User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
========= কাহিনী সংক্ষেপ ========== “ স্রোতের প্রতিটা ঢেউকে যেমন ধরা যায় না, জীবনের মুহূর্তগুলোও তেমনি। একটার পর একটা আসতেই থাকে, আর হারিয়ে যেতে থাকে।” মনজুর তার স্ত্রী ও মেয়েকে নিয়ে সুন্দর ছোট্ট এক হাসি-খুশির পরিবার। মনজুর ছোট-খাট ব্যবসা করে তার স্বপ্নগুলোও ছোট ছোট। আসিফ বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু এখনো উদাস উদাস ভাব, সবসময় চুপচাপ, মিশুক নয়। তার স্বপ্ন তার মা ও ছোট বোনকে ঘিরে। তার মনেও পছন্দর একজনকে নিয়ে সুখের নীড় বাধার স্বপ্ন। আকবরও এখন থেকেই রাজনীতিতে পাকাপোক্তভাবে অবস্থান গড়ে নিতে চায়, সেজন্য সে এমন একজনের ছায়াতলে যায় যিনি তার স্বার্থের জন্য যেকোন কিছু করতে দ্বিধা করেন না। নায়লা এখনো দ্ধিধাগ্রস্থ। সে আসলে কি চায় সে নিশ্চিত নয়, তাই হাসি-খুশিও থাকতে পারে না। কারণ তার পরিস্থিতি এমনই যে, যেকোন সময় বদলে যেতে পারে তার চারপাশের সবকিছুই। শামসুল আলমের একটাই উদ্দেশ্য টাকা ইনকাম করা; আর সেটা যেভাবেই হোক না কেন, যে কাউকে বলি দিয়েও হোক না কেন তাতে তার কিছু যায় আসে না! কিন্তু কথায় আছে না, লোভে পাপ পাপে মৃত্যু। আকবর, মনজুর, আসিফ, নায়লা, শাহেদ সবগুলোই ভিন্ন ভিন্ন এক চরিত্র, সবারই কিন্তু একসাথেই একই সমাজে বসবাস। তবুও সবাই একই জনারন্যে থেকেও সবাই যেন নিজ নিজ দুনিয়ায় একা একটি সত্তা। ========= পাঠ প্রতিক্রিয়া ========== সুলেখক শরীফুল হাসানের আরেকটি সামাজিক/সমকালীন উপন্যাস এক বসায়ই শেষ করলাম। বইটা বলা যায় অনেকটাই বিষাদময়। শেষদিকে এসে কিছুটা আশার আলো দেখলেও তবুও লেখক তা বিষাদ দ্বারাই শেষ করেছেন। হয়তো আমাদের বাস্তব জীবনটাই এমন। লেখকের অন্য বইগুলোর মতোই শেষ করার পরেও বইয়ের চরিত্রগুলোর রেশ মনে রয়ে যায়। সামাজিক/সমকালীন উপন্যাস হিসেবে বলবো এক দুর্দান্ত বই। সবাইকে পড়ার আমন্ত্রণ রইলো। প্রোডাকশনঃ কভার ডিজাইন আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। ফন্ট সাইজ, বইয়ের বাইন্ডিং ও পৃষ্ঠার কোয়ালিটি অনুযায়ী ঠিকঠাক মনে হয়েছে। বানান ভুল ছিলো কিছু, আর কিছু চরিত্রের নাম অদল-বদল হয়ে গিয়েছে। পরবর্তী সংস্করনে ঠিক করার অনুরোধ রইলো। ব্যক্তিগত রেটিংঃ ৮/১০।
Was this review helpful to you?
or
☆☆☆☆
Was this review helpful to you?
or
Good One
Was this review helpful to you?
or
Not that great. Felt like a rush job.
