User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
ভালোর অপেক্ষায় রইলাম
আজকে হাতে পেলাম ট্রিটেরিয়াম রহস্য। পাওয়া মাত্রই পড়ে ফেললাম। ভাল লেগেছেঃ প্রচ্ছদ অংকন, রঙের ব্যাবহার, ঝকঝকে ছাপা, ভাল মানের কাগজ। ভাল লাগেনিঃ আঁকার ধরন, কাহিনী। কাহিনী ভাল হলে আঁকা যেমনি হোক, অসুবিধা নেই। কিন্তু আহসান হাবিব দ্যা গ্রেট এর থেকে এই কাজ ... অপাচ্য। কিছু গল্প মনে হল উন্মাদে পড়েছিও, ডাইনোসর নিয়ে যেটা। গল্পগুলোর আগা, মাথা, প্রবাহ, উপসংহার কোনটাতেই সামঞ্জস্য নেই। এই সংখ্যাটা ধারে না যেন ভারেই কাটার চেষ্টা করছে। ৭০ দশক থেকে আজকে পেরিয়ে উন্মাদ যে অসুখটাতে ভুগছে। খাঁটি নিজের ...See More
Not found any advanced Action
I had Adobe Photoshop CS3 book but I thought, I'll found some special effect and advanced project. 95% same content just different cover and CS5 screenshot.
Thrill served with difference
Samvala is a real thriller indeed! Every page makes you wait for the next one ,I completed reading the book at a stretch .I am enthralled to find such an exquisite peace of thriller in Bangla literature .To the thriller enthusiasts it will be completely a new experience to turn each page of Samvala. I am especially amazed at the manner of storytelling and story building. Mystery and history-both goes hand in hand in Samvala,one moment you are in the busy steets of Dhaka in another moment the wr...See More
Best one
This book is very good. Actually it's really helpful for the beginners.
ইন্সপিরেশোনাল বুক
সেই কলেজে থাকতে পড়েছি আর ভেবেছিলাম মেয়ে হয়েও বক্সর হব। সত্যিকারের লায়লা আলী হতে পারিনি কিন্তু জীবন যুদ্ধে কোথাও হার মানিনি। কিছু গল্গ থাকে ছোটবেলায় পড়া যেগুলো ভীষণ ভাবে মনে দাগ কাটে, আমার জীবনে সম্ভবত এটাই সেই গল্প।
ভারী মজার
গয়নার বাক্স যখন প্রথম পড়ি তখন অন্যরকম ভালো লেগেছিল। টান টান উত্তেজনা। ভূতুরে কান্ড কিন্তু ভুতের গল্প নয় মোটেই। আরো দশ বছর আগে পড়েছি তাই হাস্যরসের পর্বটা বুঝতে বেশ সময় লেগেছে। অপর্ণা সেনকে অনেক ধন্যবাদ উপন্যাসটিকে সিনেমায় অপরিবর্তিত উপস্থাপনের জন্য। তবে আগে বইটি পড়ে নেবেন, বেশি ভালো লাগবে।
আমি বোধয় একটু বেশি আশা করে ফেলেছিলাম?
বইটি রিভিউ দেখে আর সারাংশ পড়ে কিনেছিলাম কিন্তু অর্ধেক পড়ে আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। আমি এটাকে শুধু আর দশটা পতিতার জীবনীর মত আশা করিনি। গল্পের প্লট ভালো ছিল শেষটাও ইন্টারেষ্টিং কিন্তু মধ্যে একেবারেই মনোটনাস। গল্পের নায়িকার চরিত্রর সাথে স্বাভাবিক কাজকর্ম আর রোজকার ব্যবহারের কোনো মিল নাই। আর অভিভাবকেও স্বাভাবিক ভাবে মনে হয়নি। বাংলাদেশের প্রেক্ষাপটে বলেই হয়ত লেখায় কিছু গোলমাল হয়েছে।
ইলিয়াড
এই বইটি হচ্ছে ইলিয়াডের সারসংক্ষেপ। মূল রচনা প্রচুর লাইন বাদ দেওয়া হয়েছে। যার ফলে ঘটনার কোন ধারাবাহিকতা নেই। অনুবাদও খুব নিম্নমানের। বইটির টাইটেল থেকেই এর ভিতরকার অনুবাদ সম্পর্কে ধারণা করা যায়।
Montclair roofing
Great book. I have started freelancing in oDesk after reading this book. I suggest the beginner freelancer ( who are trying to begin freelancing mainly in oDesk) to buy this helpful book. You would find many important step to start freelancing in oDesk. Thanks Mahabubur Rahaman. more ........... a href="http://www.micasaroofing.com/chino-hills-roofing/" Chino Hills roofing /a a href="http://www.micasaroofing.com/ontario-roofing" Ontario roofing /a a href="http://www.micasaroofing.co...See More