User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
কাঠালের আমস্বত্ব
বইটা পড়েছি। মুক্তিযুদ্ধ যারা করেছিলেন তাদের কয়জন শিক্ষিত ছিলেন? বাংলার যে সমস্ত কৃষক শ্রমিক ভাইয়েরা মুক্তিযুদ্ধ করেছিলেন সেই মানুষগুলো কিভাবে সাহিত্যের ভাষায় চিঠি লিখলেন? সন্তানের জন্য চিঠি লিখলেই সেই চিঠির সংখ্যা এতো বেশি হবে কেন? নিরক্ষর মানুষের হাতের লেখা এতো সুন্দর হলো কিভাবে? আসলে পুরো ব্যাপারটাই প্রথম আলোর বানানো। এই হলুদ সাংবাদিকরা মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করতেও পিছপা হয় না। এরাই দেশের স্বাধীণতা ও সার্বভৌমত্যের হুমকি
ভালো
গল্পগুলি বেশ ভাল৷দিনের বেলায় পড়তেই বেশ ভয় করছিল৷ভৌতিক গল্প মানেই অনীশ দাস অপুর বই৷ দু' একটা সাধারণ গল্প ছাড়া বেশিরভাগই খুব ভালো৷ স্টিফেন কিং আর এম.আর. জেমসের গল্পের অনুবাদও আছে৷ কয়েকটা গল্প রঽস্য পত্রিকায় পড়েছি আবারও পড়লাম৷
Purnangorupe search Engine Optimization shekha abong Online Ayer Upor 100 ti HD Bangla Vedio Tutorial (3DVD)
এই ভিডিও টিউটোরিয়াল অনেক ভাল ।
ভিডিও টিউটোরিয়াল টি অনেক ভাল ।আমার অনেক ভাল লেগেছে,আবেদন থাকবে ঠিক এমন ভাবে word press.org কিভাবে ডমিন কার্ট করতে পারি এবং হস্টিং করব টোটাল টিউটোরিয়াল উপহার দিবেন প্লিজ আমি এই টিউটোরিয়াল দেখে seo শিখলাম আসলেই ভাল । ১০০%
Guru Tomay Selam
TWIST bole ekta shobdo ache...Jeta Satyajit-er cheye valo r keu bojhen kina amar jana nai......... OSHADHARONNNNNNNNNNNNNNNNNNNNNN GuRu.............
অসাধারন!
জাফর ইকবাল স্যার কে নিয়ে নতুন করে বলার তো কিছু নেই। প্রবাসে থাকা কালিন নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা গুলি সরল ভাষায় এমন ভাবে বর্ণনা করা হয়েছে এখানে, যে এক দমে শেষ না করে উপায় নেই। Recomended...
ওল্ড ইয়েলার পর্যবেক্ষণ
দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার অসম সাহস এবং তা সম্পাদনের প্রাণান্তকর চেষ্টা আর সেই সাথে একটি বোবা প্রাণীর আত্মত্যাগ বইটিতে বাস্তবতার একটি কঠিন চিত্র এঁকে দিয়েছে। এক কথায় অসাধারণ একটি অনুপ্রেরণাদায়ী বই।
নিজে পড়ুন এবং অন্যকে পরতে উৎসাহিত করুন
চুল কাটার সেলুনে অপেক্ষা করছিলাম, টেবিলের উপড় কতগুলো ক্যাটালগের ভেতরে হঠাৎ আবিষ্কার করলাম "মুক্তিযুদ্ধের ইতিহাস", বইটির সাইজ আর লেখকের নাম মুহম্মদ জাফর ইকবাল হওয়ায় তুলে নিতে আর দেরি হল না। অনেকটা এক নিঃশ্বাসে শেষ করলাম। লেখার মান, ধরণ নিয়ে কিছু বলার নেই। ধন্যবাদ রকমারিকে, মাত্রই ২৫ টি কপি অর্ডার করলাম কাছের মানুষদের উপহার দেয়ার জন্যে। আশা করি ১০০ জনের হাতে এই চমৎকার বইটি পৌঁছে দেয়ার উৎসাহ পাব।
সরকারের আমল
প্রিয় লেখক, গণমাধ্যম বিষয়ক গবেষণামূলক গ্রন্থ লেখার জন্য ধন্যবাদ। কিন্তু, সূচিপত্র দেখে মনে হচ্ছে, এরশাদ ও আ.লীগ আমলে যে সাংবাদিক নির্যাতনের স্বীকার হয়েছেন, শুধুমাত্র সে বিষয়ে দৃষ্টিপাত করা হয়েছে। কিন্তু বিএনপি আমলে যে সাংবাদিক ও সংবাদ মাধ্যম নির্যাতনের স্বীকার হয়েছে, তা বোধ হয় উল্লেখ করা হয়নি। সূচিপত্র দেখে মনে হচ্ছে যে, বিএনপিকে ছাড় দেওয়া হয়েছে। বাস্তবে যদি তাই-ই হয়, তাহলে সেটি কিন্তু ইতিহাসের বিচারে বস্তুনিষ্ঠ হবে না। একপেশে হবে সেটা। এতে লেখক শ্রদ্ধার পাত্র না হয়ে 'দলীয় ইতিহাসবিদ' হয়ে য...See More
aweeeeesome
awesome.chorom.oshadharon.jotil.fatafati.oneeeeeek shudor boiter golpo...golpo shurur prothome ektu faltu type mone holeo, golpo aganor shathey valo lagte thake...boita amar etoi valo legechilo je next din exam thaka shotteo rekhe uthte parini...science booker niche lookie porte hoyeche.....
ফিরে দেখা: রক্ষীবাহিনীর উত্থান ও পতনের কাহিনি
কিছু কিছু প্রক্রিয়া বা ঘটনা আছে, যা সংঘটিত হয়ে যাওয়ার পরও আলোচনায় বারবার ফিরে আসে। বিতর্ক চলে দশকের পর দশক। এই বিতর্কের প্রধান কারণ হলো, ওই প্রক্রিয়া বা ঘটনার পক্ষ-বিপক্ষ ছিল এবং তা পরবর্তী সময়েও বহাল আছে। আমাদের জাতীয় জীবনে এমন একটি বিষয় হলো জাতীয় রক্ষীবাহিনী। এই বাহিনী গঠনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ছিল, এর কার্যকলাপ নিয়ে অভিযোগ ছিল এবং এর স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে বিতর্ক ছিল। রক্ষীবাহিনী বিলুপ্ত হয়েছে প্রায় ৩৮ বছর হতে চলল। কেন আলোচনার কেন্দ্রে বিষয়টি বারবার ফিরে আসে? এর উত্তর খুঁজতে...See More