Was this review helpful to you?
or
সাম্ভালা দিয়ে শরিফুল হাসানের সাথে পরিচয়। এরপর পড়ি আঁধারের যাত্রী, মেঘ বিষাদের গল্প। জনারন্যে একা কয়েকজন সুন্দর কাহিণীর একটা বই। সবাইকে পড়ার অনুরোধ জানাচ্ছি।
Was this review helpful to you?
or
ফ্ল্যাপে লিখা/বইয়ের পেছনের লিখা/কাহিনী সংক্ষেপ বাদ। সবাই জানে। আমাদের চারপাশে চলাফেরা করে এমন কিছু লোকের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনা নিয়েই বইটি। ভার্সিটি পড়ুয়া ছয়জন ছেলেমেয়ে আর তাদের ক্লাস লাইফ, আড্ডা, সুপ্ত ভালোবাসার অব্যক্ত কাহিনী, পারিবারিক জীবন, হঠাৎ চাকরী ছেড়ে দেয়া এক ব্যবসায়ী ও তার পরিবারের গল্প, রাজনীতিতে যোগ দেয়ার চেষ্টারত টগবগে এক তরুণের গল্প আছে। সাথে আছে জীবনকে দেখার প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গী। অপহরণের ঘটনা বুঝতে বেশ সময় লেগেছে। চমকে দিয়েছে নায়লা আর আসিফ – ভার্সিটির দুই ফ্রেন্ড। সময়টা মোটামুটি ভালোই কেটেছে। আশা করি আপনাদেরও...
Was this review helpful to you?
or
বইয়ের নামঃ জনারন্যে একা কয়েকজন লেখকঃ শরীফুল হাসান প্রকাশনীঃ বাতিঘর -------------------------------------- স্ত্রী আফরোজা আর একমাত্র মেয়েকে নিয়ে ছোট সংসার মনজুরের। আপ্রান চেষ্টা করছে নতুন ব্যাবসায় সফলতা পাওয়ার। সেই ছোট সংসারের অন্য দুই সদস্য শ্যালক আকবর আর আকবরের বন্ধু আসিফ। কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় যখন একরাতে হঠাৎ কিডন্যাপ হয়ে যায় মনজুর। কে কিডন্যাপ করে তাকে? সে কি কোনো ষড়যন্ত্রের শিকার নাকি নিজের কোনো কুকীর্তির ফল ভুগছে। তাকে খুজে পেতে মরিয়া হয়ে যায় তার পরিবার। গল্পটিতে আরো আছে ট্রায়াংগেল প্রেমের কাহিনী, আছে একাকিত্বের দীর্ঘশ্বাস, দায়িত্বের বোঝা নিতে গিয়ে ভালোবাসা আর স্বপ্নের গলা টিপে হত্যা করার আহাজারী, বুক ফাটা কান্না। জনারন্যে থাকা সত্ত্বেও একা কিছু মানুষের জীবনযুদ্ধ। সর্বোপরি থ্রিলার আর বাস্তবমুখী একটি গল্প।
Was this review helpful to you?
or
এই বইটা আমার কাছে ভালো লেগেছে। কিন্তু লেখকের অন্যান্য বইয়ের তুলনায় দুর্বল লেগেছে অনেক। হতে পারে কোনো কারণে এটা লেখকের প্রিয় বই, কিন্তু আমি তার মত করে বইটাকে প্রিয় করতে পারিনি। আমার কাছে বরং ছায়া সময় কিংবা রাত্রী শেষের গান এর থেকে অনেক ভালো লেগেছে। আর সাম্ভালার সাথে তো তুলনাই চলে না। বাতিঘরের অন্যান্য বইয়ের তুলনায় এই বইয়ের বাইন্ডিং খুবই দুর্বল। চিরাচরিত নিয়ম অনুযায়ী বানান ভুল এবং টাইপিং মিস্টেক তো আছেই, এমনকি কয়েক জায়গায় চরিত্রের নামই বদলে গেছে।
Was this review helpful to you?
