User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
I remember my school days when I had first learnt about pollution and the harm we are doing to our environment through the use of harmful chemicals, wasting resources and cutting off forests. I remember becoming passionate about doing my bit to save the earth. But then as i grew up and because busy with studies and then career this stopped being on top of my mind. And i see hardly anyone around me discussing or doing anything about such an important thing. Then i read discovered this book and ...See More
Service Good
Good
আমাদের আশেপাশে থাকা গুরুজনেরা পড়াশোনা নিয়ে অনেক উপদেশ দিয়ে থাকে। কিন্তু কেন জানি আমরা সেই উপদেশ মেনে চলতে পারিনা। ফলে পড়াশোনার অগ্রগতিও তেমন হয়না। এর কারন হলো আমরা ছোট থেকেই পড়ালেখাকে বিরক্তিকর বলে অনুভব করেছি। তাছাড়া পড়াশোনার সঠিক কৌশল অজানা তো রয়েছেই। তবুও ভালো বিষয় এইযে আমাদের এখনও পড়াশোনার প্রতি আগ্রহটা বিদ্যমান রয়েছে।"স্টুডেন্ট হ্যাকস " বইটিতে আছে পড়ালেখা নিয়ে কিছু মজার পদ্ধতি ও কৌশল যা আমাদের পড়ালেখাকে আনন্দময় করে তুলবে। আর বইয়ে থাকা ছক ও চার্ট এর কার্যক্রম শেষ করার সাথে সাথেই তৈরি হয়ে যাব...See More
nice
এ গ্রন্থে রয়েছে শিশু-কিশোরদের জন্য সত্যিকার সুপারস্টারদের কাহিনী, কুরআন থেকে চয়িত সত্য গল্প আর নবী-রাসূলদের জীবনের আশ্চর্য সব ঘটনা। আকর্ষণীয় ডিজাইনে চাররঙা ঝকঝকে আর্ট পেপারে ছাপা। ভেতরের ডিজাইন নয়ন জুড়িয়ে দেওয়ার মতো। এ বই শিশুতোষ ইসলামি বইয়ের শূন্যতা অনেকটাই পূরণ করবে বলে আমাদের বিশ্বাস।
অসাধারণ বই !!!
হেমেন্দ্রকুমার রায়ের বই অসাধারণ। ভাষায় প্রকাশ করা যাবে না। ১,২,৩ তিন খন্ড বই কেনা হয়েছে রকমারি থেকে। ১ ও ২ খন্ডের বই কোন সমস্যা না থাকলেও ৩ খন্ড বইয়ের অনেক পাতা একটির সাথে অন্যটি আটকে রয়েছে পাতার পেপার কাটিং এর জন্য। প্রেরণের পূর্বে বিষয়টি দেখা উচিত ছিল সংশ্লিষ্টদের।
এই বইটিতে দারুণ কিছু হ্যাকস রয়েছে যা আমাদের শিক্ষাজীবনকে আরও সুন্দর করে তুলবে। এবং মাঝে মাঝে কিছু কাজ দেয়া হয়েছে পাঠকদের জন্য যার মাধ্যমে পাঠক খুব উপকৃত হবে। সবশেষে রয়েছে নিজের জন্য চিঠি লেখার একটি অংশ, যা আমার সবচেয়ে প্রিয়।
মুক্ত-মন : সত্যের সন্ধান, সৃষ্টি রহস্য, অনুমান প্রভৃতি গ্রন্থ
আরজ আলী মাতুব্বর
মূর্খতাবশত অনেক অযৌক্তিক লেখা উপস্থাপন করেছেন