User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
ভালো বই।
না, এটি কোন মাছ ধরার জাল নয়। এ এক অদৃশ্য জাল। রহস্যের জাল - যা ছোঁয়া যায় না, দেখা যায় না। কিন্তু একবার যদি তাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যান তবে বের হবার পথ খুঁজতে গলদঘর্ম হতে হয়। তেমনি এক জালে অনাকাঙ্ক্ষিত ভাবে জড়িয়ে গেলেন লন্ডন ফেরত একজন নামকরা ব্যারিস্টার রুহিন মালিক। ফেঁসে গেলেন তারই বন্ধু রফিক সাহেবের খুনের অভিযোগে। সাক্ষ্য প্রমাণ সব জলজ্যান্ত। এমনকি রফিক সাহেবের লাশ যেখান থেকে উদ্ধার করা হয় সেই ঘটনাস্থলেও ব্যারিস্টার রুহিন উপস্থিত ছিলেন। সবকিছুর ভিত্তিতে অভিযুক্ত খুনী হিসেবে একমাত্র রুহিন মাল...See More
বইটা অনেক ভালো হবে মনে করি। বেশ প্রতিভাবান অনেক মানুষের গল্প আছে এই বই তে। আশা করা যায় ভালো হবে বইটা ।
এত্তগুলা হরর গল্প একসাথে!!!!...ছোট বেলার কথা মনে পড়ে গেল।১০০ হরর গল্পের অনুবাদ পড়তাম তখন।এখন,পড়ব মনস্টার সাইজের অনুবাদ।লেখকের লিস্ট দেখে তো ভালই লাগছে,জিভে জল আনা সব নাম।স্টিফেন কিং,নীল গেইম্যান,রবার্ট ব্লক.....আশাকরি অনুবাদকদের কাজ ও ভালই হবে। অপেক্ষায় রইলাম একটা ফাটাফাটি হরর নাইটের।
বইটা পড়ে কতক্ষন চুপ করে বসে ছিলাম নিজেও জানি না। অনেকদিন গল্পটা মাথায় ঘুরপাক খাবে। অসাধারণ। লেখকের প্রথম বই মনেই হয় না। সব শেষ একটাই কথা। বড় মায়া মায়া লাগে।
নিষেধ না করে আপনারা বইটা সবাইকে পড়তে বলবেন। কারন বইটা পড়লে সবাই জানতে পারবে শিরক আর ভন্ডামি কত রকম!
বাংলাদেশ সমাজ ও সংস্কৃতি -অনার্স ২য় বর্ষ
মোঃ নুরুল ইসলাম (টেক্সট)
valo vai
এতগুলো হরর গল্পের অনুবাদ নিয়ে এর আগে কখনো কোনো সংকলন প্রকাশিত হয়নি। বিশ্বের সেরা কয়েকজন হরর ফিকশন লেখকদের বাছাই করা সেরা ৫০টি গল্প অনুবাদ করেছেন হালের তরুণ অথচ জনপ্রিয় কিছু অনুবাদক। হরর জনরার মোটামুটি সকল সাব জনরার (ভৌতিক, এক্সট্রিম হরর) গল্প আছে এই সংকলনে। যাঁরা হরর গল্প পছন্দ করেন তাঁদের জন্য এটি অবশ্যপাঠ্য। যাঁরা পছন্দ করেন না তাঁরাও একবার চেষ্টা করে দেখতে পারেন। কে জানে, হয়তো বইটা পড়ে আপনিও হরর গল্পের ভক্ত হয়ে উঠবেন! হ্যাপি রিডিং।
ঈশপ বলেছিলেন, একদা জিউস নাকি মানুষের সকল ভালোমন্দের নিশ্চয়তা কৌটায় পুরে এক লোকের কাছে রেখে অলিম্পাসে গিয়েছিলেন ফিরে এসে বিলিয়ে দেবেন বলে। বলে গিয়েছিলেন কৌটা যেনো না খোলা হয়। জিউসের কৌটা দেখার লোভ সে লোক সামলাতে পারেন নি। কৌটা খুলেছিলেন। খুলতেই কি সব যেনো উড়ে যাচ্ছিলো। ভয়ে তিনি কৌটা লাগিয়ে দেন। আসলে কৌটা খুলতেই সুখ-দুঃখের নিশ্চয়তা সব উড়ে গিয়েছিল, তাড়াতাড়ি কৌটা লাগিয়ে দেয়ায় নিচে পড়েছিল 'আশা'। জিউস সরল বিশ্বাসে তাই সকলের মাঝে বিলিয়ে দেন। সেই থেকে মানুষের সুখ-দুঃখের কোন নিশ্চয়তা নেই, মানুষ বেচে থাকে...See More
Skill with people and the Art of Dealing with people (Achieve your goals, Handle the human ego, Become a master conversationalist)
লেস গিবলিন
Are you having problems with the boss? Wishing you could be a better spouse? Not communicating well with your employees? Having trouble building business relationships? Or would you just like to improve your people skills and your ability to make strong, lasting impressions on the men and women you meet every day? The solution is Skill With People! Les Giblin's timeless classic has what you need to get on the fast track to success at home, at work, and in business. Communicate with impact. Influ...See More