or
"শরীফুল হাসান ভাইয়ের রিয়েলিস্টিক ফিকশনগুলোর মাঝে আমার পড়া দ্বিতীয় বই এটা। প্রথম বইটা - "মেঘ বিষাদের গল্প" পড়ার পর এই বইটা থেকে প্রত্যাশা ছিল অনেক উঁচু আর শরীফুল ভাই চমৎকার ভাবে সেই প্রত্যাশা মিটিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ঝাঁক উজ্জ্বল চোখের ছেলেমেয়ে কেমন একটা ঘোর লাগা সময় পার করছে। রাজনীতির মাঠের নতুন খেলোয়ার আকবরকে পিছু টেনে ধরে রেখেছে মায়ার বাঁধন। আর একটু ভালো একটা জীবনের স্বপ্ন দেখা ছোট ব্যাবসায়ী মনজুর কীভাবে যেন পা পিছলে তলিয়ে যাচ্ছে অন্ধকারের দুনিয়ায়! গল্পটা বেশ ছোট কিন্তু প্রতি মূহুর্তে এই গল্পে পাঠক নতুন কিছু খুঁজে পাবে। এই বইটাও প্রচলিত অর্থে থ্রিলার না, কিন্তু মানুষের জীবনটাই তো একটা নন-স্টপ থ্রিলার! জন-মানুষের এই অরণ্যের মাঝে থেকেও আমরা সবাই আসলে কতটুকু একা আর অসহায় আরো একবার সেটা দেখিয়ে দিয়েছেন শরীফুল ভাই - শুভকামনা থাকল তাঁর জন্য। বইটা শেষ করে আপনার মনে হবে, এমনটাই তো হওয়ার কথা ছিল - আমরা কি আসলেই খুব একা নই?"
Was this review helpful to you?
or
"অন্ধকারের দিকে তাকিয়ে থাকলে প্রথমে কিছু দেখা যায় না। তারপর আস্তে আস্তে সব অবয়ব পরিস্কার হয়ে আসে। জীবনটাও মনে হয় এরকম। গভীর মনােযােগে না তাকালে সবকিছু অস্পষ্ট লাগে।" 'জনারণ্যে একা কয়েকজন' বইটাতে কয়েকজন মানুষের গল্প বলা হয়েছে যারা জন অরণ্যে থেকেও বাস্তবিকই একা। আচ্ছা আপনাদের কারো কখনো এমন হয়েছে যে, হাজার মানুষের ভিরে আপনি দাঁড়িয়ে আছেন, সবাই আপনার পরিচিত, কিন্তু মনে হচ্ছে আসলে আপনি একা? জীবনের কোনো এক সময় প্রায় সব মানুষের জীবনেই এমন পরিস্থিতি আসে। কেউ একাকীত্ব কাটিয়ে ওঠার চেষ্টা করে, কেউ হয়তো টেরই পায় না। অনেকে হয়তো ডিপ্রেশনে আত্মহত্যাও করে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যাদের কারো সাথে কোনো প্রেমের সম্পর্ক নেই, পড়ালেখায়ও ভালো, বাবা মায়ের টাকা পয়সারও অভাব নেই, কিন্তু হুট করে আত্মহত্যা করে বসে। আমরা বাইরে থেকে ভাবি ছেলেটা তো ছ্যাকা খায়নি, টাকা পয়সারও অভাব নেই, বাবা মায়েরও কোনো সমস্যা নেই, তারপরও কেন আত্মহত্যা করলো? নিশ্চয় কোনো কুকর্ম করেছে। একবারও ভাবি না ছেলেটা এত কিছুর ভিরেও একা থাকতে পারে, একাকীত্ব তিলে তিলে শেষ করে দিতে পারে। না, এসব আমরা ভাবি না, এসব ভাবার সময় আমাদের নেই। আসলে আমরা নিজেদের বাইরে কাউকে নিয়ে ভাবতে পছন্দ করি না। আসিফ ঢাকায় একটা বাসায় সাবলেট থাকে। আফরোজা এবং মঞ্জুরের