User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Wafee Rose

      09 Jul 2025 02:37 PM

      Was this review helpful to you?

      or

      খুব উপকারী একটি বই...! একদিন ছুটি হবে নীল আকাশে, সবুজ ঘাসে

      By Md. Rubel Miah

      13 Sep 2020 03:15 PM

      Was this review helpful to you?

      or

      Osadharon akta book.

      By Rayhan Uddin

      12 Aug 2020 04:16 PM

      Was this review helpful to you?

      or

      খুব দারুন একটা বই

      By আবু হানিফ(Abu Hanif)

      16 Jul 2020 10:24 AM

      Was this review helpful to you?

      or

      মুসলিমদের উচিৎ

      By Ahbab hasan

      29 Jun 2020 05:18 AM

      Was this review helpful to you?

      or

      Nice book to read , i recommend everyone to read it . I have liked this book very much . Contains important massage for all of us .

      By Joti

      25 Feb 2020 10:18 PM

      Was this review helpful to you?

      or

      আমার জীবনে পড়া বেস্ট একটা বই।সবগুলো রেখাতেই সাহসিকতার পরিচয় পেয়েছি।কিন্তু আফসোস,এসব সাহসিকতার পরিচয় দেয়া মানুষগুলোই আজ বন্দি অবস্থায়।রেটিং ৫/৫

      By Mashrafi Mohammad

      31 Jul 2020 06:12 PM

      Was this review helpful to you?

      or

      Worth a read

      By Asma

      13 Nov 2019 02:42 AM

      Was this review helpful to you?

      or

      কখনো ঝরে যেও না বই পড়ার সময় মনে হয়েছে কখনও সালাফদের হালাকায় চলে যাচ্ছি, কখনও রসূল(সা) থেকে সরাসরি হাদিস শুনছি, কখনও মনে হয়েছে সাহাবীদের আলোচনায় বসে আছি, বড় বড় সাহাবীদের থেকে দ্বীন শিখছি! একজন সালাফ যথার্থই বলেছিলেন, "নসীহা যদি অন্তর থেকে না আসে,তাহলে তা নিষ্ফল। অন্তর থেকে আসা কথা অন্তরে গিয়ে পৌঁছায়। আর মুখের কথা এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়।" তারিক মেহান্নার কথাগুলো যেনো অন্তর চিরে বেরিয়ে যায়! আমিকে এক নতুন আমিতে রুপান্তর করে দেয়! কিছু পাথর হয়তো হীরার মত ঝলমল করে, তাদের ঝলকানির স্থায়ীত্ব কিন্তু ক্ষনস্থায়ী! কখনো কি কোনো হীরাকে পাথরের মত আচরন করতে দেখেছেন? হীরা কিন্তু কখনোই সাধারন পাথরের মতন আচরন করে না, কারন তা তাকে মানায় না, হীরক খন্ডটা সাধারনের ধরা ছোঁয়ার বাইরে থাকে, সে সবার দৃষ্টিতে পড়ে না, এবং সে তা চায় ও না! মুৃমিনের বৈশিষ্ট্য হলো সে হীরার মতন যার ঝলকানি আকর্ষনের আশা করে না, সে কখনো ঝরে যেতে চায় না, কারন ঝরে যাওয়া তাকে মানায় না! মা হাজেরা যদি ঝলকানি দেখানোর প্রত্যাশা করতেন, সাফা মারওয়া সাঈ হয়ত আমরা শিখতাম না! বাবা ইব্রাহীমের কোরবানির ইতিহাস ঐ মরুতেই চাপা পড়ে যেতো.... আপনার রব আপনার থেকে ইস্তিকমাত আশা করেন, শুধুমাত্র তাঁর জন্য, একান্তই তাঁর জন্য...... আদৌ আপনার ইস্তিকমাত অর্জনের জন্য আর কি কোনো কারন যোগ্য থাকতে পারে, আপনার রবের সন্তুষ্টি অর্জন ব্যতীত! তারিক মেহান্নার কথাগুলো এ অনুভূতি সৃষ্টি করে দেয়। কখনো ঝরে যেও না বইটা স্টকে না থাকা লস, গ্রেট লস!

