User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
price er dike die book ta best ekta book.amr mote Proti ta juboker eii boi ta pora Uchit. alhamdulilah best book
Was this review helpful to you?
or
সুন্দর একটা বই। বর্তমান যুবক হিসেবে আমাদের কোনগুলো কাজ করা উচিত, কোন পথে চলা উচিত, তা সুন্দর করে বলা হয়েছে, যাতে আমরা ভুল পথ অনুসরণ না করি। বই আলোচনা একটু গভীর ভাবে হলে ভালে হত। বই পড়লে আপনারা অনেক ভালো কিছু করার আগ্রহ খুজে পাবেন।
Was this review helpful to you?
or
Very helpful
Was this review helpful to you?
or
বইটি যুবসমাজের জন্য দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ক।
Was this review helpful to you?
or
mashallah book ta onek sundhor
Was this review helpful to you?
or
আমার পড়া শ্রেষ্ঠ একটি বই। প্রত্যেকটি যুবকের এই বইটি পড়া উচিত।
Was this review helpful to you?
or
খুব সুন্দর একটি বই
Was this review helpful to you?
or
বই টি অসাধারণ । লাইন টা সয়ং সম্পূর্ণ করলাম
Was this review helpful to you?
or
alhamdulillah, young people, you should read it
Was this review helpful to you?
or
আমার প্রথম কেনা বই। পড়ে মোটামুটি ভালোই লাগলো।
Was this review helpful to you?
or
শুরুতেই প্রিয় লেখক,তরুণ চিন্তক ও গবেষক "মাসুদ রানা শেখ সাগর" ভাই কে ধন্যবাদ ও শুভকামনা জানাই। তরুণ প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বই "যুবক ইউ আর দ্যা গেম চেঞ্জার " বইটি যেনো তরুণ দের সঠিক পথের দিশারি হয়ে আবির্ভূত হয়েছে। তরুণরা কিভাবে তাদের জীবনকে গড়বে তার জানতে এই বইটিই যথেষ্ট। তরুণদের বইটি পড়ার জন্য অনুরোধ রইলো।
Was this review helpful to you?
or
কিশোর তরুণদের জন্য মাস্ট রিড একটা বুক।
Was this review helpful to you?
or
ইয়াংদের আইকনিক বুক।
Was this review helpful to you?
or
order koret paren , vlo laglo voi ta
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই (দামের তুলনায় বইটির গুণগতমান অত্যাধিক ভালো)। কারণ, কয়েকদিন এই বিষয়টা নিয়েই আমি বেশ হতাশায় ছিলাম। সেই হতাশা থেকে বইটি অর্ডার করে পড়ে মূলত আমি আমার নিজেকে আরও ভালো চিনতে পেরেছি। তবে, এটাই শেষ নয়। জনাব মাসুদ রানা সাগর ভাইয়ের কাছ থেকে এইরকম প্রেরণাদায়ক আরও একাধিক বই পাওয়ার প্রত্যাশা থাকবে। আশা করি জনাব মাসুদ রানা ভাই এইটা গুরুত্বের সহিত নিবেন। কারণ, এই ধরনের বই আমাদেরকে খন্ড খন্ড করে হলেও আমাদের পূর্ব পুরুষদেরকে চেনাবে জানাবে। যেটা আমরা বর্তমান বাংলাদেশের তথাকথিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের ভুলিয়ে রাখা হয়েছে। আমরা যে বাঘের জাতি সেটা থেকে মুখ ফিরিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে যে, আমরা ছাগল+গোলামের জাতি। এই সাংস্কৃতিক আগ্রাসন থেকে আমাদের বের হয়ে আসার জন্য হলেও এরুপ একাধিক বইয়ের গুরুত্ব সময়ের বিবেচনায় অপরিসীম। অতএব, জনাব মাসুদ রানা সাগর ভাইকে আরও প্রত্যাশার সহিত বইটির জন্য ধন্যবাদ ও অভিনন্দন।
Was this review helpful to you?