ছোট্ট সংসার। সুমি নামের একটা ফুটফুটে মেয়েও আছে তাদের। হুট করে চাকরি ছেড়ে দেয়ায় বাসা ভাড়া এবং সংসারের খরচ কমাতে আফরোজার ছোটভাইয়ের সাথে সাবলেট হিসেবে আসিফকে উঠায়। অল্প কয়দিনেই আকবরের বন্ধু হয়ে যায় আসিফ। আকবরের বোন দুলাভাইকেও নিজের বোন দুলাভাই মনে করে। আসিফ এমন একটা ছেলে যাকে দূর থেকে দেখে বিচ্ছিন্ন একটা দ্বীপের কথা মনে হয়। যে দ্বীপে কেউ বসবাস করে না। মাছ ধরা নৌকাও এড়িয়ে চলে। আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। ভার্সিটিতে ওর বন্ধুবান্ধব একদম কম। যেকয়জন ক্লোজ তারা হয়তো ওকে ভালোভাবে চিনে বলেই ওর সাথে মেশে। তাদের মধ্যে নায়লা মেয়েটাকে মনে মনে পছন্দ করে আসিফ। হাবভাবে বোঝা যায় নায়লাও ওকে পছন্দ করে। সুমনা আর পলি সারাক্ষণ আছে পড়াশুনা আর হিন্দি সিরিয়াল নিয়ে। কামাল তো পড়াশুনার বাইরে কথা বলতেও নারাজ। তাদের মধ্যে একজন ব্যতিক্রম, যার সাথে আসিফের ভালো জমে। সে হলো শাহেদ। মাস তিনেক পর পর আসিফ একদিন শাহদের হলে সার রাত থাকে, নিষিদ্ধ আনন্দ উপভোগ করে। নায়লার বড়বোন শায়লা অসুস্থ, সারাদিন কাটে বিছানাতেই। একবার বোনম্যারো ট্রান্সফার করা হয়েছিল, কী এক জটিলতায় আবার নাকি অপারেশন করতে হবে। সারাদিন ভার্সিটিতে মেতে থাকার চেষ্টা করলেও বাসায় আসলেই বিষণ্ণতা চেপে বসে। আর আকবর আছে রাজনীতি নিয়ে। ওর বিশ্বাস ভালো কোনো নেতার শেল্টার পেলে ও অনেক উপরে উঠতে পারবে। একজনকে পছন্দ করে, যার জন্য যে কাউকে খুন করতেও দ্বিধা নেই কোনো। এইযে এখানে অনেকগুলো চরিত্রের কথা বললাম এদের কেউই এখানে মূখ্য নয় আবার কেউই গৌণ নয়। মনে হতে পারে গল্পটা আসিফের, আবার মনে হবে গল্পটা আসলে আকবরের, কিংবা শাহেদের কিংবা নায়লার। এমনকি কামাল কিংবা সুমনার। লেখক প্রত্যেকটা চরিত্র এমনভাবে গঠন করেছেন, কোনো চরিত্রকেই দুর্বল ভাবতে পারবেন না আপনি। এই গল্পে একক কোনো নায়ক নেই। প্রত্যেকেই তার নিজ গল্পের নায়ক। গল্পটা শুরু থেকেই একদম সাদামাটাভাবে এগিয়েছে, শেষও হয়েছে সাদামাটাভাবেই। বইটা লেখক উৎসর্গ করেছেন নিজেকেই, এ থেকে বোঝা যায় এই বইটি তার বইগুলোর মধ্যে প্রিয় বই। কোনো এক কথা প্রসঙ্গে আমাকেও বলেছিলেন এই বইটা বিশেষ করে পড়ার জন্য। আমি যেহেতু থ্রিলার পড়ে অভ্যস্ত তাই কোনো একটা গুরুতর পরিস্থিতি না আসা পর্যন্ত ঠিক যুৎ পাচ্ছিলাম না। সেইদিক হিসেব করলে এই বইয়ে সেরকম পরিস্থিতি আসতে অনেক সময় লেগেছে এবং বইয়ে পুরোপুরিভাবে ঢুকে যেতে আমারও সময় লেগেছে। তবে একবার ঢুকে