      By Sahariar Kabir

      01 Oct 2019 12:05 AM

      Was this review helpful to you?

      or

      কখনো ঝরে যেওনা বইটির আদ্যেপান্ত ঘিরে রয়েছে আত্মসমালোচনা আর জাত্যাভিমান শাণিত করার রসদ যা পাঠককে ধ্বংসস্তুপের ভেতর থেকেও স্বপ্ন দেখতে আর দৃঢ় হতে আহবান জানায়। আহবান জানায় হেরার আলোয় আলোকিত হতে, যে আলো ছড়িয়ে পড়েছিল পূর্ব পশ্চিমে, কাঁপন ধরিয়েছিল কিসরা আর কাইজারের প্রাসাদে। . একবার পড়েই দেখুন। ঠকবেন না ইন শা আল্লাহ। বইটির সাথে জড়িত সকলকে আল্লাহ কবুল করুন এবং নাজাতের ওয়াসিলা বানিয়ে দিন, আমীন।

      By Masfi

      22 Mar 2021 03:37 PM

      Was this review helpful to you?

      or

      এখন পর্যন্ত পড়া অন্যতম সেরা বইগুলোর একটি ।

      By Md Musleh Uddin Mahdi

      24 Feb 2021 04:56 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ বইটি, যতই পরতেছি ততই ভাল লাগছে ।

      By Ali Haidar

      23 Feb 2021 04:11 PM

      Was this review helpful to you?

      or

      আমার পড়া সেরা বইগুলোর অন্যতম এটি । এই বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠকের চিন্তাকে নাড়িয়ে দিতে থাকবে। আল্লাহ তাআলা সংশ্লিষ্ট সকলকে উত্তম বিনিময় দান করুন।

      By Saimon Siddiquee

      20 Feb 2021 10:42 PM

      Was this review helpful to you?

      or

      মাশাল্লাহ অনেক সুন্দর একটা বই। সকলকে পড়ার জন্য অনুরোধ রইলো।

      By Shajalal

      11 May 2022 03:22 PM

      Was this review helpful to you?

      or

      Onek valo

      By Homaira Anjum

      18 Mar 2025 10:40 AM

      Was this review helpful to you?

