User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
অনুবাদ এতো বাজে.....holy crack.... কেউ অতি উৎসাহী হয়ে কিনতে চাইলে অবশ্য অন্য কথা কিন্তু প্রেফার করবো বইটা না কিনে ২৫২ টাকা কাওকে দান করে দিন সওয়াব হবে ভাই..... মূল বইয়ের সাথে অনুভুতির সামান্য কোন মিলও নেই... বরঞ্চ পড়ে বিরক্ত হবেন....আর হ্যাবিট চেইঞ্জ পরে থাক হ্যাবিট কি ঐ টাই তো বুঝবেন না এই ধরনের অনুবাদ পড়ে......সুতরাং টাইম লস না করে অরিজিনাল বই টা পড়েন অন্যথায় ভালো কোন অনুবাদের জন্য অপেক্ষা করা টাই শ্রেয়.....
এ শব্দ কানে এলে মনে হয় নিজের লাশ বয়ে বেড়াচ্ছি আপনার কাঁধে (বঙ্গবন্ধু কবিতা থেকে)
খুব সাবলীল উপস্থাপনা। নিজস্ব একটা গদ্যঢং আমাকে মুগ্ধ করেছে। খলিল মাহ্মুদ/ ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
বইটি খুবই খুবই ভালো লেগেছে আামার কাছে । এক কথায় অসাধারণ । যারা নতুন বিজ্ঞান শিখবে,বিজ্ঞান এর মজার জিনিসগুলো জানতে চায় এবং যারা এখনও শিক্ষনবিশ তাদের জন্য বইটি উপযোগী বলে আমি মনে করি।
2
কখনও ঝরে যেও না পড়ছি বইটার নাম প্রথম দেখেই মনে হয়েছিল আমার প্রয়োজন। অসাধারণ একটা উদাহরণ দেই, রসুলুল্লাহ (সঃ) মুনাফিককে বাতাসের সাথে নুয়ে পড়া গাছের তুলনা দিয়েছেন তেমনি ভাবে মুমিনকে খেজুর গাছের সাথে তুলনা করেছেন। কারণ খেজুর গাছের পাতা কখনো ঝরে না।বাতাস যতই তীব্র হোক না কেন তার সামনে মুসলিম শুধু দাঁড়িয়েই থাকে না বরং সব পাতা মেলে মাথা উঁচু করে থাকে।বাতাস যত তীব্র হবে তোমার পাতাগুলোকে আরও শক্ত করে আঁকড়ে ধরবে আর এজন্যই তো তোমার বিরুদ্ধে বাতাসের এত ক্ষোভ। "তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কা...See More
সাহাবিরা রামাদানের চার মাস মাগে থেকে প্রস্তুতি নিতেন, রামাদানের জন্য নিজেদের প্রস্তুত করতেন। আমাদেরও প্রয়োজন পর্যাপ্ত প্রস্তুতি, নিজেদের ঝালিয়ে নেওয়া, রামাদানে কী করব আর কী করব না তার পরিকল্পনা তৈরি করা। শাইখ আহমাদ মূসা জিবরীলের "Gems Of Ramadan" সেই প্রস্তুতির এক অসাধারণ ম্যানুয়াল। সেই বিখ্যাত লেকচার সিরিজের অনুবাদ "ধূলিমলিন উপহার: রামাদান" বই।
ঘটনা প্রবাহ এলোমেলো ভাবে সাজানো। কোথা থেকে কোথায় যাচ্ছে বোঝা মুশকিল। শুরুটা ভালো ছিল কিন্তু শেষে পড়ার আগ্রহ হারিয়ে ফেলেছি।
অসাধারণ অনুবাদ। এরকম অনুবাদ হলেই তো পড়ে ভাল্লাগে
ভাল্লাগে না বইটা পড়ে অনেক ভাল্লাগসে :D