যাওয়ার পর শেষ না করে বের হওয়ার আর সুযোগ পাইনি। শরীফুল হাসানের লেখার হাত যে কেমন সেটার প্রমাণ তো আপনারা সাম্ভালা, রাত্রী শেষের গান, আঁধারের যাত্রী যারা পড়েছেন তারা জানেনই। উনি যেমন দুর্দান্ত ফ্যান্টাসি থ্রিলার লিখতে পারেন তেমনি সামাজিক গল্পও লিখতে পারেন। সেসব গল্পে সমাজের বিভিন্ন অসংগতির সাথে সাথে থ্রিলারের উপাদান থাকে বলে অনেকেই সেটাকে সামাজিক থ্রিলারও বলে থাকেন। তবে এই বইটাতে অন্যান্য বইগুলোর মত থ্রিলারের উপাদান বলতে গেলে ছিলই না, সেক্ষেত্রে আমি এটাকে সামাজিক থ্রিলার না বলে বরং সমসাময়িক গল্প বলব। এই বইটা আমার কাছে ভালো লেগেছে। কিন্তু লেখকের অন্যান্য বইয়ের তুলনায় দুর্বল লেগেছে অনেক। হতে পারে কোনো কারণে এটা লেখকের প্রিয় বই, কিন্তু আমি তার মত করে বইটাকে প্রিয় করতে পারিনি। আমার কাছে বরং ছায়া সময় কিংবা রাত্রী শেষের গান এর থেকে অনেক ভালো লেগেছে। আর সাম্ভালার সাথে তো তুলনাই চলে না। বাতিঘরের অন্যান্য বইয়ের তুলনায় এই বইয়ের বাইন্ডিং খুবই দুর্বল। চিরচারিত নিয়ম অনুযায়ী বানান ভুল এবং টাইপিং মিস্টেক তো আছেই, এমনকি কয়েক জায়গায় চরিত্রের নামই বদলে গেছে। এটা বেশিরভাগ হয়েছে মঞ্জুরের ক্ষেত্রে। একবার তাকে সোহেল বলা হয়েছে আবার তাকে আসিফ বলা হয়েছে। আশা করব পরবর্তী সংস্করণে যেন এই বিষয়গুলো দেখা হয়। আপনি যদি কখনো, এক মুহূর্তের জন্য এই জন অরণ্যে একা অনুভব করে থাকেন তবে এই বইটা আপনার জন্য। হ্যাপি রিডিং... বইঃ জনারণ্যে একা কয়েকজন লেখকঃ শরীফুল হাসান প্রকাশকঃ বাতিঘর প্রকাশনী প্রকাশকালঃ ফেব্রুয়ারি ২০১৮ প্রচ্ছদঃ ডিলান পৃষ্ঠা সংখ্যাঃ ২৩৯ মূল্যঃ ২৫০ টাকা মাত্র
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_মার্চ জনারন্যে একা কয়েকজন লেখকঃ শরীফুল হাসান। প্রকাশনাঃ বাতিঘর প্রকাশনী। প্রকাশকালঃ ফেব্রুয়ারি, ২০১৮. পৃষ্ঠা সংখ্যাঃ ২৪০ মুদ্রিত মূল্যঃ ২৫০ টাকা। অনেকটা লেখকের আগের বই "মেঘ বিষাদের গল্প"এর মতোই। একই ধাঁচে লেখা। পুরো বই জুড়ে কেমন যেন মন খারাপ করা দুঃখ এবং বিষাদের ছায়া। হ্যাপি এন্ডিং না হয়ে ট্রাজিক এন্ডিং। গল্পের অনেকখানিই প্রেডিক্টেড ছিল। তবে যেহেতু থ্রিলার না, উপন্যাস। তাই ইহাকে মেনে নেওয়া যায়। মেঘ বিষাদের গল্প থেকে বেটার মনে হয়েছে। লেখা অনেক সাবলীল। লেখনী চমৎকার। তবে বইয়ে বেশ কিছু বানান ভুল এবং প্যারাগ্রাফিংয়ে ভুল দৃষ্টিকটু লেগেছে। রেটিং ১০ এর মধ্যে হলে ৮.৫ দিতাম৷ তবে রকমারিতে যেহেতু ৫ এর মধ্যে রেটিং, তাই ৪ তারা!