or
এই বইটির যদি এককথায় রিভিউ দেই তাহলে রিভিউটা এমন হবে, দুনিয়া ও আখিরাত উভয় জাহানের কল্যান। এই বইটিতে মুসলিম উম্মাহর বীর, জ্ঞান তাপসদের কথা আলোচনা করা হয়েছে। এই বইয়ে আল কুরআন ও আল হাদিসের ভিত্তিতে ব্যক্তি গঠনের উপর জোর দেওয়া হয়েছে। সর্বশেষ বইটিতে মুসলিম উম্মাহর যুবকদের জ্ঞান চর্চার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে।
Was this review helpful to you?
or
যারা বই পড়তে পছন্দ করে না কিন্তু আমি বলব যে অবশ্যই এই বইটা পড়া উচিত খুবই কম পেজ এবং কম প্রাইজ লাইফ চেঞ্জ এর একটা ব্যাপার আছে এই বইটার ভিতরে
Was this review helpful to you?
or
বইটি যুবসমাজের জন্য দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ক। এতে আত্মউন্নয়ন, চরিত্র গঠন ও ইসলামি জীবনধারার গুরুত্ব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বাস্তব উদাহরণ ও শিক্ষামূলক কাহিনির মাধ্যমে বইটি পাঠকদের ভাবতে শেখায় এবং উন্নত জীবনযাপনে উদ্বুদ্ধ করে। প্রত্যেক তরুণের এটি পড়া উচিত! এই প্রথম কোন বই এক বসাতে পড়ে উঠলাম।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ বইটা অনেক সুন্দর। এবং তার থেকে অনেক কিছু শিখার আছে। ??
Was this review helpful to you?
or
এত কম দামে এত ভালো বই আমি এ পর্যন্ত পাইনি এই বইয়ে অনেক ভালো করে যুবকদের কে কিভাবে অন্ধকার থেকে আলোর পথে উঠে আসতে হবে এটা ভালোভাবে বলা হয়েছে
Was this review helpful to you?
or
খুব সুন্দর একটা বই। উদ্দেশ্যহীনভাবে যারা জীবন পার করছেন, অহেতুক কাজে সময় নষ্ট করছেন; ইনশাল্লাহ বইটি পড়ে তারা উপকৃত হবেন
Was this review helpful to you?
or
Alhamdulillah boita pailam aj..
Was this review helpful to you?
or
তরুণ প্রজন্মের জন্য মাস্টারপিস
Was this review helpful to you?
or
সিরিজ ২ এর অপেক্ষায় আছি ।
Was this review helpful to you?
or
আমি মনে করি প্রত্যেকটা যুবকের বইটি পড়া উচিত বইটি পড়ার সময় অন্যরকম একটা অনুভূতি পেয়েছি
Was this review helpful to you?
or
*"বইটি এমন এক অনন্য সৃষ্টি, যা ইসলামের সোনালী যুগের উদ্ভাবনী ব্যক্তিত্বদের জীবন কাহিনি ও তাদের অবদানের গভীর চিত্র তুলে ধরে। প্রতিটি অধ্যায়ে লেখকের দক্ষ বর্ণনায় আমরা জানতে পারি কীভাবে এই মহান ব্যক্তিরা নিজেদের অদম্য পরিশ্রম, ত্যাগ ও উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে মানব সভ্যতাকে সমৃদ্ধ করেছেন। বইটির সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিক হলো, এটি যুবকদের উদ্দীপ্ত করে স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণে পরিশ্রম করতে। বিশেষত, এই বই আমাদের শেখায় কীভাবে নৈতিকতা, জ্ঞানার্জন, এবং কঠোর পরিশ্রমের সমন্বয়ে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারি। আমি মনে করি, এই বইটি প্রত্যেক যুবক, বিশেষত যারা জীবনে সঠিক দিকনির্দেশনা খুঁজছেন, তাদের জন্য অবশ্যপাঠ্য। এটি শুধু একটি বই নয়, বরং জীবনের জন্য একটি দিকনির্দেশনা।
Was this review helpful to you?
or
এই বইটিতে ব্যাক্ষা করার মতো যোগ্যতা আমার নেই। শুধু বলতে চাই জীবনে পড়া সেরা বইয়ের তালিকার যোগ হয়ে গেলো এই বইটি। কৃতজ্ঞতা স্বীকার করছি মাসুদ রানা সাগর এর প্রতি এত সুন্দর একটি বই আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ?