      or

      বইঃ কখনও ঝরে যেও না লেখকঃ তারিক মেহান্না প্রকাশকঃ সীরাত পাবলিকেশন সম্পাদনাঃ জিম তানভীর পৃষ্ঠাসংখ্যাঃ ২২৪ বিষয়ঃ আত্মোশুদ্ধি ও অনুপ্রেরণা বই সম্পর্কেঃ তাদের দৃষ্টান্ত একটি চারাগাছ, যা হতে নিগর্ত হয় কিশলয়, অতঃপর তা শক্ত ও মজবুত হয় এবং কান্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে যা কৃষকের জন্য আনন্দদায়ক। এভাবে আল্লাহ মু’মিনদের সমৃদ্ধি দ্বারা কাফিরদের অন্তরজ্বালা সৃষ্টি করেন... সুরা ফাতহ, আয়াত ২৯ প্রতিটি মানুষের হৃদয় একটি চাষের ভূমি যেন আর একজন মুমিনের হৃদয় উর্বরতায় উৎকৃষ্ট। সেখানে আল্লাহর ভালোবাসার বীজ পড়ে গজিয়ে ওঠে চারাগাছ। সেই গাছের প্রথম পাতা হয় "আল- ওয়ালা ওয়াল বারা" অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য ঘৃণা করা। এই পাতা গজাতে দেখলে কাফিরদের কলুষিত হৃদয়ে ফুসে ওঠে আক্রোশের আগুন। সে আরো দেখে মুমিনের হৃদয়পটের চারাগাছের দ্বিতীয় পাতা হলো জি হা দের প্রতি ভালোবাসা। এবার কুফরের বাহিনী পাঠায় দমকা হাওয়া গাছের এইসব পাতাগুলো ঝরিয়ে দিতে। মুমিনের সাদৃশ্য হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদাহরণ দিয়েছে একটি খেজুর গাছের। যেই গাছের পাতা কখনো ঝরে না। মুমিনের হৃদয়ে যেই গাছ বেড়ে উঠছে আল্লাহর ভালোবাসার বীজ থেকে, সেই গাছ কুফরের ঝরো হাওয়াকে পরোয়া না করে হয়ে উঠবে মহীরুহ নিজের পাতাগুলোকে ঝরে যেতে না দিয়ে তাই প্রতিটি মুমিন ও মুসলিমের প্রতি আমেরিকান দাঈ তারিক মেহান্নার উদাত্ত আহবান "কখনো ঝরে যেও না"। "কখনও ঝরে যেও না" বই মূলত বলে সাদাকে সাদা আর কালোকে কালো, বলতে। জালিমকে ভয় না করে তাকে তার জুলুমের ব্যাপারে প্রশ্ন করার সাহস জোগাবে এই বই। অনুচ্ছেদ পর পর প্রতিটি সচেতন মুসলিম পাঠককে দেখাবে পরাজিত মানসিকতা থেকে মুক্তি লাভের পথ। বইয়ের খোদ আমেরিকান দাঈ নিজে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তার দেশের শান্তিকামী (!) সরকারের হাতে লেগে থাকা রক্তের দাগ। টেনে ছিড়ে ফেলেছেন এই শান্তিকামী(!) দলের মুখোশ আফিয়া সিদ্দিকীর স্পর্শকাতর কাহিনীর মতো আরো বাস্তব ঘটনা বলে। বইটাকে লেখক তারিক মেহান্নার একটা ডায়েরি বলা চলে যেখানে তিনি তার কারাবাসের দিনগুলোয় বিভিন্ন ঘটনা থেকে পাওয়া আত্মোপলব্ধি লিখে রেখেছেন। তার পড়া ম্যাগাজিনের কোনো নিউজ থেকে, তার সাথে ঘটা কোনো ঘটনা থেকে, তার দেখা কোনো দৃশ্য থেকে তিনি কুর'আন, হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী ও সালাফদের বাণী নিয়ে চিন্তাভাবনার লিখিত রূপ হলো বক্ষ্যমান বই। বইয়ের প্রথমে বাহারি শিরোনামের অনুচ্ছেদ আসার পরে ক্রমান্বয়ে ২৫টা অনুচ্ছেদ এসেছে লেখকের কুর'আনের বিভিন্ন আয়াত নিয়ে তাদাব্বুর বা চিন্তাভাবনা নিয়ে। ব্যতিক্রমী দৃষ্টি থেকে করা চিন্তা যা আমেরিকান এই দাঈকে বর্তমানকে ইতিহাসের ছাঁচে ফেলে ভাবিয়েছে, সেই ভাবনাগুলো টাইপ হয়ে এসেছে পাঠকের হাতে। তাই "কখনও ঝরে যেও না" বইটি মূলত এক বহুমাত্রিক শিক্ষার ও চিন্তার খোরাকী প্রতিটি পাঠকের জন্য। বলে রাখা ভালো এই বই সঙ্গত কারণে ২০১৯ সালে প্রথম প্রকাশের পর আর ছাপা হতো না। কিন্তু দেশের ফ্যাসিবাদের নিরসনের পর আবার দ্বিতীয়বার প্রকাশ পায় এই বছরের জুলাইয়ে। তাহলে অবশ্যই বলা চলে এই বই একটি নিষিদ্ধ বই! কিন্তু কেন? কি এমন আছে যা আমাদেরকে এক গোষ্ঠী জানতে দিতে চায়নি? সেটা জানলে পড়তে হবে "কখনও ঝরে যেও না"। পাঠ্যানুভূতিঃ বইটার সাজেশন জোরালোভাবে আমি পেয়ে আসছিলাম বেশ কয়েক মাস আগে থেকেই। পড়ার আগ্রহ ছিল। যখন জানলাম যে এক বিশেষ কারণে এই বই আর ছাপা হয় না, তখন থেকেই আরো আগ্রহ বেড়ে গিয়েছিল। তারপর আলহামদুলিল্লাহ এই বছরের ইসলামিক ফাউন্ডেশন বইমেলা থেকে কিনে ফেলি বইটা। বইটা কেনার আগেই আমি পড়া শুরু করেছিলাম আমার অক্টোবরের মিড সেমিস্টার এক্সামের শুরুর দুই কি তিনদিন আগে থেকে। কারণ আমি এক্সামের দিনে ফেবু ডিএক্ট রাখি আর রিফ্রেশনমেন্টের জন্য পরার ব্রেকে পড়ি নন-একাডেমিক বই। তো যাই হোক। বইটা আসলেও শিহরণ জাগানোর ক্ষমতা রাখে। কুর'আন,সুন্নাহ দিয়ে বার বার বুঝেয়েছে যে পরাজিত মানসিকতায় পড়ে থেকে কিভাবে আমরা মুসলিমরা মার খেয়ে যাচ্ছি। একজন নেটিভের থেকে তার দেশের কুকীর্তির কথা শুনে, সেটাকে আর কেবল "বিদ্বেষ ছড়াচ্ছে" বলা চলে না। জানা ছিল এর অনেক কথায়। সেগুলো আবার এই বই আমাকে জানিয়ে নতুন ভাবে। তার চেয়েও ঢের গুণে জানিয়েছে যা আমার ছিল অজানা। বইটা একটা গ্রাউন্ড ব্রেকিং ইফেক্ট রাখার সক্ষমতা রাখে আল্লাহর ইচ্ছায়। কেউ যদি "চিন্তাপরাধ" বইটা রিসেন্টলি শেষ করে থাকেন, তাহলে তাকে বলব অন্য কোনো বই তুলে নেওয়ার আগে এই বইটা আপনার জন্য মাস্ট রিড! বইয়ের সবচেয়ে ভালো লাগার ও উপভোগ্য অংশ আমার কাছে কুর'আন নিয়ে আলোচনার জন্য ডেডিকেটেড ২৫টা পার্ট। এমনিও আমার কুর'আনের তাফসির বা আলোচনামূলক লেখা বেশি পছন্দ। তাই এই অংশটায় মোস্ট ফেভরিট হয়ে গিয়েছে। আলোচনাগুলো আমাকে এখন কুর'আন পড়ার সময় আসলেও হেল্প করছে আলহামদুলিল্লাহ। গতানুগতিক চিন্তা থেকে বেরিয়ে অন্যভাবে ভাবার প্র্যাকটিস হয়েছে আমার বইয়ের এই অংশ পড়ে। প্রচ্ছদটা সুন্দর মাশা আল্লাহ আর ভিতরে কোথাও বানান ভুল আমার চোখে পড়ল না। যেই ভাই এই বইটার অরিজিনাল ইংরেজি থেকে অনুবাদ করেছেন, সে অবশ্যই অনুবাদে পটু। তাই একবারের জন্যও মনে হয়নি যে এই বইটা আসলে একটা অনুবাদ। কারণ তারিক মেহান্না তো কোনো বাংলাদেশি মানুষ নন। সবমিলিয়ে অবশ্যই বলব পুরো বইটা একটা "বুমেরাং" করবে আপনার মানসজগতে। আরেকটা ব্যাপার না বলে যাওয়া যায় না, তাহলো এই বইয়ের এন্ডিং। আলহামদুলিল্লাহ জীবনে কম বই পড়া হয়নি,কিন্তু এই বইয়ের এন্ডিং আমি পেয়েছি সবচেয়ে টাচিং। সেটায় কোট করছি শেষে, সবসময় মনে রাখবেন এবং ইতিহাস থেকেও আমরা এই শিক্ষাটিই পাই যে, শুধুমাত্র একজন মানুষের পক্ষেও পৃথিবীকে বদলে দেওয়া সম্ভব । ❤