Was this review helpful to you?
or
#পাঠক_প্রতিক্রিয়া #বুক_রিভিউ #জনারণ্যে_একা_কয়েকজন #শরীফুল_হাসান শুরুতেই বিশাল একটা দুঃসাহস দেখালাম সেটা হচ্ছে শরীফুল ভাইয়ের বই পড়ে প্রতিক্রিয়া লেখার জন্য। #জনারণ্যে_একা_কয়েকজন বইটা হচ্ছে ফ্যামিলি, ড্রামা এবং থ্রিলার। বইটা পড়া শুরু করলে থামতে পারবেন না, মনে হবে এক বসাতে শেষ করে দেই (আমার থামতে হয়েছে আমি বই ধিরে ধিরে খাই) একজন লেখক তখন খুব সফল হয় যখন সে তার লেখাকে সবাই নিজের জীবনের সাথে মিলিয়ে নেয়, #জনারণ্যে_একা_কয়েকজন শুরু থেকে মনে হবে নিজের আসে পাশের কারো কিম্বা নিজের কোন গল্প এইটা, হুট করে মনে হয় আসিফ,শাহেদ,নায়লা দের মত এমন একটা গ্রুপ আমাদের ছিল। আকবরের মত আমার একটা বন্ধু ভাই ছিল যে রাজনীতি করে, আমাদের মাঝে একজন বন্ধু আছে যে কিনা আরেক বন্ধু কে ভালোবাসে কিন্তু বলতে পারছে না। মনজুর দুলাভাই আরে এত দেখি আমার দুলাভাই কিংবা আমার পাশে ঐ দুলাভাইটার মত। যাই হোক ---- সব কিছু ভালোভাবে চলছিল, কিন্তু একদিন হুট করে মনজুর দুলাভাই গুম হয়ে যায়! কিন্তু কেনও? এদিকে একদিন সবার প্রিয় বন্ধু শাহেদ নিজেকে খুঁজতে সব কিছু পিছে ফেলে চলে যায় অজানার পথে, লেখকের ভাষাতে "মানুষ যদি হারিয়ে যায় তাকে খুজে পাওয়া যায় কিন্তু কেউ যদি নিজের মাঝে হারিয়ে যায় তাকে খুজে পাওয়া অনেক কঠিন"। নায়লার জীবনে তার বোন দুলাভাই ছাড়া আর কেউ নেই কিন্তু তার বোনের যে অবস্থা তাতে সে ভাবে কি হবে তার সামনের দিন গুলাতে? কি হয়েছে তার বোনের? কি হবে কিছু দিন পড়ে নায়লার জীবনে? কোন ঠিকানা তে বা যাবে? তার স্বপ্ন গুলা কি সত্যি হবে? মনজুর নিজে যানে না কেন সে গুন হয়ে গেছে, তাকে খুঁজছে পাগল তার শ্যালক আকবর কারন তার বোন বলে দিয়াছে তোর দুলাভাইকে ছাড়া কিন্তু বাসায় আসবি না, শেষ পর্যন্ত কি পারবে রাজনীতি করা আকবর দুলাভাইয়ের দেখা ? ফিরে আসবে কি তার বোনের মুখের হাঁসির? আর যে ত্রিভুজ প্রেম চলছে! কে কাকে পাবে? নাকি সবার সব কিছু না পাওয়া থেকে যাবে…… নিজেকে খুজতে যাওয়া শাহেদ বোবা শহিদের সাথে কি করবে সামনের পথ গুলা? বোবা শহিদ নামে কি আসলে কেউ আছে নাকি সবকিছু নিজের মনের বানানো কিছু? এইসব কিছু নিয়ে আগাতে থাকে জনারণ্যে একা কয়েকজনে গল্প, কি হবে সবার শেষ পরিনতি? জানতে হোলে পড়ে নিতে পারেন, এইটুকু কথা দিচ্ছি হতাস হতে হবে না কিন্তু কান্না পেতে পারে কারন জনারণ্যে আমারা সবাই একা। রেটিংঃ ১০/১০