User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
প্রোগ্রামিং এর সুন্দর সাবলীল উপস্থাপন
বইটি পড়লাম । তারপর DVD টা কিনলাম । অসম্ভব ভালো লেগেছে । ধন্যবাদ তামিম ভাই । আপনাদের পরিশ্রম সার্থক হোক এই প্রত্যাশা রইলো ।
সময় ঘড়ি, শব্দ প্রজাপতি আর ইচ্ছেডানা (চতুর্মাত্রিক সংকলন পাঠ প্রতিক্রিয়া)
ঝরা পাতার তদ্রা গায়ে মেখে বাক্সবন্দী বকুলের ঘ্রাণে মন সাগরের জল থৈ থৈ । ছুটে চলা মুক্ত সময়ের সঙ্গী হয়ে উড়ে চলছে অক্ষরের প্রজাপতি। "চতুর্মাত্রিক ব্লগ সংকলন ২০১৪" সেই অক্ষর প্রজাপতির আবাস। প্রজাপতিকে ছুঁয়ে দেখলাম চোখের আলোয়, মনের অন্ধকার অক্ষরের বর্ণীল শৈলীতে আবিষ্কার করে চললো ভোরের শিশির! দীঘির নীল পদ্ম, পৌষের সাঁঝের মায়া আবার কখনোও এক ফালি রদ্দুর! ধীরে ধীরে রোদের গায়ে শুকিয়ে যাওয়া শিশির কণা সুখের বাষ্পে ঝরনা হয়ে ওঠে ওই অক্ষরের মায়ায়! পাঠ পুনরাবৃত্তি ভালোলাগার সিন্ধুকে আগলে রাখা নীল খামের চিঠির ম...See More
পাঠ প্রতিক্রিয়াঃ চতুর্মাত্রিক ব্লগ-সংকলন ২০১৪
আমাদের বরিশাল শহরে ‘জীবনানন্দ দাশ চত্বর’ বলে চমৎকার একটি বুলভার্দ আছে । বুলভার্দের শেষ মাথায় শাদা রঙ করা ইটের তোরণের ওপর কবির চিরচেনা পোর্ট্রেট । এটি হয়ত তেমন আহামরি কিছু নয়, বাংলাদেশের অনেক জায়গাতে কবির নামে এমন অসংখ্য সড়ক, লাইব্রেরী, শিক্ষাপ্রতিষ্ঠান আছে । তবে আমি যে বুলভার্দটির কথা বলছি সেটি কবির ক্যাম্পাসের একটি অতি-পুরাতন রাস্তা । এ সরণী দিয়ে কবি হেঁটেছেন বহুবার । পাঠ্যবই হাতে হয়ত সরণীর পাশের গাঢ় সবুজ ঘাসে বসে আড্ডা দিয়েছেন সতীর্থদের সঙ্গে । হয়ত তাঁর মাথায় এসে ভর করেছে কবিতার নতুন কোন সুররি...See More
অবশেষে পাওয়া গেল
অবশেষে বইটি সংগ্রহ করা গেছে। পাখিদের পাঠ করে বেশ আনন্দ পাওয়া গেল।
মুক্তিযুদ্ধের ছবি
সিনেমাটি দেখার ইচ্ছা ছিল হলে গিয়ে কিন্তু দেখা হয় নাই তাই সিডিটা কিনলাম।
ভাল বই
বেশ ভাল বই, আমাদের নিজেদের ইতিহাস জানতে সাহায্য করবে। তবে বিশ্লেষণে কিছুটা পশ্চিমা প্রভাব রয়ে গেছে।
সাহসী সংকলন
বাঙালি মুক্তমনাদের একটি সাহসী সংকলন। এ সংকলনটির জন্য লিখেছেন অধ্যাপক কবীর চৌধুরী, ড. হুমায়ুন আজাদ, ড. অজয় রায়, ড. সিরাজুল ইসলাম চৌধুরী, ড. সনৎ কুমার সাহা, বশীর আল হেলাল, হাসান আজিজুল হক, ড.গোলাম মুরশিদ, ড. আনিসুজ্জামান, ড. শহিদুল ইসলাম, ড. মীজান রহমান, ড. অভিজিৎ রায়, জাহেদ আহমদ, ড. প্রদীপ দেব, বন্যা আহমেদ, হাসান মাহমুদ (ফতেমোল্লা), হাসান-আল আবদুল্লাহ, অনন্ত বিজয়, জাহিদ রাসেল, অপার্থিব জামান, এবং অর্ণব দত্তের মত লেখক এবং চিন্তাবিদেরা। এছাড়াও এ বইটিতে সংযুক্ত হয়েছে কাজী আব্দুল ওদুদ, বেগম রোকেয়া, আ...See More