User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
নোমান ভাই এর লেখা,আমার পড়া এটাই প্রথম বই! পেয়েছিলাম উপহার হিসেবে! প্রায় ৩/৪বার এর মতন পড়া হয়ে গিয়েছে বইটি তবুও যতই পড়ি ততই আরো ভালো লাগে!বইটির সাথে একটা সুন্দর স্মৃতি জরিয়ে আছে আমার,হয়তো তাই!এই বইটা আমার একটা ভালোবাসা!?
Good
ভারতবর্ষের দূধর্ষ ডাকুরাণী ফুলন দেবী।যার জীবন কাহীনি সাধারণ মানুষের কল্পনাকে হার মানায়।অত্যাচার,ধর্ষণ,নির্যাতন শেষে ঘুরে দাড়িয়ে ফুলন থেকে ফুলন দেবী হয়ে ওঠার রুদ্ধশ্বাস কাহিনী। বইটি পড়ার শুরু থেকেই চুম্বকের মত অাকর্ষণ করে অামাকে ধরে রেখেছিলো। পড়তে পড়তে কখনো কান্না পেয়েছে।কখনো বড় অবাক হয়েছি।ফুলন দেবীর প্রতি অদ্ভুতরকম ভালোলাগা তৈরি হয়েছে নারীর দৃষ্টিকোণ থেকে। লেখকে সাধুবাদ জানাই ফুলন দেবীর অবিশ্বাস্য জীবন কাহীনির সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য।
বই নিয়ে এর আগে কখনও রিভিউ দেয়া হয় নি। এবারই প্রথম। তাই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি। যে বইটার রিভিউ দিচ্ছি, সেটি একটি উপন্যাস। বইয়ের নামঃ 'পালিয়ে যাবার পরে' লেখকঃ আশীফ এন্তাজ রবি। লেখক আশীফ এন্তাজ রবি'র বই এর আগে কখনও পড়া হয় নি। তবে 'পালিয়ে যাবার পরে' পড়ে মনে হচ্ছে উনার লেখা আরও কিছু বই পড়া এখন আবশ্যক হয়ে গেছে। উপন্যাসের চরিত্র মোট ছয়টি। প্রত্যেক চরিত্রই নিজের জায়গা থেকে গল্পটাকে এগিয়ে নিয়েছেন। গল্পের মূল চরিত্র শফিক নামক এক ভদ্রলোক। যিনি পেশায় একজন টিভি রিপোর্টার। তবে গৎব...See More
“His heart beat faster and faster as Daisy’s white face came up to his own. He knew that when he kissed this girl, and forever wed his unutterable visions to her perishable breath, his mind would never romp again like the mind of God. So he waited, listening for a moment longer to the tuning fork that had been struck upon a star. Then he kissed her. At his lips’ touch, she blossomed like a flower and the incarnation was complete.” ― F. Scott Fitzgerald, The Great Gatsby
বইটা পড়ে খুব ভাললাগ।
বইয়ের নাম: আলপিন ধরন: রম্য বিদ্রুপ গল্প। লেখক: রোহিত হাসান কিছলু প্রকাশকাল: একুশে গ্রন্থমেলা ২০১৯ প্রকাশনী: দাঁড়িকমা প্রকাশনী ছয় বছর যাবত ঢাকায় ব্যাচেলর থাকি। এর মধ্যে বেশ কয়েকবার বাসা পরিবর্তন করতে হয়েছে। এইতো চলতি মাসের ২৮ তারিখে আবার পরিবর্তন করতে হবে। সব ফ্যামিলি ভাড়াটিয়ারা যে শান্তিতে থাকে তা কিন্তু না, তবে ব্যাচেলরদের এই ঝামেলা একটু বেশিই পোহাতে হয়। "এই যে পোলাপান বাক্স নিয়ে সহপাঠীর ক্যান্সারের চিকিৎসার জন্য সাহায্য তুলছে, এই টাকা তো ওরা নিজেরা মেরে খাবে।" ক্যান্সারে আক্রান্ত ...See More
mashallah
এসব গুনাহকে হালকা মনে করবেন না
শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
amazing?
Best writer...concept clear hbe