User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Recommended
Recommended
Recommended
Recommended
অসাধারণ একটি বই (দামের তুলনায় বইটির গুণগতমান অত্যাধিক ভালো)। কারণ, কয়েকদিন এই বিষয়টা নিয়েই আমি বেশ হতাশায় ছিলাম। সেই হতাশা থেকে বইটি অর্ডার করে পড়ে মূলত আমি আমার নিজেকে আরও ভালো চিনতে পেরেছি। তবে, এটাই শেষ নয়। জনাব মাসুদ রানা সাগর ভাইয়ের কাছ থেকে এইরকম প্রেরণাদায়ক আরও একাধিক বই পাওয়ার প্রত্যাশা থাকবে। আশা করি জনাব মাসুদ রানা ভাই এইটা গুরুত্বের সহিত নিবেন। কারণ, এই ধরনের বই আমাদেরকে খন্ড খন্ড করে হলেও আমাদের পূর্ব পুরুষদেরকে চেনাবে জানাবে। যেটা আমরা বর্তমান বাংলাদেশের তথাকথিত শিক্ষা ব্যবস্থার মাধ...See More
বইটি অসাধারণ। বইয়ের গল্পটা অনেক সুন্দর।
আমার জীবনে আমি এমন জঘন্য অনুবাদ কখনও পড়িনি! যেরকম টাকলা মুরাদ মার্কা অনুবাদ, তাতে মনে হয় অনুবাদক জাস্ট গুগল ট্রান্সলেট করে বসিয়ে দিয়েছে। এই বই আমার ইচ্ছা করছে ছুড়ে ফেলে দেই, পড়াটা এতটাই কষ্টকর। কিন্তু বইয়ের অসম্মান তো করতে পারিনা, এজন্য আমার সংগ্রহশালার শোভাবর্ধন ছাড়া এই বই কোন কাজেই আসবেনা। দয়া করে এই অনুবাদকের বই কেউ কিনবেননা। অনুবাদক ভাইকে বলছি, ভালভাবে যদি অনুবাদ করতে পারেন তো করবেন, নাহলে টাকা দিয়ে কিনে এভাবে কাউকে মানসিক যন্ত্রণার ব্যবস্থা করবেননা!
নীরব আত্মার ভাষা বোঝাতে ‘ইন্ট্রোভার্ট থেরাপি’ এক প্রশান্ত অন্বেষণ। ইনট্রোভার্টদের জন্য এটি আত্মবিকাশের মানচিত্র, আর অভিভাবকদের জন্য—সহানুভূতির দরজা খুলে দেওয়ার চাবিকাঠি। highly recommended!
অনেক ভালো একটা বই। বইয়ের প্রোডাকশন কোয়ালিটিও অনেক ভালো।
good