      By শাকিল

      01 Oct 2019 11:47 AM

      Was this review helpful to you?

      or

      বইটি পড়তে যেয়ে বারবার আমি থামকে দাড়িয়েছে। অসাধারণ, অনবদ্য এক বই।তাই দেরি না করে আজই পড়ে ফেলুন বইটি। আশা করি, আশাহত হবেন না। শেষ কথা,  বই কিনে কেউ দেউলিয়া হয় না। আর লেখক নিয়ে কি লিখব। তার নাম তো খুব কম মানুষেরই অজানা।

      By Md Tahmid Farhan

      12 Sep 2019 02:09 PM

      Was this review helpful to you?

      or

      প্রথম যখন সাইয়িদ কুতুব শহীদের তাফসীর ফি জিলালিল কোরআন পড়া শুরু করি, তখন ভীষণ অবাক হয়ে যাই। কোরআন নিয়ে এতো বেশী জীবনঘনিষ্ট চিন্তাভাবনা যে করা যায়, তা আমি আগে জানতাম না। নিঃসন্দেহে উম্মাতের মাঝে অনেক ভালো মুফাসসির আছেন, ছিলেন, আগামীতেও আসবেন। কিন্তু আমার সবসময়ই মনে হতো, সাইয়িদ কুতুবের পর কোরআন নিয়ে এভাবে ভাবনাচিন্তা করতে পেরেছেন, নিজের জীবনের সাথে সাবলীলভাবে যোগসূত্র মিলাতে পেরেছেন এবং তা লিখিত আকারে প্রকাশ করে যেতে পেরেছেন -এমন মানুষ সম্ভবত আমি আর দেখবোনা। অতঃপর তারিক মেহান্নার 'কোরআন এবং আপনি' সিরিজ পড়ি। অভিভূত হয়ে আমি একই যোগসূত্র দেখি। লেখাগুলো 'প্রাচীর' বইতে প্রথম পড়েছিলাম। 'কখনো ঝরে যেওনা' বইতে এ লেখাগুলো পাবেন। এছাড়াও পাবেন লেখকের নতুন, অসম্ভব সুন্দর লেখাগুলোও। বইটি আপনাকে নিয়ে যাবে মুগ্ধতার এক আলাদা জগতে। বইটি পড়ে জানবেন, কীভাবে দ্বীনের পথে টিকে থাকা যায়। পার্থক্য করতে পারবেন হক আর বাতিলের মাঝে। আফিয়া সিদ্দিকী সম্পর্কে পড়ে অনুধাবন করবেন দ্বীনের জন্য গাইরাত কী জিনিস। এটিই হতে পারে আপনার 'বইমেলার শ্রেষ্ঠ উপহার'।