Was this review helpful to you?
or
বইটির প্রথম সংস্করণ পড়ার সৌভাগ্য হয়েছিল... সেই অভিজ্ঞতা থেকে মতামত হলো, ইসলামী সমাজ গঠনে এবং নিজেকে উন্নয়ন করার জন্য যুবকদের নিজেদের দায়িত্ব সম্পর্কে অবগত করার জন্য যেই উপাদানগুলো দরকার সেগুলো পেয়েছিলাম...এই সংস্করণ আরো ডিটেইল হওয়াতে যুবকরা নিজেদের দায়িত্বগুলো আরও ক্লিয়ার বুঝতে পারবে আশা করি..
Was this review helpful to you?
or
বর্তমান তরুণ প্রজন্মের জন্য একটি আদর্শ বই। Must buy.
Was this review helpful to you?
or
বাইটি পাইছি সুন্দর ভাবে কিন্তু যে প্যাকেটে ছিলো ওইটা আগে থেকেই কাটা ছিলো। যেইটা আমার একটুও ভালো লাগে নাই। রকমারি থেকে যে গিফ্ট দিছিলো ওইটা মনে হয় কুরিয়ার এর লোক রেখে দিছে।??
Was this review helpful to you?
or
বইটি তরুণ প্রজন্মের জন্য এদেশের আইকনিক একটি বই হওয়ার যোগ্যতা রাখে।
Was this review helpful to you?
or
প্রথমত ধন্যবাদ জানাই মাসুদ রানা সাগর স্যারকে। কারণ উনি আমাদের মতো যুবকদেরকে এটা একটা বই না। একটা মোমবাতি উপহার দিয়ে সাহায্য করেছেন অন্ধকারে পথ চলার জন্য। আমার যা মনে হলো এই বইটি পড়ার পর। তারপর ধন্যবাদ জানাই রকমারি.com কে কারণ পার্সেলটি সময় মতো পৌঁছে দিয়েছে আমার কাছে !
Was this review helpful to you?
or
যুবকদের মধ্যে যে সুপ্ত প্রতিভা লুকায়িত আছে তার বহিঃপ্রকাশ ঘটবে বইটার মাধ্যমে।বিশেষ করে মুসলিম যুবকেরা তাদের বীরত্ব গাথা ইতিহাস না জানার কারনে আজ তারা হীনমন্যতা ভুগে। সেইসকল ইতিহাস বইটিতে প্রকাশ পেয়েছে। তরুণ, তোমরা তো সেই উমর রা.-এর উত্তরসূরি। আজও যদি তার মতো হিম্মত বুকে নিয়ে আল্লাহর নামের তাকবির দিয়ে সামনে এগিয়ে যেতে পারো, তাহলে পুরো জাতিকে জালিমদের হাত থেকে রক্ষা করে ন্যায় ও ইনসাফ দিয়ে সমাজকে গড়তে বেশিদিন সময় লাগবে না। বাংলার ঘরে ঘরে যে উমর রা. ঘুমিয়ে আছো, তোমরা যদি একবার জেগে ওঠো, তাহলে এদেশ সোনার দেশে পরিবর্তন হতে শুধু সময়ের ব্যবধান মাত্র। তোমরা কি জেগে উঠবে না? অসহায় মানুষদের মুখে হাসি ফুটাবে না? জেগে ওঠো হে শেষ জামানার উমর। -যুবক! ইউ আর দ্যা গেম চেঞ্জার।