User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
বই এর সার্থকতা যখন তা পাঠকের হৃদয় ছুঁয়ে যায়, পাঠক নিজেকে বই এর অংশ করে ফেলে। মনোপাখি তার পুরোটাই পেরেছে। লেখকের জন্য শুভকামনা।
শচীনের বই পড়া শেষ । রেটিং: ভালোই । কারণ বিশেষণ পদের প্রাচুর্যের আবরণে যথেষ্ট ফাঁকিবাজি ও চালাকি করা হয়েছে পাঠকের সাথে । পরিসংখ্যান নির্ভর, শাহাদুজ্জামানের ' একজন কমলালেবু '-র মতো কোটেশনবহুল এবং ফিচার আমেজের লেখা । শচীনের বইয়ে ব্যক্তি শচীনকে আরেকটু ভালো মতো জানা যাবে, এমন আশা ছিলো । শচীন প্রেমীরা পড়তে পারেন । মন্দ লাগবে না আশা করি ।
অপেক্ষায় আছি এক সপ্তাহ ধরে
গণিতের স্বপ্নযাত্রা-১: আর্ট অব প্রবলেম সলভিং
আহমেদ জাওয়াদ চৌধুরী
Awesome
Amar pora onnotomo seera volume. Horrror
Waste of Money
অসম্ভব সুন্দর একটা বই! শুধু শিশুদের জন্য না, সকল বয়সী পাঠকদেরই এই বই ভালো লাগবে
বইটি সত্যিই অসাধারন। না পড়লে বিষয়টা উপলব্ধি করতে পারবেন না।
বাধ্যতামূলকভাবে পড়া উচিত। অবশ্যই পড়া উচিত সকল ধর্মের সকল বয়সের মানুষের।
আলহামদুল্লিাহ। বইটি পড়ে ভালো লাগলো। বইটি আমি আমার ছোট বোনকে গিফট করেছি। এই ধরণের বই আরো আশা করছি।