      By sakibul islam

      30 Mar 2019 12:04 AM

      Was this review helpful to you?

      or

      Awesome book

      By Tanzil Ahmed

      23 Mar 2019 01:13 PM

      Was this review helpful to you?

      or

      One of the best books I've ever read... A true masterpiece from brother Tariq (Hafizahullah)

      By imtu

      03 May 2019 09:19 AM

      Was this review helpful to you?

      or

      ম্যালকমের জীবন আমাকে একটি মূল্যবান শিক্ষা দিয়েছে। আর তা হলো - ইসলামটা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত কোনো বিষয় নয়। এটা কোনো সংস্কৃতি বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনাচরণ নয়। বরং এটি একটি জীবনব্যবস্থা, এটি একটি জীবনবোধ। আর এটা গ্রহন করার জন্যে কে কোথায় জন্মগ্রহণ করেছে বা কী পরিবেশে বেড়ে উঠছে এগুলো কোনো ব্যাপার নয়। এ বিষয়টা আমাকে ইসলাম নিয়ে আরো গভীরভাবে ভাবতে উদ্বুদ্ধ করে। আমি তখন কেবল কিশোর। কিন্তু ইসলাম আমাকে সেই প্রশ্নের উত্তর দিল, যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বড় বড় বিজ্ঞানীরা খেই হারিয়ে ফেলেছেন। যে প্রশ্নের উত্তর খুঁজে না পাওয়ার ব্যর্থতা অনেক ধনী আর বিখ্যাত মানুষদের বিষাদ আর আত্নহত্যার দিকে ঠেলে দিয়েছে - “কী আমাদের জীবনের উদ্দেশ্য?”, ”এই মহাবিশ্বে আমরা কেন, কীসের আশায় বেঁচে আছি?” - ইসলাম আমাকে কেবল জীবনের উদ্দেশ্য জানিয়ে ক্ষান্ত হলো না, বরং দুনিয়ার বুকে কীভাবে বেঁচে থাকতে হবে তাও শিখিয়ে দিল । — তারিক মেহান্না (কখনও ঝরে যেও না - পৃষ্ঠা নং ১১)

    • Was this review helpful to you?

      or

      Alhamdulillah

      By Zakariyya Bin Ahmed

      03 Apr 2019 03:05 PM

      Was this review helpful to you?

      or

      Yes, This one is my masterpiece..

      By Abdul Khaleque

      10 Sep 2019 12:57 AM

      Was this review helpful to you?

      or

      কখনও ঝরে যেও না পড়ছি বইটার নাম প্রথম দেখেই মনে হয়েছিল আমার প্রয়োজন। অসাধারণ একটা উদাহরণ দেই, রসুলুল্লাহ (সঃ) মুনাফিককে বাতাসের সাথে নুয়ে পড়া গাছের তুলনা দিয়েছেন তেমনি ভাবে মুমিনকে খেজুর গাছের সাথে তুলনা করেছেন। কারণ খেজুর গাছের পাতা কখনো ঝরে না।বাতাস যতই তীব্র হোক না কেন তার সামনে মুসলিম শুধু দাঁড়িয়েই থাকে না বরং সব পাতা মেলে মাথা উঁচু করে থাকে।বাতাস যত তীব্র হবে তোমার পাতাগুলোকে আরও শক্ত করে আঁকড়ে ধরবে আর এজন্যই তো তোমার বিরুদ্ধে বাতাসের এত ক্ষোভ। "তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে,তারা প্রশংসিত,পরাক্রান্ত,আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল।" কি শিক্ষা এতটুকু কথার ভেতরে!!! ঈমান ত আসে,দৃড় থাকাটাই কঠিন।এই বইটি দৃড় রাখতে সাহায্য করবে ইন শা আল্লাহ। মাশাল্লাহ বইটা। ==================== রিভিউ- Takrity Tahrima

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!