্টির নিপুণতা এবং তাঁর আদেশ-নিষেধের হিকমত যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি, তবে আমরা সত্যিকারার্থেই নিজের মাঝে একাগ্রতা পাব। যা আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভের দিকে টেনে নিবে এবং তার আদেশ-নিষেধ পালনে সহায়ক হবে। তাই আমাদের এসব ব্যাপারে সঠিক জ্ঞান নেওয়া উচিত। ✒️ Jahida Binte Johir

      By Syeda Tania Akther

      31 May 2025 09:29 AM

      Was this review helpful to you?

      or

      #_বুক_প্রিভিউ ∞বইঃ ইসলাম আসলে কী? ∞লেখকঃ আবিদ এইচ রাহাত ∞মুদ্রিত মূল্যঃ ৪৮০৳ ∞ব্যক্তিগত রেটিংঃ ০৮/১০ ∞প্রকাশনীঃ এশিয়া পাবলিকেশন ∞ক্যাটাগরিঃ ইসলামিক ⇨বইটির মূলকথাঃ "ইসলাম আসলে কী?" বইটি ইসলামের মৌলিক বিষয়গুলোর পেছনে লুকিয়ে থাকা গভীর দর্শনের একটি সহজ আলোকপাত। এটি কোনো আমলের নির্দেশিকা বা জটিল ধর্মতাত্ত্বিক গ্রন্থ নয়। বরং সাধারণ পাঠকদের জন্য ইসলাম সম্পর্কে একটি স্পষ্ট ও সহজবোধ্য ধারণা প্রদান করে। বইটি মূলত ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে উপস্থাপন করে। যা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক। ⇨পাঠ্যানুভূতিঃ বইটির প্রিভিউ পড়ে মন্দ লাগেনি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ভবিষ্যতে পুরো বইটি পড়তে চাই ও সেই জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করতে চাই। ⇨ব্যক্তিগত মতামতঃ বইটি সরল ও প্রাঞ্জল ভাষায় লেখা, যা নবীন পাঠকদের জন্য উপযোগী। ⇨নিজস্ব অনুভূতি বিশ্লেষণঃ যারা ইসলাম সম্পর্কে মৌলিক ধারণা পেতে চান। যারা সহজ ভাষায় ইসলামের দর্শন ও দৃষ্টিভঙ্গি জানতে আগ্রহী। যারা ইসলাম সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করতে চান। ⇨শেষকথাঃ "ইসলাম আসলে কী?" বইটি ইসলাম সম্পর্কে মৌলিক ধারণা পেতে আগ্রহী পাঠকদের জন্য একটি উপযোগী গ্রন্থ। এটি সহজ ভাষায় ইসলামের দর্শন ও দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে, যা পাঠকদের চিন্তাভাবনায় নতুন দিগন্ত উন্মোচন করতে সহায়ক। ✍️Syeda Tania Akther.

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!