User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
দেশের শীর্ষস্থানীয় এক বিজনেসম্যান একদিন আমিরুল মােমেনীন মানিককে ডাকলেন। বললেন, মানিক আপনার সব সৃজনশীল কাজে আমি বিনিয়ােগ করতে চাই। মানিক খানিকটা আপুত হলেন। তাহলে তাে খুবই ভালাে হয়। এর ফলে আমার কাজগুলাের দারুণ প্রসার হবে। ; কিন্তু বর্তমান বাজারে যে ধরনের গান ও গদ্য বেশি। পপুলার হয়, সে ধরনের কাজ আপনাকে করতে হবে। : সেটা কেমন? : চরম রােমান্টিক কিছু গান করুন, স্বল্পবসনা মডেল রাখুন, কিছু মারমারকাট সাহিত্য লিখুন যেখানে সেক্স, ভায়ােলেন্স, তােষামােদি ভরপুর থাকবে। মানিকের চোখে মুখে খানিকটা বিস্ময়! ;...See More
good :)
আমি একটু আগেই বইটা পড়া শেষ করলাম ... অসাধারণ একটা বই । বইটাতে গল্পের ছলে বেসিক গুলা খাইয়ে দেওয়া হইছে ... চা এর দোকান থেকে শুরু আর মেস লাইফের কিছু সত্য কাহিনী তুলে ধরা হইছে । প্রথম দিকে যারা একটু পারে তারা ভাববে কোন ল্যাংগুয়েজ দিয়ে বই টা লিখা ? তাদের জন্য আমি বলব বইটা শেষ পর্যন্ত পোড় । লক্ষ রাখতে হবে ফাংশন চাপটার টায় । আর একটা কথা যেখানে যেই লিঙ্ক বলেছে সেখানে যেতে হবে ... চিন্তা করতে শিখান হইছে এখানে তাই সবাই বুঝে পরবা ... আমার হাতে ৪ টা বই আসে এখন বলদ টু বস পরতেছি ... যেভাবে রোমান্...See More
খুব ভাল একটা বই।
প্রেম কিংবা সাংসারিক দুঃখ কষ্টের গল্প পড়তে পড়তে এক সময় একঘেমায়ামী লাগছিলো তখন এই দ্বিখন্ডিত বইটা পড়ে আসলেই ভালো লেগেছে... অন্য রকম ৩টা গল্প... বিশেষ করে দ্বিতীয় গল্পটার শেষের দিকের অংশটা পড়ে চমকে উঠেছি... সত্যি ভালো লেগেছে... শুধু পড়ার সময় একটা জিনিস মনে হচ্ছিলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলো গল্প গুলো... আশা করি লেখক তার পরের গল্পগুলাতে এই আফসোসটুকুও দূর করে দিবেন... প্রথম বই হিসেবে লেখকের লেখুনী প্রশংসার দাবীদার... আরো ভালো ভালো অন্য ধরনের গল্পের আশায় রইলাম...
Very inspiring and informative alongside being much interesting!
The book is in Bangle which help to understand in a easy way as because Bengali is our native language. This book is consist of Informative information of present capital market investment. This book is not just for the existing investor but also student who are interest in Stock Market like me. This is the 4th Edition and improved.
টেকটিউন্সে ব্লগ পোষ্ট পড়া হতো। আমার অনেক পছন্দের এক জন ব্লগার , আশা করছি - বইটি অনেকের উপকারে আসবে।
#পাঠক_প্রতিক্রিয়া #বুক_রিভিউ #জনারণ্যে_একা_কয়েকজন #শরীফুল_হাসান শুরুতেই বিশাল একটা দুঃসাহস দেখালাম সেটা হচ্ছে শরীফুল ভাইয়ের বই পড়ে প্রতিক্রিয়া লেখার জন্য। #জনারণ্যে_একা_কয়েকজন বইটা হচ্ছে ফ্যামিলি, ড্রামা এবং থ্রিলার। বইটা পড়া শুরু করলে থামতে পারবেন না, মনে হবে এক বসাতে শেষ করে দেই (আমার থামতে হয়েছে আমি বই ধিরে ধিরে খাই) একজন লেখক তখন খুব সফল হয় যখন সে তার লেখাকে সবাই নিজের জীবনের সাথে মিলিয়ে নেয়, #জনারণ্যে_একা_কয়েকজন শুরু থেকে মনে হবে নিজের আসে পাশের কারো কিম্বা নিজের কোন গল্প এইট...See More
ভালো একটি বই, পড়ে ভালো লেগেছে ।