User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
“ক্যারিয়ার পরিকল্পনা ও বাস্তবায়ন” বইটি এমনভাবে লেখা হয়েছে, যেন ষষ্ঠ থেকে মাস্টার্স শ্রেণির সকল বিষয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক, গবেষকসহ সকল শ্রেণির পেশাজীবী মানুষের ক্যারিয়ার বিষয়ক প্রয়োজনীয় জ্ঞানের চাহিদা মেটাতে সক্ষম হয়।
উপন্যাস “সীমান্তে নোঙর” সদ্য পাশকৃত এবং অধ্যায়নরত যে কোন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রের জন্য বইটি অবশ্যই পাঠ্য।
সাদা শাড়ি পরে ব্ল্যাকবার্ডের সামনে দাঁড়াবেন না আপনি। কাশফুলের মতাে দুলেদুলে আঁকবেন না বিষমবাহু ত্রিভুজের শেষ রেখা। অমনােযােগী ছাত্রের পাশে ঘুরেঘুরে শেখাবেন না কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। বিন্দু ভুলে যাওয়া সরল বালকটিকে বলবেন না: ‘রেল লাইন বহে। সমান্তরাল।
গতকাল রাতেই শেষ করলাম "স্টারগেট" ! এক কথায় দারুন লেগেছে ! বিশেষ করে, শেষটা ছিল টান টান উত্তেজনাপূর্ণ । লেখককে তার নান্দনিক উপস্থাপনার জন্য অভিনন্দন ! সায়েন্স_ফিকশন আমার খুব বেশী পড়তে ইচ্ছে করে নি কখনওই । কিন্তু এখন আমি "স্টারগেট" পড়ে এর ভক্ত হয়ে গেছি । পরবর্তী বইয়ের অপেক্ষায় রইলাম ......
রাজিব আহমেদের ভাঙামন্দির অভিযান একটি রহস্য উপন্যাস।গল্পটি পড়ে মুগ্ধ হয়েছি।তরুণ হাতে কিভাবে লেখক একটা সিম্পল কাহিনীকে রহস্য ময়ী করে তুলছে তা বইটি না পড়ে কেউ বুঝতে পারবেন না।শুরু থেকে শেষ অবদি না পড়ে রহস্য কোথায় মোড় দিচ্ছে তা বোঝা যায়নি।প্রতিটা মুহুর্তে মনে হয়েছে গল্পে এই বুঝি রহস্য খুজে পেয়েছি।কিন্তু না তা খুঁজতে শেষ পযন্ত গল্পটা আমাকে শেষ পৃষ্ঠা অবধি টেনে নিয়ে গেল।আমাদের সমাজ কুসংষ্কার ভরপুর।কিছু মানুষ এসব কুসংস্কার পুজি করে আমাদের মনে সাধু সেজে আছে।লেখক তার গল্পের ভিতর এসব কিছু আমাদে...See More
ঝংকার মাহবুব ভাই কে অনেক আগে থেকেই ফেসবুকে ফলো করি। তার লেখাগুলো আগে থেকেই ভাল লাগত। অনেক অনুপ্রাণিত করত। এবার তো বই পেয়ে গেলাম একবারে। সেই বই আবার একবারে ভিন্নভঙ্গিতে লেখা। বইটা পাওয়া মাত্র শেষ করে ফেললাম। তার লেখার প্রতি ভালবাসা আরও বহুগুনে বেড়ে গেল এই বই পরে। আশা করি সামনে আরও অনেক বই পাব ঝংকার ভাইয়ের।
কেনার আগে রিভিউ দেখতে এসেছেন? থামুন বইটি এক্ষুনি কিনে ফেলুন । টাকা বৃথা যাবে না
বুক রিভিউঃ বইয়ের নামঃ "রিচার্জ Your ডাউন ব্যাটারি" লেখকঃ Jhankar Mahbub বইটির কয়েকটি দিক আমার বেশ নজর কেড়েছে এবং ভালোও লেগেছে।তার মধ্যে প্রথম হলো,"রিচার্জ your ডাউন ব্যাটারি"এবারের বইয়ের নামটা খুবই ব্যতিক্রম। এই বইটি যারা এখনো কিনে নাই তাদেরকে বলসি, এই বই টি খুবই দরকারি বই যারা নিজের লাইফের উপর হতাশ।। এই বইটিতে সুন্দর করে কাহিনী দিয়ে কি করে নিজের ব্যর্থতা থেকে উঠে আসা যায় তা সুন্দর করে লিখা আছে।। অনেক্ অনেক ধন্যবাদ ঝংকার ভাইয়াকে বইটির জন্য।
ঝংকার মাহবুব মানেই কঠিন জিনিসের মজার ভার্সন।প্রোগামিং দেখলেই আমার মাথা ঘুরাই।কিন্তু বইটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।আমার মত ফাঁকিবাজ যারা আছো তারা চোখ বন্ধ করে বইটা কিনে ফেল।।data structure, queue, stack যে ভাবে লিখা হল ভয়ংকর ভাবে ভাল লাগলো।সামনের অংশ দেখে পিছনের অংশ সম্পর্কে পরিষ্কার idea পাওয়া যায়। বই টার নামের সার্থকতা ১০০%।
বইটি পড়ে একজন মানুষ যিনি নতুন এক্সেল শিখতে চাচ্ছেন, তিনি যেমন উপকৃত হবেন, তেমনি যারা এক্সেল এ কিছুটা দক্ষ, নিজেকে আরও ঝালিয়ে নিতে চান, তারাও বইটি পড়ে উপকৃত হবেন।